Gobhir Rate Jonakir Sathe RJK

Gobhir Rate Jonakir Sathe RJK Kunal chanda rjk ✍️🎙️🎧
এখানে গল্প নয় মনের কথা শোনানো হয়! https://youtube.com/?si=k8D45ONK3ejRzCM9

28/09/2025

♦️Part :- 1750.
জীবিত ভালোবাসার লাশ...🌺
মানুষকে জীবিত অবস্থায় মে|রে ফেলার অ|স্ত্র হলো,
প্রেম দিয়ে প্রেম কেড়ে নেওয়া।
বিশ্বাসকে পুজি করে স্বপ্ন দেখিয়ে মাঝ পথে ছেড়ে যাওয়া।আমি যেদিন মারা যাই, সেদিন আমাকে জোর জবরদস্তি করে মে|রে ফেলা হয়েছিল।বেচে থাকার অর্থ নামক প্রেম দিয়ে।দিন তারিখ মাস ও সাল অনুযায়ী,চিহ্নিত দাগের স্মৃতি বুকে লেখা আছে, আমাকে মে|রে ফেলার অ|স্ত্র স|শ|স্ত্র।

রোদে পুড়ে যাওয়া শরীর, কপালের ঘাম ছিটকে পড়ার সময় বিশ্বাসী পাখায় বাতাস দিয়ে কেউ বলেছিল,
শীতল করে আগলে রাখবে আজীবন।
সেই বিশ্বাস কে পুজি করেই আমাকে একটা নির্জন নিরালায় দ্বীপে ছেড়ে গিয়ে লা|শে পরিণত করেছে।

অবহেলিত একটা নামের পাশের করব!
দিনলিপিতে লেখা রোজকার রুটিন,
একটা ছবির মানুষ, ক্যালেন্ডারের পাতায় চেয়ে আছে, আড়াই বসন্তের সুর, গানের পাখি,একটা ঠিকানা যে ঠিকানায় এখন ঝুলে আছে তালা।

প্রতারিত প্রেম হলো, একটা পোড়া বাড়ি! পোড়া ঘর।
যেখানে কিছুই নেই শুধু অবশিষ্ট ছাই ছাড়া।
পুরনো প্রেমের যুগ পেরিয়েও ছাই হয়ে পড়ে থাকা পরিত্যক্ত বাড়িতে,নতুন করে পাওয়া মতো গল্পটাই জীবন্ত।

💙🌺❤️

Kunal chanda rjk 🎙️
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻

13/09/2025

♦️Part :- 1688.
পরের জন্মে তুমি আমার হইও...🌺( চতুর্থ পর্ব )
🍁কুনাল :- তোমারে পাইতে যে কখন নিজের হারায় ফেলাম বুঝতেও পারলাম না । তোমার কাজলকালো চোখের অদ্বিতিয় সৌন্দর্য আমার জীবন - কাল । তোমারে আপন করিরা রাখবার চেষ্টায় আপন করে নিয়েছি বিয়োগী বিরহ ।
তোমারে না পাইয়া আমি পেয়েছি কিছু রাত আর হয়েছে অসম্ভব সুন্দর কিছু গানের সাথে পরিচয় । তুমি আছো , এই পৃথিবীতেই- আমার তবে আমার নয় ।

🌺খেয়ালী :- আমি হারিয়েছি একজনকে , যার সাথে অকপটে সব কথা বলা যেত । শোনো ছেলে , তুমিই তো আমার না বলা সব কথা বুঝে নিতে , আজ কি হলো - বলে ফেলো কথাও শুনতে পাচ্ছ না ।
একদিন কথা না হলে যার ভীষণ মন খারাপ হতো , সেই তুমিই আজ কতদিন কথা বল না ।
ভালোবাসার পুরোটাই কি কেবল অভিনয় হতে পারে ? ভালোবাসি বলে ফেলাটা কি কেবলমাত্র সময়ের প্রয়োজন ।
কত কথা যে জমেছে , যদি সব শুনতে চাও তবে এক জীবন পরিমাণ সময় নিয়ে বসো । আমি অন্তত রাতের অন্ধকারে কাপুরুষের মতোন পালিয়ে যাবো না !

