Sj News 24

Sj News 24 এস জে নিউজ ২৪ সত্যের পথে আমরা

05/08/2025

Good night amar priyo bondhu raa # #

05/08/2025

📢 শিক্ষক মানে শুধু পড়ানো নয়, ভালোবাসার আর শ্রদ্ধার বন্ধনও।
আজ চুড়াইবাড়ি থানাধীন সাউথ ফুলবাড়ি হাই স্কুলে শিক্ষার্থীরা দেখিয়ে দিল—তাদের প্রিয় মালতি রিয়াং ম্যাডাম শুধু একজন শিক্ষক নন, তিনি তাদের হৃদয়ের মানুষ।
একটা ট্রান্সফার আদেশ কীভাবে ছাত্রদের চোখে জল আনতে পারে, সেটা আজ দেখলো পুরো এলাকা।

🙏 আমরা চাই, প্রশাসন এই কণ্ঠস্বরকে সম্মান জানাক।
এই ভালোবাসার প্রতিদান যেন হয় মানবিক সিদ্ধান্তে।

🎉 SJ News 24 এর ১০ হাজার ফলোয়ার সম্পূর্ণ হয়েছে! 🎉আজ আমাদের জন্য একটি অত্যন্ত গর্বের ও আনন্দের দিন। আপনাদের অফুরন্ত ভালো...
05/08/2025

🎉 SJ News 24 এর ১০ হাজার ফলোয়ার সম্পূর্ণ হয়েছে! 🎉

আজ আমাদের জন্য একটি অত্যন্ত গর্বের ও আনন্দের দিন। আপনাদের অফুরন্ত ভালোবাসা, সমর্থন ও পাশে থাকার কারণেই SJ News 24 আজ ১০,০০০ ফলোয়ারের মাইলফলক স্পর্শ করতে পেরেছে।

বিশেষভাবে ধন্যবাদ জানাই স্বপন দাস নামক সেই সৌভাগ্যবান লাকি ফলোয়ারকে, যিনি আমাদের ৯৯৯৯ থেকে ১০,০০০ তম ফলোয়ার হিসেবে যুক্ত হয়েছেন। তিনি শুধুই একজন ফলোয়ার নন, তিনি এখন আমাদের SJ News 24 পরিবারের গর্বের একটি অংশ।

আমাদের যাত্রা শুরু হয়েছিল ছোট পরিসরে, কিন্তু আপনাদের অগাধ বিশ্বাস ও ভালোবাসার জোরেই আমরা আজ এতদূর আসতে পেরেছি। এই ১০ হাজার শুধু একটি সংখ্যা নয়, এটি ১০ হাজারটি পরিবার, যারা আমাদের প্রতি আস্থা রেখেছেন, আমাদের পাশে থেকেছেন।

আমরা বিশ্বাস করি, এই ভালোবাসা ও আশীর্বাদ পেলে আমরা আরও অনেক দূর যেতে পারবো। সামনের দিনগুলোতেও যেন আপনারা ঠিক এভাবেই পাশে থাকেন, ভালোবাসা ও উৎসাহ দিয়ে আমাদের এগিয়ে নিতে সাহায্য করেন — সেই কামনাই করি।

ধন্যবাদ SJ News 24 এর প্রতিটি ফলোয়ারকে। আপনাদের ছাড়াই আমরা কিছুই না। এই পরিবার আপনাদের জন্য, আপনাদের সাথেই। ❤️

#ধন্যবাদ #ভালোবাসা #পরিবার

04/08/2025

"এক সেকেন্ডের ভুলে হতে পারত বড় দুর্ঘটনা!
ভাগ্য আর সচেতনতা—এই দুইই রক্ষা করল আজ।
ভিডিওটি দেখুন, সচেতন হোন, শেয়ার করুন।"
#চুড়াইবাড়ি

🖤 গভীর শোক 🖤পূর্ব ফুলবাড়ী গাঁও সভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মৃত বিকাশ সিংহের ছোট ভাই শিপন সিংহ গতকাল রাত আনুমানিক ২...
04/08/2025

🖤 গভীর শোক 🖤
পূর্ব ফুলবাড়ী গাঁও সভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মৃত বিকাশ সিংহের ছোট ভাই শিপন সিংহ গতকাল রাত আনুমানিক ২টার সময় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান।

রাস্তায় দেখা হলে সবসময় বলতো – "চাচ্চু, কেমন আছেন?"
আজ সে আর নেই...
তার এই অকাল মৃত্যু হৃদয় ভেঙে দিয়েছে।

তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
পরিবার ও আত্মীয়দের প্রতি রইল গভীর সমবেদনা।

01/08/2025

📍 চোরাইবাড়ি থানাধীন দক্ষিণ সনিছাড়া ৩ নম্বর ওয়ার্ডে পারিবারিক অশান্তি ও নিখোঁজের অভিযোগ!
ফইয়াজ মিয়ার স্ত্রী আছিয়া বেগম রহস্যজনকভাবে রাতের অন্ধকারে নিখোঁজ! সঙ্গে নিয়ে গেছেন টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র।
স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুরো ঘটনার ভিডিও এখনই দেখুন।

📹 বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও
📢 নতুন আপডেট পেতে ফলো করুন — SJ NEWS 24
🔁 শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন
🙏 সুস্থ থাকুন, সচেতন থাকুন

যোগাযোগ নাম্বার 7005468378

---

#চোরাইবাড়ি_খবর #দক্ষিণ_সনিছাড়া #নিখোঁজ #পারিবারিক_অশান্তি #ত্রিপুরা_সংবাদ #স্থানীয়_সংবাদ #নিউজআপডেট

