Mahabharat Kotha

Mahabharat Kotha যা জীবনের মর্ম শেখাবে মনুষ্যত্বের ধর্ম শেখাবে।
🦚🙏প্রেমসে কহো রাধে রাধে 🙏🦚

যে হৃদয় ঈশ্বরকে প্রেমে দেখে, তার কাছে ভগবানের পথ কখনোই কঠিন নয়।📖 শ্রীমদ্ভগবদগীতা ১২.৫"ক্লেশোহধিকতরস্তেষামব্যক্তাসক্তচেতস...
06/09/2025

যে হৃদয় ঈশ্বরকে প্রেমে দেখে, তার কাছে ভগবানের পথ কখনোই কঠিন নয়।

📖 শ্রীমদ্ভগবদগীতা ১২.৫
"ক্লেশোহধিকতরস্তেষামব্যক্তাসক্তচেতসাম্।
অব্যক্তা হি গতির্দুঃখং দেহবদ্ভিরবাপ্যতে॥"

🙏 বাংলা অর্থ:
"যারা নিরাকার ব্রহ্মে মন নিবদ্ধ রাখে, তাদের পথ অতিশয় ক্লেশকর; কারণ দেহধারী মানুষের পক্ষে সেই অব্যক্তকে উপলব্ধি করা অত্যন্ত কঠিন।"

🕊️ নিরাকার ঈশ্বরের ধ্যান মানে শূন্যতার মাঝে আলো খোঁজা। এই সাধনা গভীর, কঠিন ও দীর্ঘ। অথচ ভক্তির সহজ পথে— প্রেম, নামস্মরণ ও আত্মসমর্পণেই ভগবানকে পাওয়া যায়। ভক্তির পথ সহজ, মধুর ও হৃদয়কে শান্ত করে।

🌿 নিরাকার ভাবনা কঠিন, কিন্তু ভক্তির প্রেমে ভগবান নিজেই হৃদয়ে প্রকাশিত হন।

যে বিশ্বাসহীন হৃদয় ভক্তির পথে স্থির হয় না, সে আসলে নিজেকেই হারায়।📖 শ্রীমদ্ভগবদগীতা ৯.৩"অশ্রদ্দধানাঃ পুরুষাঃ ধর্মস্যাস্য ...
03/09/2025

যে বিশ্বাসহীন হৃদয় ভক্তির পথে স্থির হয় না, সে আসলে নিজেকেই হারায়।

📖 শ্রীমদ্ভগবদগীতা ৯.৩
"অশ্রদ্দধানাঃ পুরুষাঃ ধর্মস্যাস্য পরন্তপ ।
অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যুসংসারবর্ত্মনি॥"

🙏 বাংলা অর্থ:
"হে পরন্তপ! যারা এই ধর্মে বিশ্বাস রাখে না, তারা আমাকে লাভ করতে পারে না; তারা মৃত্যুর সংসারের চক্রেই আবর্তিত হতে থাকে।"

🕊️ বিশ্বাসই ভক্তির প্রাণ। যে হৃদয়ে ভগবানের প্রতি আস্থা নেই, সেই মন সর্বদা সংসারের বন্ধনে জড়িয়ে পড়ে। ভগবানের অনন্ত করুণাকে গ্রহণ করার জন্য চাই আস্থা ও ভক্তি।

🌿 বিশ্বাসের আলোয় পথ চললেই অন্ধকার সংসার সাগর থেকে মুক্তি পাওয়া যায়।

যে মহিমায় বিশ্ব দাঁড়িয়ে আছে, তা আসলে ভগবানেরই এক রূপ।📖 শ্রীমদ্ভগবদগীতা ৭.৪"ভূমিরাপোহনলো বায়ুঃ খং মনো বুদ্ধিরেব চ।অহঙ্কা...
02/09/2025

যে মহিমায় বিশ্ব দাঁড়িয়ে আছে, তা আসলে ভগবানেরই এক রূপ।

📖 শ্রীমদ্ভগবদগীতা ৭.৪
"ভূমিরাপোহনলো বায়ুঃ খং মনো বুদ্ধিরেব চ।
অহঙ্কার ইতীয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা॥"

🙏 বাংলা অর্থ:
"ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার—এই আট প্রকার আমার ভিন্ন ভিন্ন প্রকৃতি।"

