21/07/2023
এই মুহুর্তটির জন্যই হয়তো রবীন্দ্রনাথ লিখেছিলেন এই গানটা আর শরৎচন্দ্র লিখেছিলেন শেষের অংশটুকু এবং অনন্য দৃশ্যায়ন করেছিলেন শঞ্জয় লীলা বানসালী, সাহরুখ আর ঐশ্বরিয়া রাই কে দিয়ে🌻
দেবদাসকে শেষবারের মত একবার দেখার জন্য পারু ছুটে যাচ্ছেন, সবকিছু বিসর্জন দিতেও প্রস্তুত,, আর তার দেবদা ও বিষয় বাসনা ত্যাগ করে পারুকে দেয়া কথা রাখতে উপস্থিত হয়েছেন পারুর দুয়ারে🌻💔
#দেবদাস