ᴴaʳe ᴷʳiˢʰⁿa

ᴴaʳe ᴷʳiˢʰⁿa ঈশ্বরের নাম বিরক্তিতে নয়,
খুশিতে করতে হয়...!🙂❤️
❤️ 🙏হরে কৃষ্ণ🙏 ❤️

খুশির খবর সবার আশির্বাদে আরাধ্যা মামনি রেসপন্স করছে। আগের থেকে অনেকটা ভালো আছে আরাধ্যা মামনি।ছবিতে আরাধ্যা মামনির সাথে য...
05/04/2025

খুশির খবর সবার আশির্বাদে আরাধ্যা মামনি রেসপন্স করছে। আগের থেকে অনেকটা ভালো আছে আরাধ্যা মামনি।

ছবিতে আরাধ্যা মামনির সাথে যাকে দেখছেন সে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবী Pinky Dey, আরাধ্যা মামনির এক্সিডেন্টের পর থেকে মায়ের মত করে সব কিছু করে যাচ্ছে, কতটা স্বেচ্ছাসেবীর মন মানসিকতা থাকলে নিজের শহর চট্টগ্রাম ছেড়ে ঢাকায় আরাধ্যা মামনির পাশে থেকে চাতক পাখির মত বসে থাকে একবার ভাবুন।

যেখানে মানুষ স্বার্থ ছাড়া এক পা সামনে যায় না, সেখানে নিঃস্বার্থ ভাবে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ছেলে মেয়েরা কাজগুলো করে যাচ্ছে। কারো কাছে কিছু চাওয়ার নেই সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন পরিবারের। শুধু আমাদের জন্য আশির্বাদ করবেন এভাবেই যেনো আমরা অসহায় মানুষদের পাশে থেকে সেবা দিতে পারি।

আরাধ্যা মামনি তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠো।
কোটি মানুষ তোমাকে আশির্বাদ করছে।

শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান,,,,মন দিয়ে পড়ুন .....প্রশ্ন :- আমি কার দাস?উত্তর হওয়ার কথা :- আমি ভগবানের দাস।কিন্তু বদলে উত্তর...
23/03/2025

শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান,,,,

মন দিয়ে পড়ুন .....
প্রশ্ন :- আমি কার দাস?

উত্তর হওয়ার কথা :- আমি ভগবানের দাস।
কিন্তু বদলে উত্তর ঐটাই আসে কিন্তু আচরণে দেখা যায় আমি আমার স্বামী/ স্ত্রী এর দাস, পুত্র/ কন্যা এর দাস, আমার বসের দাস, আমার বাবা মায়ের দাস, আমার পরিবার পরিজনের দাস ...আমি সবসময় ব্যস্ত ...কি করে তাদের কে সুখ দেব ... সর্বদা তাদেরই চিন্তা
এমনকি আমি আমার পোষা বিড়াল, কুকুর, ইঁদুর, গিনিপিক এদেরও দাস ...এরা কেউ আমার দাস নয়..... আমাকে ভাবতে হয় তাদের ভালো থাকার কথা .... তারদের কিন্তু আমার কথা ভাবতে হয় না......
আর এসব করতে গিয়ে আমার আসল কাজটাই হলো না .... মানব জীবনে এসেছি ভগবানকে জানবো বলে, তাঁর সেবা-অর্চনা করবো বলে ...... তার জায়গায় সেটা না করে ওপরের দাসত্ব করেই জীবন কেটে গেলো ......
এই করেই শেষ হই না ..... মৃত্যুর শেষলগ্নে এদেরই কারোর মায়াময় মুখ, হাত ধরে আবার অনুরোধ করে যাই .... সব রইলো আমার দেখো ।
আদতেও কি কিছু তোমার ছিলো নাকি , তুমি কারোর ছিলে .....
যে পিতার কোলে উঠলে আর নামিয়ে দেওয়ার চিন্তা থাকে না তাঁর কোলে না উঠে ছায়াময় মায়াময় পিতার কোলে উঠলাম বুক ভরা বিশ্বাস নিয়ে ..... ঠিক 18-22 বছর বয়সে পিতা নামিয়ে দিলো কোল থেকে .... যা পুত্র খেটে খা .....
সত্যই কি আমরা যা করছি ঠিক করছি ?.... সবকিছুকেই কর্তব্য জ্ঞানে করলে আর তারসাথে হরি পাদপদ্মে নিত্য স্মরণ নিলে .... জীবন হয়ে উঠবে আনন্দময় ...... আসুন জাগতিক সব কাজ করার সাথে সাথে আমরা আমাদের পারমার্থিক কাজেও গভীর থেকে গভীরতর ভাবে মন নিবেশ করি .....
জড় জগতের মায়া থেকে ত‍্যাগ করে ভগবানের দাস হয়ে যান। ভগবানের চরণে সবকিছু সমর্পণ করুন।।
হরে কৃষ্ণ 🙏❤🙏

