Santhal Voice

  • Home
  • Santhal Voice

Santhal Voice Youtube Channel - Santhal Voice Official

কল্যাণীর বীর সিধু নগর এলাকার আদিবাসী পরিবারের সন্তান দিশম রাজ হাঁসদা ফুটবলের দুনিয়ায় নতুন স্বপ্ন জাগিয়েছে। মাত্র ১৪ ব...
07/11/2025

কল্যাণীর বীর সিধু নগর এলাকার আদিবাসী পরিবারের সন্তান দিশম রাজ হাঁসদা ফুটবলের দুনিয়ায় নতুন স্বপ্ন জাগিয়েছে। মাত্র ১৪ বছর বয়সেই সে সুযোগ পেয়েছে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এআইএফএফ-ফিফা ফুটবল অ্যাকাডেমিতে, যা যে কোনো তরুণ ফুটবলারের জন্য এক বিরল সাফল্য।
বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির অনূর্ধ্ব ১৪ দলের স্ট্রাইকার হিসাবে দিশম রাজ ইতিমধ্যেই নিজের প্রতিভার প্রমাণ রেখেছে। ২০২৪ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৫ আই লিগে ১০টি ম্যাচে ৭ গোল করে প্রশিক্ষক ও ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিল সে। হায়দরাবাদে অনুষ্ঠিত এআইএফএফ-ফিফা ট্রায়ালে দেশজুড়ে আসা পাঁচশোরও বেশি খুদে ফুটবলারের মধ্যে থেকে বাছাই করা একুশ জনের দলে স্থান পায় দিশম।
পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না হলেও, দিশমের অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। প্রতিদিন ভোরে উঠে স্থানীয় মাঠে অনুশীলন, পড়াশোনার পাশাপাশি ফুটবলকে জীবনের কেন্দ্রবিন্দু করে তুলেছিল সে। আজ তার সেই পরিশ্রমের ফল মিলেছে জাতীয় পর্যায়ে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস শুভেচ্ছা জানিয়েছেন এই ফুটবলারকে।
দিশম রাজের বাবা-মা, পাড়া-প্রতিবেশী ও প্রশিক্ষক সবাই এখন গর্বিত। স্থানীয় মানুষদের মতে, “দিশম আমাদের গ্রামের মাটি থেকে উঠে এসে দেখিয়ে দিয়েছে— স্বপ্ন দেখলে তা পূরণ করাও সম্ভব।”
দিশমের পরবর্তী লক্ষ্য ভারতের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলতে পারা। ছোট্ট এই কিশোরের চোখে এখন বড় স্বপ্ন, আর পায়ের তলায় দেশের আশা।
দিশম রাজ হাঁসদার এই সাফল্য শুধু কল্যাণী নয়, সমগ্র রাজ্যের গর্ব। তার যাত্রা প্রমাণ করে— প্রতিভা ও পরিশ্রম একসাথে হলে, মাটির ঘর থেকেও তারকা ওঠা যায়।

© Santhal Voice

05/11/2025

Luguburu khon LIVE

Luguburu Ghanta Bari Dharam Garh
03/11/2025

Luguburu Ghanta Bari Dharam Garh

লুগু বুরু ঘাণ্টাবাড়ি ধরমগাড় আদিবাসী সাঁওতাল সমাজের তীর্থস্থান। এখান থেকেই শুরু হয়েছিল সাঁওতাল সমাজের ধর্ম ও ঐতিহ্য। ব...
03/11/2025

লুগু বুরু ঘাণ্টাবাড়ি ধরমগাড় আদিবাসী সাঁওতাল সমাজের তীর্থস্থান। এখান থেকেই শুরু হয়েছিল সাঁওতাল সমাজের ধর্ম ও ঐতিহ্য। বলা হয়, হাজার হাজার বছর আগে এই পবিত্র পর্বতে লুগু বাবা সাঁওতাল সমাজের রীতি-নীতি এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সমস্ত ব্যবস্থা প্রণয়ন করেছিলেন। প্রতি বছর কার্তিক পুর্নিমার সময় বিভিন্ন রাজ্য ও বাংলাদেশ নেপাল থেকে এখানে লক্ষাধিক ভক্ত আসেন এবং লুগু বাবা ও লুগু আয়ো-এর পূজা করেন। এটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সাঁওতাল ঐক্য, পরিচয় ও সংস্কৃতির সর্ববৃহৎ প্রতীক।
কোন পথে সহজে এখানে পৌঁছানো যায় ট্রেনকরে বোকারো স্টিল সিটি রেলওয়ে স্টেশন অথবা ধানবাদ জেলার গোমো স্টেশনে আসুন । দুটি স্টেশন থেকে লুগুবুরুর দূরুত্ব প্রায় এক। তারপর চলে আসুন গুমিয়া স্টেশনে । লুগুবুরুর সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে গুমিয়া স্টেশন। গুমিয়া স্টেশন থেকে লুগুবুরুর দূরুত্ব প্রায় দশ কিলোমিটার। এখান থেকে সবসময় গাড়ি বা ট্যাক্সি এর ব্যবস্থা আছে আপনি ট্যাক্সি বা ভাড়ার গাড়িতে লুগুবুরু পৌঁছাতে পারেন।
সড়কপথের নিকটতম বাসস্ট্যান্ড হলো গোমিয়া বাসস্ট্যান্ড।
বোকারোর লালপানিয়া রোডে পৌঁছে, চন্দ্রপুরা বা তুলিন রোডের দিক দিয়ে ট্যাক্সি বা স্থানীয় গাড়িতে লুগুবুরুর দিকে যাওয়া যায়। ঝাড়খণ্ডের অন্যান্য শহর যেমন রাঁচি, ধানবাদ, হাজরিবাগ থেকেও বোকারো পর্যন্ত নিয়মিত বাস পরিষেবা পাওয়া যায়।

তথ্য ও ছবি - Santhal Voice

Sohrai The Festival Of Adivasi 🌿😍Santal house with some designing on this wall .Art is an integral part of Santal's life...
25/10/2025

Sohrai The Festival Of Adivasi 🌿😍
Santal house with some designing on this wall .Art is an integral part of Santal's life. Whether it be building houses, painting it.Their life style and culture is full of art.

