S B Kasemy travels হজ ওমরাহর বিশ্বস্ত প্রতিষ্ঠান

  • Home
  • Iraq
  • بغداد
  • S B Kasemy travels হজ ওমরাহর বিশ্বস্ত প্রতিষ্ঠান

S B Kasemy travels হজ ওমরাহর বিশ্বস্ত প্রতিষ্ঠান সততাই মূল লক্ষ।

প্রতি মাসের নেয় সেপ্টেম্বর মাসেও প্রথম সপ্তাহে ওমরাহ গ্রুপ রেডি হচ্ছে।অলরেডি ১৭টি পাসপোর্ট জমা হয়ে গেছে।আলহামদুলিল্লাহ...
02/08/2025

প্রতি মাসের নেয় সেপ্টেম্বর মাসেও প্রথম সপ্তাহে ওমরাহ গ্রুপ রেডি হচ্ছে।
অলরেডি ১৭টি পাসপোর্ট জমা হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ।

কেহ যেতে চাইলে দ্রুত যোগাযোগ করুন।
01730878487


#কাশেমী_হজ্ব_কাফেলা

08/07/2025

হজের রেজিস্ট্রেশন শুরু হওয়ার কয়েকদিন পরই এমন একজন রেজিস্ট্রেশনের টাকা দিলেন, বাহ‍্যিক ভাবে যার হজে যাওয়ার সামর্থ নাই বলেই মনে হয়। আন্তরিক সম্পর্ক থাকার কারনে বিষয়টা জিজ্ঞেস করেই ফেলেছিলাম।

তিনি হেসে উত্তর দিয়েছিলেন, এই ত্রিশ হাজার টাকা তিন মাসে শোধ করবো বলে ধার করে এনেছি। রেজিস্ট্রেশন শেষে আল্লাহকে বলবো, আল্লাহ! আমার এতটুকুই সামর্থ‍্য ছিল। আমার আর সামর্থ নেই। তোমার ঘরে যাওয়ার জন‍্য বাকিটুকুর ব‍্যবস্থা তুমি কুদরতী ভাবে না করলে, আমার যাওয়া হবে না।

বিশ্বাস করবেন কিনা জানি না। তার লাগাতার এই দুআর বরকতে পরবর্তী বছর তিনি শুধু একা যান নি। তার মাহরামকেও হজ করিয়ে এনেছেন। এত অফুরন্ত বারাকাহ এত অল্প সময়ে আল্লাহ তার সম্পদে দিয়েছিলেন, যেটা শুনলে অবাক হতে হয়।…

এত কথা আমার এজেন্সির ক‍্যাম্পেইন করার জন‍্য বলছি না। আপনার উপর হজ ফরজ হয়ে থাকলে, রেজিস্ট্রেশনটা করে রাখুন। সেটা আপনার পছন্দের যে কোন এজেন্সিতেই করুন। আমার এখানেই করতে হবে, জরুরী না।

আল্লাহর কাছে দুআ করার লম্বা সময় পাবেন।

“আল্লাহ আমি হজ করার পাক্কা নিয়ত করেছি। টাকা দিয়ে ফেলেছি। এখন বাকিটুকু তুমি সহজ করে দাও।”…

 #ওমরাহ মাত্র ১ লক্ষ ১৬ হাজার টাকা আগস্ট মাসে।যাদের পাসপোর্ট রেডি আছে তারাই যোগাযোগ করুন।আগামী তিন দিনের মধ্যে পাসপোর্ট ...
28/06/2025

#ওমরাহ
মাত্র ১ লক্ষ ১৬ হাজার টাকা
আগস্ট মাসে।
যাদের পাসপোর্ট রেডি আছে তারাই যোগাযোগ করুন।
আগামী তিন দিনের মধ্যে পাসপোর্ট দিতে হবে।
অথবা পাসপোর্ট এর জমা স্লিপ/এন আই ডি ফটোকপি দিতে হবে।
বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন

🕋সৌদি হজ্ব ও উমরাহ মন্ত্রণালয়ের নতুন উমরাহ নিয়মাবলি (১৪৪৭ হিজরি/২০২৫-২৬)🕋*আপনার সুবিধার জন্য, আগের নিয়মগুলোকে ⛔ লাল সংকে...
26/06/2025

