HSK_Official_24

HSK_Official_24 Always believe in your self

কার জন্যে কাঁদছো তুমি, কিসের এতো মায়া -     এই শহরে আপন বলতে, থাকেনা নিজের ছায়া।
25/06/2025

কার জন্যে কাঁদছো তুমি, কিসের এতো মায়া -
এই শহরে আপন বলতে, থাকেনা নিজের ছায়া।

কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও,     কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়ো না।🙏☺️📌
24/06/2025

কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও,
কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়ো না।🙏☺️📌

কেউ লোক ঠকিয়ে           বিচারক,আর কেউ ঠকে গিয়ে প্রতারক,,,,
23/06/2025

কেউ লোক ঠকিয়ে
বিচারক,
আর কেউ ঠকে গিয়ে প্রতারক,,,,

!!..অহংকার মুক্ত মানুষ...!!      !!..ফুলের থেকেও সুন্দর..!!
21/06/2025

!!..অহংকার মুক্ত মানুষ...!!

!!..ফুলের থেকেও সুন্দর..!!

ঘরের মেঝেতে একটা ছোট গোলাকার গর্ত। সেই গর্তে শিশু সন্তানটিকে ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। শিশুটির মাথা ও হাত দুটি যাতে বাই...
20/06/2025

ঘরের মেঝেতে একটা ছোট গোলাকার গর্ত। সেই গর্তে শিশু সন্তানটিকে ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। শিশুটির মাথা ও হাত দুটি যাতে বাইরে থাকে এমন করে গর্তটি করা হয়েছে। ক্ষুধার সময় প্রচণ্ড কান্নাকাটি করলে মা শিশুটিকে গর্তে ঢুকিয়ে খাওয়ান।

শিশুটির নাম গোপাল সাওতাল। বয়স সাড়ে তিন বছর। জন্ম থেকে সে শারীরিক প্রতিবন্ধী। কুলাউড়ার মুরইছড়া চা বাগানে বাস করা সনচড়ি সাওতাল ও অনিল সাওতালের একমাত্র সন্তান সে। শিশুটি স্বাভাবিকভাবে দাঁড়াতে বা বসতে পারে না। তাই খাওয়ানো ও অন্যান্য পরিচর্যার জন্য মা সনচড়ি এই রকম একটা গর্ত করেছেন। ঘরের মেঝেতে করা সেই গোলাকার গর্তে সন্তানকে দাঁড় করিয়ে খাওয়ান, যত্ন করেন। না হলে সে ভাঁজ হয়ে পড়ে থাকে।
মা সনচড়ি ঘরের কাজ সামলানোর পাশাপাশি সারাক্ষণ ছেলেকে দেখে রাখেন। বাবা অনিল সাওতাল চা বাগানে কাজ করেন। অভাব-অনটনের সংসারে সন্তানের চিকিৎসা করানো তাদের পক্ষে প্রায় অসম্ভব।

এক দুপুরে মুরইছড়া চা বাগানের স্কুল টিলা এলাকায় গেলে ঘরের ভিতর এমন একটা দৃশ্য চোখে পড়ে। জিজ্ঞেস করলে সনচড়ি সাওতাল জানান, শিশুটির চিকিৎসার জন্য সিলেটের খাদিমনগরের একটি সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসক বলেছেন শিশুটিকে নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে—এটাই তার উন্নতির একমাত্র পথ। কিন্তু এ ধরনের থেরাপি নিয়মিত নেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই এই পরিবারের। এই শিশুটি কি সরকারি প্রতিবন্ধী ভাতা পাবে তাও তিনি জানেন না। তিনি বলেন, ছেলেটির কান্না আর কষ্ট আমি কি করে সহ্য করি। তাই বুদ্ধি করে এই গর্তটি করেছি। সেখানে ঢুকালে ছেলেটি একটু দাঁড়াতে পারে। সামর্থ্য থাকলে যন্ত্রপাতি কিনে আনতাম। এইরকম প্রতিবন্ধী বাচ্চাদের জন্য নাকি ডিজাইন করা অনেক যন্ত্রপাতি আছে।

একমাত্র সন্তানটি যেন একদিন নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের মতো করে হাঁটতে পারে এটাই একমাত্র চাওয়া বাবা-মায়ের। নুন আনতে পান্তা ফুরানোর পরিবারে প্রতিবন্ধী ছোট্ট শিশুটি বিনা চিকিৎসায় পড়ে থাকবে সেটা কারো কাম্য হতে পারে না।

(সংগৃহীত)

এই পোস্ট টা যারা পাবেন তাদের প্রতি আহবান আপনারা এই শিশুটির চিকিৎসার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
HSK_Official_24

17/02/2025

comedy video

animation shorts

ai video

digital creator


Instagram reels

31/10/2024

বাংলা স্টাটাস

#বাংলাদেশ #বাংলাস্টোরি

13/10/2023

মৌলানা কারীমুল্লা জীহাদি Islami Bank Bangladesh PLC

09/09/2023

Welcome to our page🥰🥰

Address

Vellore

Telephone

+919382614261

Website

Alerts

Be the first to know and let us send you an email when HSK_Official_24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HSK_Official_24:

Share