Mahabharat Kotha

Mahabharat Kotha যা জীবনের মর্ম শেখাবে মনুষ্যত্বের ধর্ম শেখাবে।
🦚🙏প্রেমসে কহো রাধে রাধে 🙏🦚

যে মহত্ত্বকে মানুষ সর্বত্র শ্রদ্ধা করে, তার উৎসও ভগবান নিজেই।📖 শ্রীমদ্ভগবদ্‌গীতা ১০.২৪"পুরোধসাং চ মুখ্যং মাং বিদ্ধি পার্...
28/08/2025

যে মহত্ত্বকে মানুষ সর্বত্র শ্রদ্ধা করে, তার উৎসও ভগবান নিজেই।

📖 শ্রীমদ্ভগবদ্‌গীতা ১০.২৪
"পুরোধসাং চ মুখ্যং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম্ ।
সেনানীনামহং স্কন্দঃ সরসামস্মি সাগরঃ॥"

🙏 বাংলা অর্থ:
আমি পৌরুষের মধ্যে শ্রী রামচন্দ্র, দেবতাদের মধ্যে ইন্দ্র; সামবেদের স্তোত্রের মধ্যে বৃহৎসাম এবং ছন্দের মধ্যে গায়ত্রী ছন্দ আমি।

🕊️ ভগবান সর্বত্র শ্রেষ্ঠত্বের রূপে বিদ্যমান।
যে যেখানে সর্বোচ্চ, তা তাঁরই প্রকাশ।

🌿 যখন আমরা শ্রেষ্ঠত্বকে সম্মান করি, তখন আসলে আমরা ভগবানকেই নমন করি।

যে মানুষ নিজের অন্তরে স্থির, তাকে কখনো দোলাতে পারে না সুখ-দুঃখ।📖 শ্রীমদ্ভগবদ্‌গীতা ২.১৫"যং হি ন ব্যথয়ন্ত্যেতে পুরুষং পু...
27/08/2025

যে মানুষ নিজের অন্তরে স্থির, তাকে কখনো দোলাতে পারে না সুখ-দুঃখ।

📖 শ্রীমদ্ভগবদ্‌গীতা ২.১৫
"যং হি ন ব্যথয়ন্ত্যেতে পুরুষং পুরুষর্ষভ ।
সমদুঃখসুখং ধীরং সোহমৃতত্বায় কল্পতে॥"

🙏 বাংলা অর্থ:
হে অর্জুন! যে জ্ঞানী ব্যক্তি সুখে-দুঃখে সমভাব বজায় রাখে এবং কখনো দুঃখে বিচলিত হয় না, সেই ধীর ব্যক্তি অমৃতত্ব (মোক্ষ) লাভের যোগ্য।

🕊️ ধৈর্যই আসল শক্তি।
যে অন্তরে সুখ-দুঃখ সমান হয়ে যায়, সেখানেই জন্ম নেয় মুক্তি।

🌿 সুখ-দুঃখ ক্ষণিক, কিন্তু সমভাব চিরন্তন।

যেখানে জ্ঞান, সেখানেই ভগবানের প্রকাশ।📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.২২"বেদানাং সামবেদোহস্মি দেবানামস্মি বাসবঃ ।ইন্দ্রিয়াণাং মনশ্চ...
26/08/2025

যেখানে জ্ঞান, সেখানেই ভগবানের প্রকাশ।

📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.২২
"বেদানাং সামবেদোহস্মি দেবানামস্মি বাসবঃ ।
ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা॥"

🔍 বাংলা অর্থ:
আমি বেদসমূহের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়সমূহের মধ্যে মন, আর সকল জীবের মধ্যে আমি চেতনা।

🕊️ কৃষ্ণ শুধু বাহ্য জগতের নয়, আমাদের অন্তরের প্রতিটি স্পন্দনের মধ্যেও বিদ্যমান।
মন, প্রাণ ও চেতনার মধ্য দিয়েই তাঁর প্রকাশ ঘটে।

