06/09/2025
যে হৃদয় ঈশ্বরকে প্রেমে দেখে, তার কাছে ভগবানের পথ কখনোই কঠিন নয়।
📖 শ্রীমদ্ভগবদগীতা ১২.৫
"ক্লেশোহধিকতরস্তেষামব্যক্তাসক্তচেতসাম্।
অব্যক্তা হি গতির্দুঃখং দেহবদ্ভিরবাপ্যতে॥"
🙏 বাংলা অর্থ:
"যারা নিরাকার ব্রহ্মে মন নিবদ্ধ রাখে, তাদের পথ অতিশয় ক্লেশকর; কারণ দেহধারী মানুষের পক্ষে সেই অব্যক্তকে উপলব্ধি করা অত্যন্ত কঠিন।"
🕊️ নিরাকার ঈশ্বরের ধ্যান মানে শূন্যতার মাঝে আলো খোঁজা। এই সাধনা গভীর, কঠিন ও দীর্ঘ। অথচ ভক্তির সহজ পথে— প্রেম, নামস্মরণ ও আত্মসমর্পণেই ভগবানকে পাওয়া যায়। ভক্তির পথ সহজ, মধুর ও হৃদয়কে শান্ত করে।
🌿 নিরাকার ভাবনা কঠিন, কিন্তু ভক্তির প্রেমে ভগবান নিজেই হৃদয়ে প্রকাশিত হন।