______

🌺খেয়ালী : - খেয়াল সে দিন দুপুরের রোদে এসে ছুঁয়ে দিয়েছে জলার মাঠ। সবুজ ঘাসের উপর রোদের বিন্দু জমছে অল্প অল্প।

( চোখে অনেক গল্প, বিনুনি বাঁধা চুলে সুগন্ধি তেল। হঠাৎ খেয়াল জিগেস করে বসে )

🍁খেয়াল :- মেয়েদের চুলের আলাদা কোনো গন্ধ আছে খেয়ালী ?"
( নাকের ডগায় বিনুনি ছুঁয়ে জিজ্ঞেস করে খেয়াল,
খেয়ালীর পিঠের উপর খেয়াল এর নিঃশ্বাস। পিঠের উপর লোমকূপ সজাগ হয়ে উঠেছে সমস্ত। কী উত্তর দেবে ও?
হ্যাঁ, নাকি না?
নিজের একটা গন্ধ আছে ওর, তা জানে খেয়ালী । বৈশাখের দুপুরে বেশ টের পায় ও। তবে সুগন্ধি তেল সরিয়ে সেই গন্ধ কীভাবে খেয়ালের নাকের ডগায় গিয়ে অপেক্ষা করে?
জিজ্ঞেস করে, আলাদা কিছু শব্দ। হাতে হাত রাখতে ভয় করে। )

🍁খেয়াল :- "দামাল নদীতে সাঁতার কাটতে গেলে ছেলেমানুষ হতে হয় খেয়াল। বুকে বিশ্বাস থাকতে হয়, ভয় নয়।"

( খেয়াল এর এই কথাগুলো খেয়ালী কে প্রতিদিন খোঁচা দেয়। সে মনে মনে ভাবতে থাকে , )

🌺খেয়ালী :- "সাহস আবার কী জিনিস! ভবিষ্যত বলে কিছু একটা আছে তো। তার কী হবে?

,( " মনে মনে নিজেকে বোঝানোর চেষ্টা করে খেয়ালী । পারে না ও। বারবার হেরে যায়। বৈশাখের দুপুরে ওর গায়ে গা লাগিয়ে খেয়াল বসে থাকে। তখন ও কী গন্ধটা পায় না ও? নাকি নিজের মুখে বলতে চায় না ? )

🌺খেয়ালী :- খেয়াল, কই তুমি?
কতোটা দিবসো-রজনী চলে গেলো ; অথচ
একটা চিঠিও তো লিখলে না তুমি আমার নাম করে।
আমি তো আজো অবধি,তোমার প্রেরক চিঠির
প্রাপক হতে অস্থির হয়েই দিন গুনে অধির হই।

🍁খেয়াল :- সাদা কাগজে
কালির আঁচড়ে লেখা অনুভূতি কতোটা বুঝবে,
যদি হৃদয়ের গহীনে জমে থাকা অনুভূতি উপলব্ধি না করতে পারো?
প্রেরক স্বয়ং যেখানে উপস্থিত, সেখানে প্রাপক কেন অতৃপ্ত--- খেয়ালী ?

🌺খেয়ালী :- অতৃপ্ত নয় খেয়াল, আজ চিঠি দিবসে
নতুন আয়োজনে তোমাকে নতুন করে পেতে চায় আমার অবুঝ মন।
আর আমি তো সেটাই চাই,চিঠির যুগ থাক বা না থাক
আসতে পারো না পারো, চিঠি দিতে পারো না পারো
ম্যাসেজের ধার ধেরো না, সরাসরি একটা ফোন'কলস্ দিও। আমিও তোমার কণ্ঠ শুণেই আকণ্ঠ তৃপ্ত হবো।

🍁 খেয়াল :- প্রিয়জনকে এমন করে কাছে পাবার পিয়াসা আমৃত্যু থাক। জীবনের এ প্রান্তরেখায় দাঁড়িয়ে যে প্রেম তুমি দিলে,তার মূল্য শুধরাবার শক্তি নেই আমার
যদি পারো অবাঞ্চিত কোন ভুল ক্ষমা করো, আমাকে ভালোবেসো।
ভুলের উর্ধ্বে থাক ভালোবাসা, আমি তোমার হয়েই থাকতে চাই।

🌺খেয়ালী :- ভালোই যদি বাসো তবে আর শুধরানোর কথা আসছে কেন ------- মিস্টার ?
ভালোবেসেই হও চিরঋণী...আজ কোন ক্ষমা নয়।
আজ শুধু দিবস পালনের উপলক্ষে করে হলেও বলবো মনের চিরকুটে ভালোবাসার কথা ,জানান দেবো যত্নের কথা।

🍁খেয়াল :- তবে তাই করো।
মনের গভীরে অভিমানে চাপাপড়া অনুভূতি গুলো মুক্তি দাও আজ।
দমবন্ধ করা ভালোলাগা গুলো আজ মন খুলে কথা বলুক।
চিঠির,ম্যাসেজ ফোন'কলস্ সব দূরত্ব কাটিয়ে শুধু ভালোলাগা আর ভালোবাসায় বিভোর হই, আচ্ছা খেয়ালী এই কুনাল টা কে বলতো ? তুমি প্রিয় খেয়াল লিখতে গিয়ে, প্রিয় কুনাল লিখেছো যে ?

