Hello Italy 786

Hello Italy 786 নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান এবং নিশ্চয়ই তিনি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী.
(8)

তোদের শীতকালে শীত ভাল্লাগেনা, গরম কালে গরম ভাল্লাগেনা, বৃষ্টি ভাল্লাগেনা, বৃষ্টি না হলে সেটাও ভাল্লাগেনা, সিঙ্গেল থাকতে ...
24/04/2025

তোদের শীতকালে শীত ভাল্লাগেনা, গরম কালে গরম ভাল্লাগেনা, বৃষ্টি ভাল্লাগেনা, বৃষ্টি না হলে সেটাও ভাল্লাগেনা, সিঙ্গেল থাকতে ভাল্লাগেনা, মিঙ্গেল হওয়ার পর আবার সেইটাও ভাল্লাগেনা, বিয়া করতেও ভাল্লাগেনা, বিয়ের পরেও ভাল্লাগেনা, ফেসবুকে অন্যের প্রেম, বিয়ে দেখতে ভাল্লাগেনা, পড়াশোনা করতেও ভাল্লাগেনা, কারো সাথে কথা বলতেও ভাল্লাগেনা, এই ভাল্লাগেনা,ভাল্লাগেনা,ভাল্লাগেনা থাম, বলি তোদের ভাল্লাগেটা কি?

23/04/2025

একজন প্রবাসী, ‼️একটি ঈদ ‼️আর একটি ছেড়া গেঞ্জির গল্প ‼️‼️‼️

মেয়েরা প্রথমে রাগ করব না বলে আপনার এক্সের কথা জানবে। এরপর ওই কথার উপর রাগ করে একসপ্তাহ খাওয়া বন্ধ করে বসে থাকবে। একমাস ক...
23/04/2025

মেয়েরা প্রথমে রাগ করব না বলে আপনার এক্সের কথা জানবে। এরপর ওই কথার উপর রাগ করে একসপ্তাহ খাওয়া বন্ধ করে বসে থাকবে। একমাস কথা না বলে পরের বছর সেই একই দিনে আপনার বলা ওই কথা নিয়ে খোঁটা দিবে। So, Don’t Trust usssss!

যারা বড় হওয়া সত্ত্বেও, বাইরে কোথাও যাওয়ার সময় বাবা মায়ের permission নেয়, তারা Unsmart নয়। বরং, তারা ভদ্র এবং Mature.🤍🌼🌻💐
22/04/2025

যারা বড় হওয়া সত্ত্বেও, বাইরে কোথাও যাওয়ার সময় বাবা মায়ের permission নেয়, তারা Unsmart নয়। বরং, তারা ভদ্র এবং Mature.🤍🌼🌻💐

পুরোনো পোস্টগুলোর কমেন্ট চেক করলে দেখা যায়! কত চেনা মুখ আনফ্রেন্ড করে চলে গেছে! কেউ করেছে ব্লক! কতদিন খবর নিইনা কারোর! ম...
22/04/2025

পুরোনো পোস্টগুলোর কমেন্ট চেক করলে দেখা যায়! কত চেনা মুখ আনফ্রেন্ড করে চলে গেছে! কেউ করেছে ব্লক! কতদিন খবর নিইনা কারোর! মানুষ অকারণেই ভালোবাসে, অকারণেই অভিমান জমায়, অবহেলায় ঘৃ'ণা করে চলে যায়!🖤

আমার সাথে ফ্রি হয়ে যাওয়ার পর বেশিরভাগ মানুষই বলে, আরে তোকে তো ভাবওয়ালা ভাবতাম, ভাবতাম খুব attitude তোর, কাউকে পাত্তা ...
21/04/2025

আমার সাথে ফ্রি হয়ে যাওয়ার পর বেশিরভাগ মানুষই বলে, আরে তোকে তো ভাবওয়ালা ভাবতাম, ভাবতাম খুব attitude তোর, কাউকে পাত্তা দিসনা, but তুই তো তেমন না!
ব্যাস এর পর এই মানুষ গুলোই আমার মাথায় কাঁঠাল ভাঙতে শুরু করে। তাই বলছি মানুষের সাথে মিশবেন কিন্তু মিলবেনা না ‼️

