26/07/2025
প্রথম বারের মতো কদমতলায় ঘটা করে পালিত হলো কার্গিল বিজয় দিবস। সংবর্ধনায় ভাসলেন সেনা জোয়ানরা।
***************************************
রাজকুমার দাস চুরাইবাড়ি ২৬ জুলাই :------ ছাব্বিশ তম কার্গিল বিজয় দিবস পালিত হলো কদমতলায়। উল্লেখ্য এই প্রথম কোন সামাজিক সংস্থার উদ্যোগে কদমতলায় কার্গিল বিজয় দিবস উদযাপন ও পালন করা হয়। শনিবার সন্ধ্যা ছয়টায় দক্ষিন কদমতলা কমিউনিটি হলে "প্রান্তজয়ী ওয়েলফেয়ার সোসাইটির" উদ্যোগে কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয় এবং এর মূখ্য উদ্দেশ্য সীমা সুরক্ষা জোয়ানদের সংবর্ধনা প্রদান করা। অনুষ্ঠানের শুরুতেই ভারত মাতার প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর দেশাত্মবোধক সংগীত পরিবেশন ও উপস্থিত অতিথিরা বক্তব্য তুলে ধরেন কার্গিল যুদ্ধের বিস্তারিত বিষয়ের উপর। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীবাড়ি বিএসএফ ক্যাম্পের কমান্ডেন্ট গৌরব তেওয়ারিসহ অন্যান্য জোয়ানরা, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, শিক্ষক প্রনব শিকদার ও সমাজসেবী অমিতাভ নাথ সহ অনেকেই। ছাব্বিশ তম কার্গিল বিজয় দিবসের স্বর্ণালী সন্ধ্যার প্রাক্ লগ্নের এই অনুষ্ঠানে কমান্ডেন্ট গৌরব তেওয়ারি বলেন,ভারত ১৯৯৯ সালে যেমন কার্গিল যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ ও লড়াই করেছিলো পাকিস্তানের সঙ্গে ঠিক একইভাবে গত কিছুদিন পূর্বেও অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।এতে বিশ্বের দরবারে ভারত অনেক মজবুত স্থানে অবস্থান করছে। অপরদিকে চেয়ারম্যানও উনার দীর্ঘ বক্তব্যে ভারতীয় সেনাবাহিনীর জয়গান গেয়েছেন। সর্বোপরি সংস্থার সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।