🌿 জগতের সবকিছুর মধ্যে ঈশ্বরকে অনুভব করাই প্রকৃত যোগ।
তখন আর ভক্তি সীমাবদ্ধ থাকে না— হয়ে যায় জীবনের প্রতিটি শ্বাসের অংশ।

আমি প্রতিটি জীবের অন্তরে অবস্থান করি।আমি সকলের শুরু, মধ্য ও অন্ত।📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.২০"অহম্ আত্মা গুড়াকেশ সর্বভূতাশয়...
24/08/2025

আমি প্রতিটি জীবের অন্তরে অবস্থান করি।
আমি সকলের শুরু, মধ্য ও অন্ত।

📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.২০
"অহম্ আত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিতঃ ।
অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এভ চ ॥"

🔍 বাংলা অর্থ:
হে গুড়াকেশ (অর্জুন), আমি সকল জীবের অন্তঃস্থিত আত্মা।
আমি সকলের শুরু, আমি মধ্য, এবং আমি শেষও।

🕊️ জীবনের প্রতিটি ধাপে— জন্মে, জীবনে ও মৃত্যুতেও—
একই সত্ত্বা আমাদের আশ্রয় হয়ে থাকেন।

🌿 যিনি অন্তরে আছেন, তাঁকে খুঁজতে বাইরে ছুটতে হয় না।

সবকিছুর মূল আমি, সবকিছুর পরিণতি আমিই।যিনি এ কথা জানেন, তিনি ভক্তিভরে আমাকে পূজা করেন।📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.৮"অহং সর্বস্য ...
23/08/2025

সবকিছুর মূল আমি, সবকিছুর পরিণতি আমিই।
যিনি এ কথা জানেন, তিনি ভক্তিভরে আমাকে পূজা করেন।

📖 শ্রীমদ্ভগবদগীতা ১০.৮
"অহং সর্বস্য প্রভবো মত্তঃ সর্বং প্রবর্ততে ।
ইতি মত্বা ভজন্তে মাং বুধা ভাবসমন্বিতাঃ॥"

🔍 বাংলা অর্থ:
আমি সকল সৃষ্টির উৎস, আমার থেকেই সবকিছু প্রবাহিত।
এ কথা যারা হৃদয়ঙ্গম করে, জ্ঞানীগণ পূর্ণ ভক্তিভরে আমাকে ভজনা করেন।

🕊️ জীবন যতই বিশাল হোক, তার সূচনা ও শেষ এক উৎসেই মিলিত— সেই উৎস ভগবান।

🌿 ভক্তি জন্মায় তখনই, যখন হৃদয় উপলব্ধি করে— সবই তাঁর থেকে, সবই তাঁর দিকে।

যিনি সর্বশক্তিমান, তাঁরও কর্ম থেমে থাকে না— কারণ কর্মই জীবনের গতি।📖 শ্রীমদ্ভগবদগীতা ৩.২২"ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু...
22/08/2025

যিনি সর্বশক্তিমান, তাঁরও কর্ম থেমে থাকে না— কারণ কর্মই জীবনের গতি।

📖 শ্রীমদ্ভগবদগীতা ৩.২২
"ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন ।
নানবাপ্তমবাপ্তব্যং বর্ত এব চ কর্মণি॥"

🔍 বাংলা অর্থ:
হে অর্জুন, তিন জগতে আমার জন্য কোনো কর্তব্য নেই।
কোনো কিছু আমি প্রাপ্ত হইনি, আবার কিছু অর্জন করারও নেই।
তবুও আমি কর্মে অবিচল থাকি।

