আলোক প্রকাশনী

আলোক প্রকাশনী আলোক প্রকাশনী - শব্দেরা আলোর খোঁজে
বাংলা ব‌ই বাংলার ব‌ই এর জগতে আপনাকে স্বাগত🙏

আলোকিত হোক সবার জীবন
20/10/2025

আলোকিত হোক সবার জীবন

আলোক প্রকাশনী থেকে আসছে বহু প্রতিক্ষিত একটি নন ফিকশন ব‌ই। লেখক রাজীব শ্রাবণের কলমে প্রাচীন মিশর ও পিরামিড। প্রাচীন মিশরে...
17/10/2025

আলোক প্রকাশনী থেকে আসছে বহু প্রতিক্ষিত একটি নন ফিকশন ব‌ই। লেখক রাজীব শ্রাবণের কলমে প্রাচীন মিশর ও পিরামিড। প্রাচীন মিশরের অনেক অজানা ইতিহাস জানতে আপনাকে ব‌ইটি সংগ্রহে রাখতেই হবে।

প্রাচীন মিশর ও পিরামিড
লেখক - রাজীব শ্রাবণ
প্রচ্ছদ ভাবনায় - শ্রীজিৎ
প্রকাশক - আলোক প্রকাশনী
এটি একটি নন ফিকশন ব‌ই

আসছে...

প্রকাশিত হল আলোক পত্রিকার বিশেষ সংখ্যা "বাংলা সাহিত্যে নারী" -র প্রচ্ছদ। এটি প্রকাশিত হবে কলকাতা বইমেলা ২০২৬ এ। ইতিমধ্যে...
15/10/2025

প্রকাশিত হল আলোক পত্রিকার বিশেষ সংখ্যা "বাংলা সাহিত্যে নারী" -র প্রচ্ছদ। এটি প্রকাশিত হবে কলকাতা বইমেলা ২০২৬ এ। ইতিমধ্যেই লেখক তালিকা প্রকাশ করা হয়েছে।

বাংলা সাহিত্যে নারী
প্রচ্ছদ - অমর্ত্য বিশ্বাস
সম্পাদনায়- মানসী রায় চট্টোপাধ্যায়
প্রকাশক- আলোক প্রকাশনী

আলোক প্রকাশনী থেকে প্রকাশিত লেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়ের নতুন ব‌ই কলেজ স্ট্রিট সহ বিভিন্ন অনলাইন সাইটে পাওয়া যাচ্ছ...
14/10/2025

আলোক প্রকাশনী থেকে প্রকাশিত লেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়ের নতুন ব‌ই কলেজ স্ট্রিট সহ বিভিন্ন অনলাইন সাইটে পাওয়া যাচ্ছে। এই ব‌ইটিতে আছে ১ টি উপন্যাসিকা ও ৩ টি বড় গল্প।‌

বর্তমান সমাজে প্রতিনিয়ত আমরা উপলব্ধি করি অবক্ষয়ের নগ্ন রূপ। মানুষের মূল্যবোধ থেকে শুরু করে তাদের নৈতিকতার অবনতি সমাজকে এক গভীর অন্ধকারের দিকে নিয়ে চলেছে। এর প্রধান কারণ হল দারিদ্র্য, বেকারত্ব, শিক্ষার অভাব, আইনের শাসনের অভাব, ক্রমবর্ধমান দুর্নীতি, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা। আজকের দিনে বড্ড প্রয়োজন পারস্পরিক সহমর্মিতা ও শ্রদ্ধাবোধ তৈরি করা। অপরাধ প্রবণতা, মাদকাসক্তি এবং সহিংসতার বৃদ্ধি সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। সততা, সংবেদনশীলতা, কর্তব্যপরায়ণতা, সহনশীলতা এই মানবিক গুণাবলী গুলো ক্রমাগত হ্রাস পেলে সামাজিক অবক্ষয় ত্বরান্বিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রযুক্তির অপব্যবহার এবং কোনো কোনো গণমাধ্যমের নেতিবাচক প্রভাব এক্ষেত্রে অনুঘটকের কাজ করতে পারে।
এর থেকে মুক্তির সঠিক পথ হয়ত সত্যি আজ কারোর জানা নেই। তাই আমাদের চারদিকে আজ আগাছার মত বেড়ে উঠেছে বিষবৃক্ষরা।
"বিষ" নামকরণটি প্রতীকী। বিষ শুধুমাত্র মানুষের শরীরে প্রভাব বিস্তার করে মৃত্যুকে ত্বরান্বিত করেনা,তার ফল ধীরে ধীরে সংক্রমণ ঘটায় মননে এবং সম্পর্কে।

