
24/08/2024
আমাদের সবার ভালোবাসার শহর চাকদহ। কিন্তু বলতে খারাপ লাগলেও এটাই সত্যি আজকাল চাকদার যা পরিস্থিতি তা চিন্তা জনক। রাস্তার সাইডে উঁচু উঁচু নোংরা ডিপি, রাস্তায় এক হাঁটু জল, প্রশাসনের কোন মাথা ব্যথা নেই, শুষ্ককালে ধুলো পলিউশন আরো কত সমস্যা, যা সত্যিই একজন চাকদাবাসী হিসেবে চিন্তা জাগায়।
প্রশাসন কিসের আশায় বসে আছে কেন সংস্কার করছে না এই সমস্যা গুলো?