নিজেকে সুন্দর ভাবাটা কখনো ভুল মনে করতে নেই, এটাই সত্য। যা আপনি এড়িয়ে চলেন, মেনে নেন না আশেপাশের সবার কথার ভয়ের জন্য। ওইয...
20/04/2025

নিজেকে সুন্দর ভাবাটা কখনো ভুল মনে করতে নেই, এটাই সত্য। যা আপনি এড়িয়ে চলেন, মেনে নেন না আশেপাশের সবার কথার ভয়ের জন্য। ওইযে হঠাৎ আয়নাতে চোখ পড়লে আপনায় যেমন সুন্দর লাগে, আপনি ঠিক তেমনই সুন্দর। হাসলে আপনায় স্নিগ্ধ দেখায়, কাঁদলে মায়াবী মনে হয়। রাগ করলে সেই সৌন্দর্য আরও বেড়ে যায় কয়েকগুণ।

সুন্দর জিনিস সবসময় চোখে পড়ে না তাই নিজের সৌন্দর্যটা আপনার কাছে ধরা দেয় না খুব-একটা। তাছাড়া সৌন্দর্য দেখার মতো চোখ সবার থাকে না। তাই আশেপাশের মানুষ তা দেখতে পায় না। কিন্তু আপনি সুন্দর। কেউ কারো মতো সুন্দর না আমরা, সবাই নিজের মতো করে সৌন্দর্যের অধিকারী। আপনিও সবার মধ্যে সেরা একজন।

বিধাতা পরম যত্নে সৃষ্টি করেছে আপনাকে নিজের পছন্দে, ভালোবাসা দিয়ে, অনেক সময় খরচ করে আপনার পিছে। আপনি আসলেই সরলতার প্রতিমা, যার পৃথিবীতে দ্বিতীয় কোনো উপমা নেই, হবেও না।

একজন স্ত্রী ততটাই সুন্দর, যতটা তার স্বামীর দৃষ্টি সুন্দর। 💜
20/04/2025

একজন স্ত্রী ততটাই সুন্দর, যতটা তার স্বামীর দৃষ্টি সুন্দর। 💜

তোমার কান্নার আওয়াজ তোমার পাশের রুমে থাকা আপন মানুষগুলোই তো কখনো শুনতে পায় না! কি করে আশা করো দূর দূরান্তে থাকা মানুষগুল...
17/04/2025

তোমার কান্নার আওয়াজ তোমার পাশের রুমে থাকা আপন মানুষগুলোই তো কখনো শুনতে পায় না! কি করে আশা করো দূর দূরান্তে থাকা মানুষগুলো শুনতে পাবে? এত আর্তদান, এত অভিমান, দম আটকে থাকা গল্প, কে শুনবে বোকা? কার এত সময়? একা বেচে থাকতে শেখো!🖤

17/04/2025

বউ চলে গেছে ❓সমস্যা নাই
নতুন করে শুরু করেন 🙋🙋
゚viralシfypシ゚viralシalシ

-" এক আকাশ শূন্যতার মাঝে তুমি আমার পূর্ণতার ছায়া ,, হাজারো মানুষের ভিড়ে তুমি এক অদ্ভুত মায়া "...!!! 🥰💞💞🥀🥀🥀
16/04/2025

-" এক আকাশ শূন্যতার মাঝে তুমি আমার পূর্ণতার ছায়া ,, হাজারো মানুষের ভিড়ে তুমি এক অদ্ভুত মায়া "...!!! 🥰💞💞🥀🥀🥀

আসুন কথা দেই নিজেকে ভালো রাখার। চলুন দায়িত্ব নেই নিজের সুখের। আমরা কম কীসে যে আমাদেরকে অপেক্ষা করতে হবে অন্য কারোর জন্য?...
15/04/2025

আসুন কথা দেই নিজেকে ভালো রাখার। চলুন দায়িত্ব নেই নিজের সুখের। আমরা কম কীসে যে আমাদেরকে অপেক্ষা করতে হবে অন্য কারোর জন্য? বরং অপেক্ষা অন্য কেউ করবে আমাদেরকে পাওয়ার জন্য, আমরা এমন ভাবেই নিজেদেরকে গড়ে তুলব। যোগফল দশ বের করতে হলে সবসময় যে পাঁচের সাথে পাঁচ যোগ করতে হয় তা নয়। কখনো সাতের সাথে তিন, নয়ের সাথের এক যোগ করেও যোগফল দশ বের করা যায়।

