09/08/2025
সার্বিয়া এম্বাসি থেকে ভিসা রিফিউজ, এটা নতুন কিছু নয় ! প্রতিদিনই কারো না কারো ভিসা রিফিউজ হচ্ছে, ভিসা এপ্রুভ হচ্ছে ! 🇷🇸🇪🇺
গত দুইদিন আগে হঠাৎ ৩০০+ রিফিউজের কথা শুনে অবাক হয়ে গেছেন, কিন্তু এটা খুবই সামান্য, বাংলাদেশ থেকে শত শত মানুষ ভুয়া/ফেক পারমিট দিয়ে অনলাইন করে থাকে ! প্রথমেই এগুলো রিফিউজ হবে !🇷🇸🇪🇺
MD Rãbbì Hasâñ
এরপরে অতিরিক্ত মাত্রায় আবেদনের কারণে রিফিউজার সংখ্যা বাড়বে স্বাভাবিক ! যাদের কোম্পানি অথেন্টিক জেনুইন পারমিট দিয়ে অনলাইন করবে বেশিরভাগই ভিসা পাবে ইনশাল্লাহ !🇷🇸🇪🇺
গত দুই তিন দিন আগে যেগুলো রিফিউজ হয়েছিল এগুলো ২০২৪ সালের অনলাইন করা কিছু ফাইল ২৫ এর শুরুতেও অনলাইন করা ছিল 🇷🇸🇪🇺
এখন যারা নতুন নিয়মে অনলাইন করতেছে কোম্পানির ডকুমেন্টস ঠিকঠাক থাকতেছে ইনশাআল্লাহ অনেকেই ভিসা পাবেন !🇷🇸🇪🇺
হঠাৎ একদিন রিফিউজের কথা শুনে ভয় পাবার কিছু নেই, এরকম অনেক ফাইল পেন্ডিং আছে পাঁচ মাস ছয় মাস আট মাস 10 মাস ধরে প্রসেসিং এ পড়ে আছে, এগুলো ভিসা হবে না সবগুলো রিফিউজ হবে! যাদের ফাইল তিন থেকে চার মাসের বেশি অনলাইন হয়ে পড়ে আছে তাদের ভিসা হবার সম্ভাবনা নেই ! 🇷🇸🇪🇺
সুতরাং এই রিফিউজ গুলো একত্রে দিবে তখন দেখা যাবে বড় আকারে রিফিউজ হচ্ছে, এবং এটাই হচ্ছে বর্তমানে, পুরাতন ফাইলগুলো দীর্ঘদিন পেন্ডিংয়ে পড়ে থাকার পর হঠাৎ করে সবগুলো রিফিউজ দিয়ে দিচ্ছে ! 🇷🇸🇪🇺
তো আশা করি সবাই বুঝতে পেরেছেন! আপনারা সবাই একই দেশে এপ্লাই না করে বিভিন্ন দেশে দেখেন তাহলে ওই দেশের উপর থেকে চাপ কিছুটা কমবে! এবং সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ! 🇷🇸🇪🇺
ইউরোপের আপডেট তথ্য পেতে ফলো করুন আমাদের পেজ এবং গ্রুপ : Europe Of Dream'sツ