🕊️ ঈশ্বর নিজে কিছু পাওয়ার জন্য নয়, পৃথিবীর কল্যাণের জন্য কর্ম করেন।

🌿 তাই আমরা যদি তাঁকে অনুসরণ করি, আমাদের প্রতিটি কাজও হয়ে ওঠে সবার মঙ্গলের কারণ।

যে হৃদয় নিজের ভেতরেই আনন্দ খুঁজে পায়, বাইরের কোনো কিছুর কাছে সে আর নির্ভরশীল নয়।📖 শ্রীমদ্ভগবদগীতা ৩.১৭"যস্ত্বাত্মরতিরেব ...
21/08/2025

যে হৃদয় নিজের ভেতরেই আনন্দ খুঁজে পায়, বাইরের কোনো কিছুর কাছে সে আর নির্ভরশীল নয়।

📖 শ্রীমদ্ভগবদগীতা ৩.১৭
"যস্ত্বাত্মরতিরেব স্যাদাত্মতৃপ্তশ্চ মানবঃ ।
আত্মন্যেব চ সন্ত্তষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে॥"

🔍 বাংলা অর্থ:
যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত আত্মাতেই সন্তুষ্ট, তাঁর কোন কর্তব্যকর্ম নেই।

🕊️ যে নিজেই নিজের আনন্দের উৎস, তার কাছে পৃথিবীর চাহিদা ক্ষুদ্র হয়ে যায়।

🌿 সত্যিকার স্বাধীনতা তখনই, যখন হৃদয় নিজের ভেতরে পূর্ণতা খুঁজে পায়।

যে বাইরে কর্ম ত্যাগ করে, অথচ মনে কর্মের চিন্তা লালন করে—সে মিথ্যাচারী।📖 শ্রীমদ্ভগবদগীতা ৩.৬"কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস...
20/08/2025

যে বাইরে কর্ম ত্যাগ করে, অথচ মনে কর্মের চিন্তা লালন করে—সে মিথ্যাচারী।

📖 শ্রীমদ্ভগবদগীতা ৩.৬
"কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরন্ ।
ইন্দ্রিয়ার্থান্ বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে॥"

🔍 বাংলা অর্থ:
যে ব্যক্তি বাহ্যত ইন্দ্রিয় সংযম করে, কিন্তু মনে ইন্দ্রিয়বিষয় নিয়ে ভাবনা করে—
সে আসলে ভ্রান্তচিত্ত, তার জীবনকে ভণ্ডামি বলা হয়।

🕊️ সংযম কেবল শরীরের নয়, মন ও চিন্তারও।

🌿 সত্যিকার যোগ হলো ভেতরের পবিত্রতা, বাইরে প্রদর্শন নয়।

যে হৃদয় ভগবানের প্রতি ভরসা রাখে, তার কাছে শান্তিই সত্যিকারের ধন।📜 শ্রীমদ্ভগবদগীতা ৫.২৯"ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোকমহেশ্বর...
19/08/2025

যে হৃদয় ভগবানের প্রতি ভরসা রাখে, তার কাছে শান্তিই সত্যিকারের ধন।

📜 শ্রীমদ্ভগবদগীতা ৫.২৯
"ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোকমহেশ্বরম্ ।
সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমৃচ্ছতি।।"

🔍 বাংলা অর্থ:
যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সমগ্র লোকের মহেশ্বর এবং সকল জীবের অন্তরঙ্গ বন্ধু আমি।
যে আমাকে এভাবে জানে, সে শান্তি লাভ করে।

🕊️ ভগবান শুধু নিয়ন্তা নন, তিনি সকলের বন্ধু।
তাঁকে জানলেই হৃদয়ের অস্থিরতা মিলিয়ে যায়।

🌿 সত্যিকারের শান্তি অর্জিত হয় তখনই, যখন আমরা ঈশ্বরকে নিজের বন্ধু বলে গ্রহণ করি।

ধর্ম কখনো নষ্ট হয় না, শুধু আচ্ছন্ন হয়। ভগবান নিজেই সেই পর্দা সরাতে আসেন।📖 শ্রীমদ্ভগবদ্‌গীতা ৪.৯জন্ম কর্ম চ মে দিব্যমেবং ...
18/08/2025

