Europe Of Dream'sツ

Europe Of Dream'sツ Just Chill I Want To Enjoy life In a Beautiful Way So Everyone Enjoy life But Remember Allah Always

🇵🇹 সরকার যেসব গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্ত নিয়েছে (জুন ২০২৫):১. নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর করা হচ্ছে • দেশের সাথে “বাস্তব...
23/06/2025

🇵🇹 সরকার যেসব গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্ত নিয়েছে (জুন ২০২৫):

১. নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর করা হচ্ছে
• দেশের সাথে “বাস্তব সম্পর্ক” থাকতে হবে, শুধু এখানে জন্ম বা থাকা যথেষ্ট নয়।
• ছেলে-মেয়েরা নাগরিকত্ব পাবে শুধু তখনই, যখন তাদের বাবা-মা’র বৈধ রেসিডেন্স থাকবে এবং কমপক্ষে ৩ বছর ধরে দেশটিতে বসবাস করছে।
• আর নাগরিকত্ব কোনো “স্বয়ংক্রিয় বা ডিফল্ট” নিয়মে মিলবে না, আবেদনকারীকে স্বতঃস্ফূর্তভাবে আবেদন করতে হবে।

MD Rãbbì Hasâñ

২. নাগরিকত্বের জন্য বসবাসের সময়সীমা বাড়ানো
• পর্তুগিজ ভাষাভাষী দেশ থেকে আসা লোকদের জন্য: ৭ বছর বৈধ রেসিডেন্সের প্রয়োজন।
• অন্য দেশ থেকে আসাদের জন্য: ১০ বছর বৈধ রেসিডেন্স লাগবে।
• বসবাসের সময় গণনা শুরু হবে যখন রেসিডেন্স পারমিট ইস্যু হবে, তখন থেকে।



৩. পর্তুগিজ ভাষা, সংস্কৃতি ও রাজনৈতিক ব্যবস্থা জানার প্রমাণ দিতে হবে
• নাগরিকত্বের জন্য আবেদনকারীকে:
• ভাষা ও সংস্কৃতির জ্ঞান থাকতে হবে।
• পর্তুগালের রাজনীতি ও আইনের মৌলিক ধারণা থাকতে হবে।
• মৌখিক ও লিখিত টেস্ট দিতে হবে।
• গণতান্ত্রিক আইনের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে।



৪. যারা অপরাধ করেছে, তারা নাগরিকত্ব পাবে না
• যদি কাউকে কারাদণ্ড দেওয়া হয়েছে, তাহলে তিনি নাগরিকত্ব পাবেন না, দণ্ডের মেয়াদ যতই হোক।



৫. সেফার্দি ইহুদিদের জন্য বিশেষ নাগরিকত্ব নিয়ম বন্ধ
• যারা ইনকুইজিশনের সময় দেশ থেকে বিতাড়িত হয়েছিল, তাদের বংশধরদের জন্য বিশেষ নিয়ম ছিল (২০১৫ সাল থেকে)। এখন সেই নিয়ম বন্ধ হচ্ছে।



৬. পূর্বপুরুষের ভিত্তিতে নাগরিকত্বে সীমা
• এখন থেকে শুধু দাদু-নানু পর্যন্ত পূর্বপুরুষদের ভিত্তিতে নাগরিকত্বের আবেদন করা যাবে। দাদা-নানার বাবা (great-grandparents) পর্যন্ত চলবে না।



৭. গুরুতর অপরাধ করলে নাগরিকত্ব হারানো যাবে
• যাদের সম্প্রতি নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং তারা ৫ বছরের বেশি সাজার অপরাধে দোষী প্রমাণিত হলে, বিচারক তাদের নাগরিকত্ব বাতিল করতে পারবেন।
• যেমন: হত্যা, ধর্ষণ, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ইত্যাদি।



৮. রেসিডেন্স পারমিটের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে
• যাদের রেসিডেন্স কার্ড ৩০ জুনে শেষ হওয়ার কথা ছিল, তাদের জন্য মেয়াদ ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।
• এই সময়ের মধ্যে AIMA (ইমিগ্রেশন এজেন্সি) নতুন চ্যানেল খুলবে যাতে আবেদনকারীরা আবেদন করে ফি দিতে পারেন।



৯. নতুন সীমান্ত পুলিশ ইউনিট গঠন
• এখন থেকে PSP (জাতীয় পুলিশ) এর অধীনে একটি নতুন ইউনিট থাকবে, যারা:
• সীমান্তে নজরদারি করবে,
• অবৈধভাবে থাকা লোকদের ফেরত পাঠাবে।
• পুরনো SEF ফিরিয়ে আনা হবে না এবং AIMA পুলিশ হিসেবে কাজ করবে না।



১০. রিঅগ্রুপমেন্ট এবং ভিসা নীতিতে কড়াকড়ি
• রিঅগ্রুপমেন্ট (পরিবার আনতে চাইলে):
• আবেদনকারীর কমপক্ষে ২ বছর রেসিডেন্স থাকতে হবে।
• শুধু কম বয়সী সন্তানদের জন্য আবেদন করা যাবে।
• অন্য আত্মীয়দের জন্য আবেদন করতে হলে, বিদেশ থেকেই ভিসা নিয়ে আবেদন করতে হবে।
• আবাসন, আর্থিক অবস্থা ও ভাষা জানা বাধ্যতামূলক।
• যারা সোশ্যাল সাপোর্ট বা ভাতা পান, তারা এখন থেকে রিঅগ্রুপমেন্ট করতে পারবেন না।
• CPLP দেশগুলোর জন্য:
• ভিসা থাকলেই চলবে, তবে নিরাপত্তা যাচাই হবে।
• এখন আর টুরিস্ট ভিসা থেকে CPLP রেসিডেন্স নেওয়া যাবে না। কনস্যুলার ভিসা দরকার।
Europe Of Dream'sツ