দশ হচ্ছে আপনার সুখ। কিন্তু সেই দশ যে আপনাকে অন্য সবাই পাঁচের সাথে পাঁচ করে দশ বের করেছে সেই নিয়মে করতে হবে তা কিন্তু কোথাও লেখা নেই। আপনি আপনার পছন্দের সংখ্যা যোগ করে বের করুন নিজের সুখের সেই যোগফলকে। কে কোনটায় ভালো, কে কোথায় দৌড়াচ্ছে তা না দেখে আপনার কোনটার দিকে আগ্রহ সেটা খুঁজুন। একটা কথা মনে রাখবেন, আলাদা হওয়া মানে অন্যকিছু, অন্য কারো মতো হয়ে যাওয়া নয়। আলাদা হওয়া মানে নিজের মতো হওয়া।

আপনি আলাদাই, যদিও যথেষ্ট প্রমাণ নেই বলে তা কেউ বিশ্বাস করে না। তাই প্রমাণ জোগাড়ে লেগে পরুন। যারা বলে হবে না তাদের দেখনোর জন্য না হলেও, যারা বলে হবে তাদের ভালোবাসার জন্য না হলেও, নিজের ছাপ সবার মাঝে রেখে যাওয়ার জন্য কিছু করুন। হয়তো আপনি না থাকলেও কেউ যাতে মনে করতে পারে। আপনি এমনকিছু না করে চলে গেলে নিজের ক্ষতি তাইনা? আর অলস জীবনই বা কতটা মজার? আনন্দ তো কাজের মাঝে ঠিক না?

ছয়দিন পর একদিন ছুটি ভালো লাগে। কিন্তু ছয়দিনই ছুটিতে কাটালে তা আর ছুটি থাকে না। তাই স্বপ্নের পিছনে ছুটুন, সেই স্বপ্ন ছোট হোক কিংবা বড়। তা পৃথিবীর বুকে কোনো মাইনে রাখুক কিংবা না রাখুক। আপনার চেষ্টা যাতে থাকে নিজেকে প্রমাণ করার। বিশ্বাস করুন ভাগ্য মানুষকে নিরাশ করে না, মানুষ নিরাশ হয় চেষ্টা ছেড়ে দিয়ে। আর সত্যি বলতে সঙ্গ দেয়ার মতোও কেউ থাকে না। পেছন থেকে নিজের নিজেকে ঠেলে নিতে হয়। কারণ যাত্রাটা আপনার।

তাই ভালো কিছু হোক নিজের স্বার্থে, নিজের জন্যে।

মানুষকে চিনতে না পারার ক্ষ`তির চাইতে, মানুষকে চিনে ফেলার ক্ষ`তিটা কয়েকগুণ বেশি। আমাদের এই ছোট্ট জীবনে যখন মানুষ চেনার অভ...
15/04/2025

মানুষকে চিনতে না পারার ক্ষ`তির চাইতে, মানুষকে চিনে ফেলার ক্ষ`তিটা কয়েকগুণ বেশি। আমাদের এই ছোট্ট জীবনে যখন মানুষ চেনার অভিজ্ঞতা নিজের ভেতরে থাকে না, তখন সবকিছু অনেক সহজ হয়ে দাঁড়ায়। ধা'ক্কা খেলেও সামলে নেওয়া যায়। ওই যে সত্যটুকু তখনও আড়ালে থাকার কারণেই হয়তো তেমন প্রভাব পড়তে পারে না আমাদের ওপরে।

তবে যখন সেই অভিজ্ঞতা নিজের আয়ত্ত্বে চলে আসে। মানুষের ছোট আচরণের পেছনের গভীর ধাঁধা আমরা টের পেয়ে যাই, কিছু না বললেও চোখ পড়ে ফেলি। তখন চারপাশে থেকে ধস নেমে আসে। সবকিছুতে বিতৃষ্ণা জেঁকে ধরে। মনে হয় এরা কেউ আমার না, যাদের এতদিন আপন ভেবেছি। আর এই উপলব্ধি জীবনকে কঠিন থেকে কঠিন করে তোলে।

“নতুন সূর্যের আলোতে, নতুন স্বপ্নে ভর করে শুরু হোক বাংলা ১৪৩২। পুরোনো দুঃখ ভুলে, জীবনে আসুক হাসির ঝরনা। সবাইকে জানাই হৃদয...
14/04/2025

