Kaniz Fatema

Kaniz Fatema I'm so glad you're here ❤️

04/12/2023

আদালতে এক সাক্ষী খুব বেশি বেশি কথা বলছিলো দেখে সরকারি উকিল রেগে মেগে একাকার।
উনি সাক্ষীকে বললেন,"এতো অবান্তর বাচালতা করবেন না। আপনাকে যা জিজ্ঞেস করা হবে, তার জবাব শুধু 'হ্যা' এবং 'না' তে দিবেন।"

সাক্ষী (হাতজোড় করে): "স্যার, সব কথার জবাব কি 'হ্যা' এবং 'না' তে দেওয়া যায়??"
উকিল (কড়া চোখে) আলবাৎ যায়।
আমাকে জিজ্ঞেস করেই দেখুন, আমি কেমন ফটাফট জবাব দিয়ে দেই।

আসামী,
স্যার, আপনি যখন নাছোড়বান্দা, তখন আপনাকে জিজ্ঞেস করেই ফেলি, কি বলেন??
আপনি খুশি মনে শুধু হ্যা' বা 'না' বলে ফেলুন।

উকিল,
হ্যা, চটপট বলে ফেলুন। আদালতে একদম সময় নষ্ট করবেন না।

আসামী,
স্যার, আপনার স্ত্রী কি আপনাকে পেটানো ছেড়ে দিয়েছে??
সারা আদালত একদমই চুপচাপ, যেনো একটা পিন পড়লেও শব্দ হবে।
উকিল ভেবে পাচ্ছে না কি উত্তর দিবে?? 😂😁.
copy

Indirizzo

Ancona

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Kaniz Fatema pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi