
05/04/2025
খুশির খবর সবার আশির্বাদে আরাধ্যা মামনি রেসপন্স করছে। আগের থেকে অনেকটা ভালো আছে আরাধ্যা মামনি।
ছবিতে আরাধ্যা মামনির সাথে যাকে দেখছেন সে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবী Pinky Dey, আরাধ্যা মামনির এক্সিডেন্টের পর থেকে মায়ের মত করে সব কিছু করে যাচ্ছে, কতটা স্বেচ্ছাসেবীর মন মানসিকতা থাকলে নিজের শহর চট্টগ্রাম ছেড়ে ঢাকায় আরাধ্যা মামনির পাশে থেকে চাতক পাখির মত বসে থাকে একবার ভাবুন।
যেখানে মানুষ স্বার্থ ছাড়া এক পা সামনে যায় না, সেখানে নিঃস্বার্থ ভাবে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ছেলে মেয়েরা কাজগুলো করে যাচ্ছে। কারো কাছে কিছু চাওয়ার নেই সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন পরিবারের। শুধু আমাদের জন্য আশির্বাদ করবেন এভাবেই যেনো আমরা অসহায় মানুষদের পাশে থেকে সেবা দিতে পারি।
আরাধ্যা মামনি তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠো।
কোটি মানুষ তোমাকে আশির্বাদ করছে।