🕊️ ভগবান এখানে প্রকাশ করছেন যে সমগ্র জগৎ—প্রকৃতি, মন, বুদ্ধি ও অহংকার—সবই তাঁর শক্তির প্রকাশ। আমাদের চারপাশে যা কিছু দৃশ্যমান ও অদৃশ্য, সবই ঈশ্বরের অসীম মহিমার অংশ। আমরা যখন প্রকৃতিকে দেখি, তখন আসলে তাঁরই রূপ দেখি।

🌿 সব কিছুর মধ্যেই ভগবানের উপস্থিতি অনুভব করলে জীবন হবে সত্যিই ভক্তিময়।

যে হৃদয় ভগবানের মহিমায় ভরে যায়, তার কাছে পৃথিবীর সব বিস্ময় ক্ষুদ্র মনে হয়।📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.৩৯"যচ্চাপি সর্বভূতানাং বী...
01/09/2025

যে হৃদয় ভগবানের মহিমায় ভরে যায়, তার কাছে পৃথিবীর সব বিস্ময় ক্ষুদ্র মনে হয়।

📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.৩৯
"যচ্চাপি সর্বভূতানাং বীজং তদহমর্জুন ।
ন তদস্তি বিনা যৎ স্যান্ময়া ভূতং চরাচরম্॥"

🙏 বাংলা অর্থ:
হে অর্জুন! আমি সমস্ত জীবের বীজরূপ। আমার ব্যতীত জড় ও চেতন কোন কিছুই অস্তিত্ব লাভ করতে পারে না।

🕊️ ভগবান নিজেই সকল সৃষ্টির মূলসূত্র, সব প্রাণের প্রাণ। তিনি ছাড়া কোন কিছুর জন্ম, বৃদ্ধি কিংবা স্থিতি সম্ভব নয়। জীবনের প্রতিটি স্পন্দন, প্রতিটি অস্তিত্বে তাঁরই ছাপ রয়েছে।

🌿 যখন আমরা উপলব্ধি করি যে সবকিছু তাঁর থেকেই উৎপন্ন, তখন অহংকার মুছে যায় এবং ভক্তি জাগে হৃদয়ে।

যে জ্ঞানের আলো আত্মাকে চেনায়, সেটিই সকল বিদ্যার শ্রেষ্ঠ।📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.৩২"সর্গাণামাদিরন্তশ্চ মধ্যং চৈবাহমর্জুন ।আধ...
31/08/2025

যে জ্ঞানের আলো আত্মাকে চেনায়, সেটিই সকল বিদ্যার শ্রেষ্ঠ।

📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.৩২
"সর্গাণামাদিরন্তশ্চ মধ্যং চৈবাহমর্জুন ।
আধ্যাত্মবিদ্যা বিদ্যানাং বাদঃ প্রবদতামহম্ ।।"

🙏 বাংলা অর্থ:
হে অর্জুন! সৃষ্টির মধ্যে আমি আদি, অন্ত এবং মধ্য। সমস্ত বিদ্যার মধ্যে আমি আত্মতত্ত্ববিদ্যা; আর বিতর্ককারীদের মধ্যে আমি ন্যায়সঙ্গত বিতর্ক।

🕊️ শুরু থেকে শেষ পর্যন্ত ভগবানই সর্বত্র বিরাজমান।
তিনি সেই সত্য, যিনি জীবনের প্রতিটি স্তরে আলোকবর্তিকা হয়ে থাকেন।

🌿 আত্মাকে চেনার বিদ্যাই সর্বোচ্চ শিক্ষা, আর সত্যভিত্তিক যুক্তিই আসল শক্তি।

যে হৃদয়ে ভগবানের কৃপা ধারা প্রবাহিত হয়, সেখানে প্রতিটি শব্দই হয়ে ওঠে উপদেশ।📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.৩০"প্রহ্লাদশ্চাস্মি দৈত্...
30/08/2025

যে হৃদয়ে ভগবানের কৃপা ধারা প্রবাহিত হয়, সেখানে প্রতিটি শব্দই হয়ে ওঠে উপদেশ।

📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.৩০
"প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাং কালঃ কলয়তামহম্ ।
মৃগাণাং চ মৃগেন্দ্রোহহং বৈনতেয়শ্চ পক্ষিণাম্ ॥"

