
04/06/2025
আল্ট্রাস কি?
আল্ট্রাস হলো একদল মাফিয়া বা গ্যাংস্টার, যারা ফুটবল মাঠের প্রাণ। যারা পেশাদার, বিপক্ষ দলের নিকট অশনিসংকেত। যারা বিপক্ষ দলকে স্বাগত জানায় স্টেডিয়ামকে মৃত্যুকূপে পরিণত করে!
ইউরোপের প্রত্যেকটি ক্লাবেই এই আল্ট্রাসদের দেখবেন। যারা মাঠে ১২ তম খেলোয়াড়ের ভুমিকা পালন করে। যারা সবসময় মাঠের অ্যাটমোস্ফিয়ার ধরে রেখে স্বাগতিক দলেকে সহয়তা করে।
যখন বাংলাদেশ ফুটবলের খবর রাখার কেউ ছিলোনা তখন ছিলো বাংলাদেশ ফুটবল আল্ট্রাস, সময় এখন তাদের প্রতিদান দেয়ার...
বাংলাদেশ ফুটবলের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে Ultras এর পাশে থাকা অত্যবশ্যক মনে করছি।
No Ultras ❌
No Football ❌