Hello Italy 786

Hello Italy 786 নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান এবং নিশ্চয়ই তিনি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী.
(7)

কিছু কিছু মেয়ে থাকে না ভীষণ আত্মনির্ভরশীল! ওই মেয়ে গুলোকে দেখলে আমার খুব ভালো লাগে। কী সুন্দর পড়াশোনার পাশাপাশি টিউশন কর...
17/07/2025

কিছু কিছু মেয়ে থাকে না ভীষণ আত্মনির্ভরশীল! ওই মেয়ে গুলোকে দেখলে আমার খুব ভালো লাগে। কী সুন্দর পড়াশোনার পাশাপাশি টিউশন করায়। নিজের ইনকাম থেকে প্রিয়জনদের এটা সেটা কিনে দেয়। নিজের জন্য না পারতে কারো কাছে কিচ্ছু চায় না। শুধু চায় একটুখানি ভালোবাসা আর সম্মান।

এরকম মেয়ে গুলো জীবনসঙ্গী হিসেবেও ভীষণ ভালো হয়। এদেরকে আগলে রাখুন! ❤️
মা ‼️ছেলে ❤️🫰

15/07/2025

এই বার ঠিক আছে 🙋

🇮🇹🇮🇹🇮🇹
13/07/2025

🇮🇹🇮🇹🇮🇹

কার জানি পোস্টে দেখলাম চান্দাবাজেরা যাত্রাবাড়ী টু শরীয়তপুর সকল বাস মালিকদের কাছে এককালীন বাৎসরিক ৫ কোটি টাকা অথবা মাসিক ...
12/07/2025

কার জানি পোস্টে দেখলাম চান্দাবাজেরা যাত্রাবাড়ী টু শরীয়তপুর সকল বাস মালিকদের কাছে এককালীন বাৎসরিক ৫ কোটি টাকা অথবা মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ওই রুটের সমস্ত বাস বন্ধ করে দিয়েছে।

জীবনে প্রথম দেখলাম মাসিক সাবস্ক্রিপশন বাৎসারিকের থেকে কম হয় তাও ৭৬%।

এই জন্যই এডুকেশন ইম্পর্ট্যান্ট।

বিজি লাইফ' ই সুন্দর! 'আজাইরা' জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না। ওভারথিংকিং করার সময় হয়ে উঠেনা, 'লাইফে নাই' এমন মানুষ এর কথা...
12/07/2025

বিজি লাইফ' ই সুন্দর! 'আজাইরা' জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না। ওভারথিংকিং করার সময় হয়ে উঠেনা, 'লাইফে নাই' এমন মানুষ এর কথা ভেবে মন খারাপ করার সময় ও হয়ে উঠে না। বিজি লাইফ ই সুন্দর!❤️

দু'বেলা ভাত না খেলে, তৃতীয় বেলায় সমস্ত প্রেম, মোহ ও মুগ্ধতার বিনিময়ে মানুষ এক থালা ভাত চেয়ে বসতে পারে। জীবনভর ভালোবাসা প...
10/07/2025

দু'বেলা ভাত না খেলে, তৃতীয় বেলায় সমস্ত প্রেম, মোহ ও মুগ্ধতার বিনিময়ে মানুষ এক থালা ভাত চেয়ে বসতে পারে। জীবনভর ভালোবাসা পাওয়ার চেয়ে প্রতি বেলায় এক থালা ভাত পাওয়া বেশি জরুরী।

পৃথিবীতে কেবল ক্ষুধাই সত্য, বাকিসব বিলাসিতা..!

চরিত্র আর পোশাক, দুটা এক না।কাউকে তার জামা কাপড় দেখে বিচার করা ভুল।জীবনে এমন অনেক মানুষকে দেখেছি, যারা বাইরের দিক থেকে ...
09/07/2025

চরিত্র আর পোশাক, দুটা এক না।
কাউকে তার জামা কাপড় দেখে বিচার করা ভুল।

জীবনে এমন অনেক মানুষকে দেখেছি, যারা বাইরের দিক থেকে তেমন কোনো ধ-র্মী-য় চর্চা করে না, কিন্তু মানুষ হিসেবে অসম্ভব ভালো, হৃদয়বান, সহানুভূতিশীল।
আবার এমন অনেককেই দেখেছি, যারা ধ-র্ম-কে কঠোরভাবে অনুসরণ করে, পোশাকে-চলনে নিজেকে ধা-র্মি-ক প্রমাণ করে, অথচ ভেতরের চরিত্রে থাকে বি-ষ, অ-হং-কা-র, ঘৃ-ণা।

