
18/04/2025
বলছিলেন, কনোর ম্যাকগ্রেগর, আইরিশ বক্সার ও মার্শাল আর্টিস্ট─
"আমাদের দাম্পত্যজীবনের আট বছর পূর্তি হলো। আগাগোড়া আয়ারল্যান্ডেই আছি। ডাবলিন থেকে ৩০ মাইল দূরের একটি ভাড়াবাড়িতে থাকতাম শুরুতে। আমি তখন বেকার।
প্রকৃতপক্ষে, আমি কাজ করতাম না। কারণ─ সারাদিন ট্রেনিং করেই কাটিয়ে দিতে হতো। তখন আমি স্বপ্নে বিভোর─ মার্শাল আর্টের হিরো হতে হবে আমাকে, আইরিশ বক্সিংয়ের মহানায়ক হবো। আমার বুকের ভিতরে এই স্বপ্ন গেঁথে দিয়েছিলেন─ আমার বউ। অথচ, আমরা তখন গরিব, টাকাপয়সা নেই তেমন। আমাকে যে-খাবারগুলো খেতে হচ্ছিলো, সেগুলো বাছাইকৃত এবং ভীষণ দামি। শরীরগঠনে এই রুটিন-আহারের কোনো বিকল্পই ছিল না। আমার স্বপ্ন যে বিশাল! তিনি আমার খাবার জোগাড়ের দায়িত্ব নিয়েছিলেন। আমার স্বপ্নকে ভাঙতে দেবেন না তিনি!
ট্রেনিং শেষে যখন বাড়ি ফিরতাম, ক্লান্ত, শ্রান্ত, প্রচণ্ড কাতর, বউ আমাকে বলতেন রোজই─ 'কনোর, আমি জানি, আমাদের স্বপ্ন ছোঁবেই তুমি। তুমি পারবেই। পারবেই। আছি তো!' অথচ তিনি তখন আমার চেয়েও বেশি ক্লান্ত! ভেঙে-ভেঙে পড়ছেন, শ্রান্তিতে, সারাদিনের চাকরির, অত:পর ঘরকন্নার, ভয়ানক চাপে!
এখন আমি মিলিয়ন ডলার রোজগার করি প্রত্যেকটি বাউটের বিপরীতে। আমার একেকটি খেলা দেখতে ভিড় জমান ৫০ থেকে ৭০ হাজার দর্শক। এখন আমি যা ইচ্ছা কিনতে পারি─ যেকোনো ব্র্যান্ডের গাড়ি, জামাকাপড়, যেকোনো বাড়ি। এই সমস্তেরই, প্রত্যেকটি পয়সাই, প্রকৃতপক্ষে, আমার বউয়েরই দান। অথচ, এই জীবনে তিনি আমার কাছে কিছুই চাইলেন না ওসবের! অথচ, তিনি, এই দুনিয়ার শ্রেষ্ঠতম বাড়িগাড়ি-জামাকাপড়ের, অধিকার রাখেন। তিনিই যে আমার শ্রেষ্ঠতম!
এইযে আমার পাশে ছায়ার মতোন লেপ্টে আছেন আমার প্রিয়তমা, সাহসে, অনুপ্রেরণায়, বন্ধুতায়; এই ঋণ যে শোধা হবে না আমার! তিনি আজও বলেন আমাকে, নিরন্তর─ 'তুমি পারবে আরও, আরও পারবে তুমি। স্বপ্ন ছুঁতে নয় শুধুমাত্র, তুমি জন্মেছ স্বপ্ন ডিঙোতেও! আমার হিরো কনোর!' আজকের এই আমি তাঁরই গড়া; আজকের এই কনোর ম্যাকগ্রেগর, তাঁরই দান। আমাকে হারতে দিলেন না তিনি এইজীবনে। আমাকে ছাড়লেন না তিনি। ভালোবাসি বউ, বন্ধু আমার, চিরকালের।"
Collected
Ryo's Vlog