
18/09/2025
ছাত্রীর বাবা বিদেশে 🇮🇹 থাকে। আজ হঠাৎ করে ফোন দিয়ে বললো তুমি কত টাকা নাও তোমার আন্টির থেকে। আমি বললাম ৬০০০ টাকা। আংকেল বললো কেন তুমি না ১০০০০ টাকা নাও? আমি বললাম না আংকেল।তারপর বলছে তুমি আন্টির থেকে ১ লাখ টাকা ধার নিয়েছিলে গত মাসে ওই টাকাটা কবে দিবে? আমি তো আকাশ থেকে পড়েছি।৫ মিনিট পর আন্টি ফোন দিয়ে বললো আংকেল যা যা বলবে তুমি শুধু হ্যা হ্যা বলবা। ৩০ মিনিট পর আংকেল ফোন দিয়ে বলছে তোমার আন্টির সাথে কি কারোর কোনো রিলেশন আছে? তুমি কি জানো?
আমি "হ্যা" বলে ফেলেছি। তারপর থেকে আমি নিজেই ভয়ে ফোন অফ করে রেখেছি। আমি কি ওই বাড়ি আর পড়াতে যাবো? বলা তো যায় না যদি ফাঁসিয়ে দেয়।