Bangla News 10

  • Home
  • Bangla News 10

Bangla News 10 স্বচ্ছ খবর নিরপেক্ষ খবর দেখতে চোখ রাখুন বাংলা নিউজ ১০ এর পর্দাই. 👉 8695026929 📞

শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার সানিয়া চন্দকের সাথে বাগদান করেছেন।
14/08/2025

শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার সানিয়া চন্দকের সাথে বাগদান করেছেন।

দায়িত্ব পেয়ে নিজেকে উজাড় করে দিয়েছে…’, ছাত্র গিলের পারফরম্যান্সে মুগ্ধ যুবরাজ শুভমান গিলের কেরিয়ারে যুবরাজ সিংয়ের বড় একট...
14/08/2025

দায়িত্ব পেয়ে নিজেকে উজাড় করে দিয়েছে…’, ছাত্র গিলের পারফরম্যান্সে মুগ্ধ যুবরাজ
শুভমান গিলের কেরিয়ারে যুবরাজ সিংয়ের বড় একটা ভূমিকার কথা অনেকেই জানেন। বছর কয়েক আগে পাঞ্জাবে খেলার সময় গিলকে বিশেষ ক্লাস নিতেন যুবরাজ। ফলে ইংল্যান্ড সিরিজে ছাত্রের দাপট তৃপ্তি দিয়েছে প্রাক্তন ক্রিকেটার যুবরাজকে।

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং তাঁর ছাত্রের এমন ‘অবিশ্বাস্য’ পারফরম্যান্সে খুশি। আইসিসি’কে যুবরাজ বলেন, “বিদেশের মাটিতে ওর রেকর্ড নিয়ে অনেক প্রশ্ন ছিল। কিন্তু দেখুন, অধিনায়ক হিসেবে চারটি টেস্ট সেঞ্চুরি করেছে ইংল্যান্ডে। দায়িত্ব পেয়ে ও যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছে, তা অবিশ্বাস্য। ওর জন্য খুবই গর্ব হচ্ছে। ইংল্যান্ডে গিয়ে নিজেকে প্রমাণ করা অত সহজ নয়।”

উল্লেখ্য, গিলের নেতৃত্বে বিলেত থেকে সিরিজ ২-২ ড্র রেখে দেশে ফিরেছে ভারত। দু’বারের বিশ্বকাপজয়ী যুবরাজ টিম ইন্ডিয়ার দুই তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতিতে দলের সাফল্যে মুগ্ধ। ইংল্যান্ড সফরের দল ঘোষণার আগেই রোহিত এবং কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। যুবরাজের মন্তব্য, “এটা সত্যিই অসাধারণ। রোহিত, কোহলির জায়গা পূরণ করা সহজ নয়। এটা ছেলেরা মাথায় রেখেই খেলেছিল।”
ইংল্যান্ড সফর গিলের টেস্ট কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। এই সিরিজে পাঁচ টেস্টে তাঁর রান সংখ্যা ৭৫৪। গড় ৮৩.৭৮। যার মধ্যে চারটে সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৬৯। অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফিতে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। অথচ ইংল্যান্ড সিরিজের আগে শুভমানের রেকর্ড একেবারেই আহামরি ছিল না। করেছিলেন ৩২টি টেস্টে ১,৮৯৩ রান। এর মধ্যে ছ’টি সেঞ্চুরি থাকলেও গড় ৩৫-এর কম। SENA দেশের হয়ে রেকর্ডও খারাপ। এই দেশগুলির বিরুদ্ধে ১১টি টেস্টে তাঁর গড় মাত্র ২৫.৭০। আর ইংল্যান্ডে তিনটি টেস্টে মাত্র ৮৮ রান করেছেন শুভমান। গড় মাত্র ১৪.৬৬। এহেন শুভমানই নিজেকে আপাদমস্তক বদলে সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে দুরন্ত ব্যাটিং উপহার দিয়েছেন। সফরের শেষে গিলের রান ৩৭ টেস্টে ২৬৪৭ রান। গড় উঠে এসেছে ৪১.৩৫-এ। এমন অভূতপূর্ব পারফরম্যান্সে মুগ্ধ যুবরাজ তাঁর ছাত্রকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই কি দেশের জার্সিতে ফিরছেন কোহলি? ইঙ্গিত বিরাটেরকবে ভারতের জার্সিতে আবার প্রত্যাবর্তন হবে বিরাট কোহ...
14/08/2025