30/07/2025

📢 ছায়ারুন বিবির আর্তি – "আমি বিচার চাই!"
চুড়াইবাড়ি থানায় অভিযোগ দায়ের
ঘটনাস্থলে হারালেন টাকা ও রুপার ছড়া।
এই প্রতিবেদনটি এনেছে SJ News 24।
#ন্যায়চাই #উত্তরত্রিপুরা #ফুলবাড়ি_খবর #সংবাদ

28/07/2025

📌 গতকাল ফুলবাড়ী বড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক সভা!
"ওল ত্রিপুরা উলামা সোসাইটির" উদ্যোগে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত উলামায়ে কেরাম একত্রিত হয়ে ইসলামী শিক্ষা, নৈতিকতা, সামাজিক সংস্কার এবং ঐক্যের বার্তা দিলেন।

🕌 মূল আলোচনা বিষয়সমূহঃ
✅ ইসলামী শিক্ষার প্রসার ও মানোন্নয়ন
✅ সমাজে নৈতিকতা ও দ্বীনি চেতনার বিকাশ
✅ উলামাদের ঐক্য ও সহযোগিতা
✅ সমাজসেবামূলক কার্যক্রম জোরদার (যেমন রক্তদান)
✅ মাদকদ্রব্য নির্মূলের প্রয়োজনীয়তা

📅 পরবর্তী উদ্যোগঃ
🔹 ১৭ আগস্ট - আমতলা মাদ্রাসায় বিশেষ আলোচনা সভা
🔹 সংগঠনের সংবিধান চূড়ান্তকরণ ও নতুন পরিকল্পনা
🔹 অঞ্চলভিত্তিক উলামা নেটওয়ার্ক বিস্তার
🔹 মাদকাসক্তদের জন্য পুনর্বাসনের মানবিক উদ্যোগ

🤝 একসাথে গড়ি একটি নৈতিক, সচেতন ও মাদকমুক্ত সমাজ।

#ঐক্যেরবার্তা

26/07/2025

🕌 ওয়াজ ও দোয়ার মাহফিল
তরিকতের মনীষী, শাহসূফি আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ শিহাবুদ্দিন চন্দপুরী (রহঃ) ছাহেবের ইছালে ছওয়াব উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ—

📅 তারিখ: ৬ সফর | ১লা আগস্ট ২০২৫ | শুক্রবার
📍 স্থান: পশ্চিম চন্দ্রপুর, ধর্মনগর, উত্তর ত্রিপুরা
⏰ সময়: সকাল ১০ ঘটিকা – রাত্রি ১০ ঘটিকা

🎙️ প্রধান অতিথি: আলহাজ্ব মাওলানা আব্দুল জলিল নিজামী ছাহেব
প্রিন্সিপাল, রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা
মুখ্য উপদেষ্টা, আহলে সুন্নাত ওয়াল জামাত – উত্তর পূর্বাঞ্চল

আপনারা সকলে আমন্ত্রিত।
আসুন, আমরা সবাই পরিবারসহ উপস্থিত থেকে নেক ছওয়াব অর্জনের সুযোগ নেই।

📢 শেয়ার করুন, জানিয়ে দিন অন্যদেরকেও।

#ইছালেছওয়াব #ওয়াজ_মাহফিল NEWS #রাতাবাড়ি_নিযামিয়া #ত্রিপুরা #মাহফিল

20/07/2025

📍 ফুলবাড়ী সংলগ্ন এলাকায় ফরেস্ট দপ্তরের আকস্মিক অভিযান!
বাড়ির আঙিনা ও পুকুরপাড় থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ।
চুপিসারে কাঠ মজুত করে পাচারের পরিকল্পনা করছিল এক চক্র, কিন্তু ফরেস্ট টিমের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে গেল।
👉 সম্পূর্ণ তথ্য ও ভিডিও দেখে সচেতন হোন, প্রতিবাদে সামিল হোন।

📹 বিস্তারিত ভিডিও নিচে দেখুন 👇
#চুড়াইবাড়ি #ফুলবাড়ী #সেগুনকাঠ #ত্রিপুরা #ফরেস্ট_অভিযান #সংরক্ষণ #প্রকৃতিরপক্ষে

14/07/2025

📢 সমাজ রক্ষায় উলামাদের ঐক্যবদ্ধ পদক্ষেপ
🚫 নেশা, মদ, জুয়ার বিরুদ্ধে All Tripura Ulama Society
🕌 প্রজন্ম বাঁচাও, সমাজ গড়ো

---


#নেশামুক্তসমাজ
#সমাজগঠন
#ত্রিপুরা_উলামা
#ঐক্যেরডাক
#ইসলামিকপ্রচেষ্টা
#নতুনপ্রজন্ম






14/07/2025

🧹 চুড়াইবাড়ি বাজারে নোংরার পাহাড়!
মসজিদের ও মন্দির এর পাশে আবর্জনার স্তূপে ভোগান্তিতে এলাকাবাসী।
⛔ বাজার কমিটি ও পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
📢 এখনই ব্যবস্থা নিন!

📲 এরকম সচেতনতামূলক ভিডিও পেতে ফলো করুন SJ NEWS 24
🙏 পাশে থাকুন, সুস্থ থাকুন।

#চুড়াইবাড়িবাজার #পরিচ্ছন্নতা #জনসচেতনতা #বাজারসমস্যা #স্বাস্থ্যবিপদ

Address

Chuaribari
Dharmanagar
799262

Telephone

+919863012921

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sj News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sj News 24:

Share