07/01/2026
⁉️দুঃসংবাদ !!! কেন ? কাদের জন্য ? ⁉️
♦️ ইতালি থেকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ১৯টি নিরাপদ দেশের তালিকা প্রকাশ করেছে ইতালির সরকার , যা D.L. 145/2024 ও D.L.158/ 2024 এর সাথে সম্পর্কিত।
♦️ঘোষিত ১৯টি নিরাপদ দেশ হচ্ছে :-বাংলাদেশ 🇧🇩 আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, কেপ ভার্দে, আইভরি কোস্ট, মিশর, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, কসোভো, উত্তর ম্যাসেডোনিয়া, মরক্কো, মন্টিনিগ্রো, পেরু, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা এবং তিউনিসিয়া।
♦️ইউরোপীয় আইন দ্বারা প্রতিষ্ঠিত মানদণ্ড অনুসারে এবং উপযুক্ত আন্তর্জাতিক সংস্থাগুলির সরবরাহিত তথ্য ও সূত্রের ভিত্তিতে তৈরী হয়েছে তালিকাটি ।
♦️ইতালিতে অবস্থানকারী ডকুমেন্টসবিহীন অভিবাসীরা এবং তালিকাভুক্ত নিরাপদ দেশের Asilo politico অথবা protezione speciale এর জন্য বাতিলকৃত আবেদনকারীরা প্রত্যাবাসন প্রক্রিয়ার অধীনে দেশে ফেরত যেতে পারেন।😭😭😭
✍️✍️করণীয় :--তাই দয়া করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। রাস্তা- ঘাটে, বাস, ট্রাম, মেট্রো যেকোন স্হানে ডকুমেন্ট চেকিং হতে পারে।
♦️এমনকি Asilo politico অথবা protezione speciale এর বাতিলকৃত আবেদনের ricorso চলমান সময়েও নতুন আইনে আপনাদের দেশে ফেরত পাঠানো হতে পারে।
📌 যারা Asilo politico অথবা protezione speciale এর permesso di Soggiorno পেয়েছেন, এই মুহূর্তে দেশে যাবেন না। permesso বাতিল হতে পারে।
এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে পেজটিকে ফলো দিয়ে যুক্ত থাকতে পারেন। পোস্টটি গুরুত্বপূর্ণ এবং ভালো লেগে থাকলে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন ।
♦️Have a nice Day ♦️
👉 Abu Faisal Italy Vlog's
#ইতালি_ভিসা
#ভিসা_আপডেট
#প্রবাসের_স্বপ্ন