09/07/2025
চরিত্র আর পোশাক, দুটা এক না।
কাউকে তার জামা কাপড় দেখে বিচার করা ভুল।
জীবনে এমন অনেক মানুষকে দেখেছি, যারা বাইরের দিক থেকে তেমন কোনো ধ-র্মী-য় চর্চা করে না, কিন্তু মানুষ হিসেবে অসম্ভব ভালো, হৃদয়বান, সহানুভূতিশীল।
আবার এমন অনেককেই দেখেছি, যারা ধ-র্ম-কে কঠোরভাবে অনুসরণ করে, পোশাকে-চলনে নিজেকে ধা-র্মি-ক প্রমাণ করে, অথচ ভেতরের চরিত্রে থাকে বি-ষ, অ-হং-কা-র, ঘৃ-ণা।
সবচেয়ে বি-প-জ্জ-ন-ক হলো সেই মানুষগুলো, যারা “ভালো মানুষ” এর মুখোশ পরে ঘোরে। ওরা মুখে খুব সুন্দর কথা বলে, সহজে মানুষের বিশ্বাস কেড়ে নেয়। কিন্তু বাস্তবে না আছে কোনো চরিত্র, না আছে ন্যায্যতা, না আছে নীতি।
ধ-র্মে-র পোশাক শুধু মুখোশ হলে কোনো মূল্য নেই। ধ-র্ম হোক আন্তরিক মন থেকে, আচরণে, নীতিতে। আমরা সবাই নিজের ধ-র্ম-কে সুন্দরভাবে পালন করি, কিন্তু তারচেয়েও বড় হয়ে উঠি মানুষ হিসেবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আমাদের এমন মানুষ বানান, যাদের ভেতর-বাহির এক। আমিন 🙂