💙🌺❤️

Dipa Biswas 🎙️ Kunal chanda rjk

RJK Home Production 📻
Jonaki Der Thikana 📻
Gobhir Rate Jonakir Sathe RJK 📻

13/09/2025

♦️Part :- 1703.
শরীরের সম্পর্ক...🌺
সম্পর্কের সাথে শরীর জড়িয়ে থাকে আঁতুর ঘরের মতো। ভিজে ভিজে একটা গন্ধ থাকে ওদের গায়ে। হঠাৎ বৃষ্টির পরের সোঁদা গন্ধ নয়, দীর্ঘমেয়াদী বৃষ্টির মাঝে ভিজে খড়ের মতো গন্ধ। খুব রাত জাগলে তারা একে অপরকে ছুঁয়ে বেঁচে থাকে। একটা একটা কথা বলে একজন, অপরজন কথাগুলো শুষে নেয় একদম। শব্দের সাথে তরঙ্গ থাকে, কিন্তু সেই তরঙ্গের তেজ থাকে না। শান্ত নদীর মতো। পাড়ে বসে থাকা মানুষটা বুকের মধ্যে ডুব দেয়। চোখ পেতে শুয়ে থাকে। জানলা দিয়ে চাঁদের আলো আসে, শরতের সময় আসে শিউলির সুবাস। ঝিঁ ঝিঁ ডাকে একটু দূরে। সামনের শিরীষ গাছের কোটর থেকে ডাক দেয় দশকপ্রাচীন হুতোম পেঁচা। এই শব্দটা একেবারে বুকের ভিতর এসে ধাক্কা দেয়। গরমের দিনে গায়ের উপর নোনতা দাগ ধরে। ভিজে গামছা দিয়ে মুছিয়ে দেবার সময়, কপাল থেকেও আদুরে ভাপটা মুছিয়ে দেয়। চোখ চেয়ে সম্পর্ক দেখে ওরা একসাথে। চোখের পাতায় মেঘের ছাওয়া ছলাৎ ছলাৎ করে। গল্প আছে অনেক, শুনতে গেলে রাত কেটে ভোর হবে। তখন শালিক ডাকবে। কাঠবেড়ালি ছুটবে ওদের দাওয়া দিয়ে।
জেগে থাকলে তবেই সম্পর্ক মেলে। তাই জেগে থাকাটা জরুরি।।

💙🌺❤️

Kunal chanda rjk 🎙️
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻

13/09/2025

♦️Part :- 1702.
তুমি প্রেম নও...🌺
তুমি আমার কাছে কেবল প্রেম নয়;
তুমি আমার কাছে এমন এক শীতের শাল যাকে আমি পেয়েছি শিলায় ভরা মৃত্যুশয্যায় তিমিরে। যা ছাড়া আমিও মৃত্যু তিমিরে বরফ। যা আর কেউ পায়নি। শেষ হাত বাড়িয়েও পায়নি। একবার শেষ তোমায় দেখবে বলে যে চোখের পাতার জল বরফ হয়ে গেলেও পায়নি। হাতে লেগে থাকা তিতিবিরক্ত রেখা গুলো আলাদা আলাদা টিস্যুতে পরিণত হওয়ার পরেও না। তোমার একবার ছোঁয়া পাওয়ার আশায় যে দেহের চামড়া কেবল মুখ টিপে আর্তনাদ করে গেছে সেও পায়নি।
আর আমি, যে কেবল শব সাধনা করলো, সে পেলো তোমায়। যে ধুধু অন্ধকার নিয়ে ঘর বেঁধেছিল, সে। বুকে যার আশা নিরাশা প্রত্যাশা এই সবকিছুর অর্থ প্রায় একই সে পেলো তোমায়। যেন একটা চোখ ধাঁধানো আলোর শাল।

