Bishkut Kutkuti

  • Home
  • Bishkut Kutkuti

Bishkut Kutkuti Hi, I'm Bishkut! I'm a naughty, playful, domestic shorthair কমলা লেবু. Spicy yet sweet মহিলা! আমাকে টাচ করবে না একদম!
(2)

Who would dare to give me pocket money?! It is I who does the paying lot.
26/06/2025

Who would dare to give me pocket money?! It is I who does the paying lot.

বন্ধুগন, ভাবছি একখান গ্রুপ তৈরি করবো, আমার এবং আমার বন্ধুদের জন্য যেখানে শুধুই মজা হবে, গল্প হবে। হুমম, ভাবছি।          ...
26/06/2025

বন্ধুগন, ভাবছি একখান গ্রুপ তৈরি করবো, আমার এবং আমার বন্ধুদের জন্য যেখানে শুধুই মজা হবে, গল্প হবে। হুমম, ভাবছি।

হেহেহে, আজকে সকালে দিদিকে এত্তো উৎপাত করেছি যে বেটির মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে। এক সময় দেখি মাকে নালিশ করছে। হুমম, দাড...
25/06/2025

হেহেহে, আজকে সকালে দিদিকে এত্তো উৎপাত করেছি যে বেটির মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে। এক সময় দেখি মাকে নালিশ করছে। হুমম, দাড়া রাত্তিরে এমন পায়ে কামড় দেব না, নালিশের একেবারে বালিশ হয়ে যাবে।

খুব চিন্তায় আছি, বন্ধুগন। দিদি কালকে বললো, এখন থেকে বাড়ি ফিরে, আমার খাবারটা যেহেতু রেডিই থাকে, ও নাকি ওটাই খাবে। সেই শ...
24/06/2025

খুব চিন্তায় আছি, বন্ধুগন। দিদি কালকে বললো, এখন থেকে বাড়ি ফিরে, আমার খাবারটা যেহেতু রেডিই থাকে, ও নাকি ওটাই খাবে। সেই শুনে, আমি তো আমার খবর গতি বাড়িয়ে দিয়েছি, যদি সত্যিই আমার খবরে হামলে পড়ে! এবার বুঝে উঠতে পারছি না যে ও মজা করলো নাকি সত্যি সত্যি বললো। আসলে, ক্যাটফুড নিয়ে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, বুঝতেই তো পারছো।
ও তো বুঝতেই পারছে না, যে এই বাড়িতে ও হলো সেকেন্ড ক্লাস সিটিজেন আর আমি হলাম টপ মোস্ট প্রায়োরিটি সিটিজেন, তাই আমার সব কিছু সব সময় রেডি থাকে। বোকা মেয়ে...

রাত্তিরে দিদির সাথে একটু আলোচনা করছি যে আমার অ্যারাইভাল ডেতে কি করা যায়।
23/06/2025

রাত্তিরে দিদির সাথে একটু আলোচনা করছি যে আমার অ্যারাইভাল ডেতে কি করা যায়।

আজকের আবহাওয়াতে যা করতে ইচ্ছা করছে....
22/06/2025

আজকের আবহাওয়াতে যা করতে ইচ্ছা করছে....

এই দেখো আমার অস্ত্র!
21/06/2025

এই দেখো আমার অস্ত্র!

দিদির মতিগতি সুবিদার লাগছে না, রাগী গলায় বকাবকি করছে না। আবার অনেক দুষ্টামি করলে হেসে উড়িয়ে দিচ্ছে, পায়ে কামড় দিলেও...
20/06/2025

দিদির মতিগতি সুবিদার লাগছে না, রাগী গলায় বকাবকি করছে না। আবার অনেক দুষ্টামি করলে হেসে উড়িয়ে দিচ্ছে, পায়ে কামড় দিলেও কিছু বলছে না। হুমম, কি ব্যাপার কিছুই তো বুঝছি না। একেবারে মাথাটা খারাপ হয়ে গেল না তো?! ওকে কিছু বিশ্বাস নেই বাবা।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bishkut Kutkuti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share