আপাতদৃষ্টিতে কিছু চরিত্রের সমন্বয়ে শুধুমাত্র তাদের সুখ দুঃখের জীবনগাঁথা বলে মনে হলেও, এটা আপনার আমার এবং আমাদের সকলের অভ্যন্তরের কিছু টানাপোড়েনের গল্পও। বিষাক্ত মানুষ সাপের চাইতেও ভয়ানক। তাদের সনাক্ত করতে দেরি হলে হয়ত দ্রুত বিষ ছড়িয়ে পড়বে আপনার সর্বাঙ্গ জুড়ে। যে কোনো সময় বড় আঘাত এসে আছড়ে পড়বে আপনার জীবনে, ফল স্বরূপ ব্যাহত হবে আপনার জীবনের স্বাভাবিক ছন্দ, তলানি তে এসে ঠেকবে আত্মবিশ্বাস। সামাজিক অবক্ষয়ের পাশাপাশি মারাত্মক জটিল কিছু মনস্তাত্ত্বিক সমস্যার প্রতি সমানভাবে আলোকপাত করার চেষ্টা করেছি এই বইটিতে। সবার অজান্তে কখন, কিভাবে, নিঃশব্দে যে কোনো মানুষের জীবনে নেমে আসতে পারে অকল্পনীয় ভয়াল বিভীষিকা , স্বল্প কথায় সেই গল্প বলেছি এই সংকলনে।

রোমাঞ্চকর চারটি কাহিনীকে কেন্দ্র করে সযত্নে সেজে উঠেছে " বিষ"

আছে একটি নভেলা বা উপন্যাসিকা এবং তিনটি বড় গল্প। প্রতিটি গল্প প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বিষের সঙ্গে সম্পর্কিত।

বিষ
লেখিকা - মানসী রায় চট্টোপাধ্যায়
প্রচ্ছদ ভাবনা - শ্রীজিৎ
প্রকাশক - আলোক প্রকাশনী
মূল্য - ১৯৯ টাকা

ব‌ইটি পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট এ

📕 জানকী বুক ডিপো

📙 দে বুক স্টোর (দীপু দা)

📘 গল্পগুচ্ছ (রূপায়নী প্রকাশনী)

এছাড়াও বিভিন্ন অনলাইন সাইটে পাওয়া যাচ্ছে

ব‌ই টক খানা - 8013039886
প্রিয় গ্রন্থদীপ- 9875442189
ব‌ই বিশ্ব ইন- 7980483011
ব‌ই ভূত- 6291190071
বৈদেশিক - 8583865987
বিবলিওফাইল - 9051624219
ব‌ই ওয়ালা এক্সপ্রেস - 9073884747
ওপারের ব‌ই- 7001539273

প্রকাশনী থেকে সরাসরি ব‌ইটি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন - 091442 71367 ( কল/ হোয়াটসঅ্যাপ)

Manasi Roy Chattopadhyay

02/10/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! Soumik Ghatak, Bikram Debnath
02/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Soumik Ghatak, Bikram Debnath

প্রকাশিত হল লেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়ের নতুন ব‌ই "বিষ" বিপ্লবী লীলা রায় সভা ঘরে। আলোক প্রকাশনী থেকে লেখিকার এটি ত...
22/09/2025

প্রকাশিত হল লেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়ের নতুন ব‌ই "বিষ" বিপ্লবী লীলা রায় সভা ঘরে। আলোক প্রকাশনী থেকে লেখিকার এটি তৃতীয় ব‌ই। ব‌ইটি কলেজ স্ট্রিট সহ বিভিন্ন অনলাইন সাইটে পাওয়া যাচ্ছে। মূল্য - ১৯৯ টাকা
তিনটি বড় গল্প ১ টি উপন্যাসিকা আছে ব‌ইটিতে।
থ্রিলার গল্প সংকলন।

