Sohidur Rahman Pabel

  • Home
  • Sohidur Rahman Pabel

Sohidur Rahman Pabel মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই।
অসহায় মানুষের পাশে থাকি
অসহায় মানুষের জন্য কাজ করে মনে প্রশান্তি পাই।

কার আগমন বার্তা পেয়ে জাগলো পৃথিবী, সে যে আমার কামলিওয়ালা নবীদের নবী (ﷺ)পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে সবাইকে আন্তরিক...
05/09/2025

কার আগমন বার্তা পেয়ে জাগলো পৃথিবী, সে যে আমার কামলিওয়ালা নবীদের নবী (ﷺ)

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

আলুটিল্লা পাহাড়ের গোহায় প্রবেশ করলাম ৬ বছর পরে। ভয়ানক অন্ধকার ৩৫২ ফিট লম্বা এই গোহা পার হতে ৬/৮ মিনিট সময় লাগে।  ভেতরে ঠ...
04/09/2025

আলুটিল্লা পাহাড়ের গোহায় প্রবেশ করলাম ৬ বছর পরে।
ভয়ানক অন্ধকার ৩৫২ ফিট লম্বা এই গোহা পার হতে ৬/৮ মিনিট সময় লাগে। ভেতরে ঠান্ডা ও ভূতুড়ে পরিবেশ সাথে পানির কলকল শব্দ সব মিলেয়ে অন্যরকম অভিজ্ঞতা। গোহা পর্যন্ত নামতে ও গোহা থেকে বের হয়ে উপরে আসতে শতাধিক ছিঁড়ি উঠানা নামা করা লাগে।

খাগড়াছড়ি আসার পর থেকে চলছে ঘুরাঘুরি।ছবি- ছোট ভাই রেজাউল। হটিকালচার পার্ক, খাগড়াছড়ি। ৩/৯/২৫
03/09/2025

খাগড়াছড়ি আসার পর থেকে চলছে ঘুরাঘুরি।

ছবি- ছোট ভাই রেজাউল।

হটিকালচার পার্ক, খাগড়াছড়ি।
৩/৯/২৫

03/09/2025

❤️"মিলাদের দিনে" ❤️
ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে আমার লেখা ও সুরে নাতে রাসুল সাঃ।
কন্ঠ- ক্বারী আমিনুল হাসান খান, পুলিশ শিল্পী। (সাথে আমার ও কণ্ঠ আছে সহ শিল্পী হিসাবে)।

মদিনা শরীফে যাওয়ার আগ্রহ, আবেগ নিয়ে হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করে এই লেখা।
আল্লাহ যেন আমাদের সবাইকে মদিনাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।

#ভাইরালভিডিওシভিডিও #ভাইরালভিডিওシ #রালভিডিওシ #খাগড়াছড়ি #মৌলভীবাজার #বাগান #শ্রীমঙ্গল #লন্ডন #গজল #হাওর

02/09/2025

ইনশাআল্লাহ আগামী কাল নতুন গজল আসছে

01/09/2025

হিজরা মারা গেলে নারী নাকি পুরুষ হিসাবে জানাজা হবে?