🕋সৌদি হজ্ব ও উমরাহ মন্ত্রণালয়ের নতুন উমরাহ নিয়মাবলি (১৪৪৭ হিজরি/২০২৫-২৬)🕋*

আপনার সুবিধার জন্য, আগের নিয়মগুলোকে ⛔ লাল সংকেত
এবং নতুন নিয়মগুলোকে ✅ সবুজ সংকেত বোঝানো হলো:

⛔ আগে শুধুমাত্র ভিসা পাওয়া যেত।
✅ এখন শুধুমাত্র ভিসা ইস্যু করা হবে না — অন্যান্য সেবা সহ নিতে হবে।

⛔ আগে ১-২ রাতের হোটেল বুকিং করলেই হতো।
✅ এখন পুরো যাত্রা সময়ের জন্য হোটেল বুকিং বাধ্যতামূলক।

⛔ আগে অনুমোদনবিহীন হোটেলেও থাকা যেত।
✅ এখন অনুমোদিত নয় এমন হোটেল বুক করলে ভিসা ইস্যু হবে না।

⛔ আগে পরিবহন ছাড়া ভিসা নেওয়া যেত।
✅ এখন পরিবহন ব্যবস্থা ছাড়া ভিসা দেওয়া হবে না।

⛔ আগে একাই সফর করা যেত।
✅ এখন গ্রুপ ছাড়া সফর সম্পূর্ণ নিষিদ্ধ।

⛔ আগে একই গ্রুপে শুধু ফ্লাইট বা পরিবহন ছিল একসাথে, হোটেল ছিল আলাদা।
✅ এখন একই যানবাহনের যাত্রীদের একই হোটেলে থাকতে হবে।

⛔ আগে ১ জন হোক বা ৫০ জন, সবার ভিসা ফি ছিল এক।
✅ এখন যাত্রীর সংখ্যা ও গাড়ির মান অনুযায়ী ভিসা ফি ভিন্ন হবে।

⛔ আগে শিশুদের জন্য হোটেল ও পরিবহন খরচ লাগতো না।
✅ এখন শিশুদের ভিসাও হোটেল ও পরিবহন সহ নিতে হবে, না হলে ভিসা দেওয়া হবে না।

⛔ আগে মক্কা ও মদিনার জন্য আলাদা ভাউচার করা যেত।
✅ এখন পুরো গ্রুপের পরিকল্পনা অনুযায়ী একক (ইউনিফায়েড) ভাউচার তৈরি হবে।

⛔ আগে শুধু টিকিট বুকিং দেখালেই ভিসা হতো।
✅ এখন নিশ্চিত (কনফার্মড) টিকিট ছাড়া ভিসা ইস্যু হবে না।

⛔ আগে ভ্রমণের আগে বা পরে ভাউচার পরিবর্তন করা যেত।
✅ এখন অনুমোদনের পর ভাউচারে কোনো পরিবর্তন করা যাবে না।

⛔ আগে স্থানীয় (ইকামা হোল্ডার) আত্মীয়দের সঙ্গে হোটেলে থাকতে পারতো।
✅ এখন স্থানীয় (ইকামা হোল্ডার) কেউ হোটেলে থাকতে পারবে না।

⛔ আগে ভাউচারে উল্লেখিত হোটেল না পেলে বিকল্প হোটেলে থাকা যেত।
✅ এখন শুধু ভাউচারে উল্লেখিত হোটেলেই থাকা বাধ্যতামূলক।

⚠️ এসব নিয়ম মেনে চলা সকল এজেন্সি, ক্লায়েন্ট এবং যাত্রীদের জন্য বাধ্যতামূলক। নিয়ম ভঙ্গ করলে জরিমানা, কোম্পানি বন্ধ বা ভবিষ্যতে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
➡️ সৌদি সরকারের পক্ষ থেকে যদি কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা হয়, তাহলে তা আলাদাভাবে পরিশোধ করতে হবে।

#হজ #ওমরাহ

10/06/2025
উমরাহ সংক্রান্ত নতুন নীতিমালা বাস্তবায়ন এখন বাধ্যতামূলকহাজীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যসৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় কর...
10/06/2025

