M. Foyjur Razzak

M. Foyjur Razzak আধুনিক ছাদ কৃষি I was in the garment business for 17 years. Now I am a blogger and digital creator.

আমের ফল ফেটে যাওয়া ও পঁচে যাওয়ার প্রধান কারণ অতিরিক্ত পানি, পুষ্টির ঘাটতি এবং ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণ। সমস্যা এ...
07/08/2025

আমের ফল ফেটে যাওয়া ও পঁচে যাওয়ার প্রধান কারণ অতিরিক্ত পানি, পুষ্টির ঘাটতি এবং ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণ। সমস্যা এড়াতে পানি যেন অতিরিক্ত না হয় এবং মাটির নিষ্কাশন ভালো রাখতে হবে।

মাটিতে লাগানো গাছের জন্য প্রতি গাছে ২ থেকে ৩ কেজি জৈব সার ও মাসে একবার ৫০ থেকে ১০০ গ্রাম রাসায়নিক সার দিতে পারেন।

টবে লাগানো গাছের জন্য প্রতি গাছে ৫০০ গ্রাম থেকে ১ কেজি জৈব সার এবং মাসে ২০ থেকে ৫০ গ্রাম রাসায়নিক সার যথেষ্ট।

সার প্রয়োগের পর গাছ ভালোভাবে পানি দিন এবং সার প্রয়োগ নিয়মিত করুন ফলন ভালো রাখতে।

ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণ হলে আক্রান্ত অংশগুলো কেটে গাছ থেকে সরিয়ে ফেলতে হবে। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় নিম তেল স্প্রে করুন, এতে ছত্রাক ও পোকামাকড় কমে। প্রয়োজনে ১০ দিন অন্তর ম্যানকোজেব বা কার্বেন্ডাজিম জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। মাটি ও গাছের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন, আর অতিরিক্ত পানি দেয়া এড়িয়ে চলুন।

#ছাদবাগান #কৃষি

যদি ছোট লাউয়ের কড়া পচে বা ফল কালো হয়ে পচে যায়, তাহলে সমস্যা হতে পারে ছত্রাক সংক্রমণ, বেশি পানি জমে থাকা, পরাগায়ণের অভাব ...
04/08/2025

যদি ছোট লাউয়ের কড়া পচে বা ফল কালো হয়ে পচে যায়, তাহলে সমস্যা হতে পারে ছত্রাক সংক্রমণ, বেশি পানি জমে থাকা, পরাগায়ণের অভাব বা পোকামাকড় আক্রমণ। এর প্রতিরোধে কপার গ্রুপের ছত্রাকনাশক স্প্রে খুব কার্যকর। প্রতি ১০ লিটার পানিতে নির্দেশিত মাত্রা মিশিয়ে ৭-১০ দিনে একবার সকালে বা বিকেলে স্প্রে করুন। পোকামাকড় থাকলে আলাদা কীটনাশক ব্যবহার করুন। এছাড়া ফুলে হাতে পরাগায়ণ করুন, অতিরিক্ত পানি জমে থাকলে ড্রেন করে বের করে দিন এবং আক্রান্ত পাতা ও ফল ছেঁটে ফেলুন। #কৃষি #ছাদবাগান

01/08/2025

অনেক সময় যেমন বলি - গাছে ছএাক ও পোকামাকড় প্রতিরোধে ১ চা চামচ নিম তেল প্রতি ১ লিটার পানির সঙ্গে মিশিয়ে বিকালে গাছে ষ্প্রে করুন। মানে এই না যে পুরো ১ লিটার একটি গাছে ষ্প্রে করতে হবে। একটি গাছ ভিজিয়ে দিতে যতটুকু লাগে ততটুকুই ষ্প্রে করতে হবে।
#ছাদবাগান #কৃষি

Send a message to learn more

আম গাছে মুকুল আসার পর শুকিয়ে যাওয়ার কিছু সাধারণ কারণ আছে, যেমন বেশি বৃষ্টি, পোকামাকড়, ছত্রাক, বা গাছের যথাযথ যত্ন না নেও...
27/07/2025

আম গাছে মুকুল আসার পর শুকিয়ে যাওয়ার কিছু সাধারণ কারণ আছে, যেমন বেশি বৃষ্টি, পোকামাকড়, ছত্রাক, বা গাছের যথাযথ যত্ন না নেওয়া।

আগস্ট-সেপ্টেম্বর মাসে পুরনো শুকনো মুকুল ও ডাল ছেঁটে ফেলুন
প্রতি ১৫ দিনে বোরিক অ্যাসিড ও জিংক সালফেট স্প্রে করুন
ফুল আসার সময় ছত্রাকনাশক স্প্রে দিতে ভুলবেন না
মাটিতে গোবর সার, টিএসপি ও এমওপি মিশিয়ে দিন
পানি দেবেন সকালে বা সন্ধ্যায়, দুপুরের রোদ নয়

