27/10/2025
SIR আপনার যা করার ..
কবে থেকে SIR , আজ ঘোষণা হতে পারে । সম্ভবত ১ তারিখ থেকেই শুরু ।
প্রথম কথা এই লিংকে ভোটার লিস্টে নাম চেক করে নিন । ২০০২ এর লিস্ট
https://ceowestbengal.nic.in/roll_dist?fbclid=IwdGRjcANrTzpleHRuA2FlbQIxMQABHvNeJPpIw2RLnGecnGyGhh-6L5LT82b9Dm3-Xo-sBncmiRFtSCepwI7g-fPE_aem_zebHl0UnMiDdbl6NeDFI8Q
ভোটার হেল্প লাইন অ্যাপে কিছুটা তো ট্র্যাক করাই যায়
২০০২ সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যদি নাম থাকে , তাহলে ওপরের লিংকে গিয়ে লিস্ট থেকে তা বের করে জেরক্স করে রাখুন
আমার যেমন তখন ১৭ বছর , নাম ওঠেনি । বাবা আর মায়ের লিস্টটা আমাকে জেরক্স করে রাখতে হবে । আমার স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এসব হাতের কাছে রাখতে হবে ।
কিন্তু যেহেতু ম্যাপিংয়ের কাজ শুরু, ফলে আমার আলাদা করে চাপ হওয়ার কথা নয় । কারণ আমার পরিবারের নাম ২০০২ এ ছিলো
যাদের বাবা মায়ের নাম ২০০২ এ নেই, তাদের সিরিয়াসলি কাগজপত্র জমা দিতেই হবে
দ্বিতীয়ত, এটা SIR, ভোটার তালিকায় নাম তোলার বিষয় । NRC নয় ।
ঠিক মানুষকে ঠিক জায়গায় রাখা আমাদের থেকেও কমিশনের দায়িত্ব বেশি । ফলে অযথা সাধারণ একটা জিনিস নিয়ে উত্তেজিত হয়ে লাভ নেই । নেতারা হাওয়া গরম করবে, আপনি মজা নিন । নিজে রাজনীতির খোরাক হওয়ার প্রয়োজন নেই । আর শুধু এখানে নয়, দেশের সব জায়গায় এটা হবে
নিজের ভোটার কার্ড, বাবা মায়ের কার্ড, স্কুল সর্টিফিকেট, বার্থ, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট, পেনশনের কাগজ, আধার এসব হাতের কাছে রাখুন । বাকি দায় কমিশনের, তাদের কাজ করতে দিন । আপনার নাম কাটা গেলে তখনই মাঠে নামুন, তার আগে চিল! এটা এমন কিছু মাথা খারাপ করার বিষয় না । কিছুই না হলে মামলার অপশন সবসময় খোলা
মূলত ২০০২ থেকে ২০২৫ সালের মধ্যে যাঁদের নাম উঠেছে, তারা স্ক্যানারে থাকবেন বেশি করে । তাই তারা তাদের বাবা মায়ের ডকুমেন্টস কাছে রাখবেন ।
১ জুলাই, ১৯৮৭ সালের আগে যাদের জন্ম তাদের কাগজপত্র নিয়ে তুলনামূলক কম চাপ