১১. বিশেষজ্ঞ বা শিক্ষাবিদদের জন্য আলাদা বিভাগ
• “Talento Department” গঠন করা হচ্ছে AIMA-তে।
• বিদেশি গবেষক, শিক্ষক বা মেধাবীদের জন্য সহজ এবং দ্রুত প্রক্রিয়া চালু হবে। — in Lisbon.
Serbia🇷🇸 Croatia Romania Bulgaria Work Permit Visa & Official Info For BD

রোমানিয়ার দিল্লি অ্যাম্বাসি জমা দিতে নতুন কিছু পরিবর্তন এসেছে । নিচে দেওয়া 🇷🇴রোমানিয়া দূতাবাসে 18ই জুন 2025-এ মিটিং প...
19/06/2025

রোমানিয়ার দিল্লি অ্যাম্বাসি জমা দিতে নতুন কিছু পরিবর্তন এসেছে । নিচে দেওয়া 🇷🇴

রোমানিয়া দূতাবাসে 18ই জুন 2025-এ মিটিং প্রতি আ. নিম্নলিখিত নিয়ম পরিবর্তন 1লা জুলাই থেকে বাধ্যতামূলক.🇷🇴🇪🇺
MD Rãbbì Hasâñ

1. গ্যারান্টি পত্রে কোম্পানির ইমেল আইডি এবং যোগাযোগের নম্বর সহ চাকরির অবস্থান, উভয় বেতন (গ্রস এবং নেট) এবং থাকার জায়গা উল্লেখ করা উচিত।🇷🇴🇪🇺

2. কর্মসংস্থান চুক্তি উভয় ভাষায় (রোমানিয়ান এবং ইংরেজি) হওয়া উচিত এবং পাশাপাশি চাকরির অবস্থান এবং উভয় বেতন উল্লেখ করা উচিত।🇷🇴🇪🇺

৩. এছাড়াও, সংযুক্ত চিঠিতে চাকরির পদ এবং থাকার জায়গার সঠিক ঠিকানা উল্লেখ থাকতে হবে।🇷🇴🇪🇺

৪. উপরের সমস্ত নথিতে কোম্পানির স্ট্যাম্প এবং স্বাক্ষর থাকতে হবে *না* সাইন এবং স্ট্যাম্পের স্ক্যান আটকানো।🇷🇴🇪🇺

৫. আবেদনপত্র শুধুমাত্র মূল পিসিসিতে (বিশেষ করে পাঞ্জাব স্থানীয় পিসিসি এবং পাসপোর্ট অফিস পিসিসি থেকে) করা উচিত। (ভারতীয়দের জন্য)🇪🇺🇷🇴

৬. রোমানিয়ায় পরিকল্পিত রুটের জন্য সমস্ত প্রার্থীর বিবৃতিও বাধ্যতামূলক। 🇪🇺🇷🇴

যারা নতুন করে সাবমিট করবেন অবশ্যই এই রুলস গুলো ফলো করে সাবমিট করবেন এম্বাসিতে !

সবার জন্য শুভকামনা রইল

রোমানিয়া এবং ইউরোপের আপডেট তথ্য পেতে ফলো করুন আমাদের পেইজ এবং গ্রুপ 👉 Europe Of Dream'sツ 👇

Serbia🇷🇸 Croatia Romania Bulgaria Work Permit Visa & Official Info For BD

16/06/2025

🤣শালায় প্যান্টটা পড়ার টাইম ও পায় নাই
জাগো মুসলিম জাতি জাগো🤲

16/06/2025

মাশাল্লাহ, বিপদেই বন্ধুর পরিচয়. ইরানিদের জন্য সীমান্ত খুলে দিল পাকিস্তান

15/06/2025

ইতালির নীল আকাশ_ সবুজ প্রকৃতি_আর সোনালী রোদ এক অপূর্ব চিত্র✨🇮🇹💫

15/06/2025

ইতালি তে সুন্দর একটা লেগ কি অপরুপ পরিবেশ দেখুন সম্পুর্ণ ভিডিও di Camazzole

14/06/2025

ইতালিতে অনুষ্ঠানের নাচ কি সুন্দর পরিবেশ দেখুন ভিডিও টা 🇮🇹🇪🇺

11/06/2025

5 লাখে অস্ট্রেলিয়া..!!
লজ্জা সরম কি আছে এদের..!

যারা শীত পছন্দ করেন তাদের জন্য ইউরোপ বেস্ট 🇪🇺
11/06/2025

যারা শীত পছন্দ করেন তাদের জন্য ইউরোপ বেস্ট 🇪🇺

09/06/2025

ইতালিতে গিজ্জার সামনে! গান করতেছে সবাই মজা করে দেখতেছে.! 🇮🇹 MD Rãbbì Hasâñ

Address

Fatulla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Europe Of Dream'sツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share