ঐ যে, তুমি আমার কাছে কেবল প্রেম হতেই পারো না।

❤️🌺💙

Kunal chanda rjk 🎙️
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻

13/09/2025

♦️Part :- 1678.kunal🎙️ complete ✅
এক সময়...🌺
তারপর এক সময় পর কমতে থাকা চামড়ার রঙের সাথেই বাড়তে থাকবে ভালোবাসার অভাব । হয়তো সে সময় কেও আর সাগ্রহে তোমার বেনিতে আর বেলি গুঁজে দেবে না , হয়তো দেবে যা জুঁই তেল । শরীরের সাথে করা চুক্তিপত্রের ভালোবাসা সময় পর শেষ হয় , ভালোবাসার চুক্তি করতে হয় মনের সাথে ।
চামড়ার বাড়তে থাকা ভাজের সাথেই বাড়তে থাকবে ভীষণ অভাব - একজন মানুষের । সেদিন আর কেও হয়তো আদর করে মাদুর পেতে চাঁদ দেখবে না । হয়তো কেও সেদিন আর কাঁচের কৌটোয় জোনাক ভরে আনবে না , হয়তো তোমার শরীরে আর প্রজাপতিও ভিড় করবে না ।
সেদিন হয়তো তুমি ওই দোতলা বাড়ির ছাদটায় দাড়িয়ে ফুল , দেখবে নিজেকে । ভীষণভাবে আগ্রহে খোঁপায় কৃষ্ণচূরা গোজ পুরনো ছবিগুলো দেখবে , ভাববে ভালোবাসা থাকলে মন্দ হত না ।
সেদিন ভালোবাসার ক্ষতিপূরণ দেবে হয়তো তোমার সেই কাজলমাখ চোখের জল ,কেও আর পরম খেয়ালে চোখের জল মুছে দেবে না । আঁচলের যে গিটে সুখ বাধা থাকত , সে গিটও বয়সের ভরে আগলা হয়ে যাবে ।
খুব খুঁজবে সেদিন ভালোবাসা ।
হয়তো সেদিন আমার লেখা পুরনো চিঠিগুলো খুলে একটু ভালোবাসা খুঁজে নেবে । হয়তো সাদা পায়রার ডানায় কথা খুঁজবে ।
তবে আর ভালোবাসা মিলবে না , মিলবে কেবল নিজের উপর অভিযোগ ।
আমার নিজেরাই নিজেদের খুন করে ফেলি , দোষ দেই ভালোবাসার ।
সেদিন মনে পড়বে , ভালোবাসার সবটুকুই আমাদের হলে কিন্তু মন্দ হত না ।

💙🌺❤️

Kunal chanda rjk 🎙️
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻

08/09/2025

♦️Part :- 1667.
তুমি যে বলে ছিলে আসবে ...🌺
🌺মাতৃ :- এই ভালোবাসা আর আদরের ব্যাপারটা না, একটা অবুঝ শিশুও বোঝে। যার কাছে ভালোবাসা পায়, আদর পায়, তার প্রতি সেই শিশুর কোনো ভয় থাকে না। তাকে দেখলে, পিছু ছাড়ে না। আবার যার কাছে একটা অবুঝ শিশু অবহেলা পায়, অনাদর পায়, যে দুর্ব্যবহার করে, তার ধারেকাছেও সেই শিশু ঘেঁষে না। ভয়ে হোক কিংবা ঘৃণায়, সেই মানুষটাকে এড়িয়ে চলে।

🍁উজান :- অথচ এই পরিপক্ব বয়সে এসে আমরা মানুষগুলো না ঠিক তাদের প্রতিই আমাদের ভালোবাসা প্রকাশ করি, যারা কিনা আমাদের বিন্দুমাত্র মূল্যায়নও করে না।

🌺 মাতৃ :- জানো, উজান ভালোবাসা ঠিক এমন এক অনুভূতি যেখানে মানুষটার হাজারও ভুলকে ভুল মনে হয় না। মানুষটার শত দোষ থাকলেও তা চোখে পড়ে না।

🍁উজান :- আসলে , ভালোবাসার কাছে মানুষ নিতান্তই অসহায় !
ভালোবাসার কাছে নত হতে হয়, সমস্ত ইগো কে পায়ে ,ঠেলে আত্মসম্মান বিসর্জন দিতে হয় !

🌺 মাতৃ :- তা আমি জানি উজান,পরিপক্ব বয়সে মানুষ অবহেলা, অনাদর পেয়েও ঘুরেফিরে সেই মানুষটার কাছেই যায়, যাকে সে ভালোবাসে। ভালোবাসা কখনো বিকল্প খোঁজে না। ভালোবাসা চায় সম্মান, অধিকার, সামান্য একটু স্বীকৃতি এবং গুরুত্ব। আর তাই মানুষ যাকে ভালোবাসে, তার ভালোবাসা ছাড়া পৃথিবীর আর কারো ভালোবাসাই কখনো কামনা করে না।

🍁উজান :- তুমি আমার অভিমান দেখেছো। অভিমানের আড়ালে যে গাঢ় প্রেম, তা দেখোনি।

তুমি দেখেছো, রোদের পর বৃষ্টি কেন নামে।
অথচ দেখোনি, মেঘের আহ্বানে বৃষ্টি সাড়া দেয়। মেঘের প্রয়োজনে বৃষ্টি নেমে আসে। শরীর আর মন ভিজিয়ে করে দেয় একাকার।
তুমি আদরে টইটুম্বুর আকুতি দেখেছো। শুধু দেখোনি, হৃদয় কি চায়৷ কিভাবে ভালোবাসলে, মানুষ নিঃস্ব হয় না। কিভাবে পাশে থাকলে নিজেকে কখনো একা লাগে না। ভালোবাসতে বাসতে কতদূর এগিয়ে গেলে আর পিছনে ফেরার ইচ্ছে থাকে না, পেছনে ফেরা অসম্ভব।

