Santhal Voice

  • Home
  • Santhal Voice

Santhal Voice Youtube Channel - Santhal Voice Official

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা আবারও পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। কিন্তু, ‘দাগি’ তালিকায় নাম না থাক...
09/09/2025

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা আবারও পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। কিন্তু, ‘দাগি’ তালিকায় নাম না থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে পারলেন না আর এক চাকরিহারা শিক্ষক সুবল সোরেন। হঠাৎ ব্রেন স্ট্রোকের কারণে গত ১৫ অগস্ট কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃ-ত্যু হয়। রবিবার এসএসএসি পরীক্ষার দিন সকাল থেকে দু’বছরের কন্যাকে কোলে নিয়ে মাথা নিচু করে বসে রয়েছেন সুবলের স্ত্রী সন্ধ্যা। আর বলছেন, স্বামী বেঁচে থাকলে তিনিও পরীক্ষায় বসতেন। মেধার জোরে আবারও ফিরে পেতেন চাকরিটা। কিন্তু তা আর হল কোথায়? এখন সন্ধ্যার আর্জি, “সরকার যেন আমার একটা কাজের ব্যবস্থা করে দেয়। নাহলে আমার সংসার চলবে কী করে? মেয়েকে মানুষ করব কিভাবে?”




পূর্ণিমা মান্ডি, তালবাগিচা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। ডিস্ট্রিক্ট স্কুল অ্যানুয়াল অ্যাথলিট মিটে ১৭ বর্ষীয় গ্রুপে ...
05/09/2025

পূর্ণিমা মান্ডি, তালবাগিচা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। ডিস্ট্রিক্ট স্কুল অ্যানুয়াল অ্যাথলিট মিটে ১৭ বর্ষীয় গ্রুপে ৮০০ মিটার দৌড় ( সময় ২মি.৫১সে.) ও ১৫০০ মিটার দৌড় ( সময় ৫ মি.৫৩সে.) দুটি ইভেন্টেই প্রথম স্থান অধিকার করেছে। আমাদের তরফে পূর্ণিমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

ওড়িশার স্নেহা সরেন আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ Weightlifting চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ সিনিয়র মহিলাদের ৫৩ কেজি বিভাগে জি...
02/09/2025

ওড়িশার স্নেহা সরেন আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ Weightlifting চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ সিনিয়র মহিলাদের ৫৩ কেজি বিভাগে জিতে নিয়েছেন রৌপ্য পদক ।
এই অসাধারণ সাফল্য শুধু স্নেহার নয়, সমগ্র আদিবাসীদের গর্ব। স্নেহা সরেন এর পরিশ্রম, অধ্যবসায় ও সাহস আজ সকলের অনুপ্রেরণা।
অভিনন্দন স্নেহা, এগিয়ে যাও, আরো উচ্চতায় পৌঁছে যাও!

সান্তাড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিরেন ঞুতুমান সিঙ্গার BIRSA TUDU নিত আবকঃ তালারে বানুঃগেয়া 😭 মারাংবুরু হানাপুরিরে নাপাই তে দহ ...
02/09/2025

সান্তাড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিরেন ঞুতুমান সিঙ্গার BIRSA TUDU নিত আবকঃ তালারে বানুঃগেয়া 😭
মারাংবুরু হানাপুরিরে নাপাই তে দহ কায় মে বাড়ে ।

স্নেহা সরেন আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওজনোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ সিনিয়র মহিলাদের ৫৩ কেজি বিভাগে জিতে নিয়েছেন...
28/08/2025

স্নেহা সরেন আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওজনোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ সিনিয়র মহিলাদের ৫৩ কেজি বিভাগে জিতে নিয়েছেন রৌপ্য পদক ।
এই অসাধারণ সাফল্য শুধু স্নেহার নয়, সমগ্র আদিবাসীদের গর্ব। স্নেহা সরেন এর পরিশ্রম, অধ্যবসায় ও সাহস আজ সকলের অনুপ্রেরণা।
অভিনন্দন স্নেহা, এগিয়ে যাও, আরো উচ্চতায় পৌঁছে যাও!


fans

ইতিহাস গড়ল বাংলার বিদ্যালয়ের মেয়েরা!নন্দঝার আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয় (উত্তর দিনাজপুর) ১-০ গোলে হরিয়ানাকে হারিয়...
27/08/2025

