IP Bangla

IP Bangla IP Bangla | ইনসাইটফুল পার্সপেক্টিভস বাংলা
History | Politics | Society | Explained
Documentary & Explainer Video

21/07/2025

কে শহীদ, কে অপরাধী? ২১ জুলাইয়ের নামে নোংরা রাজনীতি!

21 st July 1993 | Mamata Banerjee | Shahid Dibas | Kolkata Police | Trinamool Congress | ২১ শে জুলাই | মমতা ব্যানার্জি | ২১ শে জুলাই ১৯৯৩ | শহীদ দিবস | তৃণমূল কংগ্রেস | Buddhadeb Bhattacharjee | Jyoti Basu

আজও মনে পড়ে সেই সকালে ঘুম থেকে উঠে  ব্যাগ কাঁধে নেওয়া দিনগুলো। তখন বুঝিনি, ওই সময়টাই একদিন হয়ে উঠবে জীবনের সবচেয়ে দামি ...
19/07/2025

আজও মনে পড়ে সেই সকালে ঘুম থেকে উঠে ব্যাগ কাঁধে নেওয়া দিনগুলো। তখন বুঝিনি, ওই সময়টাই একদিন হয়ে উঠবে জীবনের সবচেয়ে দামি অধ্যায়।
সেই নিঃশর্ত হাসি, বেঞ্চের গল্প আর বেল বাজলেই ছুটে যাওয়া স্কুলজীবনের সোনালী দিনগুলো এখন শুধুই স্মৃতি।

 #রাজনীতি_কি? একদিন একটা ছোট্ট ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল — "বাবা, রাজনীতি কী?"বাবা, বলল -''ধরো, আমি এই পরিবারে একমাত্র...
19/07/2025

#রাজনীতি_কি?

একদিন একটা ছোট্ট ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল —

"বাবা, রাজনীতি কী?"

বাবা, বলল -

''ধরো, আমি এই পরিবারে একমাত্র রোজগার করি। তাহলে আমি হচ্ছি 'পুজিঁবাদি'।

সংসারের কোথায় কত টাকা-পয়সা খরচ হবে তোমার মা ঠিক করে। তাই তোমার মা হচ্ছে 'সরকার'।

তোমার মা আর আমি, আমরা দু’জনে মিলে তোমার যত্ন-আত্তি করি, যা কিছু দরকার কিনে দিই। তাই তুমি হচ্ছ 'জনগণ'।

আর, বাড়ির কাজের মেয়েটা- সে কাজ করে তাই 'শ্রমজীবী'।

তোমার ছোট ভাই, ওকে ধরতে পারো 'ভবিষ্যৎ প্রজন্ম'।

"এখন এই লোকগুলোর মধ্যে সম্পর্কটা কী, নিজের বুদ্ধিতে যদি বুঝতে পার তাহলে রাজনীতি কি বুঝে যাবে।"

ছেলেটা এই জটিল হিসেব-নিকেশ মাথায় নিয়ে ঘুমাতে গেল। কিন্তু চিন্তায় তার ঘুম এলো না। সারা রাত বিছানায় ছটফট করল। সে রাতে ছেলেটার ঘুম হল না ছেলেটির।

ভোর রাতে ছোট ভাইটার কান্নার শব্দ শুনতে পেল। কাঁদছে কেন দেখতে গিয়ে দেখল -

ভাই বিছানায় পটি করেছে। এটা জানাতে ছেলেটা মায়ের ঘরে গেল।

ঘরে গিয়ে দেখল –

মা নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু পাশে বাবা নেই! বাবা কই খুঁজতে খুঁজতে ছেলেটা শেষে রান্নাঘরে গিয়ে দেখল — বাবা বাড়ির কাজের মেয়েটার কোলে মাথা দিয়ে শুয়ে আছে!

সবকিছু দেখে-শুনে বাচ্চা ছেলেটা আবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল।পরদিন সকালে খাবার টেবিলে ছেলেটা তার বাবাকে বলল –

"বাবা রাজনীতি জিনিসটা কী, আমি বুঝতে পেরেছি!"

বাবা বললেন, "বলো কি বুঝলে?"

ছেলেটা বলল –

"পুজিঁবাদী যখন শ্রমজীবীর ওপর শোষণ-অত্যাচার করে, সরকার তখন নাক ডেকে ঘুমায়। জনগণ সবকিছু দেখেও না দেখার ভান করে। কোনও প্রতিবাদ করে না। আর ভবিষ্যৎ প্রজন্ম তখন বসে থাকে নোংরার মধ্যে।

এটাই আমাদের দেশের রাজনীতি!"

তাই রাজনীতি বদলাবে না, যদি আমরাই না জাগি।

🚨 ঘুমন্ত সরকারকে জাগিয়ে তুলতে পোস্টটি শেয়ার করুন।

"এই প্রজন্ম হারতে শিখছে না"🗣️ আপনার মতে, “হারতে শেখা” কতটা জরুরি? 💬 কমেন্টে জানান 👇
18/07/2025

"এই প্রজন্ম হারতে শিখছে না"
🗣️ আপনার মতে, “হারতে শেখা” কতটা জরুরি? 💬 কমেন্টে জানান 👇

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে একটা ছোট্ট  গ্ৰাম—জিলিং সেরেং। ৯৫ টি পরিবারের এই গ্রামে স্কুল অনেক দূরে। ফলে বেশিরভাগ শ...
10/07/2025

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্ৰাম—জিলিং সেরেং। ৯৫ টি পরিবারের এই গ্রামে স্কুল অনেক দূরে। ফলে বেশিরভাগ শিশুই পড়াশোনার সুযোগ পেত না। ২০১৯ সালে বিয়ের পর এই গ্রামে এসে মালতী দেখলেন—বাচ্চারা স্কুল যায় না, বই খাতা চেনে না। তখনই তিনি প্রতিজ্ঞা করলেন—“আমি এদের পড়াবো। যতটুকু পারি, যতদূর পারি।”

