09/08/2025
ভ্রাতৃত্বের বন্ধনে শান্তিপুর – সূর্য পরিবার ফাউন্ডেশনের রাখি বন্ধন, গাছের চারা ও মিষ্টিমুখে ভালোবাসার বার্তা
ভাইবোনের অটুট সম্পর্কের প্রতীক রাখি পূর্ণিমা। তবে এবার এই বন্ধন ছড়িয়ে পড়ল রাস্তায়, পথচলতি মানুষের হৃদয়ে। নদিয়া জেলার শান্তিপুরের মতিগঞ্জ মোর এলাকায় সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে অন্য বছরের মতো এ বছরও আয়োজন করা হয় এক অনন্য রাখি বন্ধন কর্মসূচি। এখানে ধর্ম-বর্ণ, জাতপাতের বিভাজন ভেঙে, পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে বাস, অটো ও টোটো চালক, যাত্রী—সবার হাতে রাখি বেঁধে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেওয়া হয়।
শুধু সাধারণ মানুষ নয়, শান্তিপুর থানার ডিউটি অফিসার ও থানার ওসির হাতেও বাঁধা হয় এই ভালোবাসার বন্ধন। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ককে আরও দৃঢ় করতে এই উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেন উপস্থিত অনেকে।
সংগঠনের সদস্যরা জানান, সূর্য পরিবার ফাউন্ডেশন শুধু উৎসবের দিনেই নয়, সারা বছর জুড়েই বিভিন্ন সামাজিক উদ্যোগে কাজ করে থাকে। গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে শিক্ষামূলক সহায়তা, স্বাস্থ্য সচেতনতা, রক্তদান—সবক্ষেত্রেই তারা সক্রিয়। প্রতিটি কর্মসূচিতে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ তাদের অন্যতম প্রধান প্রতিশ্রুতি।
এদিনও তারা রাখি বন্ধনের পাশাপাশি এলাকার বহু মানুষের হাতে তুলে দেন সবুজের বার্তা বহনকারী চারা গাছ, এবং মিষ্টিমুখ করিয়ে ছড়িয়ে দেন মিলন ও সম্প্রীতির আনন্দ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়—মানুষের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি যত্ন আর সামাজিক দায়বদ্ধতাই তাদের কাজের মূল লক্ষ্য।
স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের অনুষ্ঠান শুধু উৎসবের আনন্দ বাড়ায় না, বরং মানুষে মানুষে সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট