Aaj Tripura

Aaj Tripura WELCOME TO OUR AAJ TRIPURA OFFICIAL PAGE. KEEP CONNECTING WITH US.

26/07/2025

খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশন উদ্যোগে আয়োজিত স্বর্গীয় শচীন্দ্র দেব স্মৃতি ক্লাব প্রতিযোগিতা ---/ নেশা মুক্ত ত্রিপুরা গরার লক্ষ্য খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিন্থেটিক ফুটবল মাঠে আয়োজিত হয় শচীন্দ্র দেব স্মৃতি ক্লাব প্রতিযোগিতা।

26/07/2025

সিপিএম রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে পাঁচ দফা দাবির ভিত্তিতে পদযাত্রা ও বাজার সভা অনুষ্ঠিত হয়।

26/07/2025

প্রথম বারের মতো কদমতলায় ঘটা করে পালিত হলো কার্গিল বিজয় দিবস। সংবর্ধনায় ভাসলেন সেনা জোয়ানরা।
***************************************

রাজকুমার দাস চুরাইবাড়ি ২৬ জুলাই :------ ছাব্বিশ তম কার্গিল বিজয় দিবস পালিত হলো কদমতলায়। উল্লেখ্য এই প্রথম কোন সামাজিক সংস্থার উদ্যোগে কদমতলায় কার্গিল বিজয় দিবস উদযাপন ও পালন করা হয়। শনিবার সন্ধ্যা ছয়টায় দক্ষিন কদমতলা কমিউনিটি হলে "প্রান্তজয়ী ওয়েলফেয়ার সোসাইটির" উদ্যোগে কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয় এবং এর মূখ্য উদ্দেশ্য সীমা সুরক্ষা জোয়ানদের সংবর্ধনা প্রদান করা। অনুষ্ঠানের শুরুতেই ভারত মাতার প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর দেশাত্মবোধক সংগীত পরিবেশন ও উপস্থিত অতিথিরা বক্তব্য তুলে ধরেন কার্গিল যুদ্ধের বিস্তারিত বিষয়ের উপর। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীবাড়ি বিএসএফ ক্যাম্পের কমান্ডেন্ট গৌরব তেওয়ারিসহ অন্যান্য জোয়ানরা, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, শিক্ষক প্রনব শিকদার ও সমাজসেবী অমিতাভ নাথ সহ অনেকেই। ছাব্বিশ তম কার্গিল বিজয় দিবসের স্বর্ণালী সন্ধ্যার প্রাক্ লগ্নের এই অনুষ্ঠানে কমান্ডেন্ট গৌরব তেওয়ারি বলেন,ভারত ১৯৯৯ সালে যেমন কার্গিল যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ ও লড়াই করেছিলো পাকিস্তানের সঙ্গে ঠিক একইভাবে গত কিছুদিন পূর্বেও অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।এতে বিশ্বের দরবারে ভারত অনেক মজবুত স্থানে অবস্থান করছে। অপরদিকে চেয়ারম্যানও উনার দীর্ঘ বক্তব্যে ভারতীয় সেনাবাহিনীর জয়গান গেয়েছেন। সর্বোপরি সংস্থার সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

26/07/2025

অ্যাম্বুলেন্সে পেট্রোল দিতে তালবাহানা

26/07/2025

খোয়াই শহর জুড়ে চলছে অ বৈ ধ ড্রা গ সে র রমরমা ব্যবসা অতিষ্ঠ এলাকাবাসী

আবারো কৈলাসহর থানা পুলিশের সাফল্য
26/07/2025

আবারো কৈলাসহর থানা পুলিশের সাফল্য

26/07/2025

রাজধানী আগরতলা শহরে এবার নতুন পালকে যুক্ত হল ভারত সরকার দ্বারা অনুমোদিত নিউজ চ্যানেল "নিউজ অনুসন্ধান"

26/07/2025

শিক্ষককে বদলির প্রতিবাদে বাইজাল বাড়ি জাতীয় সড়কে চলছে পথ অবরোধ। মূলত শিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধ শুরু করে ছাত্রছাত্রীরা। দীর্ঘ প্রায় এক ঘণ্টা কেটে গিয়েছে এখনো চলছে অবরোধ। ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। যান চলাচল স্তব্ধ হয়ে রয়েছে উভয়দিকে।বাইজালবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা ছাত্র-ছাত্রীদের বোঝানোর চেষ্টা করলেও কাজ হয়নি। তারা এখনো পথ অবরোধ করে বসে আছে। জেলা শিক্ষা আধিকারিক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলছেন। খবর লেখা পর্যন্ত অবরোধ চলছে
খোয়াই থেকে কালিদাস ভৌমিকের রিপোর্ট

26/07/2025

ধর্মনগরের টঙ্গীবাড়ি গ্রামে সরকারি সার্ভের নাম করে বাড়িতে ঢুকে এক মহিলাকে অজ্ঞান করে কানের সোনার দুল লুট করল দুই যুবক।

26/07/2025

বহু প্রতীক্ষিত গ্যাস এজেন্সির বৃত্তি প্রস্তর স্থাপন হল কদমতলায়।
খুশির জোয়ার এলাকাবাসীদের মধ্যে।

26/07/2025

*বাইজাল বাড়ি নাকাতে গাড়িসহ ধরা পড়লো প্রায় ১০ লক্ষ টাকার ফেন্সিডিল, গ্রেফতার দুই।*

26/07/2025

কৈলাসহর ভগবাননগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

Address


Telephone

+919862315708

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aaj Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aaj Tripura:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share