07/11/2025
কল্যাণীর বীর সিধু নগর এলাকার আদিবাসী পরিবারের সন্তান দিশম রাজ হাঁসদা ফুটবলের দুনিয়ায় নতুন স্বপ্ন জাগিয়েছে। মাত্র ১৪ বছর বয়সেই সে সুযোগ পেয়েছে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এআইএফএফ-ফিফা ফুটবল অ্যাকাডেমিতে, যা যে কোনো তরুণ ফুটবলারের জন্য এক বিরল সাফল্য।
বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির অনূর্ধ্ব ১৪ দলের স্ট্রাইকার হিসাবে দিশম রাজ ইতিমধ্যেই নিজের প্রতিভার প্রমাণ রেখেছে। ২০২৪ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৫ আই লিগে ১০টি ম্যাচে ৭ গোল করে প্রশিক্ষক ও ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিল সে। হায়দরাবাদে অনুষ্ঠিত এআইএফএফ-ফিফা ট্রায়ালে দেশজুড়ে আসা পাঁচশোরও বেশি খুদে ফুটবলারের মধ্যে থেকে বাছাই করা একুশ জনের দলে স্থান পায় দিশম।
পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না হলেও, দিশমের অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। প্রতিদিন ভোরে উঠে স্থানীয় মাঠে অনুশীলন, পড়াশোনার পাশাপাশি ফুটবলকে জীবনের কেন্দ্রবিন্দু করে তুলেছিল সে। আজ তার সেই পরিশ্রমের ফল মিলেছে জাতীয় পর্যায়ে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস শুভেচ্ছা জানিয়েছেন এই ফুটবলারকে।
দিশম রাজের বাবা-মা, পাড়া-প্রতিবেশী ও প্রশিক্ষক সবাই এখন গর্বিত। স্থানীয় মানুষদের মতে, “দিশম আমাদের গ্রামের মাটি থেকে উঠে এসে দেখিয়ে দিয়েছে— স্বপ্ন দেখলে তা পূরণ করাও সম্ভব।”
দিশমের পরবর্তী লক্ষ্য ভারতের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলতে পারা। ছোট্ট এই কিশোরের চোখে এখন বড় স্বপ্ন, আর পায়ের তলায় দেশের আশা।
দিশম রাজ হাঁসদার এই সাফল্য শুধু কল্যাণী নয়, সমগ্র রাজ্যের গর্ব। তার যাত্রা প্রমাণ করে— প্রতিভা ও পরিশ্রম একসাথে হলে, মাটির ঘর থেকেও তারকা ওঠা যায়।
© Santhal Voice