তুমি সব দেখেছো। শুধু অভিমানের পারদ ছুঁয়ে কাছে আসোনি। নীল শাড়ি পরে, দুচোখে গাঢ় কাজলে হরহামেশায় পাগল করেছো। শুধু কাছে এসে শান্ত করোনি।

বাহারি প্রেমে মাতোয়ারা মনে তুমি শুধু উন্মাদ হতে দেখেছো। শুধু কাছে এসে এ ভালোবাসা পরখ করোনি। তোমার রূপে দিশেহারা হয়ে আমি ডুবে থাকি তোমার কাজল চোখে। অথচ গভীর আলিঙ্গনে টেনে নিয়ে দু ঠোটে পাগলের মতো চুমু খাওনি।

তুমি দেখেছো, প্রেমিকার আগুন ঝরা লাল টুকটুকে চোখ যুগল। তোমাকে কাছে পাওয়ার তীব্র তৃষ্ণায় ক্লান্তিতে পড়ে থাকা শরীর দেখোনি। এত ভালোবেসেও দিব্যি তো সেই দূরেই থাকলে। কাছে না এলে কি প্রেম জমে ? দূরে থাকা মানেই যদি ভালোবাসা হয়, তবে ঐ কাজল চোখে তাকিয়ে আমি নিজেকে সামলাই কি করে? বলো তো...

🌺মাতৃ :- এতো অভিমান !
🍁উজান :- অভিমান নয় মাতৃ !
🌺মাতৃ :- তবে কি ?

💙🌺❤️

Kunal chanda rjk 🎙️ Swati Das.
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
RJK Home Production 📻
Rjk Story x Jonaki Der Thikana
Rjk Brand x Rjk Shorts x Jonakir Sobde Rjk 📻

08/09/2025

♦️Part :- 1648.
পরের জন্মে তুমি আমার হইও(দ্বিতীয় পর্ব )...🌺
🌺খেয়ালী :- তোমার কথা বলো, পথে যেতে যেতে শুনি!
🍁কুনাল :- খেয়ালী, পরের জন্মে তুমি আমার হইও , তুমি হয়তো জানো না যে -
বহু মানুষকে ভালোবাসি বলেছি আমি।
ছেলে, মেয়ে বাচ্চা বুড়ো যুবক এমনি কেউ বাদ যায়নি।
কেউ অবাক হয়ে তাকিয়ে দেখেছে, কেউ একবার হেসে হাত ধরে কিছুটা পথ হেঁটেছে।
কেউ কেউ অনেক কিছু শিখিয়ে তারপর অজান্তেই দূরে চলে গেছে।
শুধু আমি থেকে গেছি। আমার আমি হয়ে, ওদের আমি হয়েও।
হাত ধরতে শিখেও একা হাঁটতে শিখেছি। বিরাট ভিড়ের মধ্যেও চিৎকার করে কেঁদেছি। আমাতে আমি থেকেছি, ওরাও কিছুটা সময় থেকেছে।
জানো,
আজ কিন্তু এতটুকুও আফশোস নেই।
সব স্বপ্ন ভেঙে গিয়েও আবার সোজা হয়ে দাঁড়িয়ে থেকেছি। এতটুকু তো পথ, তাইতেও মানুষ সঙ্গী খোঁজে, ভালো মানুষ খোঁজে।
কত মানুষ জিজ্ঞেস করে আমায়," আচ্ছা ভালোবাসা কাকে বলে?
সম্পর্ক মানেটাই বা কী?
সাথে থাকব বললেই কী থাকা যায়?"
কত শত প্রশ্নের ভিতরে মানুষের জীবন কেটে যায় খেয়ালী, আর আমরা বোকার মতো এই শিক্ষক ওই শিক্ষকের দরজায় কড়া নাড়ি।
আমাদের শিক্ষা চাই, জীবনের পথ সুগম চাই।
কেউ জীবন চাই না। চাইতে পারিও না।
এত সহজ সমাজের গভীরে প্রত্যেকটা মানুষ জটিলের পুজো করে।
সহজ অনুপাতের অঙ্কে জটিল জটিল সূত্র প্রয়োগ করে।
সবকিছু তাদের প্রমান করা চাই।
সব কিছু, একদম সব কিছু। কেউ জীবন চাই না খেয়ালী !

🌺খেয়ালী :- একটা কথা বলি ? আমায় স্বীকৃতি দিতে পারবে , তুমি কুনাল ?

🍁কুনাল :- তুমি যে বৈরাগী ,আমার খেয়ালী !

🌺 খেয়ালী :- এই সামাজিক জগৎ থেকে অনেক দূরে যেতে চাই তোমার, সাথে যেখানে তুমি আর আমি থাকবো, একে অপর কে বুঝবো,সুখ দুঃখের সমস্যার সমাধান হবো !