Camera By - Santhal Voice




25/10/2025

Sagun Sohrai 🌿🌿

আদিবাসী মানুষজন মনের দিক দিয়ে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন তাদের গ্ৰাম বাড়ি পরিবেশ ও সেইরকম সুন্দর । পুরুলিয়া জেলার ঝগড়া...
24/10/2025

আদিবাসী মানুষজন মনের দিক দিয়ে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন তাদের গ্ৰাম বাড়ি পরিবেশ ও সেইরকম সুন্দর । পুরুলিয়া জেলার ঝগড়াডি গ্ৰামে সহরায় পরব কে স্বাগত জানিয়ে আদিবাসী মা-বোনদের সুনিপুণ হাতে সেজে উঠেছে বাড়ির দেওয়ালগুলো।



আদিবাসী সমাজ থেকে উঠে এসে তিনি প্রমাণ করে দিলেন— সুযোগ পেলে আদিবাসীরাও আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। সম...
19/10/2025

আদিবাসী সমাজ থেকে উঠে এসে তিনি প্রমাণ করে দিলেন— সুযোগ পেলে আদিবাসীরাও আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। সম্প্রতি তিনি জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত জার্মান-ইন্ডিয়া সামিট (G2C-2025)-এ ভারতের প্রতিনিধিত্ব করে ভারতের নাম উজ্জ্বল করেন।
এই আন্তর্জাতিক সম্মেলনে ভারত ও জার্মানির নীতিনির্ধারক, শিল্পপতি, প্রযুক্তিবিদ ও সিইওরা অংশগ্রহণ করেন। এই মঞ্চে ভারতের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এবং বিশেষ করে আদিবাসী সমাজের পক্ষ থেকে মালোতির উপস্থিতি এক ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে।
ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার মুসাবনি গ্ৰামের মালোতি হেমব্রম এর প্রাথমিক শিক্ষা কেন্দ্রীয় বিদ্যালয়, সুরদা (মুসাবনি) থেকে শুরু হয়। সেখান থেকে তিনি কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি, ওড়িশা-তে ভর্তি হন এবং সেখান থেকে বি.এ. এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ল (NUSRL), রাঁচি থেকে সংবিধানিক ও প্রশাসনিক আইন (LL.M) বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করছেন।
বার্লিনের আন্তর্জাতিক সম্মেলনে মালোতি সংবিধানিক মূল্যবোধ, প্রশাসনিক স্বচ্ছতা, এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে ভারতের তরুণ সমাজের চিন্তাধারা।

বার্লিনের মঞ্চে দাঁড়িয়ে মালোতি শুধু নিজের নয়, গোটা আদিবাসী সমাজের সম্মান বাড়িয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন— সুযোগ, শিক্ষা ও উৎসাহ পেলে আদিবাসী সমাজও দেশকে আন্তর্জাতিক পর্যায়ে গর্বিত করতে পারে। তাঁর এই সাফল্য আজ ভারতের আদিবাসী কন্যাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত ও প্রেরণার উৎস হয়ে উঠেছে।


সহরায় পরব কে স্বাগত জানিয়ে এভাবেই আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোর মাটির বাড়ি সেজে উঠছে। সমস্ত আদিবাসীদের মাটির দেওয়াল সে...
16/10/2025

সহরায় পরব কে স্বাগত জানিয়ে এভাবেই আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোর মাটির বাড়ি সেজে উঠছে। সমস্ত আদিবাসীদের মাটির দেওয়াল সেজে উঠবে নানা রকমের রঙে নকশাতে। আর কয়েকদিন পরেই সরহায় পরব, আদিবাসী সম্প্রদায়ের সবচেয়ে বড়ো উৎসব হলো সহরায় আর এই উৎসবে আনন্দে মেতে উঠে আদিবাসীরা । এই উৎসবে সবাই নতুন বস্ত্র গায়ে তোলেন। সচরাচর সহরায়েরয়ের আগে বাড়ির দেওয়ালে বিভিন্ন রং এ রাঙিয়ে তোলা হয় ‌।


জামতাড়া জেলার আদিবাসী কন্যা সবিতা মুর্মু জাতীয় স্তরে জামতাড়া ও ঝাড়খণ্ডের নাম উজ্জ্বল করেছেন। ওড়িশার ভূবনেশ্বরের কলি...
14/10/2025

জামতাড়া জেলার আদিবাসী কন্যা সবিতা মুর্মু জাতীয় স্তরে জামতাড়া ও ঝাড়খণ্ডের নাম উজ্জ্বল করেছেন। ওড়িশার ভূবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সবিতা ৪৭.৯৭ মিটার জ্যাভলিন থ্রো (ভালা নিক্ষেপ) করে রৌপ্য পদক অর্জন করেছেন। এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল অ্যাথলেটিকস ফেডারেশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Santhal Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Santhal Voice:

  • Want your business to be the top-listed Media Company?

Share