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই কি দেশের জার্সিতে ফিরছেন কোহলি? ইঙ্গিত বিরাটের
কবে ভারতের জার্সিতে আবার প্রত্যাবর্তন হবে বিরাট কোহলির? অস্ট্রেলিয়া সফরে কি দেখা যাবে তাঁকে? কোহলির ইঙ্গিতেই রয়েছে এই প্রশ্নের জবাব।

ভারতের ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, কবে আবার দেখা যাবে বিরাট কোহলিকে? টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের পর দেশের হয়ে শুধু এক দিনের ক্রিকেটেই দেখা যাবে কোহলিকে। কিন্তু কবে? অস্ট্রেলিয়া সফরে কি দলে থাকবেন কোহলি? এক ইঙ্গিতেই এই প্রশ্নের জবাব দিয়েছেন ভারতীয় ক্রিকেটার।
আপাতত লন্ডনে রয়েছেন কোহলি। সেখানেই অনুশীলন করছেন তিনি। কয়েক দিন আগে গুজরাট টাইটান্সের সহকারী কোচ নইম আমিনের সঙ্গে একটা ছবি দিয়েছিলেন কোহলি। দেখে বোঝা যাচ্ছিল, ইন্ডোরে অনুশীলন করছেন তিনি। সমাজমাধ্যমে সেই ছবি দিয়ে ক্যাপশনে কোহলি বুঝিয়ে দিয়েছিলেন, নইমের সঙ্গে অনুশীলন করে বেশ খুশি তিনি।

কোহলি ও নইমের সেই ছবি পোস্ট করেছে বিরাটের একটা ফ্যান পেজ। সেখানে লেখা, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের প্রস্তুতি নিচ্ছেন কোহলি।” কোহলি নিজে সেই ছবি লাইক করেছেন। তার পরেই জল্পনা শুরু হয়েছে যে, কোহলি তবে অস্ট্রেলিয়া সফরেই ফিরতে চান। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। অক্টোবর মাসে হবে সেই সিরিজ়। অর্থাৎ, কোহলি সেই সিরিজ়ে ফিরলেও এখনও দু’মাস অপেক্ষা করতে হবে ভারতীয় সমর্থকদের। টেস্টের ‘কষ্টের’ কথা প্রকাশ্যে আনলেন পঠান
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ফিরতে পারেন রোহিত শর্মাও। তিনি এখনও ভারতের এক দিনের দলের অধিনায়ক। কোহলির মতো তিনিও টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। অর্থাৎ, ভারতের দুই সিনিয়র ক্রিকেটারের নজর ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে। তবে সেই স্বপ্ন তাঁদের পূর্ণ হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

বোর্ড সূত্রে খবর, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের দলে তাঁরা কোহলি ও রোহিতকে দেখছেন না। সেই কথা নাকি দু’জনকে জানিয়ে দেওয়া হয়েছে। এ-ও বলা হয়েছে, বিশ্বকাপের দলে নিজেদের জায়গা পাকা করার জন্য তাঁদের বিজয় হজারে ট্রফিতে নামতে হবে। এখন কোহলি, রোহিত সেটা মানবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে এমন জল্পনাও শুরু হয়েছে যে অস্ট্রেলিয়া সফরের পরে এক দিনের ক্রিকেটকেও বিদায় জানাতে পারেন তাঁরা।

অন্য মহিলাদের জন্য নিজের মেয়ের জীবন নিয়েও ছেলেখেলা করেছে ও!’ আবার শামিকে নিশানা বিচ্ছিন্না স্ত্রী হাসিনেরআবার মহম্মদ শাম...
14/08/2025

অন্য মহিলাদের জন্য নিজের মেয়ের জীবন নিয়েও ছেলেখেলা করেছে ও!’ আবার শামিকে নিশানা বিচ্ছিন্না স্ত্রী হাসিনের
আবার মহম্মদ শামিকে নিশানা করলেন হাসিন জাহান। ভারতীয় পেসারের বিচ্ছিন্না স্ত্রীর অভিযোগ, তাঁদের মেয়ে আইরার জীবন নিয়ে ছেলেখেলা করেছেন শামি।

