31/07/2024
চোর হইতে সাবধান
# দরকারে আমার কাজ ফাটাফাটি, দারুন। আর চুরি করতে বারণ করায় আমার কাজ ভাটের 😂। দুটো কথাই তোর বলা দেখ নিচে দিলাম 😂😂😂😂
২০১৮-১৯ এর আগে তোর চ্যানেলে সব মোবাইল রেকর্ডিং আপলোড হতো।
আমার বাড়ি এসে Ondhokar গানটা তৈরী হওয়ার পরপর দুম করে তোর চ্যানেলে ঠিকঠাক রেকর্ডিং করে কাজ শুরু হয়ে গেল। আমি কাজ পারি না একদম, তারমানে তুই ম্যাজিক করে শিখে ফেলেছিস। 😂
এমনকি Microphone Sound Card XLR Cable আমার যা যা আছে তোরও সেই একই Model সব ।
হাসিও পায় ভাই 😂😂
যাইহোক,
এই লোকটার নাম Krishnendu Hari.
https://www.facebook.com/itsurkrish?mibextid=ZbWKwL
লোকটা আমার কাছে কাজ করতে এসেছিল ২০১৮ তে।
এবং তার ব্যবহার এবং সবকিছুতেই আমি রোজ অবাক হচ্ছি। গত কয়েকদিন ধরে সে আমার করা একটা সুর নিজে নিয়ে নিজের চ্যানেলে আপলোড করে দিয়েছিল। শুধু আমাকে না, আমার কাছে কাজ শিখে আমার বিশ্বাস অর্জন করে সে আমাকে যে ভাবে ঠকিয়েছে ঠিক সেই ভাবে আরও একজনকে বোকা বানিয়ে তার কথা আমার সুর নিজে গেয়ে নিজের চ্যানেলে আপলোড করে দিয়েছিল।
সেই সমস্যা সে মিটিয়েছে। মিটিয়ে নিতে বাধ্য হয়েছে।
তার জন্য সে ক্ষমা চেয়েছে। তার প্রমাণ ও নিচে দিলাম।
তাছাড়া আমার নিজের লেখা নিজের সুর দেখ রবি রব বিরাজে গানটা সে নিজের নামে ডিস্ট্রিবিউশন করে দিয়েছিল। সেটাও তাকে দিয়ে ঠিক করানো হয়েছে।
কিন্তু
অন্ধকার নামক গানটি সে আমার বাড়ি বসে শুধু তৈরী করেছে তা নয়। কিভাবে গান বানাতে হয় সে শিখেছে আমার কাছে বসে। যদি সে সব জানতো নিশ্চয়ই আমার বাড়িতে আসতো না। গানটা যখন আমার বাড়ি বসে তৈরী হয়েছে তার ছবি ছিল, নিচে দিলাম।
[ NB: আমার শেখার অনেক বাকি আছে, জানি এক জীবনে শিখে শেষ হয় না, নিউটন বলেছেন আমি সমুদ্রের বালুকণা মাত্র আর আমি তো চুনোপুঁটি, অনেক শেখার বাকি, কিন্তু আমি চুরি করতে শিখিনি, তুই যে চুরি বিদ্যা শিখেছিস তা আমার জানা নেই 🙂।
কিন্তু আমি যদি কিছু না জানি, তবে Pracheen Kala Kendra, Rabindra Bharati কিছু জানে না হয়তো সেই জন্য আমাকে সরকারি সার্টিফিকেট দিয়েছে । 🙂
যাইহোক কি জানি বা না জানি বাবা মা সততা শিখিয়েছে তাই তোর মতো চোর হইনি। সুস্থ হয়ে যা ভাই তুই চুরি রোগের রুগী। ভলো হয়ে যা। আর চিটিংবাজি করিস না।
লোকে হাসছে 🙂 ]
তিন তিনটে কাজ চুরি করে, আমার বাড়ি বসে কাজ শিখে এখন আমাকেই যা যা বলেছিস, খুব ভালো।
তুই যদি সব কাজ পারতি আমার বাড়িতে আসতে হতো না তোকে। কাজ করে খা সৎ পথে। চুরি করিস না।
তা ছাড়া যে Short Film এ গানটি ব্যবহার হয়েছে, ' Fight For Dreams ' সেখানে স্পষ্ট ভাবে আমার নাম লেখা আছে, গানটা Arrangement এবং Mixing Mastering আমার।
আমাদের Agreement ও আছে। কিন্তু সে নিজের নামে গানটা Distribution করে দেওয়ার পর তাকে শুধু নাম দিতে বলায় তার বক্তব্য নিচে রইলো। 😌
মানুষ হইতে সাবধান। কারোর উপকার করলে তার কি ফলাফল পাওয়া যায় তার নমুনা দেখে নিন।
নিজে অন্যায় করে আবার উল্টোপাল্টা বললি বলে পোস্ট করতে বাধ্য হলাম। নাহলে করতাম না। ভদ্র ভাবে থাক।
আমি খুব নিম্নমানের কাজ করি যার কারণে তোকে আমার বাড়ি আসতে হয়েছে, আমি যাইনি। ভালো থাকিস ভাই চুরি করিস না। চুরি করলে আবার খেলা হবে। 🙂
আপনারাও ভালো থাকুন।। 🙏🏻
Short Film টা সবাই দেখে জানাবেন কেমন লাগলো।
ধন্যবাদ ❤️
Short Film Fight For Dreams
https://youtu.be/ATLUGNlvtSQ?si=8foPHvAccsyVayQJ