ইতিহাস গড়ল বাংলার বিদ্যালয়ের মেয়েরা!
নন্দঝার আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয় (উত্তর দিনাজপুর) ১-০ গোলে হরিয়ানাকে হারিয়ে প্রথমবার সুব্রতকাপে অনূর্ধ্ব-১৭ বিভাগে ফাইনালে!
ঝাড়খণ্ড, বিহারকেও হারিয়ে ‘জায়ান্ট কিলার’ বাংলা

গভীর শোকের সাথে জানাচ্ছি, সাঁওতালি চলচ্চিত্র জগতের কিংবদন্তি গায়ক ও গীতিকার সাকিলা কিস্কুর প্রয়াণে আমরা শোকাহত। ওড়িশা...
26/08/2025

গভীর শোকের সাথে জানাচ্ছি, সাঁওতালি চলচ্চিত্র জগতের কিংবদন্তি গায়ক ও গীতিকার সাকিলা কিস্কুর প্রয়াণে আমরা শোকাহত। ওড়িশার ময়ুরভঞ্জ জেলার বিসই ব্লকের অন্তর্গত তার পৈতৃক গ্রাম ভাটচাতারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

সাকিলা কিস্কু কিশোর বয়সেই তার সঙ্গীত জীবন শুরু করেন এবং ৩০০-রও বেশি গান রচনা ও পরিবেশন করে এক অবিস্মরণীয় উত্তরাধিকার সৃষ্টি করেন। তিনি ছিলেন সত্যিকারের পথপ্রদর্শক – প্রথম শিল্পী যিনি পুরুষ ও নারী উভয় কণ্ঠে গান গেয়ে সাঁওতালি সঙ্গীতে এক অনন্য মাত্রা যোগ করেছিলেন। তার অবদান ভিডিও অ্যালবাম, নাট্যগান, সাঁওতালি চলচ্চিত্র সহ ঐতিহ্যবাহী সাঁওতালি গানেও বিশেষভাবে সমাদৃত।

তার মৃত্যু শুধুমাত্র সাঁওতালি চলচ্চিত্র জগতের ক্ষতি নয়, এটি সমগ্র সাঁওতাল সমাজের এক অপূরণীয় ক্ষতি। আমরা এক মহান ব্যক্তিত্বকে হারালাম, যার কণ্ঠ চিরকাল আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হবে।

রাজ্যপাল এর হাত থেকে পশ্চিম মেদিনীপুরের সাঁওতালি লোকশিল্পী বিজলী মুর্মু পুরস্কার পেলেন। মিনিস্ট্রি অফ কালচার,গভঃঅফ ইন্ডি...
20/08/2025

রাজ্যপাল এর হাত থেকে পশ্চিম মেদিনীপুরের সাঁওতালি লোকশিল্পী বিজলী মুর্মু পুরস্কার পেলেন। মিনিস্ট্রি অফ কালচার,গভঃঅফ ইন্ডিয়ার ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার কলকাতা থেকে সংবর্ধনা দেন রাজ্যপাল সি.ভি.আনন্দ বোস তার হাতে পুরস্কার তুলে দেন ।

গিরিডির CISF জওয়ান সঞ্জয় মূর্মূ  জম্মুকাশ্মীরে কর্তব্যরত অবস্থায় প্রাকৃতিক দুর্যোগের কারনে শহীদ হলেন। তার বিদেহী আত্ম...
18/08/2025

গিরিডির CISF জওয়ান সঞ্জয় মূর্মূ জম্মুকাশ্মীরে কর্তব্যরত অবস্থায় প্রাকৃতিক দুর্যোগের কারনে শহীদ হলেন।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করি 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

ঝাড়খণ্ডের শিক্ষা মন্ত্রী রামদাস সরেন দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।ওনার বিদেহ...
16/08/2025

ঝাড়খণ্ডের শিক্ষা মন্ত্রী রামদাস সরেন দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি 🙏🙏

ঝাড়খণ্ড নির্মাতা দিশম গুরু শিবু সরেন এর শ্রাদ্ধ অনুষ্ঠান আদিবাসী রীতিনীতি মেনে পালন করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ।   ...
15/08/2025

ঝাড়খণ্ড নির্মাতা দিশম গুরু শিবু সরেন এর শ্রাদ্ধ অনুষ্ঠান আদিবাসী রীতিনীতি মেনে পালন করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ।


এর দায় সরকার কে নিতে হবে ‼️
15/08/2025

এর দায় সরকার কে নিতে হবে ‼️

Address


Alerts

Be the first to know and let us send you an email when Santhal Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Santhal Voice:

  • Want your business to be the top-listed Media Company?

Share