কথাটা ছড়িয়ে গেল পুরো গ্রামে। গ্রামবাসী এগিয়ে এসে দাঁড়াল মালতীর পাশে। নিজেদের হাতে তুলে দিল দেয়াল। একটা মাটির ঘরেই গড়ে উঠল ছোট্ট পাঠশালা। বিশ্বাস করে নিজের সন্তানদের তুলে দিল মালতীর হাতে। ২০২০ সালে যখন লকডাউনে গোটা দেশ স্তব্ধ, তখন এক আদিবাসী গৃহবধূ, মালতী মুর্মু, নিজের ছোট্ট ২ মাসের শিশুকে কোলে নিয়েই শুরু করলেন এক অনন্য লড়াই—শিক্ষার লড়াই। মাটির ঘর, দুটো ছোট সন্তান, সংসারের দায়িত্ব—সবকিছুর মধ্যেও মালতী হার মানেননি।

ভোরবেলা উঠেই সংসারের কাজ সামলে কোলে নিজের দুধের বাচ্চা, আর পাশে ৪৫টা সাঁওতাল শিশু—যারা তখনও স্বপ্ন দেখতে শেখেনি। মালতী তাদের হাতে তুলে দিলেন বই, খাতা, আর মুখে দিলেন ভাষা। শেখালেন মাতৃভাষা অলচিকি, বাংলা, ইংরেজি—একেবারে বিনামূল্যে।

না, কোনও সরকারি সাহায্য নেই, নেই কোনো খবরের শিরোনাম। আছে শুধু নিজের জেদ আর মানুষের ভালোবাসা। আজ্ঞে হ্যাঁ, কোনও সরকারি সাহায্য ছাড়াই নিজেদের উদ্যোগে চলছে এই মালতির পাঠশালা। গ্রামবাসীরাও মালতি মুর্মুর এই সাধু উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন।

পাহাড়ের কোলে এক মাটির একটি ঘর থেকে শিক্ষার আলো জ্বালাচ্ছেন এই আদিবাসী গৃহবধূ। উৎসাহ নিজের হলেও এই কাজে পাশে পেয়েছেন তার স্বামীকে। পাশে পেয়েছেন গ্রামবাসীদের। বর্তমানে এলাকার মানুষের কাছে শিক্ষার অন্যতম ভরসা এই মালতী মুর্মু। শুরুতে কয়েকজন, আর এখন প্রায় ৬০ জন ছাত্রছাত্রী তার কাছে পড়ে—একেবারে বিনামূল্যে।

কিন্তু আফসোস… আমরা এই মালতীকে চিনি না। শোস্যাল মিডিয়ায় যে মেয়েরা নিজেদের শরীর দেখায় আমরা তাদের ভাইরাল করি। কিন্তু এই মেয়েটি—যে নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, সময়, দুধের শিশুর খেলাধুলার মুহূর্ত বিসর্জন দিয়ে অন্যদের সন্তানদের মানুষ করে তুলছেন—তিনি থেকে যান অচেনা, অজানা। সমাজে যারা অশ্লীলতা ছড়াচ্ছে তারা জনপ্রিয় হচ্ছে কিন্তু যাঁরা নীরবে সমাজ বদলাচ্ছে—তাদের কেউ চিনবে না কেন?

মালতী মুর্মু শুধুই একজন শিক্ষিকা নন, এক জীবন্ত অনুপ্রেরণা। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যদি মনের জোর থাকে তাহলে সমাজ আর সংসার দুটোই একসঙ্গে পাল্টানো যায়।

দিদিমণি আপনার চরণে শতকোটি প্রণাম। এই দেশে, এই সমাজে আপনার মতো মানুষদেরকে প্রয়োজন। দিদিমণি, আপনাকে কুর্নিশ। আপনি আমাদের দেশের গর্ব।

#মালতীমুর্মু #অযোধ্যা #জিলিংসেরেং

আপনার কি মনে হয়?
09/07/2025

আপনার কি মনে হয়?

07/07/2025

ভারতের একমাত্র গ্রাম, যেখানে প্রতিটি বাড়িতে একজন ধ*র্ষিতা

Barun Biswas | বরুণ বিশ্বাস | সুটিয়া | Documentary | North 24 Pargana

05/07/2025

এবছর দুর্গাপূজোর সময়সূচি

সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন
05/07/2025

সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন

আইনের চোখে অপরাধী হলেও ইতিহাসের চোখে বিপ্লবী। আপনার চোখে ফুলন দেবী কে? তিনি কোনও অন্যায় করেছিলেন কী?    #ফুলনদেবী      ...
05/07/2025

আইনের চোখে অপরাধী হলেও ইতিহাসের চোখে বিপ্লবী।
আপনার চোখে ফুলন দেবী কে? তিনি কোনও অন্যায় করেছিলেন কী?

#ফুলনদেবী #ফুলন_দেবী

01/07/2025

বাংলার সেরা মুখ্যমন্ত্রী, ডাঃ বিধান চন্দ্র রায় ❤️

ডাঃ বিধানচন্দ্র রায় | মুখ্যমন্ত্রী | কল্যাণী | ডাক্তার দিবস | সোনার বাংলা | বিধানচন্দ্র রায় | Dr. B.C. Roy | Doctors Day | Kalyani Love Story | B.C. Roy Love Story | Best Chief Minister

#কল্যাণী

আপনিও কি একমত?
29/06/2025

আপনিও কি একমত?

Address


Telephone

+919641042573

Website

Alerts

Be the first to know and let us send you an email when IP Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IP Bangla:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share