06/08/2025
গৌরবান্বিত বাংলাদেশী বাঙালি!!
গাঙ্গেয় বদ্বীপের বাঙালি (বর্তমান বাংলাদেশ) এর ইতিহাস এবং ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ ও সম্মানজনক।
এখানকার অর্থনীতি, রাজনীতি ও সমাজ সংস্কৃতি পৃথিবীর আরো দশটি মহান জাতির সঙ্গে তুলনীয়।
পৃথিবীতে যখন সমৃদ্ধি বলতে কৃষি উৎপাদন বুঝাত, তখন আমাদের অঞ্চল ছিল অর্থনৈতিকভাবে পৃথিবীর সমৃদ্ধতম অঞ্চল।
খাদ্য বস্ত্র উৎপাদনে বিশ্বময় এই অঞ্চলের কোন তুলনা ছিল না। আর এই অর্থনৈতিক সমৃদ্ধির কারণেই আমরা বারবার বহিঃশত্রুর আক্রমণের শিকার হয়েছি। ফলে আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিকাশ মাঝে মাঝেই হোঁচট খেয়েছে, অর্থনীতি বিধ্বস্ত হয়েছে।
আবার জলবায়ুগত কারণে এখানকার মানুষ রোগবালাইয়ে আক্রান্ত হয় বেশি। ঝড় জলোচ্ছ্বাস ও বন্যার কারণে এখানকার বাস্তুসভ্যতা প্রতি ৫০/১০০ বছর পর পর পরিবর্তন হয়ে যায়।
কিন্তু বরাবরের মতো বাঙালি জাতি ঘুরে দাঁড়িয়েছে এবং পৃথিবীর আরো ১০ জাতির মত হারিয়ে যায়নি অন্য জাতির মাঝে, পরাজয় মেনে নেয়নি কখনো। কারো মাঝে আত্মবিলীন করে দেয়নি, কেউ তাদেরকে হজম করে ফেলতে পারেনি।
পাল আমল, সেন আমল, সুলতানী আমল, মুঘল আমল, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল...সব পেরিয়ে সর্বশেষ বাংলাদেশ আমল। আমরা এখনো টিকে আছি, পৃথিবীতে-- স্বগৌরবে স্বমহিমায়।
এখন আমাদের দরকার নেতা যোগ্য নেতৃত্ব, উন্নত রাজনৈতিক মিশন ও ভিশণ, অর্থনৈতিক ও সামরিক সমৃদ্ধি। আমাদের শিক্ষায় মননে উৎকর্ষ প্রয়োজন। বিজ্ঞান ও ধর্মচর্চায় নিষ্ঠা ও সমন্বয় জরুরী।
২৪ এর এই রাজনৈতিক পটপরিবর্তনের ইতিহাস বিশ্ব রাজনীতির অন্যতম পাঠ্য। কিভাবে আমরা ভারতীয় হেজিমনি থেকে রক্ত পিচ্ছিল পথ বেয়ে তরুণদের নেতৃত্বে গণঅভ্যুত্থান ঘটালাম, প্রতিটি অলি গলি, প্রতিটি গৃহকোণ কিভাবে আমরা আলোড়িত করলাম! এটা তাবৎ বিশ্বের পলিটিক্যাল সাইন্সের ইম্পরট্যান্ট চ্যাপ্টার।
সেদিন রাজপথে নেমে এসেছিল কোটি মানুষ, ৩৬ দিনে একের পর এক স্মার্ট মুভমেন্ট এর মাধ্যমে আমরা একটা মাফিয়া রেজিমকে ছিন্ন ভিন্ন করে দিলাম, সমগ্র পৃথিবীর স্বৈরাচার কবলিত জাতির আইডলে পরিণত হলাম আমরা বাঙালি। বিশ্বে এর নজির খুব বেশি নেই।
আমি ব্যক্তিগতভাবে এই অঞ্চলের মাটি, মানুষ, সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি নিয়ে গর্বিত হতে পছন্দ করি। যারা হীনমান্যতায় ভোগে, তাদেরকে ঝাঁকুনি দিতে চেষ্টা করি।
আসুন, আত্মপরিচয় জানুন। হীনমন্যতা ঝেড়ে ফেলে নিজেকে গড়ে তুলুন। আগামীর বাংলাদেশ আপনার আমার অপেক্ষায়।