ধর্ম কখনো নষ্ট হয় না, শুধু আচ্ছন্ন হয়। ভগবান নিজেই সেই পর্দা সরাতে আসেন।

📖 শ্রীমদ্ভগবদ্‌গীতা ৪.৯
জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বতঃ ।
ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন ॥

🙏 বাংলা অর্থ:
হে অর্জুন! যে ব্যক্তি আমার জন্ম ও কর্মের দিব্যতাকে যথার্থভাবে উপলব্ধি করে, সে দেহত্যাগের পর পুনর্জন্ম লাভ করে না; সে আমার ধামে প্রবেশ করে।

🕊️ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম-মৃত্যু মানুষের মতো নয়। তা অবতার—অধর্ম নাশ আর ধর্ম প্রতিষ্ঠার জন্য। যিনি এই সত্যকে হৃদয়ে ধারণ করেন, তিনি সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে চিরন্তন আশ্রয়ে পৌঁছে যান।

🌿 ভগবানকে জানা মানেই মুক্তি। তাঁর লীলা বোঝা মানেই ভক্তির পথকে খুঁজে পাওয়া। 🙏

ভগবান অবতীর্ণ হন শুধু অন্যায় দমনেই নয়, ভক্তদের রক্ষা ও ধর্ম প্রতিষ্ঠার জন্যও।📖 শ্রীমদ্ভগবদ্‌গীতা ৪.৮পরিত্রাণায় সাধূনাং ...
17/08/2025

ভগবান অবতীর্ণ হন শুধু অন্যায় দমনেই নয়, ভক্তদের রক্ষা ও ধর্ম প্রতিষ্ঠার জন্যও।

📖 শ্রীমদ্ভগবদ্‌গীতা ৪.৮
পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ॥

🙏 বাংলা অর্থ:
সাধুদের রক্ষা, দুষ্কৃতদের বিনাশ এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই।

🕊️ ভগবান কখনো তাঁর ভক্তদের একা ফেলে দেন না। যুগে যুগে তিনি মানবজাতির পথপ্রদর্শক হয়ে আসেন, অন্যায়ের অন্ধকার ভেদ করে ন্যায় ও ধর্মকে পুনরুজ্জীবিত করেন।

🌿 যুগ পাল্টায়, সময় পাল্টায়, কিন্তু ভগবানের প্রতিশ্রুতি চিরন্তন — তিনি সবসময় ধর্মপ্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হন। 🙏

যখন ধর্ম বিপন্ন হয়, তখন ভগবান নিজেই অবতীর্ণ হন পৃথিবীতে।📖 শ্রীমদ্ভগবদ্‌গীতা ৪.৭যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ।অভ্...
16/08/2025

যখন ধর্ম বিপন্ন হয়, তখন ভগবান নিজেই অবতীর্ণ হন পৃথিবীতে।

📖 শ্রীমদ্ভগবদ্‌গীতা ৪.৭
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ।
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্॥

🙏 বাংলা অর্থ:
হে ভারত ! যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যূত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই।

🕊️ ব্যাখ্যা:
ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন—ধর্ম যখন ক্ষীণ হয়, অধর্ম যখন মানুষকে অন্ধকারে ঠেলে দেয়, তখন তিনি অবতীর্ণ হন। তাঁর আবির্ভাব শুধু ধ্বংসের জন্য নয়, বরং মানুষের হৃদয়ে ধর্ম, সত্য ও ন্যায়ের প্রদীপ জ্বালানোর জন্য।

🌿 যখন অন্যায় বেড়ে যায়, তখন ভগবানের ন্যায়ের আলো অনিবার্যভাবে আবির্ভূত হয়।

Address

Vrindavan

Telephone

+8801834948602

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahabharat Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahabharat Kotha:

Share

Category