মহম্মদ শামির উপর ক্ষোভ এখনও কমেনি হাসিন জাহানের। ভারতীয় পেসারকে আবার নিশানা করেছেন তাঁর বিচ্ছিন্না স্ত্রী। হাসিনের অভিযোগ, শামি কখনওই চাননি তাঁদের মেয়ে আইরা ভাল স্কুলে পড়ুক। মেয়ের জীবন নিয়ে তিনি ছেলেখেলা করেছেন বলেও অভিযোগ হাসিনের। তবে শামির অনেক চেষ্টার পরেও তিনি আইরাকে ভাল স্কুলে ভর্তি করেছেন বলে জানিয়েছেন হাসিন।
স্কুলের পোশাক পরা আইরার একটা ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে দিয়েছেন হাসিন। হাসিমুখে দাঁড়িয়ে আইরা। সেখানেই হাসিন লিখেছেন, “ওপরওয়ালার আশীর্বাদে আমি খুব খুশি। শত্রুরা চেয়েছিল, আমার মেয়ে যাতে ভাল স্কুলে ভর্তি হতে না পারে। কিন্তু ওপরওয়ালা সকলের মুখে কালি লাগিয়ে দিয়েছে। আমার মেয়ে খুব ভাল একটা আন্তর্জাতিক স্কুলে ভর্তি হয়েছে।”

এই কথার পরেই শামিকে নিশানা করেছেন হাসিন। তিনি লিখেছেন, “মেয়ের বাবা অনেক চেষ্টা করেছিল যাতে আমার মেয়ে ভাল স্কুলে ভর্তি হতে না পারে। কিন্তু বাবা ওপরওয়ালা নয়। যে মেয়ের বাবা কোটিপতি সে অন্য মহিলাদের জন্য নিজের মেয়ের জীবন নিয়ে ছেলেখেলা করছিল। বান্ধবীদের সন্তানদের ভাল স্কুলে পড়াচ্ছে। কোনও কোনও বান্ধবীকে বিমানে চড়িয়ে ঘুরছে। কিন্তু মেয়ের লেখাপড়ার জন্য পয়সা খরচ করছিল না। কিন্তু দেশে আইন রয়েছে। নইলে জানি না আমাদের সঙ্গে কী হত।”

হাসিন শামির বিরুদ্ধে মেয়েকে অবহেলার অভিযোগ করলেও গত ১৭ জুলাই আইরার জন্মদিনে পোস্ট করেন শামি। সমাজমাধ্যমে তিনি লেখেন, “এখনও আমার সেই সব রাতগুলো মনে আছে যখন আমরা জেগে থাকতাম, কথা বলতাম, হাসাহাসি করতাম এবং বিশেষ করে তোর নাচ উপভোগ করতাম। বিশ্বাসই হচ্ছে না যে তুই এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস। তোর জীবনে সব সময় ভাল কিছু হোক এটাই চাই। ঈশ্বর আজ এবং সারাজীবন তোকে ভালবাসা, শান্তি, সুখ এবং সুস্বাস্থ্য দিক। শুভ জন্মদিন।” ২০১৮-এ হাসিনের থেকে আলাদা থাকতে শুরু করেন শামি। মেয়ে আইরা থাকে মায়ের কাছেই। এর আগেও কলকাতার একটি শপিং মলে মেয়ের সঙ্গে ঘোরার ছবি পোস্ট করেছিলেন শামি।

গত ১ জুলাই কলকাতা হাই কোর্ট শামিকে নির্দেশ দেয়, ভরণপোষণের জন্য বিচ্ছিন্না স্ত্রী হাসিনকে মাসে ৪ লক্ষ টাকা দিতে হবে। স্ত্রীর জন্য মাসে দেড় লক্ষ ও মেয়ের জন্য মাসে আড়াই লক্ষ টাকা দিতে হবে। শামির বিরুদ্ধে হাসিনের করা গার্হস্থ্য মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই টাকা দিতে হবে তাঁকে। আদালতের নির্দেশে খুশি হলেও আরও টাকা খোরপোশের দাবি করেছেন হাসিন। তাঁর মতে, মাসে ৪ লক্ষ টাকায় সংসার চালানো কঠিন। মাসে ১০ লক্ষ টাকার দাবি করেছেন তিনি।
২০১৪ সালে মডেল এবং অভিনেত্রী হাসিনের সঙ্গে বিয়ে হয় শামির। ২০১৫ সালে তাঁদের কন্যাসন্তানের জন্ম। কিন্তু তাঁদের দাম্পত্য সুখের হয়নি। ২০১৮ সালে যাদবপুর থানায় শামি এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন হাসিন। স্ত্রী নির্যাতন, বিষ খাওয়ানো, খুনের চেষ্টা, ধর্ষণ-সহ একাধিক অভিযোগ করা হয় শামির বিরুদ্ধে। বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতেরও দ্বারস্থ হন হাসিন। প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ২০০৫ অনুযায়ী মামলা দায়ের করেন তিনি। মামলার খরচ এবং অন্তর্বর্তিকালীন ভরণপোষণ বাবদ ১০ লাখ টাকা চেয়েছিলেন। নিজের জন্য মাসে ৭ লাখ এবং মেয়ের জন্য মাসে ৩ লাখ টাকা চান। কিন্তু নিম্ন আদালতে তাঁর এই আবেদন গ্রাহ্য হয়নি। আলিপুর আদালত শুধুমাত্র তাঁর সন্তানকে ৮০,০০০ টাকা প্রতি মাসে দেওয়ার নির্দেশ দেয় শামিকে। পরে জেলা জজ সেই নির্দেশ সংশোধন করে হাসিনকেও মাসে ৫০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন হাসিন। সেই মামলায় শামিকে মাসে ৪ লক্ষ টাকা খোরপোশের নির্দেশ দেওয়া হয়।