যুদ্ধ কখনো শান্তি আনয়ন করতে পারে না।যেখানে যারা সংখ্যায় কম তারাই মার খায় ইতিহাস এটাই বলে,সে যে ধর্মেরই লোক হোক,কেই ধর্ম ...
21/03/2025

যুদ্ধ কখনো শান্তি আনয়ন করতে পারে না।
যেখানে যারা সংখ্যায় কম তারাই মার খায় ইতিহাস এটাই বলে,সে যে ধর্মেরই লোক হোক,কেই ধর্ম কেউ বর্ণের কারনে,কেউ রাজনৈতিক কারনে।
হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু,
মুসলিম মরলে যে কাঁদে সে মুসলিম,...
মানুষ মরলে যে কাঁদে সেইতো মানুষ।
মনুষ্যত্বের মাহাত্ম্য মানুষ হওয়ার মধ্যে নয়, মানবিক হওয়ার মধ্যে। আমাদের বিভিন্ন ধর্ম, ভিন্ন ভাষা, ভিন্ন রঙের চামড়া থাকতে পারে, কিন্তু আমরা সবাই এক মানব জাতির অন্তর্গত।

বৃত্তি নির্বিশেষে সমস্ত ধর্ম অনুষ্ঠান যদি পরমেশ্বরভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণে রতি উৎপন্ন না করে,তাহলে তা কেবল ব্যর্থ পর...
20/03/2025

বৃত্তি নির্বিশেষে সমস্ত ধর্ম অনুষ্ঠান যদি পরমেশ্বর
ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণে রতি উৎপন্ন না করে,
তাহলে তা কেবল ব্যর্থ পরিশ্রম মাত্র।🍁🥀
হরে কৃষ্ণ ✨🙏

20/03/2025

এখানে কি কি ঠাকুর রয়েছে....?
দেখে বলুন দেখি.... 🙏🥰❤️🥀

যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের পক্ষে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কষ্টকর। কারণ অব্যক্ত...
20/03/2025

যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের পক্ষে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কষ্টকর। কারণ অব্যক্তের উপাসনার ফলে কেবল দুঃখই লাভ হয়।
ভ: গীতা: অধ্যায় -১২
শ্লোক নং:৫🙏🙏🙏

কর্ম করে যান ভগবান ঠিকই দেখছে আপনি কি করছেন । আপনার কর্ম  অনুযায়ী আপনি ফল  পাবেন ।কেও খারাপ কাজ করে পালাতে  পারবে না ।স...
19/03/2025

কর্ম করে যান ভগবান ঠিকই দেখছে আপনি কি করছেন । আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন ।কেও খারাপ কাজ করে পালাতে পারবে না ।সবাইকে নিজের কর্মের ফল পেতে হবেই । তাই সর্বদা সৎ কর্ম করুন। সত্যের পথে চলুন। মানুষকে ভালবাসুন। ভগবান সর্বদা আপনার পাশে আছে 😌❤️

Address

Vrindavan
281121

Alerts

Be the first to know and let us send you an email when ᴴaʳe ᴷʳiˢʰⁿa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ᴴaʳe ᴷʳiˢʰⁿa:

Share