Kuarpar Bazar is the Head Quatar of whole Chibitabichia Village of Tapang GP of Tapang Development Block in Silchar-788150 Cachar, Assam
26/07/2025
শপথ গ্রহণ অনুষ্ঠান | শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক নিরঞ্জন রায় গুয়াহাটির রাজভবনে শপথ গ্রহণ করেছেন। এটি বরাক উপত্যকার জন্য এক গর্বের মুহূর্ত। 🎓 শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক স্থানে রয়েছেন একজন নিবেদিতপ্রাণ স্বয়ংসেবক — অধ্যাপক নিরঞ্জন রায়।
25/07/2025
চিবিটা বিচিয়া মহাত্মা গান্ধী আদর্শ হাসপাতাল
13/02/2024
বরাক ভেলী তে একমাত্র তথা আমাদের তাপাং অঞ্চলের কুয়ারপারের বাসিন্দা শ্রী নির্মল দে তথা আমাদের সুপরিচিত (শীতলা দে ) শীতল পটি তৈরীর জন্য আজ আসামের মাননীয় রাজ্যপাল হাত থেকে আসাম গৌরব সম্মানে সমানিত হয়েছেন । সমগ্র আসাম তথা কুয়ারপার বাসীর পক্ষ থেকে উনাকে গৌরিক শুভেচ্ছা জানাই।।💐
12/08/2023
Election Commission Dilimitation এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। চূড়ান্ত তালিকার Highlights.
১) চূড়ান্ত তালিকায় বরাক উপত্যকার ১৩ টি আসনে থাকছে।
২) শিলচর লোক সভা সংরক্ষিত হচ্ছে।
৩) করিমগঞ্জ লোকসভা সংরক্ষণ মুক্ত হচ্ছে
৪) বদরপুর নাম বাদ গিয়ে পাথারকান্দি ফিরিয়ে আনা হয়েছে চূড়ান্ত তালিকায়।
৫) রাতাবাড়ির পরিবর্তে রামকৃষ্ণ নগর বিধান সভা কেন্দ্র তৈরি করা হয়েছে এবং কেন্দ্র টি সংরক্ষিত।
৭) ধলাই কেন্দ্রের নাম পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত তালিকায় এবং সংরক্ষিত রাখা হয়েছে ।
৮) হাইলাকান্দির জিলায় দুটি আসন থাকছে। লালার বদলে চূড়ান্ত তালিকায় কাটলিচড়া আর আলগাপুর মিলে একটি আসন হয়েছো।
৯) করিমগঞ্জ পৌর এলাকা উত্তর করিমগঞ্জে বিধান সভায় ফিরিয়ে দেওয়া হয়েছে। তার মানে খসড়া তালিকায় যেটা ছিলো বদরপুর বিধান সভা এলাকা ওটাকে উত্তর করিমগঞ্জ নাম দেওয় হয়েছে।
১০) শিলচর বিধান সভা কেন্দ্র থেকে ওয়ার্ড নং ১ থেকে ওয়ার্ড নং ৬ বাইরে থাকছে।
08/08/2023
তাপাং ব্লক এর ২৮ বিঘা জমি দীর্ঘ ১৫ বছর থেকে জাবির আলী সহ আর ৪/৫ পরিবার দখল করে রেখেছিল। আজ দীর্ঘ ১৫ বছর পর এই ২৮ বিঘা জমি দখল মুক্ত হয়েছে
26/07/2023
প্রতিবেশী রাজ্য মিজোর সাধারণ মানুষ কিভাবে ট্রাফিক রুল পালন করছে আর আমাদের ......?
14/07/2023
আমাদের তাপাং মন্ডল এর অন্তরগত দামছড়া হইতে কুয়ারপার পর্যন্ত রাস্তার কাজ আজ থেকে শুরু হয়েছে। আজ বিভাগীয় আধিকারিক ও কন্ট্রাকটার দের কে নিয়ে আমাদের কাছাড় জেলার জিলা পরিষদের সম্মানিত সভাপতি দাদা অমিতাভ রাই মহাশয় এক বৈঠক করেন এবং আজ থেকেই রাস্তার শুরু করেন।
21/06/2023
আমাদের তাপাং ব্লক আগলাপুর সমষ্টি ও করিমগঞ্জ লোকসভা থেকে কেটে বড়খলা বিধানসভার অধীনে ও শিলচর লোকসভার অধীনে অন্তর্ভুক্ত হইল।
01/10/2022
#তাপাং
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কুয়ারপার টুডে পক্ষ থেকে তাপাং এর জনসাধারণকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা
Be the first to know and let us send you an email when Kuarpar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.