আদালতের সেই নির্দেশের পর হাসিন অভিযোগ করেন, শামিই তাঁর রোজগারের পথ বন্ধ করে দিয়েছিলেন। তিনি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘বিয়ের আগে মডেলিং করতাম। অভিনয় করতাম। শামি আমাকে কাজ বন্ধ করতে বাধ্য করেছিল। গৃহবধূ হিসাবে জীবনযাপন করতে বাধ্য করেছিল। ওকে খুব ভালবাসতাম। তাই খুশি মনে মেনে নিয়েছিলাম।’’ বাংলার জোরে বোলারের প্রাক্তন স্ত্রী আরও বলেছেন, ‘‘এখন আমার কোনও রোজগার নেই। আমাদের সব খরচের দায়িত্ব শামিকেই নিতে হবে। কিন্তু ও খোরপোশের টাকা দিতে অস্বীকার করেছিল। সে জন্যই আমাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল। ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আমাদের দেশে এখনও আইন আছে, যা সকলকে নিজের নিজের দায়িত্ব মনে করিয়ে দেয়।’’ এ বার আবার শামিকে নিশানা করলেন হাসিন।

মা আমি কি সুস্থ হবো না? মা আমি সুস্থ হয়ে বাড়ি যাবো কবে? আমি বাড়ি যাবো আমার বাঁচাও (সাহায্যের জন্য 9903070930)সন্তানের এম...
14/08/2025

মা আমি কি সুস্থ হবো না? মা আমি সুস্থ হয়ে বাড়ি যাবো কবে? আমি বাড়ি যাবো আমার বাঁচাও (সাহায্যের জন্য 9903070930)

সন্তানের এমন করুন আর্তনাদে মুখ চেপে কান্নায় ভেঙে পড়েছে মা!কি করবেন দিশাহীন মা।
সন্তান কে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু অসহায় গরীব খেটে খাওয়া দিনমজুরী বাবা কোথায় পাবে এতগুলো টাকা।সেই চিন্তাায় ঘুম উড়েছে অসহায় অশ্মিত ঘোষের পরিবারের। অশ্মিতের বয়স এখন ৬ বছর। সে কলকাতার বাগবাজারের বাসিন্দা। তার বাবার নাম অভিষেক ঘোষ এবং মা সুস্মিতা ঘোষ। অশ্মিত গত ২০২৫ সালের এপ্রিল থেকে ব্লাড ক্যান্সারে ভুগছেন। বর্তমানে সে টাটা মেডিকেল সেন্টার কলকাতায় চিকিৎসাধীন। ইতিমধ্যে সন্তানের চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছেন অশ্মিত এর পরিবার। তাদের পক্ষে আর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এখনো অনেক টাকার প্রয়োজন। তাই একটু সহোযোগিতার আশায় চাতকের মতো দিন গুনছেন অশ্মিতের বাবা মা৷ যদি কোন সহৃদয় ব্যক্তি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেই অপেক্ষায়।

