06/04/2025
অজান্তেই ভেবেছিলাম,
এইবারও সব ঠিক হয়ে যাবে।
আগের মতো…
কিছু ভুলবোঝাবুঝি, কিছু অভিমান,
তারপর একসময় তুই ফিরে আসবি,
আমরা আবার আগের মতো হব।
কিন্তু না,
এইবার আর অভিমান ছিল না,
এইবার ছিল রাগ, ছিল দূরত্ব, ছিল চলে যাওয়ার তাড়া।
আমি চেয়েছিলাম একটা শেষ সুযোগ,
কিন্তু তুই তখন বুঝতেই চাসনি,
আমি ভেবেছিলাম, দরজার বাইরে পা রাখতেই তুই ডাকবি,
আমি ভেবেছিলাম, ফোনটা বাজবেই,
আমি ভেবেছিলাম, তুই শেষ মুহূর্তে ছুটে আসবি!
কিন্তু কিছুই হল না…
তুই কি সত্যিই চাসনি আমি থাকি?
নাকি তোর জেদটাই ভালোবাসার চেয়ে বড় হয়ে গিয়েছিল?
আজ বুঝতে পারছি,
বড্ড বেশি দেরি করে ফেলেছি আমরা
শুধু একটুখানি অপেক্ষা করলে হয়তো সব ঠিক হয়ে যেত,
কিন্তু অপেক্ষা করার মতো ধৈর্য আমাদের কারোরই ছিল না।
এখন শুধু আফসোস হয়…
না বলা কথাগুলো নিয়ে,
অধিকার হারানোর যন্ত্রণাটা নিয়ে,
ভালোবাসাটা বুঝিয়ে না বলার কষ্ট নিয়ে।
আমি জানি, তুই আর ফিরবি না,
তোর দিন কেটে যায়, রাতও কাটে,
কিন্তু আমি?
আমি এখনও মাঝে মাঝে পিছন ফিরে দেখি,
ভাবি, যদি সেদিন একটু শক্ত করে তোকে ধরে রাখতে পারতাম!
যদি তুই বুঝতে পারতি,
যে সম্পর্কগুলো সহজে ছেড়ে দেওয়া যায় না,
ভালোবাসা শুধু ‘থাকা-না থাকার’ হিসাব নয়,
ভালোবাসা মানে চেষ্টা করা, একসঙ্গে থাকার লড়াই করা।
তোর না বোঝার ভুলের শাস্তি আজ আমি পাচ্ছি,
কারণ তুই ভুল বুঝেছিলি,
আমরা দু’জনেই একসঙ্গে ভালো থাকার যোগ্য ছিলাম!
কিন্তু তুই ভেবেছিলি, আমি তোকে ছাড়াই ভালো থাকব,
আর আমি?
আমি শুধু তোকে চেয়েছিলাম, তোকে ছাড়া কিছুই নয়।
আজ তুই নেই,
কিন্তু তোর জন্য ভালোবাসাটা ঠিক আগের মতোই রয়ে গেছে,
বাতাসের মতো, অনুভূতির মতো,
চোখের জল আর না বলা কথার মতো...
অদৃশ্য, অথচ চিরকালীন!