🙏 বাংলা অর্থ:
আমি অসুরদের মধ্যে প্রহ্লাদ, সময়ের মধ্যে সর্বনাশী কাল, পশুদের মধ্যে সিংহ এবং জ্ঞানীদের মধ্যে আমি নারদ।

🕊️ ভগবান এখানে জানাচ্ছেন, তিনি সকল অস্তিত্বের মধ্যে শ্রেষ্ঠ রূপে বিদ্যমান। ভক্ত প্রহ্লাদের অনন্য ভক্তি, সিংহের শক্তি, নারদের জ্ঞান—এসবই ভগবানের প্রকাশ। অর্থাৎ, যেখানে গুণ আছে, সেখানে তাঁরই উপস্থিতি।

🌿 তাই ভক্তি, শক্তি ও জ্ঞান—সবই ভগবান প্রদত্ত। তাঁকে স্মরণ করলে জীবন নিজেই হয়ে ওঠে আলোকিত।

যে মহত্ত্বকে মানুষ সর্বত্র শ্রদ্ধা করে, তার উৎসও ভগবান নিজেই।📖 শ্রীমদ্ভগবদ্‌গীতা ১০.২৪"পুরোধসাং চ মুখ্যং মাং বিদ্ধি পার্...
28/08/2025

যে মহত্ত্বকে মানুষ সর্বত্র শ্রদ্ধা করে, তার উৎসও ভগবান নিজেই।

📖 শ্রীমদ্ভগবদ্‌গীতা ১০.২৪
"পুরোধসাং চ মুখ্যং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম্ ।
সেনানীনামহং স্কন্দঃ সরসামস্মি সাগরঃ॥"

🙏 বাংলা অর্থ:
আমি পৌরুষের মধ্যে শ্রী রামচন্দ্র, দেবতাদের মধ্যে ইন্দ্র; সামবেদের স্তোত্রের মধ্যে বৃহৎসাম এবং ছন্দের মধ্যে গায়ত্রী ছন্দ আমি।

🕊️ ভগবান সর্বত্র শ্রেষ্ঠত্বের রূপে বিদ্যমান।
যে যেখানে সর্বোচ্চ, তা তাঁরই প্রকাশ।

🌿 যখন আমরা শ্রেষ্ঠত্বকে সম্মান করি, তখন আসলে আমরা ভগবানকেই নমন করি।

যে মানুষ নিজের অন্তরে স্থির, তাকে কখনো দোলাতে পারে না সুখ-দুঃখ।📖 শ্রীমদ্ভগবদ্‌গীতা ২.১৫"যং হি ন ব্যথয়ন্ত্যেতে পুরুষং পু...
27/08/2025

যে মানুষ নিজের অন্তরে স্থির, তাকে কখনো দোলাতে পারে না সুখ-দুঃখ।

📖 শ্রীমদ্ভগবদ্‌গীতা ২.১৫
"যং হি ন ব্যথয়ন্ত্যেতে পুরুষং পুরুষর্ষভ ।
সমদুঃখসুখং ধীরং সোহমৃতত্বায় কল্পতে॥"

🙏 বাংলা অর্থ:
হে অর্জুন! যে জ্ঞানী ব্যক্তি সুখে-দুঃখে সমভাব বজায় রাখে এবং কখনো দুঃখে বিচলিত হয় না, সেই ধীর ব্যক্তি অমৃতত্ব (মোক্ষ) লাভের যোগ্য।

🕊️ ধৈর্যই আসল শক্তি।
যে অন্তরে সুখ-দুঃখ সমান হয়ে যায়, সেখানেই জন্ম নেয় মুক্তি।

🌿 সুখ-দুঃখ ক্ষণিক, কিন্তু সমভাব চিরন্তন।

যেখানে জ্ঞান, সেখানেই ভগবানের প্রকাশ।📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.২২"বেদানাং সামবেদোহস্মি দেবানামস্মি বাসবঃ ।ইন্দ্রিয়াণাং মনশ্চ...
26/08/2025

যেখানে জ্ঞান, সেখানেই ভগবানের প্রকাশ।

📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.২২
"বেদানাং সামবেদোহস্মি দেবানামস্মি বাসবঃ ।
ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা॥"

🔍 বাংলা অর্থ:
আমি বেদসমূহের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়সমূহের মধ্যে মন, আর সকল জীবের মধ্যে আমি চেতনা।

