News 365 Bangla

  • Home
  • News 365 Bangla

News 365 Bangla Former Madonna Patrika, Newly Named News 365 Bangla, a local magazine & online news platform of Nadi

⛈আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় ছড়িয়ে রয়েছে অজস্র ছোট ছোট গ্রাম ও জনপদ যেগুলির প্রাকৃতিক বর্ণনা দিত...
19/08/2023

⛈আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় ছড়িয়ে রয়েছে অজস্র ছোট ছোট গ্রাম ও জনপদ যেগুলির প্রাকৃতিক বর্ণনা দিতে শুরু করলে শেষ হয়না। শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলিতে পরিবার পরিজনদের নিয়ে কাটিয়ে দেওয়া যায় কয়েকটা দিন। ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে এইরকম Offbeat Destination গুলোর। আর এগুলির মধ্যেই আছে এই সেরা অফবিট গ্রাম কোলাখাম। অনেকেই বর্ষার সময় পাহাড়ে যেতে চান না, কিন্তু পাহাড়ের আসল সৌন্দর্য দেখতে হলে বর্ষার তুলনা নেই। বৃষ্টি সিক্ত নেওড়া ভ্যালির সবুজ প্রাকৃতিক পরিবেশ চোখ জুড়িয়ে দেবে। সঙ্গে পশ্চিমবঙ্গের উচ্চতম জলপ্রপাত ছাঙ্গি ওয়াটারফল এবং পাহাড়ি নদী পাপরখেতি এক আলাদা চমক এনে তোলে ভ্রমণ পিপাসুদের মনে। সাথে চায়ের বাগান ও হোম স্টের ব্যালকোনীতে বসে চায়ের পেয়ালায় চুমুক ও সামনে দিয়ে অনবরত ভেসে যাওয়া মেঘের মাঝে সামান্য একটু কাঞ্চনজঙ্ঘার উঁকি এক রূপ পরিবর্তনকারী মোহময়ী দৃশ্যের সাক্ষী করে তোলে। আগস্ট সেপ্টেম্বর মাসে অন্য সময়ের মতো ভিড়ভাট্টা থাকে না একদম, তার ওপর আমাদের হোম স্টে তে রাত্রিবাস করেন তাহলে তো আছে বিশেষ ছাড় সঙ্গে নেপালী রাই পরিবারের হাতের পাহাড়ি সুস্বাদু খাবার। কাছেই রয়েছে লাভা, রিশোপ, লোলেগাও, সেগুলিও ঘুরে দেখতে পারেন।
📞ট্যুর সম্পর্কে জানতে যোগাযোগ করুন - 8101709031

Address


Alerts

Be the first to know and let us send you an email when News 365 Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share