🍁কুনাল :- আমার যে বড্ড ভয় করে খেয়ালী !
🌺খেয়ালী :- কিসের ভয় ?
🍁কুনাল :- কাছে যাওয়ার, আমি কাছে গেলেই, তুমি দূরে চলে যাবে - আমি ভালবাসলে তুমি, মায়ার জালে পড়বে, আর আমি স্পর্শ করলে তুমি উন্মাদ হয়ে পড়বে !
🌺খেয়ালী :- হোক, তবে তাই হোক - তবুও আমি বলবো, আমি তোমাকেই চাই ! আচ্ছা এই গাছ টার নিজে একটু জিরিয়ে নেওয়া যায় কি ?

🍁কুনাল :- যায় - আচ্ছা তোমার ভয় করে না ? আমার সাথে যে একাই বেরিয়ে এলে ?
🌺খেয়ালী :- না এই ভ5য় টা, পাইনা - তবে রাতের অন্ধকারে যদি তুমি আমায় কখনও একা করে চলে যাও, সেই ভয় টা পাই !

🍁 কুনাল :- সবই যেনো ধোঁয়াশা লাগে নিজের কাছে জানিনা ঠিক কি করা দরকার আমি যে নিজের মাঝে নিজেকে হারিয়ে ফেলছি চেষ্টা করে ও আজ নিজেকে খুঁজে পাচ্ছি না..!
🌺 খেয়ালী :- বলতো ভালবাসা কি?
🍁কুনাল :- ভালবাসা হচ্ছে— মাঝরাতে তোমার হাত ধরে বসে থাকা।
🌺খেয়ালী :- অসমাপ্ত দিনের মতো,
তুমি ছেঁড়া রাতে জড়িয়ে আছো,আমার কাঁধে চাঁদের টুকরো থেকে বেরিয়ে আসা আলোর ভাঙা ক্ষত, আচ্ছা কুনাল একটা গান শোনাবে ? আর আমি সেই গান শুনতে শুনতে তোমার কোলে ঘুমিয়ে পড়বো !

( কুনাল গান ধরলো, ধীরে ধীরে খেয়ালীর চোখে ঘুম এলো - সকালে উঠে ভয় পেয়ে যায় খেয়ালী, কাল রাতের বাজে স্বপ্ন টাই সকালে সত্যি হয়ে যায়, খেয়ালী দেখলো কুনাল আর নেই , চলে গেছে একটা ইটের নীচে কাগজ রেখে, কাগজে লেখা ছিলো,যে... )

❤️🌺💙

Kunal chanda rjk 🎙️ Sunanda Das Chakraborty

Gobhir Rate Jonakir Sathe RJK
Jonakir Sobde Rjk
Rjk Story 📻
Jonaki Der Thikana 📻
জোনাকি দের ঠিকানা / Jonaki Der Thikana 📻
Rjk Shorts

08/09/2025

♦️Part :- 1668.
বৃষ্টি এ শরীরে ...🌺
🌺মন :- খুব চাপ বেড়েছে তো ?
🍁নীল :- আর বলোনা, শব্দ রা আমার পিছু ছাড়ে না - যে !
🌺মন :- দেখি এদিকে এসো, ঘাম টা মুছে দি !
🍁নীল :- দাঁড়াও দাঁড়াও, এই জামা টা খুলে ফেলি সারা শরীরে যে ঘামের গন্ধ আমার !
🌺মন :- তাতে কি, আমার তো তোমার শরীরের ভালোবাসার গন্ধ ও ভালো লাগে -
🍁নীল :- পাগলি তুমি একটা !

🌺মন :- নীরবতার ভেতরের তুমি, শুধু নীল !
তুমি বোবা হৃদয়ে পুষে রাখা হাজারো শব্দ কথা!
তুমি কোলাহলের ভিড়ে জমতে থাকা মহাশূন্যের নীরবতা!

🍁নীল :- তাই ? আর আমি যে তোমাকে দেখলেই মনে হয়, আমি যেন আমার অর্ধেক খুঁজে পাই।
যত কোলাহলই থাকুক চারপাশে, তোমার চোখের দৃষ্টিতে খুঁজে পাই এক অন্যরকম শান্তি।
তুমি সেই মানুষ, যার হাসির ভেতরে আমি স্বপ্ন দেখি,
আর যার নীরবতায় আমি খুঁজে পাই এক গভীর ভালোবাসার ভাষা।

🌺মন :- জানো, আমার ভেতরে যত অপ্রকাশিত অনুভূতি আছে, সবই শুধু তোমাকে বলার জন্য জমে থাকে।
প্রতিটি না বলা কথার শেষে তোমার নাম,
প্রতিটি নিঃশ্বাসে তোমার ছোঁয়ার আকাঙ্ক্ষা।
তুমি হয়তো জানো না,
কত রাত আমি তোমার স্মৃতিতে ডুবে থাকি,
আর কত সকাল তোমার হাসির কল্পনায় নতুন সূর্য দেখি।

