05/07/2022
Please please please share 🙏🙏🙏
লেখাটা দয়া করে পড়বেন 🙏🙏🙏
#উলুবেড়িয়ার মানুষ দেখিয়ে দিন, আমরাও পারি
তাহরিনা নাসরিন। নামটা কি একটু চেনা চেনা লাগছে। আসলে গোটা বিশ্ব তাকে কুর্নিশ জানালেও আমরা উলুবেড়িয়াবাসীরা তাকে ঠিক চিনিনা বা চেনার চেষ্টাও করিনি। তাহরিনা'র দূর্ভাগ্য ইংলিশ চ্যানেল জয়ী বিশ্বের প্রথম মুসলিম মহিলা সাঁতারু, বাংলাদেশের বাংলা চ্যানেল সহ জাতীয় আন্তর্জাতিক স্তরের মুঠোমুঠো মেডেল জয়ী মেয়েটা, কোনদিন যথাযথ সম্মান পেলনা। অবাক হয়ে দেখি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মেয়েরা কোন চ্যানেল পার করলে তাকে নিয়ে কত উন্মাদনা। আর তাহরিনা?? কথায় আছে গেঁয়ো জোগী ভিখ পায়না।ওর ক্ষেত্রে নিউজ চ্যানেল ও দৈনিক খবরের কাগজে একটা প্রতিবেদন। কিন্তু কোনদিন দেখিনি ওকে নিয়ে কোন আলোচনা বা স্যোশাল মিডিয়ায় কোন পোষ্ট। আমরা যথাসাধ্য চেষ্টা করি ওর পাশে দাঁড়িয়ে ওর মনোবল বৃদ্ধি করতে। কিন্তু আমাদের আর কতটা সাধ্য। ইংলিশ চ্যানেল পর করার সময় কত প্রতিবন্ধকতা। বারবার ভিসা ক্যান্সেল। তবুও হার মানেনি তাহরিনা। সমুদ্রে যেমন হাইটাইডের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে জয়ী হয়, এক্ষেত্রেও লড়াই চালিয়ে বার করে নিয়ে এসেছে ভিসা। আগষ্টে তাহরিনা যাচ্ছে স্পেনে। উদ্দেশ্যে জিব্রাল্টার প্রণালী পর করা। কিন্তু ভাগ্য বিরূপ। আবারো ভিসা কান্সেল। কিন্তু এই মেয়ে যে অন্য ধাতুতে গড়া। আবার একা দিল্লি গিয়ে লড়াই করে ছিনিয়ে এনেছে কাঙ্ক্ষিত ভিসা। এত গুলো কথা বলার একটাই উদ্দেশ্য আমরা উলুবেড়িয়াবাসীরা কি তাকে তার যোগ্য সম্মানটা দিতে পারিনা। পারিনা মানসিক ভাবে তার পাশে দাঁড়িয়ে বলতে, তোমার পিছনে আমরা গোটা উলুবেড়িয়ার মানুষ আছি। তুমি এগিয়ে যাও। মেয়েটা একটু পাগল আছে বেশ কয়েক বছর আগে ইনকাম ট্যাক্স বিভাগে চাকরি পেয়েছিল। অন্য কেউ হলে ভাবতো আর দরকার নেই। বড় মাইনের চাকরি, জীবনটা আরামসে কেটে যাবে। কিন্তু ঐ যে বললাম মাথার পোকা গুলো নড়ে উঠলেই, সমুদ্র ওকে টানে। এক একটা চ্যানেল করতেই খরচ ৬ থেকে ৭ লক্ষ টাকা। পাশাপাশি প্রাকটিস সহ আনুষাঙ্গিক খরচ। সঞ্চয় বেচারা কিছুই করতে পারেনি বোধহয়। আসলে লিজেন্ডরা এমনই হয়। গোটা উলুবেড়িয়ার মানুষের কাছে🙏 কড়জোড়ে আবেদন,ওর পাশে দাঁড়ান, ও যাতে নিজেকে কখনো একা না ভাবে। ওকে সবাই মিলে বলুন তাহরিনা আমরা সবাই তোমার পাশে আছি। তুমি এগিয়ে চলো। দেখবেন এটা যদি আমরা করতে পারি ও আরো দুর্গম থেকে দুর্গমতর চ্যানেল অনাহাসে পার করে দেবে। আসুন সবাই মিলে ওকে চিয়ার আপ করি।যাতে আমাদের উলুবেড়িয়ার জলপরি উলুবেড়িয়ার নাম গোটা বিশ্বের কাছে তুলে ধরতে পারে। উলুবেড়িয়া নিউজ তোমার সঙ্গে আছে আরো এগিয়ে যাও । তুমি আমাদের গর্ব । এগিয়ে চলো তুমি ।