08/09/2025
♦️Part :- 1648.
পরের জন্মে তুমি আমার হইও(দ্বিতীয় পর্ব )...🌺
🌺খেয়ালী :- তোমার কথা বলো, পথে যেতে যেতে শুনি!
🍁কুনাল :- খেয়ালী, পরের জন্মে তুমি আমার হইও , তুমি হয়তো জানো না যে -
বহু মানুষকে ভালোবাসি বলেছি আমি।
ছেলে, মেয়ে বাচ্চা বুড়ো যুবক এমনি কেউ বাদ যায়নি।
কেউ অবাক হয়ে তাকিয়ে দেখেছে, কেউ একবার হেসে হাত ধরে কিছুটা পথ হেঁটেছে।
কেউ কেউ অনেক কিছু শিখিয়ে তারপর অজান্তেই দূরে চলে গেছে।
শুধু আমি থেকে গেছি। আমার আমি হয়ে, ওদের আমি হয়েও।
হাত ধরতে শিখেও একা হাঁটতে শিখেছি। বিরাট ভিড়ের মধ্যেও চিৎকার করে কেঁদেছি। আমাতে আমি থেকেছি, ওরাও কিছুটা সময় থেকেছে।
জানো,
আজ কিন্তু এতটুকুও আফশোস নেই।
সব স্বপ্ন ভেঙে গিয়েও আবার সোজা হয়ে দাঁড়িয়ে থেকেছি। এতটুকু তো পথ, তাইতেও মানুষ সঙ্গী খোঁজে, ভালো মানুষ খোঁজে।
কত মানুষ জিজ্ঞেস করে আমায়," আচ্ছা ভালোবাসা কাকে বলে?
সম্পর্ক মানেটাই বা কী?
সাথে থাকব বললেই কী থাকা যায়?"
কত শত প্রশ্নের ভিতরে মানুষের জীবন কেটে যায় খেয়ালী, আর আমরা বোকার মতো এই শিক্ষক ওই শিক্ষকের দরজায় কড়া নাড়ি।
আমাদের শিক্ষা চাই, জীবনের পথ সুগম চাই।
কেউ জীবন চাই না। চাইতে পারিও না।
এত সহজ সমাজের গভীরে প্রত্যেকটা মানুষ জটিলের পুজো করে।
সহজ অনুপাতের অঙ্কে জটিল জটিল সূত্র প্রয়োগ করে।
সবকিছু তাদের প্রমান করা চাই।
সব কিছু, একদম সব কিছু। কেউ জীবন চাই না খেয়ালী !
🌺খেয়ালী :- একটা কথা বলি ? আমায় স্বীকৃতি দিতে পারবে , তুমি কুনাল ?
🍁কুনাল :- তুমি যে বৈরাগী ,আমার খেয়ালী !
🌺 খেয়ালী :- এই সামাজিক জগৎ থেকে অনেক দূরে যেতে চাই তোমার, সাথে যেখানে তুমি আর আমি থাকবো, একে অপর কে বুঝবো,সুখ দুঃখের সমস্যার সমাধান হবো !
🍁কুনাল :- আমার যে বড্ড ভয় করে খেয়ালী !
🌺খেয়ালী :- কিসের ভয় ?
🍁কুনাল :- কাছে যাওয়ার, আমি কাছে গেলেই, তুমি দূরে চলে যাবে - আমি ভালবাসলে তুমি, মায়ার জালে পড়বে, আর আমি স্পর্শ করলে তুমি উন্মাদ হয়ে পড়বে !
🌺খেয়ালী :- হোক, তবে তাই হোক - তবুও আমি বলবো, আমি তোমাকেই চাই ! আচ্ছা এই গাছ টার নিজে একটু জিরিয়ে নেওয়া যায় কি ?
🍁কুনাল :- যায় - আচ্ছা তোমার ভয় করে না ? আমার সাথে যে একাই বেরিয়ে এলে ?
🌺খেয়ালী :- না এই ভ5য় টা, পাইনা - তবে রাতের অন্ধকারে যদি তুমি আমায় কখনও একা করে চলে যাও, সেই ভয় টা পাই !
🍁 কুনাল :- সবই যেনো ধোঁয়াশা লাগে নিজের কাছে জানিনা ঠিক কি করা দরকার আমি যে নিজের মাঝে নিজেকে হারিয়ে ফেলছি চেষ্টা করে ও আজ নিজেকে খুঁজে পাচ্ছি না..!
🌺 খেয়ালী :- বলতো ভালবাসা কি?
🍁কুনাল :- ভালবাসা হচ্ছে— মাঝরাতে তোমার হাত ধরে বসে থাকা।
🌺খেয়ালী :- অসমাপ্ত দিনের মতো,
তুমি ছেঁড়া রাতে জড়িয়ে আছো,আমার কাঁধে চাঁদের টুকরো থেকে বেরিয়ে আসা আলোর ভাঙা ক্ষত, আচ্ছা কুনাল একটা গান শোনাবে ? আর আমি সেই গান শুনতে শুনতে তোমার কোলে ঘুমিয়ে পড়বো !
( কুনাল গান ধরলো, ধীরে ধীরে খেয়ালীর চোখে ঘুম এলো - সকালে উঠে ভয় পেয়ে যায় খেয়ালী, কাল রাতের বাজে স্বপ্ন টাই সকালে সত্যি হয়ে যায়, খেয়ালী দেখলো কুনাল আর নেই , চলে গেছে একটা ইটের নীচে কাগজ রেখে, কাগজে লেখা ছিলো,যে... )
❤️🌺💙
Kunal chanda rjk 🎙️ Sunanda Das Chakraborty
Gobhir Rate Jonakir Sathe RJK
Jonakir Sobde Rjk
Rjk Story 📻
Jonaki Der Thikana 📻
জোনাকি দের ঠিকানা / Jonaki Der Thikana 📻
Rjk Shorts