
07/08/2025
আমের ফল ফেটে যাওয়া ও পঁচে যাওয়ার প্রধান কারণ অতিরিক্ত পানি, পুষ্টির ঘাটতি এবং ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণ। সমস্যা এড়াতে পানি যেন অতিরিক্ত না হয় এবং মাটির নিষ্কাশন ভালো রাখতে হবে।
মাটিতে লাগানো গাছের জন্য প্রতি গাছে ২ থেকে ৩ কেজি জৈব সার ও মাসে একবার ৫০ থেকে ১০০ গ্রাম রাসায়নিক সার দিতে পারেন।
টবে লাগানো গাছের জন্য প্রতি গাছে ৫০০ গ্রাম থেকে ১ কেজি জৈব সার এবং মাসে ২০ থেকে ৫০ গ্রাম রাসায়নিক সার যথেষ্ট।
সার প্রয়োগের পর গাছ ভালোভাবে পানি দিন এবং সার প্রয়োগ নিয়মিত করুন ফলন ভালো রাখতে।
ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণ হলে আক্রান্ত অংশগুলো কেটে গাছ থেকে সরিয়ে ফেলতে হবে। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় নিম তেল স্প্রে করুন, এতে ছত্রাক ও পোকামাকড় কমে। প্রয়োজনে ১০ দিন অন্তর ম্যানকোজেব বা কার্বেন্ডাজিম জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। মাটি ও গাছের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন, আর অতিরিক্ত পানি দেয়া এড়িয়ে চলুন।
#ছাদবাগান #কৃষি