26/10/2025
পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার খেড়ুর গ্রামের এক সুপ্রাচীন কালী প্রতিমার নাম 'ক্ষেপিমা'। এই গ্রামের অধিষ্ঠাত্রী দেবী ক্ষেপিমা, যাঁর পূজা কালীপূজার সময় মহাসমারোহে অনুষ্ঠিত হয়।
খেড়ুরের ক্ষেপিমা ৫০০ বছরেরও বেশি পুরোনো বলে মনে করা হয়। প্রচলিত কালী প্রতিমার তুলনায় খেড়ুরের ক্ষেপিমা প্রতিমার রূপ কিছুটা ভিন্ন।
যে মৃৎশিল্পী দেবীকে তৈরি করেছিলেন তিনি স্বাভাবিক কালীর মতোই করার চেষ্টা করেছিলেন। কিন্তু মায়ের চুল আপনা আপনিই এলোমেলো হয়ে যায়। তিনি যতবার চেষ্টা করেন ততবারই ব্যর্থ হন। তারপর থেকেই মা এই রূপেই পূজিত হন। বহু বছর ধরে জাগ্রত দেবী হিসেবে পরিচিত এই ক্ষেপিমা। স্থানীয়দের বিশ্বাস, মায়ের কাছে মানত করলে মনস্কামনা পূরণ হয়।
#জয়_মা_কালী 🙏🕉️