
09/09/2025
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা আবারও পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। কিন্তু, ‘দাগি’ তালিকায় নাম না থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে পারলেন না আর এক চাকরিহারা শিক্ষক সুবল সোরেন। হঠাৎ ব্রেন স্ট্রোকের কারণে গত ১৫ অগস্ট কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃ-ত্যু হয়। রবিবার এসএসএসি পরীক্ষার দিন সকাল থেকে দু’বছরের কন্যাকে কোলে নিয়ে মাথা নিচু করে বসে রয়েছেন সুবলের স্ত্রী সন্ধ্যা। আর বলছেন, স্বামী বেঁচে থাকলে তিনিও পরীক্ষায় বসতেন। মেধার জোরে আবারও ফিরে পেতেন চাকরিটা। কিন্তু তা আর হল কোথায়? এখন সন্ধ্যার আর্জি, “সরকার যেন আমার একটা কাজের ব্যবস্থা করে দেয়। নাহলে আমার সংসার চলবে কী করে? মেয়েকে মানুষ করব কিভাবে?”