Jakir's Daily

Jakir's Daily আমার যা আছে সব স্বপ্ন, সবইত মাওলা তুমি জানো।

😥😥
25/09/2025

😥😥

কেমন মানিয়েছে?
24/09/2025

কেমন মানিয়েছে?

লাঙ্গের আশা কইরা তোমারভাতারের ভাত চাঁঙ্গে।
24/09/2025

লাঙ্গের আশা কইরা তোমার
ভাতারের ভাত চাঁঙ্গে।

23/09/2025

ফখরুল সাহেব এর জন্যই আওয়ামিলীগ এতো দিন টিকে থাকতে পেরেছিল।
শুনতে কষ্ট লাগলেও এটাই সত্যি।

22/09/2025

দেশের সংস্কার করতে গিয়ে নিজেরাই সংস্কার হয়ে যাচ্ছে আওয়ামীলীগের হাতে🙄

সাম্প্রতিক সময়ে Independent Television এর (তালাশ) অনুসন্ধানী টিম ব্লাড সিন্ডিকেট চক্রের সন্ধান দিয়েছে।সেখানে দেখা যাচ্ছে...
22/09/2025

সাম্প্রতিক সময়ে Independent Television এর (তালাশ) অনুসন্ধানী টিম ব্লাড সিন্ডিকেট চক্রের সন্ধান দিয়েছে।

সেখানে দেখা যাচ্ছে, ঢাকা মেডিকেল ও এর আশেপাশে এমনকি যত ব্লাড ব্যাংক আছে তারা সবাই এক ব্যাগ রক্তকে দুইটা প্যাকেটে ভাগ করে রক্তের পরিবর্তে স্যালাইন ও লাল রঙ মিশ্রিত করে প্যাকেট ভর্তি করছে। এবং সে রক্তগুলো চড়া দামে বিক্রি করছে।

এমনকি মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনার সময় ছোট বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য স্বেচ্ছাসেবীসহ হাজার হাজার সাধারণ মানুষ যে রক্ত দান করেছিলেন, সেই রক্ত বাচ্চাদের জীবন না বাঁচিয়ে অন্য জায়গায় বিক্রি করা হয়েছে।

এসব রক্ত যদি কোনো রোগীকে ট্রান্সফিউশন করে দেওয়া হয় তাহলে রোগীর কী অবস্থা হবে? যাদের কাজ রক্ত দিয়ে রোগীকে বাঁচানো, তারাই এক অদৃশ্য ব্লাড সিন্ডিকেট বানিয়ে বসেছে।

বাংলাদেশি স্বার্থান্বেষী সিন্ডিকেট কতটা নির্লজ্জ হলে এমন কাজ করতে পারে? মানুষের জীবন নিয়ে এমন অমানবিক কাজে জড়িত হতে পারে?

আজব দেশের কি আজব মানুষ 😥
07/09/2025

আজব দেশের কি আজব মানুষ 😥

04/09/2025

লিওনেল মেসি: বিদায়ের আবেগে ভরা শেষ ম্যাচ:-

ফুটবল ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের উপস্থিতি খেলাকে শুধু খেলা রাখেনি, বরং পরিণত করেছে এক শিল্পে। লিওনেল মেসি তাঁদের মধ্যে অন্যতম, সবার কাছে তিনিই সেরা। আগামীকাল আমরা সাক্ষী হতে যাচ্ছি মেসির বিদায়ী ম্যাচের।

বিদায়ী ম্যাচ মানেই চোখে জল, গলায় কাঁপন। মেসিকে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা গভীর বেদনার। দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন দিবে, সতীর্থরা চোখ ভিজাবে, আর গোটা বিশ্ব নিস্তব্ধ হয়ে দেখবে শেষ অধ্যায়।

ভালোবাসা চিরন্তনঃ-
মেসি হয়তো আর্জেন্টিনার হয়ে মাঠকে বিদায় জানাবেন, কিন্তু কোটি ভক্তের হৃদয়কে নয়। তিনি থাকবেন প্রতিটি পোস্টারে, প্রতিটি স্মৃতিতে, প্রতিটি ফুটবলপ্রেমীর মুখে। ফুটবল যতদিন থাকবে, মেসি ততদিন বেঁচে থাকবেন অমর কিংবদন্তি হয়ে।

আজ আমরা শুধু বলবো—ধন্যবাদ, মেসি।
তুমি আমাদের শিখিয়েছো, স্বপ্নের কোনো সীমা নেই। তুমি দেখিয়েছো, খেলার মধ্যেও আছে মানবতার আলো।

মেসি মানে আবেগ, মেসি মানে ভালোবাসা, মেসি মানে ফুটবল। 💙⚽

☞একজন মেসি এবং আর্জেন্টাইন ফুটবল ভক্ত।

#মেসি #মেসি_ম্যাজিক #কিংবদন্তি

31/08/2025
সবাই প্রস্তুত তো?
30/08/2025

সবাই প্রস্তুত তো?

29/08/2025

মনের ভাব প্রকাশ করুন!
আসিফ নজরুলের হোয়াটস আ্যাপ নাম্বার .

নাম্বারটি কমেন্টে 👇

ভন্ড আসিফ নজরুলের মুখোশ খুলে গেছে, এই হচ্ছে মেইন বিলেন দেশটাকে রসাতলে নেওয়ার জন্য।
29/08/2025

ভন্ড আসিফ নজরুলের মুখোশ খুলে গেছে, এই হচ্ছে মেইন বিলেন দেশটাকে রসাতলে নেওয়ার জন্য।

Indirizzo

Alba Adriatica
1207

Telefono

+8801740648864

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Jakir's Daily pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Jakir's Daily:

Condividi