উমরাহ সংক্রান্ত নতুন নীতিমালা বাস্তবায়ন এখন বাধ্যতামূলক

হাজীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় কর্তৃক জারি করা নতুন বিধিনিষেধ অনুসারে উমরাহ ভিসা ইস্যু ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নিচে পূর্ববর্তী পদ্ধতি এবং বর্তমান নতুন পদ্ধতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হলো:

---

আগের পদ্ধতি:

1. উমরাহ ভিসা পাওয়ার জন্য আগাম হোটেল বুকিং বা যাতায়াতের কোনো ব্যবস্থার প্রয়োজন হতো না।

2. সৌদি আরবে আগমনের পর, যাত্রীদের চলাচল কোম্পানির CRM সফটওয়্যারে ইস্যুকৃত ভাউচারের ভিত্তিতে নির্ধারিত হতো।

---

বর্তমান নতুন পদ্ধতি:

1. ভিসা ইস্যুর পূর্বেই মন্ত্রণালয়ের ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে অনুমোদিত হোটেলে আবশ্যিকভাবে হোটেল বুকিং করতে হবে।

2. ভিসা ইস্যুর আগে যাতায়াত ব্যবস্থাও একই সিস্টেমে বুক করা বাধ্যতামূলক।

3. যাত্রীদের চলাচল ও আবাসন সংক্রান্ত সকল তথ্য ভিসা ইস্যুর পূর্বেই সম্পূর্ণরূপে সিস্টেমে রেকর্ড ও বুক করতে হবে এবং তা বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

4. মন্ত্রণালয়ের সরাসরি তদারকি:

হজ ও উমরাহ মন্ত্রণালয় হোটেল পরিদর্শন করবে হাজীদের উপস্থিতি নিশ্চিত করতে।

বিভিন্ন শহরের মধ্যে যাত্রীদের চলাচলও পর্যবেক্ষণ করা হবে, যেন সিস্টেমে দেওয়া তথ্যের সাথে বাস্তবের মিল থাকে।

---

এজেন্ট ও কোম্পানিগুলোর জন্য প্রভাব:

1. ভিসা খরচ বৃদ্ধি পেতে পারে, কারণ হোটেল ও পরিবহন আগাম বুক করা এখন বাধ্যতামূলক।

2. শুধুমাত্র অনুমোদিত হোটেল ব্যবহারযোগ্য—শুধু মন্ত্রণালয় অনুমোদিত হোটেলেই যাত্রীদের থাকার ব্যবস্থা করা যাবে, এবং বুকিংও এসব হোটেলেই করতে হবে।

3. বাজারে নতুন বাস্তবতা—শুধুমাত্র যেসব কোম্পানির অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে, তারাই উমরাহ ভিসা ইস্যু করতে পারবে। এতে করে ছোট কোম্পানি বা যাদের অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি নেই, তাদের ব্যবসায় প্রভাব পড়তে পারে।

---

বিধিনিষেধ ভঙ্গের পরিণতি:

যেসব কোম্পানি মন্ত্রণালয়ের প্রোগ্রাম লঙ্ঘন করবে, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে, যেমন—

কোম্পানি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া

উচ্চ অঙ্কের আর্থিক জরিমানা

ভবিষ্যতে উমরাহ ভিসা ইস্যুর অনুমতি বাতিল

---

গুরুত্বপূর্ণ অনুরোধ:

সকল এজেন্ট এবং উমরাহ কোম্পানিকে আহ্বান জানানো যাচ্ছে যে, ১৪৪৭ হিজরি উমরাহ মৌসুমে একটি সুশৃঙ্খল, সম্মানজনক ও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য নতুন বিধি-বিধানগুলো কঠোরভাবে মেনে চলুন।

নতুন সিদ্ধান্ত: ১৫ বছরের কমবয়সীদের এবারের হজ‌ গমনে নিষেধাজ্ঞা  আমাদের কিছু কোটা খালি হচ্ছে।২০২৫ সালে হজ্জে এখনো যারা আম...
12/03/2025

নতুন সিদ্ধান্ত: ১৫ বছরের কমবয়সীদের এবারের হজ‌ গমনে নিষেধাজ্ঞা

আমাদের কিছু কোটা খালি হচ্ছে।
২০২৫ সালে হজ্জে এখনো যারা আমাদের সাথে যেতে চান তারা সুযোগটা কাজে লাগাতে পারেন।
01730-878487