Manasi Roy Chattopadhyay দিদি

আলোক থেকে আগামী ২১ সেপ্টেম্বর লেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়ের ব‌ই "বিষ" প্রকাশিত হবে। শুরু হল ব‌ইটির প্রি বুকিং। এতে আ...
19/09/2025

আলোক থেকে আগামী ২১ সেপ্টেম্বর লেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়ের ব‌ই "বিষ" প্রকাশিত হবে। শুরু হল ব‌ইটির প্রি বুকিং। এতে আছে ৩ টি বড় গল্প ১ টি উপন্যাসিকা। প্রি বুকিং করলে লেখিকার স‌ই ও স্পেশাল বুকমার্ক পাবেন। চটপট আপনার কপিটি বুকিং করুন।

আপনারা জানেন আমাদের আলোক সবসময় একটু অন্যরকম  কাজ করার উদ্দেশ্যে প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে।  সেই লক্ষ্যে আসন্ন  কলকাতা ...
17/09/2025

আপনারা জানেন আমাদের আলোক সবসময় একটু অন্যরকম কাজ করার উদ্দেশ্যে প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে। সেই লক্ষ্যে আসন্ন কলকাতা বইমেলায় আলোক প্রকাশনী আনতে চলেছে সম্পূর্ণ নতুন আঙ্গিক নিয়ে নির্মিত আলোক এর বিশেষ সংখ্যা "বাংলা সাহিত্যে নারী" । বলা যেতে পারে, এই সংকলনটি বাংলা সাহিত্যে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।
আশা করি আমাদের এই অনন্য প্রয়াস আপনাদের শুভেচ্ছা আর শুভ কামনায় পূর্বের মতই সাফল্য পাবে।

প্রকাশিত হল সম্পূর্ণ লেখক সূচি।
আলোকের পক্ষ থেকে সমস্ত লেখক/লেখিকা দের জানাই অফুরন্ত শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Manasi Roy Chattopadhyay

আলোক থেকে আগামী ২১ সেপ্টেম্বর লেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়ের ব‌ই "বিষ" প্রকাশিত হবে। শুরু হল ব‌ইটির প্রি বুকিং। এতে আ...
11/09/2025

আলোক থেকে আগামী ২১ সেপ্টেম্বর লেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়ের ব‌ই "বিষ" প্রকাশিত হবে। শুরু হল ব‌ইটির প্রি বুকিং। এতে আছে ৩ টি বড় গল্প ১ টি উপন্যাসিকা। প্রি বুকিং করলে লেখিকার স‌ই ও স্পেশাল বুকমার্ক পাবেন। চটপট আপনার কপিটি বুকিং করুন।

Manasi Roy Chattopadhyay দিদি

 #আলোক_এর_নতুন_ব‌ইআসছে মানসী রায় চট্টোপাধ্যায় এর থ্রিলার ব‌ই "বিষ"। প্রি-বুকিং এর খবর আসছে ১০ ই সেপ্টেম্বর।Manasi Roy ...
08/09/2025

#আলোক_এর_নতুন_ব‌ই
আসছে মানসী রায় চট্টোপাধ্যায় এর থ্রিলার ব‌ই "বিষ"। প্রি-বুকিং এর খবর আসছে ১০ ই সেপ্টেম্বর।

Manasi Roy Chattopadhyay

জলতরঙ্গ শারদীয়ার পাঠ প্রতিক্রিয়া জানালেন Prasanta Happy Saha । আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। ব‌ইতরণী গ্রুপ থেকে কপিপেষ...
07/09/2025

জলতরঙ্গ শারদীয়ার পাঠ প্রতিক্রিয়া জানালেন Prasanta Happy Saha । আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। ব‌ইতরণী গ্রুপ থেকে কপিপেষ্ট করলাম।

#বইতরণী
#পাঠপ্রতিক্রিয়া

শারদীয়া জলতরঙ্গ (১৪৩২) পত্রিকার দ্বিতীয় পর্যায়ের পাঠপ্রতিক্রিয়া:

১) উপন্যাসিকা: খেরোর খাতা রহস্য
লেখক: সুদীপ ওম ঘোষ

জামাইবাবু দীপঙ্কর নারায়ণ প্রধান এবং তার শ্যালক অভিধান বন্দ্যোপাধ্যায় জুটি জরুরি তলবে বেশ রাত করেই বর্ধমানের বর্ধিষ্ণু ব্যবসায়ী মজুমদার পরিবারে এসে উপস্থিত হয়। মজুমদারের পারিবারিক চালকল, তেলকল, গমকলের ব্যবসার দরকারি তথ্য/হিসাব সম্বলিত খেরোর খাতা চুরি হিয়ে গেছে। পরিবারের সম্মানের কথা ভেবে পুলিশে জানাতে না পেরে বাড়ির বড়ছেলে সকলের সম্মতি নিয়েই কোলকাতা থেকে প্রাইভেট গোয়েন্দা নিয়ে এসেছেন।

দীপঙ্করবাবু পরিবারের সকল সদস্যদের জেরা করার পাশাপাশি বাইরে বেরিয়েও অনেকরকম তথ্য সংগ্রহ করে আনেন। সেই তথ্য বিশ্লেষণ করে উপযুক্ত প্রমাণ সমেত প্রকৃত অপরাধীকে/অপরাধীদের ধরেন দীপঙ্করবাবু।

গোয়েন্দা চরিত্রদ্বয়ের সম্পর্কে পূর্ব ইতিহাস বর্ণনা করার পাশাপাশি রহস্য কাহিনির সুন্দরভাবে উপস্থাপনা করেছেন লেখক সুদীপ ওম ঘোষ মহাশয়। রহস্যপ্রিয় কিশোরবয়স্কদের কাছে এই উপন্যাসিকা বেশ আকর্ষণীয় বলেই মনে হবে।

২) বড় গল্প:

লেখিকা মৌসুমী দত্ত রচিত 'সুমনা পিসির গয়নার বাক্স' গল্পে কেন্দ্রীয় চরিত্র জ্যেঠতুতো-খুড়তুতো দুই বোন পায়েল- অনামিকা ইতিমধ্যে বেশ কিছু রহস্যের সমাধান করে বেশ চর্চিত নাম। তাদের বড়পিসির মেয়ে রেশমীদের বিয়ের অনুষ্ঠানস্থল থেকে ছোটপিসি দুবাইনিবাসী সুমনাপিসির গয়নার বাক্স চুরি যায়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিঅভ্যাগতদের মধ্যে থেকেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কীভাবে প্রকৃত অপরাধীকে/অপরাধীদের ধরে দুইবোন, তাই গল্পের উপজীব্য। মহিলা গোয়েন্দার তদন্তের আখ্যান পড়তে ভালোই লাগে।

লেখিকা শ্রীপর্ণা সেনগুপ্ত রচিত 'স্যারের চিঠি' গল্পটি ভীষণ সংবেদনশীল একটা লেখা। মানুষ জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেলে কীভাবে তার অতীতের কথা, তার শিকড়ের কথা বিস্মৃত হয়ে যায়, সেই নিয়েই এই কাহিনি। মানবিকতার সংস্পর্শে এই কাহিনিটি পাঠকের মনে ভালোলাগার রেশ তৈরিতে সক্ষম হয়।

৩) ছোট গল্প:

জনপ্রিয় লেখিকা চুমকী চট্টোপাধ্যায় সৃষ্ট 'হাইড পার্কের বন্ধু' গল্পটি লন্ডনের হাইড পার্কে ঘটে যাওয়া একটা আপাততুচ্ছ ঘটনার পটভূমিতে লেখা হয়েছে। শিশুমনের উপযোগী এই কাহিনিটিতে মানবিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করা হয়েছে পরম যত্নে।

লেখক অভিজিৎ পাঁজার ছোটগল্পটির নাম 'খেরাঘাটীর উপাখ্যান'। ঝাড়খণ্ডের প্রত্যন্ত অঞ্চলে ডাক্তারি পরিষেবা দেওয়ার জন্য হাজির হওয়ার পরে কীরকম অভিজ্ঞতা হয়েছিলো, সেটা নিয়েই রচিত একটি ভিন্ন স্বাদের গল্প 'খেরাঘাটীর উপাখ্যান'।

ধন্যবাদ।

Sreeparna Sengupta Mousumi Dutta Panja Abhijeet Chumki Chatterjee দিদি 🙏

Address

North 24 Parganas

Telephone

+919614993137

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোক প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোক প্রকাশনী:

Share

Category