🕊️ কৃষ্ণ শুধু বাহ্য জগতের নয়, আমাদের অন্তরের প্রতিটি স্পন্দনের মধ্যেও বিদ্যমান।
মন, প্রাণ ও চেতনার মধ্য দিয়েই তাঁর প্রকাশ ঘটে।

🌿 জগতের সবকিছুর মধ্যে ঈশ্বরকে অনুভব করাই প্রকৃত যোগ।
তখন আর ভক্তি সীমাবদ্ধ থাকে না— হয়ে যায় জীবনের প্রতিটি শ্বাসের অংশ।

আমি প্রতিটি জীবের অন্তরে অবস্থান করি।আমি সকলের শুরু, মধ্য ও অন্ত।📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.২০"অহম্ আত্মা গুড়াকেশ সর্বভূতাশয়...
24/08/2025

আমি প্রতিটি জীবের অন্তরে অবস্থান করি।
আমি সকলের শুরু, মধ্য ও অন্ত।

📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.২০
"অহম্ আত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিতঃ ।
অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এভ চ ॥"

🔍 বাংলা অর্থ:
হে গুড়াকেশ (অর্জুন), আমি সকল জীবের অন্তঃস্থিত আত্মা।
আমি সকলের শুরু, আমি মধ্য, এবং আমি শেষও।

🕊️ জীবনের প্রতিটি ধাপে— জন্মে, জীবনে ও মৃত্যুতেও—
একই সত্ত্বা আমাদের আশ্রয় হয়ে থাকেন।

🌿 যিনি অন্তরে আছেন, তাঁকে খুঁজতে বাইরে ছুটতে হয় না।

সবকিছুর মূল আমি, সবকিছুর পরিণতি আমিই।যিনি এ কথা জানেন, তিনি ভক্তিভরে আমাকে পূজা করেন।📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.৮"অহং সর্বস্য ...
23/08/2025

সবকিছুর মূল আমি, সবকিছুর পরিণতি আমিই।
যিনি এ কথা জানেন, তিনি ভক্তিভরে আমাকে পূজা করেন।

📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.৮
"অহং সর্বস্য প্রভবো মত্তঃ সর্বং প্রবর্ততে ।
ইতি মত্বা ভজন্তে মাং বুধা ভাবসমন্বিতাঃ॥"

🔍 বাংলা অর্থ:
আমি সকল সৃষ্টির উৎস, আমার থেকেই সবকিছু প্রবাহিত।
এ কথা যারা হৃদয়ঙ্গম করে, জ্ঞানীগণ পূর্ণ ভক্তিভরে আমাকে ভজনা করেন।

🕊️ জীবন যতই বিশাল হোক, তার সূচনা ও শেষ এক উৎসেই মিলিত— সেই উৎস ভগবান।

🌿 ভক্তি জন্মায় তখনই, যখন হৃদয় উপলব্ধি করে— সবই তাঁর থেকে, সবই তাঁর দিকে।

যিনি সর্বশক্তিমান, তাঁরও কর্ম থেমে থাকে না— কারণ কর্মই জীবনের গতি।📖 শ্রীমদ্ভগবদগীতা ৩.২২"ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু...
22/08/2025

যিনি সর্বশক্তিমান, তাঁরও কর্ম থেমে থাকে না— কারণ কর্মই জীবনের গতি।

📖 শ্রীমদ্ভগবদগীতা ৩.২২
"ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন ।
নানবাপ্তমবাপ্তব্যং বর্ত এব চ কর্মণি॥"

🔍 বাংলা অর্থ:
হে অর্জুন, তিন জগতে আমার জন্য কোনো কর্তব্য নেই।
কোনো কিছু আমি প্রাপ্ত হইনি, আবার কিছু অর্জন করারও নেই।
তবুও আমি কর্মে অবিচল থাকি।

🕊️ ঈশ্বর নিজে কিছু পাওয়ার জন্য নয়, পৃথিবীর কল্যাণের জন্য কর্ম করেন।

🌿 তাই আমরা যদি তাঁকে অনুসরণ করি, আমাদের প্রতিটি কাজও হয়ে ওঠে সবার মঙ্গলের কারণ।

Address

Vrindavan

Telephone

+8801834948602

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahabharat Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahabharat Kotha:

Share

Category