
24/04/2025
তোদের শীতকালে শীত ভাল্লাগেনা, গরম কালে গরম ভাল্লাগেনা, বৃষ্টি ভাল্লাগেনা, বৃষ্টি না হলে সেটাও ভাল্লাগেনা, সিঙ্গেল থাকতে ভাল্লাগেনা, মিঙ্গেল হওয়ার পর আবার সেইটাও ভাল্লাগেনা, বিয়া করতেও ভাল্লাগেনা, বিয়ের পরেও ভাল্লাগেনা, ফেসবুকে অন্যের প্রেম, বিয়ে দেখতে ভাল্লাগেনা, পড়াশোনা করতেও ভাল্লাগেনা, কারো সাথে কথা বলতেও ভাল্লাগেনা, এই ভাল্লাগেনা,ভাল্লাগেনা,ভাল্লাগেনা থাম, বলি তোদের ভাল্লাগেটা কি?