এই নিয়মগুলো মেনে চললে পরের সিজনে নতুন মুকুল ও ফুল আসবে আর আম ফল ভালো হবে।

24/07/2025

গাছের যত্ন #কৃষি #ছাদবাগান

অনেক সময় লেবু গাছের পাতায় সাদা বা বাদামি দাগ দেখা যায়, কিংবা পাতায় ছোট ছোট ছিদ্র হয়ে যায়। এটি সাধারণত ছত্রাকজনিত রোগ বা ...
21/07/2025

অনেক সময় লেবু গাছের পাতায় সাদা বা বাদামি দাগ দেখা যায়, কিংবা পাতায় ছোট ছোট ছিদ্র হয়ে যায়। এটি সাধারণত ছত্রাকজনিত রোগ বা পোকামাকড়ের আক্রমণে হয়ে থাকে। এই সমস্যা হলে যা করবেন:

আক্রান্ত পাতা কেটে ফেলে দিন

১ লিটার পানিতে ১ গ্রাম কপার অক্সিক্লোরাইড বা ম্যানকোজেব মিশিয়ে ৭ দিন অন্তর স্প্রে করুন

১০ মিলি নিমতেল ও ৫ মিলি সাবান ১ লিটার পানিতে মিশিয়ে জৈব বালাইনাশক তৈরি করে স্প্রে করুন

টবে যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করুন

#ছাদবাগান #লেবুগাছ #গাছেররোগ #জৈবপরিচর্যা #বাংলারবাগান

যাদের হাসনাহেনা গাছ আছে কিন্তু ফুল আসে না, নিচের নিয়মগুলো মানলেই গাছে অনেক ফুল আসবে আর সন্ধ্যায় চারপাশ ভরে যাবে মিষ্টি গ...
18/07/2025

যাদের হাসনাহেনা গাছ আছে কিন্তু ফুল আসে না, নিচের নিয়মগুলো মানলেই গাছে অনেক ফুল আসবে আর সন্ধ্যায় চারপাশ ভরে যাবে মিষ্টি গন্ধে।

রোদ অবশ্যই দরকার, দিনে অন্তত ৫-৬ ঘণ্টা গাছে সরাসরি রোদ পড়া উচিত।

প্রতি সপ্তাহে ১ মগ ভেজানো সরষে খোলের পানি দিন, সরষে খোল ১০ দিন ভিজিয়ে ছেঁকে নিতে হবে।

মাসে একবার ১ চা চামচ লাল পটাশ ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।

মাটি শুকালে পানি দিন, প্রতিদিন না দিয়ে গাছের অবস্থা বুঝে দিন।

গাছ খুব ঝাঁকড়া হলে হালকা ছাঁটাই করুন যেন আলো-বাতাস ঢুকতে পারে, ছাঁটাইয়ের ১৫-২০ দিনের মধ্যে ফুল আসা শুরু করে।

পাতায় পোকা থাকলে ১ লিটার পানিতে ১ চা চামচ নিম তেল মিশিয়ে স্প্রে করতে পারেন।

মাটিতে ছত্রাক বা দুর্গন্ধ হলে সামান্য দারুচিনি গুঁড়া ছিটিয়ে দিন।

এই নিয়মগুলো মানলে আপনার হাসনাহেনা গাছে নিয়মিত ফুল আসবে, গন্ধ ছড়াবে সন্ধ্যায়।

#ছাদবাগান

লাউ পাতায় ব্রাউন স্পট হলে বুঝবেন এটা ছত্রাকজনিত রোগের লক্ষণ। দ্রুত প্রতিকার না করলে গাছের বৃদ্ধি ও ফলন কমে যায়। প্রতিরো...
14/07/2025

লাউ পাতায় ব্রাউন স্পট হলে বুঝবেন এটা ছত্রাকজনিত রোগের লক্ষণ। দ্রুত প্রতিকার না করলে গাছের বৃদ্ধি ও ফলন কমে যায়। প্রতিরোধে ১ লিটার পানিতে ১ চা চামচ কপার অক্সিক্লোরাইড বা নিমতেল মিশিয়ে ৭ দিনে একবার স্প্রে করুন। পাতা ভেজা অবস্থায় রাখবেন না এবং গাছের চারপাশ পরিষ্কার রাখুন। সময়মতো যত্ন নিলে লাউ গাছ থাকবে সুস্থ ও ভালো ফলন দেবে। #ছাদবাগান #কৃষি