“নতুন সূর্যের আলোতে, নতুন স্বপ্নে ভর করে শুরু হোক বাংলা ১৪৩২। পুরোনো দুঃখ ভুলে, জীবনে আসুক হাসির ঝরনা। সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে শুভ নববর্ষ ১৪৩২!”❤️❤️❤️

একজন পুরুষকে কখনো ভালো ছেলে কী করে হতে হয় সেটা শিখিয়ে দেয়ার দরকার হয় না। ভালো বাবা কেমন হয় সেটা পুরুষের কাছে শিখতে হয়। ভ...
14/04/2025

একজন পুরুষকে কখনো ভালো ছেলে কী করে হতে হয় সেটা শিখিয়ে দেয়ার দরকার হয় না। ভালো বাবা কেমন হয় সেটা পুরুষের কাছে শিখতে হয়। ভাইয়ের অবস্থানে তাদের দখল ভীষণ পাকাপোক্ত। আর দক্ষ প্রেমিক হওয়াটা তো তাদের বাঁহাতের ব্যাপারও নয়।

কিন্তু একজন ভালো স্বামী কী করে হতে হয় সেটা একজন পুরুষকে অবশ্যই হাতে ধরে শেখাতে হয়। তাকে ভালোবাসা দিয়ে বুঝাতে হয়, আগলে রাখার জন্য সম্পর্কে কী দরকার। তাকে বুঝাতে হয় যত্নের খেয়াল তারও দায়িত্ব। সবটাই শেখাতে হয় তাকে।

আমাদের সমাজ মেয়েদের খুব ছোটো থেকে বুঝিয়ে বড় করে কী করে একজন ভালো স্ত্রী হতে হয়। কিন্তু একজন ছেলেকে কখনো শেখায় না, কী করে একটা ভালো স্বামী হতে হয়। তাই এই ব্যাপারে তারা ভীষণ আনাড়ি। স্ত্রী হিসেবে তাই দায়িত্ব তাকে শেখানোর।

ভালো স্বামী খুঁজলে পাওয়া যায় না। ভালো স্বামী যত্ন আর ভালোবাসার সংমিশ্রণে গড়ে তুলতে হয় নিজের। সে আপনার জন্য খোলা ডায়েরির মতো। আপনি তার মাঝে যা লিপিবদ্ধ করবেন, সেটার বহিঃপ্রকাশ ঘটবে আপনার সাথে। তাই নিজের দায়িত্ব নিজে বুঝে নিন।

কে চলে গেলো; কেনো চলে গেলো, এসব কারণ আর খোঁজা হয়না। আমার সাথে তার এতটুকুই পথচলা ছিলো আমি এটাই বিশ্বাস করি, মেনে নেই। সবা...
13/04/2025

কে চলে গেলো; কেনো চলে গেলো, এসব কারণ আর খোঁজা হয়না। আমার সাথে তার এতটুকুই পথচলা ছিলো আমি এটাই বিশ্বাস করি, মেনে নেই। সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক। আমিই কারো শেষ গন্তব্য হবো এটা জরুরী না। 🌸🫰

ফুটপাতের ভ্যান থেকেও পরতে পারি,শপিং মলের ব্র্যান্ড থেকেও পরতে পারি, মোট কথা পছন্দ হলে কোথাও আটকাই না। খাপ খাইয়ে নেয়া অনে...
13/04/2025

ফুটপাতের ভ্যান থেকেও পরতে পারি,শপিং মলের ব্র্যান্ড থেকেও পরতে পারি, মোট কথা পছন্দ হলে কোথাও আটকাই না। খাপ খাইয়ে নেয়া অনেক বড় গুণ। নিজেকে এমনভাবে গড়া উচিত যাতে “বেস্ট এবং ওর্ষ্ট” সব পরিস্থিতিতে টিকে থাকা যায়। মিশে যাওয়া যায় পরিবেশের সাথে। নামি - দামি রেস্টুরেন্টের ফ্রাইড রাইস থেকে ফুটপাতের ডিম খিচুড়ি সবই যেন পেটে সয়!

Indirizzo

Via Domenico Nicolai
Bari

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Hello Italy 786 pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Hello Italy 786:

Condividi