15/07/2025
মান্য সুধী,
পুর্ব মেদিনীপুর জেলার প্রাচীনতম ও ঐতিহ্যমণ্ডিত এই মহাবিদ্যালয় গৌরবোজ্জ্বল কালসরণী অতিক্রম করে মহিমান্বিত শতবর্ষে পদার্পণ করতে চলেছে আগামী ১৫ই জুলাই, ২০২৫। মহাবিদ্যালয়ের দাতা পরিবারবর্গ সহ বর্তমান ও অতীতের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, পরিচালকগণ ও সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীবৃন্দের মহামিলন যজ্ঞে আপনাদের জানাই আন্তরিক আমন্ত্রণ। আপনাদের সানন্দ উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠুক ঐতিহ্য ও গর্বের শতবার্ষিকীর এই আনন্দমেলা।