Din-Rat Channel

Din-Rat  Channel news

05/08/2025

গতকাল রাতের আগরতলা আইজিএম হাসপাতালে সামনের ছবি

21/07/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

বন্দোয়ার  সি আর  পি ক্যাম্পে ২০২৫-২০২৬ শিক্ষা বর্ষে কেন্দ্রীয় বিদ্যালয়ের পরিকাঠামোগত সুযোগ সুবিধা গড়ে তোলার আগ পর্যন...
21/02/2025

বন্দোয়ার সি আর পি ক্যাম্পে ২০২৫-২০২৬ শিক্ষা বর্ষে কেন্দ্রীয় বিদ্যালয়ের পরিকাঠামোগত সুযোগ সুবিধা গড়ে তোলার আগ পর্যন্ত গোমতি জেলার পলিটেকনিক্যাল কলেজের ক্লাশ শুরু হবে কেন্দ্রীয় বিদ্যালয়ের ।আজ ত্রিপুরার অর্থ, পরিকল্পনা ও সমন্বয় মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ডিএম গোমতী তড়িৎ কান্তি চাকমা ,এ ডি এম, মহকুমা শাসক ত্রিদীপ সরকার ,জল ও সেনিটেশন বিভাগের আধিকারিক ,পূর্ত দফতরের আধিকারিকরা সহ পলিটেকনিক কলেজের আধিকারিকরা উদয়পুর পলিটেকনিক কলেজ পরিদর্শন করেন।২০২৫ ২০২৬ শিক্ষাবর্ষ থেকে যাতে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষার্থীরা পঠন পাঠন করতে পারে তার ব্যাবস্থা করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন ।এই ঘটনায় উদয়পুরে বুদ্ধিজীবী ,শিক্ষক/শিক্ষার্থী অভিভাবক সাংবাদিকদের মধ্যে খুশির হাওয়া বইছে।

16/02/2025

উদয়পুর গোমতি জেলা শিক্ষা আধিকারিক বিকাশ নাথের উপর ঘটে যাওয়া ন্যাক্কার জনক ঘটনার পেছনে মদতপুষ্টদের মুখোশ উন্মোচন করার দাবি উঠছে শিক্ষক ও কর্মচারী মহলে।

আজ উদয়পুর রাজর্ষি কলা ক্ষেত্রে সকাল এগাড়োটায় অনুষ্ঠিত  হয়   রক্ত দান উৎসব।এই উপলক্ষে এক রক্ত দান  শিবির অনুষ্ঠিত হয়...
08/09/2024

আজ উদয়পুর রাজর্ষি কলা ক্ষেত্রে সকাল এগাড়োটায় অনুষ্ঠিত হয় রক্ত দান উৎসব।এই উপলক্ষে এক রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়। বর্তমানে গোমতি জেলা হাসপাতালের
ব্লাড ব্যাঙ্কে রক্ত সল্পতা দেখা দিয়েছে।ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা পূরণ করার উদ্দেশ্যে সি এম ও কমল রিয়াং সমস্ত সরকারি ,বেসরকারি ও সামাজিক সংস্থার নিকট রক্ত দান উৎসবের আয়োজন করার আহ্বানে প্রথমে সাড়া দিয়ে আজ রবিবার সকাল ১১ টায় রাজর্ষি কলাক্ষেত্রে "রক্তদান"
শিবিরটি অনুষ্ঠিত হয়। রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়,গোমতি জেলা সভাধিপতি দেবল দেবরায়,মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পুর পরিষদের পুরপিতা শীতল চন্দ্র মজুমদার, সহকারী পুরপিতা প্রদীপ দেবনাথ , গোমতি জেলা ভারতীয় মজদুর সংঘের সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক গৌতম দাস, গোমতি জেলা বি এম এস সম্পাদক পার্থ সারথী ঘোষ এবং বি এম এসের রাজ্য প্রচার কমিটির কার্যকরী সদস্য দিগ্বিজয় ভাওয়ালের উপস্থিতিতে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় । মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধনের পর এই অনুষ্ঠানে উদয়পুরের দুজন বিশিষ্ট শিক্ষক যথাক্রমে রমেশ স্কুলের শংকর দাস ও ভগ্নি নিবেদিতা বালিকা বিদ্যালয়ের গৌতমী দত্ত, যাদের শিক্ষক দিবসে আগরতলায় সংবর্ধিত করা হয় এই অনুষ্ঠানেও তাদের সংবর্ধনা দেওয়া হয়।মোট ৬৭ জন রক্ত দাতা রক্ত দান করেন।
এ ছাড়াও ভারতীয় মজদুর সংঘের আদর্শে বিশ্বাসী পশ্চিম খিলপাড়ার প্রধান মিমু মিঞা,মাতাবাড়ির উপ প্রধান শ্যামল দত্ত সহ তিন জনকে সংবর্ধনা দেওয়া হয়- উল্লেখ্য এই তিন জনই ভারতীয় মজদুর সংঘের আদর্শে অনুপ্রাণিত এবং বিশ্বস্ত সৈনিক। ভারতীয় মজদুর সংঘের প্রতিটা ইউনিটের কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই রক্ত দান উৎসবে সাফল্য মন্ডিত হওয়ায় উল্লিখিত বক্তারা সন্তুষ্টি প্রকাশ করেন। রক্তদান উৎসবে উপস্থিতির সংখ্যা ছিলো লক্ষ্যনীয়।

05/09/2024

শিক্ষক দিবসে বিনম্র শ্রদ্ধা সকল সম্মানিত শিক্ষকে

Address

Khilpara
Udaipur
799114

Website

Alerts

Be the first to know and let us send you an email when Din-Rat Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share