Rabeya Sorna

Rabeya Sorna Assalamualaikum
welcome everyone to my world
I working as an entrepreneurs, vlogger,live presenter,Brand promoter
(1)

ডাক্তারের কাছে এসে চা খাই ☺️
11/07/2025

ডাক্তারের কাছে এসে চা খাই ☺️

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় ময়না আক্তার (৯) নামে এক শিশুর মর/দেহ উদ্ধার...
08/07/2025

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় ময়না আক্তার (৯) নামে এক শিশুর মর/দেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ার স্থানীয় মসজিদের দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী এ ধরনের নি/র্ম/ম হ/ত্যা/কাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। এ ঘটনায় মসজিদের ইমাম হামিদুর রহমান ও মসজিদের মোয়াজ্জিন সাইদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

সময়ের সাথে সাথে মনে হয় সব কিছু ফিকে হয়ে যায়,😔আগের আমি আর এখনকার আমির মধ্যে আকাশ পাতাল তফাৎ 😞অসুস্থতা একটা মানুষকে জীবন্ত...
07/07/2025

সময়ের সাথে সাথে মনে হয় সব কিছু ফিকে হয়ে যায়,😔
আগের আমি আর এখনকার আমির মধ্যে আকাশ পাতাল তফাৎ 😞
অসুস্থতা একটা মানুষকে জীবন্ত লাশ বানায় দেয়, যার জলজন্তু প্রমান আমি নিজেই 😞

সবার কাছে দোয়া চাই যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারি খুব তাড়াতাড়ি 😔
06/07/2025

সবার কাছে দোয়া চাই যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারি খুব তাড়াতাড়ি 😔

আমার মাইগ্রেন আছে, আমার সাথে ভালো ব্যবহার করুন।আমরা ভালো থাকিই বা কয়দিন? 😢বেশি গরম পড়লে আমাদের মাথা ব্যাথা করে আবার বেশি...
04/07/2025

আমার মাইগ্রেন আছে, আমার সাথে ভালো ব্যবহার করুন।
আমরা ভালো থাকিই বা কয়দিন? 😢

বেশি গরম পড়লে আমাদের মাথা ব্যাথা করে আবার বেশি শীত পড়লেও মাথা ব্যাথা করে! এখন বৃষ্টির সীজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যাথা করে!

মাইগ্রেন রোদে গেলে বাড়ে,আগুনের তাপে বাড়ে,চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে!

একটু এদিক সেদিক হলেই ব্যাথা এসে হাজির !

তাই বলছি যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত! আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে 🙂
©

কালাজাদু কর আর বদনজর দাও কোন লাভ নাই, আল্লাহর বান্দারে একমাত্র আল্লাহ ছাড়া কেউ দমায় রাখতে পারবনা, ঠিক তেমনি আমিও বেক করব...
04/07/2025

কালাজাদু কর আর বদনজর দাও কোন লাভ নাই, আল্লাহর বান্দারে একমাত্র আল্লাহ ছাড়া কেউ দমায় রাখতে পারবনা,
ঠিক তেমনি আমিও বেক করব,নতুন রুপে,
দেখি তখন কি করবা,ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ফিরব

মুখে শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, কারন ভালোবাসা মুখে প্রকাশ করার ভাষা না, ভালোবাসা হচ্ছে মন থেকে  আাসা একটা সুন্দ...
02/07/2025

মুখে শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, কারন ভালোবাসা মুখে প্রকাশ করার ভাষা না, ভালোবাসা হচ্ছে মন থেকে আাসা একটা সুন্দর অনুভূতি,......

পাহাড় নাকি সাগর কেনটা ভালো লাগে?
30/06/2025

পাহাড় নাকি সাগর কেনটা ভালো লাগে?

মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী শেফালি জারিওয়ালা। ‘কাঁটা লাগা’ গানে ঝড় তোলা এই তারকার মৃত্যু হয়েছে হৃদযন্ত্র ব...
28/06/2025

মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী শেফালি জারিওয়ালা। ‘কাঁটা লাগা’ গানে ঝড় তোলা এই তারকার মৃত্যু হয়েছে হৃদযন্ত্র বিকলের কারণে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কেউ যদি আপনাকে নিয়ে সমালোচনা করে তাহলে কখনো মন খারাপ করবেন না, কারন মানুষের সমালোচনায় আসতেও যোগ্যতা লাগে 😅
27/06/2025

কেউ যদি আপনাকে নিয়ে সমালোচনা করে তাহলে কখনো মন খারাপ করবেন না, কারন মানুষের সমালোচনায় আসতেও যোগ্যতা লাগে 😅

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rabeya Sorna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share