14/08/2025

বিধায়ক সাবিত্রী মিত্র কে নিয়ে কি বললেন গৌরচন্দ্র মন্ডল শুনুন

14/08/2025

গালিগালাজের ভিডিও ভাইরাল হতে মানিকচকের বিধায়িকা সাবিত্রে মিত্র কি বললেন শুনুন

১২.০৮.২০২৫ তারিখের রাতে, জুয়ার খবরের ভিত্তিতে ইংলিশবাজার থানার পুলিশ বিশ্বনাথ মোড়, ওয়ার্ড নং ১, মালদায় রতন রায় (পিত...
14/08/2025

১২.০৮.২০২৫ তারিখের রাতে, জুয়ার খবরের ভিত্তিতে ইংলিশবাজার থানার পুলিশ বিশ্বনাথ মোড়, ওয়ার্ড নং ১, মালদায় রতন রায় (পিতা মৃত অজিত রায়)-এর বাড়িতে অভিযান চালায়।

অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়:
১. লক্ষপতি প্রামানিক (পিতা মৃত সুফল প্রামানিক, গ্রীন পার্ক)
২. অভিজিৎ সাহা (পিতা ভজন সাহা, বিশ্বনাথ মোড়)
৩. মন্টু মন্ডল (পিতা মৃত ঝোরু মন্ডল, গোপালপুর)
৪. রবি মন্ডল (পিতা মৃত নারায়ণ মন্ডল, বিশ্বনাথ মোড়)
৫. ঋদয় হালদার (পিতা মৃত অনিল হালদার, রামনগর)
৬. সম্রাট দাস (পিতা মৃত ভাবা কুমার দাস, ২ নং গভঃ কলোনি)
৭. সুমন আচার্য (পিতা মৃত তুষার আচার্য, বিশ্বনাথ মোড়)

পুলিশ বোর্ড মানি হিসেবে ₹৬৫,৭০০ টাকা, ৭ প্যাকেট তাস এবং অন্যান্য জিনিসপত্র জব্দ করে।

প্রয়োজনীয় আইনের ধারায় ইংলিশবাজার থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

On the night of 12.08.2025, based on source information about gambling, English Bazar Police raided the house of Ratan Roy (son of late Ajit Roy) at Bishwanath More, Ward No. 1, Malda.

During the raid, 7 people were arrested:
1. Lakhpati Pramanik (son of late Sufal Pramanik, Green Park)
2. Abhijit Saha (son of Bhajan Saha, Bishwanath More)
3. Montu Mondal (son of late Jhoru Mondal, Gopalpur)
4. Rabi Mondal (son of late Narayan Mondal, Bishwanath More)
5. Ridoy Haldar (son of late Anil Haldar, Ramnagar)
6. Samrat Das (son of late Bhaba Kumar Das, 2 No. Government Colony)
7. Sumon Acharya (son of late Tushar Acharya, Bishwanath More)

Police seized ₹65,700 as board money, 7 packets of playing cards, and other items.

A case has been registered in English Bazar PS under the relevant sections of law.

14/08/2025

মালদাতেও সাড়ম্বরে পালিত হল কন্যাশ্রী দিবস।

14/08/2025

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যর্থতাই চরম বিপাকে এম্বুলেন্স চালক ও রোগী সহ আত্মীয়-স্বজনরা।

কলাবার ছোট্ট বেকারি থেকে ৩৫০০ কোটির সাম্রাজ্য!দুই বোন বাবার কাছ থেকে ১ কোটি ধার নিয়ে শুরু করেছিলেন ব্যবসা—আজ তা রূপ নিয়ে...
14/08/2025

কলাবার ছোট্ট বেকারি থেকে ৩৫০০ কোটির সাম্রাজ্য!
দুই বোন বাবার কাছ থেকে ১ কোটি ধার নিয়ে শুরু করেছিলেন ব্যবসা—আজ তা রূপ নিয়েছে হাজার কোটির সাম্রাজ্যে!

খান স্যার ইতিহাস গড়লেন১৫,০০০ শিক্ষার্থীর হাতে বাঁধা সেই রাখি শুধু সুতো নয়, ছিল ভালোবাসা ও সম্মানের বন্ধন।তিনি প্রমাণ কর...
14/08/2025

খান স্যার ইতিহাস গড়লেন

১৫,০০০ শিক্ষার্থীর হাতে বাঁধা সেই রাখি শুধু সুতো নয়, ছিল ভালোবাসা ও সম্মানের বন্ধন।

তিনি প্রমাণ করলেন, একজন সত্যিকারের শিক্ষকের কোনো ধর্ম নেই, থাকে শুধু জ্ঞানের আলো আর সবার জন্য সমান হৃদয়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bangla News 10 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla News 10:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share