সবচেয়ে বি-প-জ্জ-ন-ক হলো সেই মানুষগুলো, যারা “ভালো মানুষ” এর মুখোশ পরে ঘোরে। ওরা মুখে খুব সুন্দর কথা বলে, সহজে মানুষের বিশ্বাস কেড়ে নেয়। কিন্তু বাস্তবে না আছে কোনো চরিত্র, না আছে ন্যায্যতা, না আছে নীতি।

ধ-র্মে-র পোশাক শুধু মুখোশ হলে কোনো মূল্য নেই। ধ-র্ম হোক আন্তরিক মন থেকে, আচরণে, নীতিতে। আমরা সবাই নিজের ধ-র্ম-কে সুন্দরভাবে পালন করি, কিন্তু তারচেয়েও বড় হয়ে উঠি মানুষ হিসেবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আমাদের এমন মানুষ বানান, যাদের ভেতর-বাহির এক। আমিন 🙂

জীবনে টাকা ইনকাম করাটা দরকার! খুব দরকার! নিজের জন্য হলে টাকা জমানো দরকার! হুটহাট করে কোন এক জায়গায় ট্যুর  দেওয়ার জন্য...
08/07/2025

জীবনে টাকা ইনকাম করাটা দরকার! খুব দরকার! নিজের জন্য হলে টাকা জমানো দরকার! হুটহাট করে কোন এক জায়গায় ট্যুর দেওয়ার জন্য হলেও টাকা ইনকাম দরকার! যখন ইচ্ছে হবে তখন'ই শপিং করার জন্য হলেও টাকা ইনকাম করা দরকার! সামনে যা পায় তাই খাওয়ার জন্য টাকা জমানো দরকার!🖤🌸

আব্বা ❤️❤️❤️
05/07/2025

আব্বা ❤️❤️❤️

আপনি জীবনে অনেক মানুষের সাথে পরিচিত হবেন। অনেক মানুষের সাথে আপনার এক রকম ভালো সম্পর্ক তৈরি হবে। অনেকই কাছের এবং খুব আপন ...
05/07/2025

আপনি জীবনে অনেক মানুষের সাথে পরিচিত হবেন। অনেক মানুষের সাথে আপনার এক রকম ভালো সম্পর্ক তৈরি হবে। অনেকই কাছের এবং খুব আপন মনে হবে আপনার।

কিন্তু আপনার খারাপ সময়ে কাউকে পাশে পাবেন না। এত পরিচিত মানুষ থাকার সত্ত্বেও আপনার খারাপ সময় গুলো আপনাকে একায় কেটে উঠতে হবে.! খারাপ সময়ে আপনার সঙ্গ কেউ দিবেন না।

অবশেষে বুঝবেন, আপনি মূলত একা, বড্ড বেশি একা।

মানুষ পরিবর্তন হয় বিশেষ কোনো কারণে? নয়তো কারোর তিক্ততার আচরণে..!❤️❤️❤️
05/07/2025

মানুষ পরিবর্তন হয় বিশেষ কোনো কারণে? নয়তো কারোর তিক্ততার আচরণে..!❤️❤️❤️

কিছু সম্পর্ক ফুরিয়ে যায় কোন ঝগড়া ছাড়াই। না রাগ, না বিচ্ছেদ, শুধু একটা সময় থেকে কেউ আর আগের মতো খোঁজ নেয় না, আগ্রহ দেখায় ...
04/07/2025

কিছু সম্পর্ক ফুরিয়ে যায় কোন ঝগড়া ছাড়াই। না রাগ, না বিচ্ছেদ, শুধু একটা সময় থেকে কেউ আর আগের মতো খোঁজ নেয় না, আগ্রহ দেখায় না, পাশে থাকার কথাও বলে না।

তখন বুঝে নিতে হয় এই সম্পর্কের মেয়াদ শেষ। কোনো শব্দ লাগে না, শুধু ব্যবহারে বোঝা যায় এটা আর আগের মতো নেই।🙋

Indirizzo

Bari

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Hello Italy 786 pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Hello Italy 786:

Condividi