Uluberia news

Uluberia news It's a news channel . Where u can get anytype of news ..

15/08/2022



এটা শ্রদ্ধাঞ্জলি নাকি, প্রণাম, নাকি শুভেচ্ছা বার্তা, নাকি  নেতার প্রচার চলছে ধরতে পারবেন না ।     #পলিটিক্যাল
12/08/2022

এটা শ্রদ্ধাঞ্জলি নাকি, প্রণাম, নাকি শুভেচ্ছা বার্তা, নাকি নেতার প্রচার চলছে ধরতে পারবেন না ।


#পলিটিক্যাল

 #জিব্লাল্টার_জয়ী❤️✌️🇮🇳বহু প্রত্যাশিত স্বপ্নের বাস্তবায়ন — ইংলিশ চ্যানেল, বাংলা চ্যানেলের পর বিশ্ববিশ্রুত জিব্রাল্টার প্...
12/08/2022

#জিব্লাল্টার_জয়ী❤️✌️🇮🇳

বহু প্রত্যাশিত স্বপ্নের বাস্তবায়ন — ইংলিশ চ্যানেল, বাংলা চ্যানেলের পর বিশ্ববিশ্রুত জিব্রাল্টার প্রণালী জয় করলেন বাংলার অন্যতম কৃতি সাঁতারু উলুবেড়িয়ার তাহরিনা নাসরিন। বৃহস্পতিবার দুপুরে(ভারতীয় সময় অনুযায়ী) স্বপ্নপূরণের উদ্দেশ্যে নামেন তাহরিনা। একের পর এক জাহাজ, প্রতিকূল স্রোত, জেলিফিশ সহ নানা সামুদ্রিক বাধাবিপত্তি কাটিয়ে স্পেন ও মরক্কোর মধ্যস্থিত জিব্রাল্টার প্রণালী জয় করলেন তাহরিনা। তার সাথে সাথেই বাংলা তথা ভারতের সাঁতার জগতে এক অনন্য নজির গড়লেন তাহরিনা। স্বপ্নপূরণের এই লড়াইয়ে বারেবারে বাধা এসেছে। কখনো আটকে গেছে ভিসা, কখনো আর্থিক প্রতিবন্ধকতা। তবু নিজ লক্ষ্যে অবিচল থেকে অপ্রতিরোধ্য লড়াই চালিয়েছেন নিমদীঘির তাহরিনা নাসরিন।

তাহরিনার এই অনবদ্য সাফল্যে আমরা ভীষণভাবে আনন্দিত ও তাঁর গর্বে গর্বিত। তাঁর এই অপ্রতিরোধ্য লড়াই ও হার না মানা মানসিকতা অজস্র মানুষের প্রেরণা। Uluberia news পরিবারের পক্ষ থেকে তাহরিনাকে অসংখ্য শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন❤️🙏🇮🇳

#শুভেচ্ছায়

Please please please share 🙏🙏🙏লেখাটা দয়া করে পড়বেন 🙏🙏🙏 #উলুবেড়িয়ার মানুষ দেখিয়ে দিন, আমরাও পারিতাহরিনা নাসরিন। নামট...
05/07/2022

Please please please share 🙏🙏🙏
লেখাটা দয়া করে পড়বেন 🙏🙏🙏
#উলুবেড়িয়ার মানুষ দেখিয়ে দিন, আমরাও পারি

তাহরিনা নাসরিন। নামটা কি একটু চেনা চেনা লাগছে। আসলে গোটা বিশ্ব তাকে কুর্নিশ জানালেও আমরা উলুবেড়িয়াবাসীরা তাকে ঠিক চিনিনা বা চেনার চেষ্টাও করিনি। তাহরিনা'র দূর্ভাগ্য ইংলিশ চ্যানেল জয়ী বিশ্বের প্রথম মুসলিম মহিলা সাঁতারু, বাংলাদেশের বাংলা চ্যানেল সহ জাতীয় আন্তর্জাতিক স্তরের মুঠোমুঠো মেডেল জয়ী মেয়েটা, কোনদিন যথাযথ সম্মান পেলনা। অবাক হয়ে দেখি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মেয়েরা কোন চ্যানেল পার করলে তাকে নিয়ে কত উন্মাদনা। আর তাহরিনা?? কথায় আছে গেঁয়ো জোগী ভিখ পায়না।ওর ক্ষেত্রে নিউজ চ্যানেল ও দৈনিক খবরের কাগজে একটা প্রতিবেদন। কিন্তু কোনদিন দেখিনি ওকে নিয়ে কোন আলোচনা বা স্যোশাল মিডিয়ায় কোন পোষ্ট। আমরা যথাসাধ্য চেষ্টা করি ওর পাশে দাঁড়িয়ে ওর মনোবল বৃদ্ধি করতে। কিন্তু আমাদের আর কতটা সাধ্য। ইংলিশ চ্যানেল পর করার সময় কত প্রতিবন্ধকতা। বারবার ভিসা ক্যান্সেল। তবুও হার মানেনি তাহরিনা। সমুদ্রে যেমন হাইটাইডের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে জয়ী হয়, এক্ষেত্রেও লড়াই চালিয়ে বার করে নিয়ে এসেছে ভিসা। আগষ্টে তাহরিনা যাচ্ছে স্পেনে। উদ্দেশ্যে জিব্রাল্টার প্রণালী পর করা। কিন্তু ভাগ্য বিরূপ। আবারো ভিসা কান্সেল। কিন্তু এই মেয়ে যে অন্য ধাতুতে গড়া। আবার একা দিল্লি গিয়ে লড়াই করে ছিনিয়ে এনেছে কাঙ্ক্ষিত ভিসা। এত গুলো কথা বলার একটাই উদ্দেশ্য আমরা উলুবেড়িয়াবাসীরা কি তাকে তার যোগ্য সম্মানটা দিতে পারিনা। পারিনা মানসিক ভাবে তার পাশে দাঁড়িয়ে বলতে, তোমার পিছনে আমরা গোটা উলুবেড়িয়ার মানুষ আছি। তুমি এগিয়ে যাও। মেয়েটা একটু পাগল আছে বেশ কয়েক বছর আগে ইনকাম ট্যাক্স বিভাগে চাকরি পেয়েছিল। অন্য কেউ হলে ভাবতো আর দরকার নেই। বড় মাইনের চাকরি, জীবনটা আরামসে কেটে যাবে। কিন্তু ঐ যে বললাম মাথার পোকা গুলো নড়ে উঠলেই, সমুদ্র ওকে টানে। এক একটা চ্যানেল করতেই খরচ ৬ থেকে ৭ লক্ষ টাকা। পাশাপাশি প্রাকটিস সহ আনুষাঙ্গিক খরচ। সঞ্চয় বেচারা কিছুই করতে পারেনি বোধহয়। আসলে লিজেন্ডরা এমন‌ই হয়। গোটা উলুবেড়িয়ার মানুষের কাছে🙏 কড়জোড়ে আবেদন,ওর পাশে দাঁড়ান, ও যাতে নিজেকে কখনো একা না ভাবে। ওকে সবাই মিলে বলুন তাহরিনা আমরা সবাই তোমার পাশে আছি। তুমি এগিয়ে চলো। দেখবেন এটা যদি আমরা করতে পারি ও আরো দুর্গম থেকে দুর্গমতর চ্যানেল অনাহাসে পার করে দেবে। আসুন সবাই মিলে ওকে চিয়ার আপ করি।যাতে আমাদের উলুবেড়িয়ার জলপরি উলুবেড়িয়ার নাম গোটা বিশ্বের কাছে তুলে ধরতে পারে। উলুবেড়িয়া নিউজ তোমার সঙ্গে আছে আরো এগিয়ে যাও । তুমি আমাদের গর্ব । এগিয়ে চলো তুমি ।

শেষ যাত্রায় প্রিয় শিল্পী । সঙ্গে স্ত্রী ও ছেলে। রবীন্দ্রসদন থেকে ।
02/06/2022

শেষ যাত্রায় প্রিয় শিল্পী । সঙ্গে স্ত্রী ও ছেলে। রবীন্দ্রসদন থেকে ।

উলুবেড়িয়া এর দুই কন্যা স্পেশাল অলিম্পিক ফুটবল দলে।❤️
24/05/2022

উলুবেড়িয়া এর দুই কন্যা স্পেশাল অলিম্পিক ফুটবল দলে।❤️

14/05/2022

Uluberia kalibari 103 Birth anniversary

14/05/2022

Uluberia kalibari 103 birth anniversary

শ্রী শ্রী রবি শঙ্করজীর জন্মদিন পালন আমাদের উলুবেড়িয়া বানীতলা ইউনিট এর পক্ষ থেকে।সহযোগিতায় বানীতলা সবুজ সংঘ।
13/05/2022

শ্রী শ্রী রবি শঙ্করজীর জন্মদিন পালন আমাদের উলুবেড়িয়া বানীতলা ইউনিট এর পক্ষ থেকে।
সহযোগিতায় বানীতলা সবুজ সংঘ।

উলুবেরিয়া আনন্দময়ী কালীমাতা সংস্থার উদ্যোগে ১০৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গঙ্গা আরতি!
13/05/2022

উলুবেরিয়া আনন্দময়ী কালীমাতা সংস্থার উদ্যোগে ১০৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গঙ্গা আরতি!

Address

Uluberia
711315

Alerts

Be the first to know and let us send you an email when Uluberia news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share