হিজড়াদের ক্ষেত্রে বিধান হল তাদের নারী বা
পুরুষের যে কোন একটি ক্যাটাগরিতে ফেলতে হবে।
রাসূল (সা) এ ব্যাপারে একটি মূলনীতি নির্ধারণ
করে দিয়েছেন। সেটা হল, দেখতে হবে হিজড়ার
প্রস্রাব করার অঙ্গটি কেমন? সে কি পুরুষদের
গোপনাঙ্গ দিয়ে প্রস্রাব করে? না নারীদের মত
গোপনাঙ্গ দিয়ে প্রস্রাব করে? গোপনাঙ্গ যাদের
মত হবে হুকুম তাদের মতই হবে। অর্থাৎ গোপনাঙ্গ
যদি পুরুষালী হয়, তাহলে পুরুষ। যদি নারীর মত হয়,
তাহলে নারী। আর যদি কোনটিই বুঝা না যায়।
তাহলে তাকে নারী হিসেবে গণ্য করা হবে।
সুতরাং দাফন করার সময় দেখতে হবে পুরুষের
ক্যাটাগরিতে অন্তুর্ভূক্ত না নারীর? যেটার
অন্তুর্ভূক্ত সে অনুযায়ী দাফন হবে। আর যদি কোন
ক্যাটাগড়িতেই না পরে, তাহলে নারীর মত কাফন
দাফন করা হবে। তবে এক্ষেত্রে ফুক্বাহায়ে কেরাম
একটি পার্থক্যের কথা বলেন যে, এরকম হিজড়াকে
গোসল দেয়া হবে না। বরং তায়াম্মুম করানো হবে,
যদি রক্ত সম্পর্কীয় আত্মীয় থাকে, তাহলে সে
তাকে তায়াম্মুম করাবে। না থাকলে অন্যরা হাতে
পট্টি লাগিয়ে তায়াম্মুম করাবে।
হযরত আলী (রা) রাসূল (সা) কে প্রসূত বাচ্চা যে
পুরুষ না নারী তা জানা যায় না তার বিধান কি?
জিজ্ঞাসা করলেন। রাসূল (সা) জবাব দিলেন যে,
সে মিরাস পাবে যেভাবে প্রস্রাব করে। {সুনানে
বায়হাকী কুবরা, হাদীস নং-১২৯৪, কানযুল উম্মাল,
হাদীস নং-৩০৪০৩, মুসান্নাফ আব্দুর রাজ্জাক,
হাদীস নং-১৯২০৪ )
হিজড়া মূলত ৪ প্রকার।
১. মূলত পুরুষ (তবে নারীর বেশে চলে)। এদের আকুয়া
বলা হয়। এরা মেয়েদের বিয়ে করতে পারবে।
২. নারী (বেশেও তাই, তবে দাড়ি মোচ আছে)।
জেনানা বলা হয়। পুরুষের কাছে বিয়ে বসতে
পারবে।
৩. উভলিঙ্গিক বা লিঙ্গহীন (বেশে যাই হোক)।
আরবিতে 'খুনসা মুশকিল 'বলা হয়। আদালত অভিজ্ঞ
চিকিৎসক ও উলামাদের পরামর্শে সমাধান দিবে।
যেমন হযরত আলী (রাঃ) দিয়েছেন।
৪. কৃত্তিমভাবে যৌন ক্ষমতা নষ্ট করে বানানো
হিজড়া। খোঁজা বলা হয়। যৌন অক্ষমতার দরুন বিবাহ
করা বা বসা হারাম।
আকুয়া এবং জেনানাদের লিঙ্গ নির্ধারণ দৃশ্যত
সম্ভব হলেও এদের অনেকের লিঙ্গ কাজের বেলায়
অক্ষম কিংবা প্রজননে ব্যর্থ হয়। সেক্ষেত্রে এদের
জন্যও বিয়ে হারাম হবে। মোটকথা এধরনের যৌন
প্রতিবন্ধিদের বিয়ের আগে মেডিক্যাল
সার্টিফিকেট নেয়া জরুরী।
উভয় লিঙ্গ বিশীষ্ট হিজড়াদের লিঙ্গ নির্ধারণে
কিছু পদ্ধতি:
১. মূত্র যে লিঙ্গ দিয়ে বের হবে সে সেই লিঙ্গের ।
যদি মূত্র উভয় লিঙ্গ দিয়েই বের হয় তবে নিয়ম ভিন্ন
। যদি মূত্র এক সাথে উভয় লিঙ্গ হতে বের হওয়া বন্ধ
হয় তবে যেটা দিয়ে প্রথম বের হইছে সেই লিঙ্গ হবে
সে । যদি উভয় লিঙ্গ হতে এক সাথে বের হওয়া শুরু
হয় তবে যেটাতে অধিক সময় ধরে মূত্র বের হবে সে
সেই লিঙ্গের । যদি না বুঝা যায় তবে সে উভলিঙ্গই
থাকবে ।
২. বয়সন্ধির সময় যদি তার বীর্যপাত নিয়মিত হয়
তবে পুরুষ , ঋতুঃস্রাব নিয়মিত হলে মেয়ে ।
৩. যদি পুরুষের দিকে আকৃষ্ট হয় তবে নারী ধরা হবে
, যদি নারীর দিকে আকৃষ্ট হয় তবে পুরুষ ধরা হবে ।
কিন্তু উভয়ের দিকে আকর্ষণ বা কোন আকর্ষণ না
থাকলে সে উভলিঙ্গই থাকবে ।
৪. শারীরিক বৈশিষ্ট্য যেমন দাড়ি হওয়া , স্তন
হওয়া ইত্যাদি লিঙ্গ নির্ধারণে সহায়ক হবে ।
তথ্যসূত্র
হেদায়া-২/৭০১
ফাতাওয়া তাতারখানিয়া-২০/১৯৬
নসবুর রায়াহ-৪/৪১৭
ফাতাওয়া আলমগীরী-১/১৬০-১৬১}
তাহতাবী আলা মারাকিল ফালাহ-৫৭৩
ফাতহুল কাদীর-১০/৫৪৮-৫৪৯
ফাতাওয়া শামী-৩/৯৯
আল বাহরুর রায়েক-২/৩০৫
বাদায়েউস স

30/08/2025

ছেলে, ভাতিজারা আমার গজলের মডেল

শাহে মদিনা,
নাতে রাসুল সাঃ

আসসালামু আলাইকুম শুভ সকাল
30/08/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল

জুম্মা মোবারক আমাদের পরবর্তী প্রজন্মশাহী, মাহদী, মাশরাফি, আমান
29/08/2025

জুম্মা মোবারক
আমাদের পরবর্তী প্রজন্ম
শাহী, মাহদী, মাশরাফি, আমান

আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক শুভ সকাল
29/08/2025

আসসালামু আলাইকুম,
জুম্মা মোবারক
শুভ সকাল

28/08/2025

❤️"শাহে মদিনা" ❤️
পবিত্র ঈদে মিলাদুন নবী সাঃ উপলক্ষে নাতে রাসুল সাঃ।
কথা ও সুর - সহিদুর রহমান পাবেল।
শিল্পী- পুলিশ শিল্পী ক্বারী আমিনুল হাসান খান।
আমিনুল হাসান খান ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ২০১৬ দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট থেকে ক্বারীআনা সম্পন্ন করেন এবং ২০১৯ সালে ক্বারীর স্থর উন্নয়ন করেন।
২০২৪ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে ৭এপিবিএন সিলেটের নাতে রাসুল সাঃ প্রতিযোগীতায় ১ম স্থান অধিকারী
বর্তমানে ফাজিল (ফিকহ্) ৩য় বর্ষে অধ্যায়নরত।
বাড়ী- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাৎগাও ইউনিয়ন।
গজলটি ভাল লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে উৎসাহিত করবেন।

#ভাইরালভিডিওシভিডিও #ভাইরালভিডিওシ #রালভিডিওシ #খাগড়াছড়ি #মৌলভীবাজার #বাগান #শ্রীমঙ্গল #গজল

Address

Sylhet

SYLHET

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohidur Rahman Pabel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohidur Rahman Pabel:

  • Want your business to be the top-listed Media Company?

Share