মরিচ গাছের পাতা কুকড়ে যাচ্ছে? এই সহজ পদ্ধতিতে গাছ বাঁচানমরিচ গাছের পাতা যদি উপরের দিকে কুঁচকে যায়, তাহলে সেটা থ্রিপস বা ...
13/07/2025

মরিচ গাছের পাতা কুকড়ে যাচ্ছে? এই সহজ পদ্ধতিতে গাছ বাঁচান

মরিচ গাছের পাতা যদি উপরের দিকে কুঁচকে যায়, তাহলে সেটা থ্রিপস বা সাদা মাছির আক্রমণ, ক্যালসিয়ামের অভাব বা অতিরিক্ত ইউরিয়ার কারণে হয়ে থাকে।

সমাধান:
প্রথমে কুকড়ে যাওয়া পাতা ও আক্রান্ত ডাল ছিঁড়ে ফেলুন
১ লিটার পানিতে ৫ মিলি নিমতেল মিশিয়ে প্রতি ৭ দিনে স্প্রে করুন
মাসে ১ বার ১ চা চামচ জিপসাম (ক্যালসিয়াম) গাছের গোড়ায় দিন
DAP ও পটাশ সুষমভাবে ব্যবহার করুন, ইউরিয়া কমিয়ে দিন

গাছকে প্রতিদিন রোদে রাখুন ও পানি যেন জমে না থাকে, তা নিশ্চিত করুন। এতে গাছ আবার সবুজ ও ফলনদায়ী হবে।

#ছাদবাগান #কৃষি

06/07/2025

গাছে ছএাকজনিত রোগে ফাঙ্গিসাইডের সঠিক ব্যবহার #কৃষি #ছাদবাগান

পেঁপে গাছের উপরের পাতা সাদা হয়ে যাওয়া আর ফল সাদা হয়ে ঝরে যাওয়া মানে ভাইরাস, সাদা মাছি বা থ্রিপসের আক্রমণ হয়েছে, সঙ্গে পু...
05/07/2025

পেঁপে গাছের উপরের পাতা সাদা হয়ে যাওয়া আর ফল সাদা হয়ে ঝরে যাওয়া মানে ভাইরাস, সাদা মাছি বা থ্রিপসের আক্রমণ হয়েছে, সঙ্গে পুষ্টির ঘাটতিও থাকতে পারে।

১ লিটার পানিতে ১ চা চামচ নিম তেল + ৫ ফোঁটা তরল সাবান মিশিয়ে বিকেলে স্প্রে করুন।

মাটিতে ১ চা চামচ ট্রাইকোডার্মা ও সামান্য কম্পোস্ট সার মিশিয়ে দিন।

গাছ দুর্বল হলে ১ লিটার পানিতে ১ চা চামচ জৈব তরল সার (গোবর ভেজানো পানি বা মিষ্টির খোল ভেজানো পানি) দিন প্রতি সপ্তাহে।

ফল ঝরা বন্ধ হলে ১৫ দিন পর ১/৪ চা চামচ সাদা পটাশ গুলে স্প্রে করুন।

গাছের চারপাশ পরিষ্কার রাখুন, পোকা যাতে না বাড়ে।

#কৃষি #ছাদবাগান

ড্রাগন ফল গাছের কান্ডে যদি পঁচা দাগ, ফাটল বা সাদা ছত্রাক দেখা যায়, তাহলে বুঝতে হবে গাছ ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণে আক...
05/07/2025

ড্রাগন ফল গাছের কান্ডে যদি পঁচা দাগ, ফাটল বা সাদা ছত্রাক দেখা যায়, তাহলে বুঝতে হবে গাছ ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণে আক্রান্ত হয়েছে। এটা সাধারণত বেশি পানি, বৃষ্টির পর পানি জমে থাকা বা বাতাস ভালো ভাবে না পাওয়ার কারণে হয়।

এই সমস্যা হলে প্রথমে আক্রান্ত পঁচা অংশটি ব্লেড দিয়ে কেটে ফেলুন এবং ব্লেডটি ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে। এরপর ১ লিটার পানিতে ২ গ্রাম কপার অক্সিক্লোরাইড বা ম্যানকোজেব মিশিয়ে আক্রান্ত স্থানে স্প্রে করুন ও গাছের চারপাশে ছিটিয়ে দিন। গাছে পানি দেয়া একেবারে কমিয়ে দিন এবং মাটিতে যেন পানি জমে না থাকে।

গাছের আশপাশে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। এতে গাছ সুস্থ হবে, নতুন করে ডাল ও ফুল আসবে।

#ড্রাগনফল #গাছের_রোগ #জৈব_চাষ #ছাদবাগান #বাগান_পরিচর্যা

Address

Mohammadpur
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when M. Foyjur Razzak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share