🍁নীল :- আর তুমি যে আমার ভাঙা কবিতার অপূর্ণ লাইন,যা শুধু তোমাকে নিয়েই সম্পূর্ণ হয়। তুমি সেই সুর, যেটা বাজে আমার হৃদয়ের প্রতিটি তারে।
যেন আমি যত দূরেই যাই, তোমার দিকে টেনে নেয় এক অদ্ভুত শক্তি।

🌺মন :- জানো নীল,কখনো কখনো মনে হয়,
তুমি না থাকলে এই পৃথিবীটা শুধু ফাঁকা শূন্যতা।
কারণ তুমি ছাড়া আমার জীবনের গল্প অসম্পূর্ণ।
তুমি ছাড়া প্রতিটি দিন রঙহীন। তুমি ছাড়া আমি আমি নই— শুধু এক নিঃশব্দ খোলস মাত্র।

🍁নীল :- আমার পাগলি তুমি, আমার নীরবতার ভেতরের সবচেয়ে জোরালো চিৎকার,তুমি আমার অপূর্ণতার ভেতরে সম্পূর্ণতা।আর আমি কেবলই চাই— তুমি থাকো, শুধু আমার জন্য ।

🌺মন :- আচ্ছা, তোমার বুকের ভিতরে হৃদস্পন্দনের শব্দে আমার নাম আসে ?

💙🌺❤️

Kunal chanda rjk 🎙️ Manisha.
Jonaki Der Thikana
Jonakir Sobde Rjk 📻
Gobhir Rate Jonakir Sathe RJK 📻

08/08/2025

♦️Part :- 1514.
কতোবার আমি নিজের ছন্নছাড়া জীবনকে, নিজেকে গুছিয়ে নিতে চেয়েছি। ভেবেছি, এই অবধি যা এলোমেলো কাজ, তা থাক। এইবার থেকে নূতন করে শুরু করবো।
কিছুদিন ঠিক পথে চলেছে সব। একদম ঠিক সময়ে ঘুম ভাঙা, খাওয়া, কাজ। সব ঠিক ঠিক চলেছে। তারপর আবার সেই একরকম।
নিজেকে গুছিয়ে রাখতে চাওয়া ছেলেটাই, স্বভাবদোষে আবার ছন্নছাড়া হয়েছে। ঘর বাঁধতে এসে দাওয়ায় বসে থেকেছে। দূরের নীল আকাশের দিকে চেয়ে রাজকন্যার গল্প শুনতে চেয়েছে। একমুঠো বেলি বা বকুল ফুল কুড়িয়ে যে ছেলেটা নিজের সম্পর্কের মানুষটার হাতে দিয়ে যত্নে আগলে নেয়, আমি বিশ্বাস করি না, সেই ছেলেটা চাইলেও সাজানো গোছানো হতে পারে। সত্যি বলতে, আমরা যারা আমাদের পরিবার আর প্রিয়জনকে যত্নে রাখার চেষ্টা করি, তারা সবার আগেই ছন্নছাড়া তকমা পাই। অবশ্য, এ নিয়ে আমাদের দুঃখ নেই। কাছে রাখতে চেয়েও হারিয়ে ফেলা যাদের ভবিতব্য, আমরা সেই দলের মানুষ। আমাদের স্বভাবে ভবঘুরে ভাব। আর সমাজ চাইছে আমরা গুছিয়ে থাকি, সময়ে সময়ে সব কাজ করতে থাকি।
আমরা দ্বায়িত্ব বুঝি, তবে সময় বুঝি না।
আর বুঝি না বলেই হয়তো অসময়ে হাত ও ছাড়ি না।
সময় বুঝতে ক্ষতি নেই, তবে সময়ের মধ্যে জড়িয়ে গিয়ে ভবঘুরে মানুষটাকে অবহেলা করলে চলে না। যে ভবঘুরে, সে সবথেকে বেশী দ্বায়িত্ব নিতে জানে।
যদি বলো, এতোটা জোর দিয়ে কীভাবে বলছো?
আমি বলবো, আমি এরকম ই।
ভবঘুরে, ছন্নছাড়া, আগলে রাখার মানুষ।।

💙🌺❤️

Kunal chanda rjk 🎙️
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Jonakir Sobde Rjk 📻
Rater Jonaki Kunal RJK 📻

08/08/2025

♦️Part :- 1513.
"অধিকারহীন প্রেম"
তাকে কখনো কিছু বলার অধিকার ছিল না,
তবু প্রতিবারই বলার মতো কিছু না কিছু থাকত...!

শুধু মনটাকে চুপ করিয়ে রাখতাম,
যাতে সে বুঝে না ফেলে—
আমি অজান্তেই অধিকার খুঁজে ফিরি, তার মাঝেই...!

