
28/08/2025
যে মহত্ত্বকে মানুষ সর্বত্র শ্রদ্ধা করে, তার উৎসও ভগবান নিজেই।
📖 শ্রীমদ্ভগবদ্গীতা ১০.২৪
"পুরোধসাং চ মুখ্যং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম্ ।
সেনানীনামহং স্কন্দঃ সরসামস্মি সাগরঃ॥"
🙏 বাংলা অর্থ:
আমি পৌরুষের মধ্যে শ্রী রামচন্দ্র, দেবতাদের মধ্যে ইন্দ্র; সামবেদের স্তোত্রের মধ্যে বৃহৎসাম এবং ছন্দের মধ্যে গায়ত্রী ছন্দ আমি।
🕊️ ভগবান সর্বত্র শ্রেষ্ঠত্বের রূপে বিদ্যমান।
যে যেখানে সর্বোচ্চ, তা তাঁরই প্রকাশ।
🌿 যখন আমরা শ্রেষ্ঠত্বকে সম্মান করি, তখন আসলে আমরা ভগবানকেই নমন করি।