23/08/2024
দয়া করে আমার কথায় কেউ মন খারাপ করবেন না বা মাইন্ড করবেন না, শুধুমাত্র জিনিসটা আপনাদের বোঝানোর জন্যই লিখেছি।
যারা যারা বলেন ম্যাপ টা ৫০০ টাকা সেল করলে ভালো হবে তাদের জন্য আমি আজকে কিছু কথা বলতে চাই। আশা করি কথা গুলো সবাই শুনবেন এবং এর পরবর্তী থেকে কেউ এই ৫০০ টাকায় হলে আমি নিবো কথাটা আর কেউ বলবেন না।
প্রথমত আমরা যখন ম্যাপ সেল করা শুরু করেছিলাম তখন ওখানেই আমরা লিখে দিয়েছিলাম রুলস হিসেবে যে ম্যাপ কেনার সময় ম্যাপের দাম জেনে পরবর্তীতে কিনতে আসবেন কারণ ম্যাপ কেনার সময় দামাদামি করা যাবে না। তাও মানুষ এই ভুলটা করে। ঠিক আছে মানলাম যে মানুষ মাত্রই ভুল এবং সম্প্রীতি হয়ে যাওয়া কোটা আন্দোলন এ শহীদ হওয়া ভাইদের স্মরণে এবং নতুন স্বাধীনতা কে স্মরণীয় করার জন্য আমাদের ম্যাপ মেকার আকাশ ভাই একটি বড় ডিসকাউন্ট বা অফারের ব্যবস্থা করেছে যেখানে ম্যাপের প্রাইস টা ১১০০ থেকে ৮০০ টাকা রাখা হয়েছিল। আমি একটা ছোট জিনিস বলি, যারা এই ম্যাপটা কিনেছে তারা পরবর্তী V7 এর আপডেট গুলা সব ফ্রিতেই পাবেন, তাদের অতিরিক্ত কোন খরচ নেই। সেইখানে আমাদের আকাশ ভাই ম্যাপটা আপনাদের জন্য মাত্র ৮০০ টাকায় এনেছে এবং পরবর্তী আপডেটগুলো আপনারা ফ্রিতে পাবেন। আপনারা যারা আমার লাইভ বা পোস্টগুলো রেগুলার দেখেন তারা অনেক ভালো করেই জানেন যে ৭.৪ এ ম্যাপটি প্রচুর ডিটেইলড করা হচ্ছে এবং MBD ম্যাপে রাস্তা সবাই জানে যে বাস্তব জীবনের মতনই, এক জায়গা থেকে অন্য জায়গা যেতে সময় লাগে এবং পাশাপাশি আপনারা ডিটেলস ও পাবেন। V6 সবাই খেলেছেন এবং এখন V7 এর দিকে তাকালে আপনারা স্পষ্ট ভাবে পার্থক্যটা বুঝতে পারবেন V7 এখন কতটা ডিটেইল এবং রিয়েলিস্টিক বানানো হয়েছে।
তো এখন আমাকে বলুন, আপনারা বাস্তব জীবনের অনুভূতি দেওয়ার মতন রাস্তাও পাচ্ছেন ও ডিটেলসও পাচ্ছেন এবং একবার কিনলে আপনি V7 পরবর্তী আপডেটগুলো ফ্রিতে পাচ্ছেন। এতকিছুর জন্য ৮০০ টাকা আপনার জন্য বেশি মনে হয়? গত কয়েকটা পোস্টে কয়েকজন এরকম বলেছিল, তাদেরকে আমরা ভদ্রভাবেই না বলেছি। আশা করি সবাই কথাগুলা পড়ছেন এবং পরবর্তীতে আপনারা কেউ এই "৫০০ টাকা হলে নিব ম্যাপটি" কথাটি আর বলবেন না এবং আমার কোন কথায় যদি আপনার মাইন্ড করেন বা কষ্ট পান তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।
👉 অফারটি প্রায় মাঝামাঝি অবস্থায় চলে এসেছে ও দেখতে দেখতে অফারটি শেষও হয়ে যাবে, তাই আমি বলবো অফারের মধ্যে আপনি ম্যাপটি কিনে ফেলুন এবং ৮০০ টাকা দিয়েই কিনবেন অবশ্যই এবং আমি আপনাকে নিশ্চিত করতে পারব যে আপনি কিনে আপনার কোন আফসোস বা রিগ্রেট থাকবে না।🤛
পড়ার জন্য সবাইকে ধন্যবাদ ❤️