নিজেকে অসহায় মনে হয় না যতটা,
তার চেয়ে হাজার গুণ বেশি তুচ্ছ লাগে তখন,
যখন বোঝা যায়—
ভালোবাসলেই যে অধিকার পাওয়া যায়,
তা নয়... সবার কপালে না-ও জোটে!

তাই এখন অভিমানও করি নিঃশব্দে,
হাসি দিয়ে ঢেকে রাখি—
অধিকারহীন ভালোবাসার সমস্ত শূন্যতা!
অনেক কিছু বলার থাকলেও আমরা চুপ করে থাকি।
যে পথ এক দৌড়ে শেষ করা যেত, এখন নিঃশব্দে হেঁটে যেতে ইচ্ছে করে।
যে পাড়ায় একদঙ্গল ছেলেমেয়ে একসাথে কাবাডি খেলত, সে এখন নিঃসঙ্গতার প্রহর গোনে।
বড় হতে গিয়ে কতো কিছু নিঃশব্দে পিছু ফেলে এসেছি। বন্ধু বান্ধব, পরিবার, স্কুল, খেলার মাঠ।
মাঠের এক কোনায় বসে বিশ বছর আগের কথা মনে করি। ঘাস ছুঁয়ে দৌড়ে গিয়ে চুপ করে আকাশ দেখা। খালি পিঠ ছুঁয়ে ঘাসেদের আঁকিবুঁকি।
আর কিছু নেই। কিছু ই নেই।
তবুও বুক বেঁধে ঘর ফিরে অপেক্ষা করি। দরজা বন্ধ। খোলার অপেক্ষা করি। হয়তো কেউ বেজার মুখে দরজা খোলে, অথবা কেউ খোলে ই না।
আমরা অপেক্ষা করছি।
আর আমাদের সাথে মাঠ, স্কুল, পুকুর।
এরাও অপেক্ষা করছে।।

❤️🌺💙

Kunal chanda rjk 🎙️
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Jonakir Sobde Rjk 📻

07/08/2025

♦️Part :- 1512.
আফসোস করলে শুধু দুঃখ বাড়ে ...🌺
যা কিছু পাই নাই তা নিয়া আফসোস করলে খালি দুঃখ বাড়ে জানার পর আমি আফসোস করা বন্ধ কইরা দিছি।

যে আফসোস আমারে হাসিখুশি থাকতে দেয় না,মন ভইরা বাঁচতে দেয় না,জীবনে আগাইতে দেয় না,সে আফসোস বুকের মইধ্যে পুইষা না রাখাই ভালো।

আফসোস পুইষা দেখছি হেয় খালি তলাইয়া দেয় হতাশার অতলে,বুকের তিন ইঞ্চি গভীরে উঠাইয়া দেয় বেদনার ঝড়,হেই ঝড় ভাঙাচুরা আমিটার উপরে আরও ভাঙচুর চালায়।

তাই আমি নিজের মাথায় নিজেই হাত বুলাইয়া'এক জীবনে সবকিছু পাইতে নাই' এমন অতি শস্তা শান্তনা দেই।আমি আমারে বুঝাই,যা কিছু তুমি পাও নাই তা পাইলে হয়তো জীবন নরক হইত; অনেকেরই তো হয়।

যদিও জানি মিথ্যা শান্তনা,তবুও শান্তি পাই।যদি এই মিথ্যা শান্তনাই আমারে বাঁচতে শেখায়,মনের মইধ্যে শক্তি যোগায়, ভালো রাখে,তাইলে মিথ্যাই সই।

💙🌺❤️

Kunal chanda rjk 🎙️
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻

11/05/2025

Rater Jonaki Kunal RJK Presents

ম্যাগাজিন ( 90 ) :- ইরাবতী!
গল্প :- বসো আমার মুখোমুখি 🍂
পর্ব :- 06.
লেখা :- Kunal Chanda
কন্ঠে :- Kunal chanda rjk
স্টুডিও :- RJK Home Production
রেডিও স্টেশন :- Gobhir Rate Jonakir Sathe RJK
মিউজিক :- Jonaki The Band RJK
মিডিয়া পার্টনার :- Jonakir Sobde Rjk
এডিটিং :- Kunal Chanda
অনলাইন নেটওয়ার্ক :- Rjk Brand
প্রমোশন :- Rjk Shorts
অডিও লেভেল :- Rjk House
পোস্টের ডিজাইন :- Rjk Story
বই :- Rjk Story
পাবলিশার :- Jonaki Der Thikana

জো না কি

যুক্ত হন :- জোনাকি দের ঠিকানা / Jonaki Der Thikana



ইউটিউব চ্যানেল :- https://youtube.com/

Address

Aruya
Egra

Alerts

Be the first to know and let us send you an email when Gobhir Rate Jonakir Sathe RJK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gobhir Rate Jonakir Sathe RJK:

Share

Category