
22/11/2024
পাকিস্তান থেকে আসা জাহাজ দেখে ভারত অতিরিক্ত কান্না করার কারণ খুজতে ছিলাম। যেখানে ৩৭০ কন্টেইনারের মধ্যে ৪২কন্টেইনারে এসেছে পেয়াজ। যা পরিমাণে ৬১১ টন আমার ধারণা এই কান্নার মুল কারণ পেয়াজ। ভারত ২০২২ সালে ৭লাখ ২৯ হাজার মেট্রিকটন পেয়াজ রপ্তানি করেছে বাংলাদেশে। যারা দাম মন মত বসিয়েছে। ভারত হয়তো এই বিশাল বাজার হারানোর ভয় করতেছে। ভারত আমাদের কাজে অখুশি তার মানে হলো, আমরা সঠিক পথে আছি।