08/09/2024                                                                            
                                    
                                                                            
                                            আজ উদয়পুর রাজর্ষি কলা ক্ষেত্রে সকাল এগাড়োটায় অনুষ্ঠিত  হয়   রক্ত দান উৎসব।এই উপলক্ষে এক রক্ত দান  শিবির অনুষ্ঠিত হয়। বর্তমানে গোমতি জেলা হাসপাতালের
  ব্লাড ব্যাঙ্কে রক্ত সল্পতা দেখা দিয়েছে।ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা পূরণ করার উদ্দেশ্যে   সি এম ও কমল রিয়াং সমস্ত সরকারি ,বেসরকারি ও সামাজিক সংস্থার নিকট রক্ত দান উৎসবের  আয়োজন করার আহ্বানে প্রথমে  সাড়া   দিয়ে   আজ রবিবার সকাল ১১ টায় রাজর্ষি কলাক্ষেত্রে "রক্তদান"
শিবিরটি অনুষ্ঠিত হয়।  রাজ্যের অর্থমন্ত্রী  প্রনজিৎ সিংহ রায়,গোমতি জেলা সভাধিপতি দেবল  দেবরায়,মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পুর পরিষদের পুরপিতা  শীতল চন্দ্র মজুমদার, সহকারী পুরপিতা প্রদীপ দেবনাথ , গোমতি জেলা ভারতীয় মজদুর সংঘের সভাপতি  অবসর প্রাপ্ত শিক্ষক গৌতম দাস, গোমতি জেলা বি এম এস সম্পাদক পার্থ সারথী ঘোষ এবং বি এম এসের রাজ্য প্রচার  কমিটির কার্যকরী  সদস্য  দিগ্বিজয় ভাওয়ালের  উপস্থিতিতে এই  রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়  । মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধনের পর এই অনুষ্ঠানে উদয়পুরের দুজন বিশিষ্ট  শিক্ষক যথাক্রমে রমেশ স্কুলের শংকর দাস  ও ভগ্নি নিবেদিতা বালিকা বিদ্যালয়ের  গৌতমী দত্ত, যাদের শিক্ষক  দিবসে আগরতলায় সংবর্ধিত করা হয় এই অনুষ্ঠানেও তাদের  সংবর্ধনা দেওয়া হয়।মোট ৬৭ জন রক্ত দাতা রক্ত দান করেন।
এ ছাড়াও ভারতীয় মজদুর সংঘের আদর্শে বিশ্বাসী পশ্চিম খিলপাড়ার প্রধান মিমু মিঞা,মাতাবাড়ির উপ প্রধান শ্যামল দত্ত সহ তিন জনকে সংবর্ধনা দেওয়া হয়- উল্লেখ্য এই তিন জনই  ভারতীয় মজদুর সংঘের আদর্শে অনুপ্রাণিত এবং বিশ্বস্ত সৈনিক। ভারতীয় মজদুর সংঘের প্রতিটা ইউনিটের কর্মকর্তাদের  ঐকান্তিক প্রচেষ্টায় এই রক্ত দান উৎসবে সাফল্য মন্ডিত হওয়ায় উল্লিখিত বক্তারা  সন্তুষ্টি প্রকাশ করেন। রক্তদান উৎসবে উপস্থিতির সংখ্যা ছিলো লক্ষ্যনীয়।