24/02/2025

"পরনারীর দিকে তাকানো শয়তানের বিষাক্ত তীরগুলোর একটি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে নিজের দৃষ্টি সংযত রাখবে, আল্লাহ তাকে এমন ইবাদতের তাওফীক দেবেন, যেটার মিষ্টটা সে মন থেকে অনুভব করতে পারবে।"

— আব্দুল মালিক ইবনু আত্তাব (রহ.)
সূত্র: আয-যুহদ, হান্নাদ, ২/৬৫১

19/02/2025

সম্মানিত হাজী সাহেব আমাদের ব্যাপারে কি বললেন

অ্যাডভোকেট আব্দুল হালিম হাওলাদার
সাবেক ভাইস প্রেসিডেন্ট: বরিশাল জেলা আইনজীবী সমিতি
ও সাবেক ওয়ারেন্ট অফিসার: বাংলাদেশ এয়ার ফোর্স

২০২৩ সনে স্ত্রীকে সহকারে আমাদের সাথে হজ্বে যান।
হজ্বের সফর ও আমাদের কেদমত কেমন ছিল এ বিষয়টিই উনি ফুটিয়ে তুলেছেন।

📌আমাদের সার্ভিস সমূহ

আল্লাহর মেহমান হাজী সাহেবদের খেদমতে সফলতার সাথে এই ২৬ বছর।

♦ভিসা
♦ট্রান্সপোর্ট
♦খাবার (৩ বেলা মানসম্মত খাবার)
♦জিয়ারাহ
♦এবং দক্ষ আলেম গাইড।

📌তাই আপনি বিশ্বস্ততার সাথে সুন্দর ভাবে হজ্ব ও ওমরাহ পালন করতে চাইলে নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করুন।

📌এছাড়াও ফ্যামিলি প্যাকেজ অথবা নিজের মতন করে প্যাকেজ নিতে পারবেন।

☎01730878487( নাম্বার বন্ধ থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন)

অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন

বরিশাল অফিসঃ নতুল্লাবাদ হোসাইনিয়া মাদ্রাসা বরিশাল
ঢাকা অফিসঃ ৪৪ নয়া পল্টন, ঢাকা-১০০০

#হজ




#কাসেমী_হজ্ব_কাফেলা

19/02/2025

সম্মানিত হাজী সাহেব আমাদের ব্যাপারে কি বললেন ?!

এডভোকেট মোহাম্মদ মজিবুর রহমান নান্টু
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার
ও বরিশাল বার এই দুই বারে কর্মরত
২০১৫ সনে স্ত্রীকে সহকারে আমাদের সাথে হজ্বে যান।
হজ্বের সফর কেমন ছিল এ বিষয়টিই তিনি ফুটিয়ে তুলেছেন।

📌আমাদের সার্ভিস সমূহ

আল্লাহর মেহমান হাজী সাহেবদের খেদমতে সফলতার সাথে এই ২৬ বছর।

♦ভিসা
♦ট্রান্সপোর্ট
♦খাবার (৩ বেলা মানসম্মত খাবার)
♦জিয়ারাহ
♦এবং দক্ষ আলেম গাইড।

📌তাই আপনি বিশ্বস্ততার সাথে সুন্দর ভাবে হজ্ব ও ওমরাহ পালন করতে চাইলে নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করুন।

📌এছাড়াও ফ্যামিলি প্যাকেজ অথবা নিজের মতন করে প্যাকেজ নিতে পারবেন।

☎01730878487( নাম্বার বন্ধ থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন)

অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন

বরিশাল অফিসঃ নতুল্লাবাদ হোসাইনিয়া মাদ্রাসা বরিশাল

ঢাকা অফিসঃ ৪৪ নয়া পল্টন, ঢাকা-১০০০

Address

بغداد

Telephone

+8801730878487

Website

Alerts

Be the first to know and let us send you an email when S B Kasemy travels হজ ওমরাহর বিশ্বস্ত প্রতিষ্ঠান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S B Kasemy travels হজ ওমরাহর বিশ্বস্ত প্রতিষ্ঠান:

Share