07/09/2025
জলতরঙ্গ শারদীয়ার পাঠ প্রতিক্রিয়া জানালেন Prasanta Happy Saha । আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। বইতরণী গ্রুপ থেকে কপিপেষ্ট করলাম।
#বইতরণী
#পাঠপ্রতিক্রিয়া
শারদীয়া জলতরঙ্গ (১৪৩২) পত্রিকার দ্বিতীয় পর্যায়ের পাঠপ্রতিক্রিয়া:
১) উপন্যাসিকা: খেরোর খাতা রহস্য
লেখক: সুদীপ ওম ঘোষ
জামাইবাবু দীপঙ্কর নারায়ণ প্রধান এবং তার শ্যালক অভিধান বন্দ্যোপাধ্যায় জুটি জরুরি তলবে বেশ রাত করেই বর্ধমানের বর্ধিষ্ণু ব্যবসায়ী মজুমদার পরিবারে এসে উপস্থিত হয়। মজুমদারের পারিবারিক চালকল, তেলকল, গমকলের ব্যবসার দরকারি তথ্য/হিসাব সম্বলিত খেরোর খাতা চুরি হিয়ে গেছে। পরিবারের সম্মানের কথা ভেবে পুলিশে জানাতে না পেরে বাড়ির বড়ছেলে সকলের সম্মতি নিয়েই কোলকাতা থেকে প্রাইভেট গোয়েন্দা নিয়ে এসেছেন।
দীপঙ্করবাবু পরিবারের সকল সদস্যদের জেরা করার পাশাপাশি বাইরে বেরিয়েও অনেকরকম তথ্য সংগ্রহ করে আনেন। সেই তথ্য বিশ্লেষণ করে উপযুক্ত প্রমাণ সমেত প্রকৃত অপরাধীকে/অপরাধীদের ধরেন দীপঙ্করবাবু।
গোয়েন্দা চরিত্রদ্বয়ের সম্পর্কে পূর্ব ইতিহাস বর্ণনা করার পাশাপাশি রহস্য কাহিনির সুন্দরভাবে উপস্থাপনা করেছেন লেখক সুদীপ ওম ঘোষ মহাশয়। রহস্যপ্রিয় কিশোরবয়স্কদের কাছে এই উপন্যাসিকা বেশ আকর্ষণীয় বলেই মনে হবে।
২) বড় গল্প:
লেখিকা মৌসুমী দত্ত রচিত 'সুমনা পিসির গয়নার বাক্স' গল্পে কেন্দ্রীয় চরিত্র জ্যেঠতুতো-খুড়তুতো দুই বোন পায়েল- অনামিকা ইতিমধ্যে বেশ কিছু রহস্যের সমাধান করে বেশ চর্চিত নাম। তাদের বড়পিসির মেয়ে রেশমীদের বিয়ের অনুষ্ঠানস্থল থেকে ছোটপিসি দুবাইনিবাসী সুমনাপিসির গয়নার বাক্স চুরি যায়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিঅভ্যাগতদের মধ্যে থেকেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কীভাবে প্রকৃত অপরাধীকে/অপরাধীদের ধরে দুইবোন, তাই গল্পের উপজীব্য। মহিলা গোয়েন্দার তদন্তের আখ্যান পড়তে ভালোই লাগে।
লেখিকা শ্রীপর্ণা সেনগুপ্ত রচিত 'স্যারের চিঠি' গল্পটি ভীষণ সংবেদনশীল একটা লেখা। মানুষ জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেলে কীভাবে তার অতীতের কথা, তার শিকড়ের কথা বিস্মৃত হয়ে যায়, সেই নিয়েই এই কাহিনি। মানবিকতার সংস্পর্শে এই কাহিনিটি পাঠকের মনে ভালোলাগার রেশ তৈরিতে সক্ষম হয়।
৩) ছোট গল্প:
জনপ্রিয় লেখিকা চুমকী চট্টোপাধ্যায় সৃষ্ট 'হাইড পার্কের বন্ধু' গল্পটি লন্ডনের হাইড পার্কে ঘটে যাওয়া একটা আপাততুচ্ছ ঘটনার পটভূমিতে লেখা হয়েছে। শিশুমনের উপযোগী এই কাহিনিটিতে মানবিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করা হয়েছে পরম যত্নে।
লেখক অভিজিৎ পাঁজার ছোটগল্পটির নাম 'খেরাঘাটীর উপাখ্যান'। ঝাড়খণ্ডের প্রত্যন্ত অঞ্চলে ডাক্তারি পরিষেবা দেওয়ার জন্য হাজির হওয়ার পরে কীরকম অভিজ্ঞতা হয়েছিলো, সেটা নিয়েই রচিত একটি ভিন্ন স্বাদের গল্প 'খেরাঘাটীর উপাখ্যান'।
ধন্যবাদ।
Sreeparna Sengupta Mousumi Dutta Panja Abhijeet Chumki Chatterjee দিদি 🙏