Abu Faisal Italy

Abu Faisal Italy Welcome to "Abu Faisal Italy" page Founder by Abu Faisal Moslauddin.

07/01/2026
07/01/2026

⁉️দুঃসংবাদ !!! কেন ? কাদের জন্য ? ⁉️

♦️ ইতালি থেকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ১৯টি নিরাপদ দেশের তালিকা প্রকাশ করেছে ইতালির সরকার , যা D.L. 145/2024 ও D.L.158/ 2024 এর সাথে সম্পর্কিত।


♦️ঘোষিত ১৯টি নিরাপদ দেশ হচ্ছে :-বাংলাদেশ 🇧🇩 আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, কেপ ভার্দে, আইভরি কোস্ট, মিশর, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, কসোভো, উত্তর ম্যাসেডোনিয়া, মরক্কো, মন্টিনিগ্রো, পেরু, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা এবং তিউনিসিয়া।

♦️ইউরোপীয় আইন দ্বারা প্রতিষ্ঠিত মানদণ্ড অনুসারে এবং উপযুক্ত আন্তর্জাতিক সংস্থাগুলির সরবরাহিত তথ্য ও সূত্রের ভিত্তিতে তৈরী হয়েছে তালিকাটি ।

♦️ইতালিতে অবস্থানকারী ডকুমেন্টসবিহীন অভিবাসীরা এবং তালিকাভুক্ত নিরাপদ দেশের Asilo politico অথবা protezione speciale এর জন্য বাতিলকৃত আবেদনকারীরা প্রত্যাবাসন প্রক্রিয়ার অধীনে দেশে ফেরত যেতে পারেন।😭😭😭

✍️✍️করণীয় :--তাই দয়া করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। রাস্তা- ঘাটে, বাস, ট্রাম, মেট্রো যেকোন স্হানে ডকুমেন্ট চেকিং হতে পারে।

♦️এমনকি Asilo politico অথবা protezione speciale এর বাতিলকৃত আবেদনের ricorso চলমান সময়েও নতুন আইনে আপনাদের দেশে ফেরত পাঠানো হতে পারে।

📌 যারা Asilo politico অথবা protezione speciale এর permesso di Soggiorno পেয়েছেন, এই মুহূর্তে দেশে যাবেন না। permesso বাতিল হতে পারে।
এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে পেজটিকে ফলো দিয়ে যুক্ত থাকতে পারেন। পোস্টটি গুরুত্বপূর্ণ এবং ভালো লেগে থাকলে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন ।
♦️Have a nice Day ♦️
👉 Abu Faisal Italy Vlog's






#ইতালি_ভিসা
#ভিসা_আপডেট
#প্রবাসের_স্বপ্ন

07/01/2026
14/07/2025
14/07/2025

♦️ভিডিও লিংক :-https://www.facebook.com/share/v/1AeRcX7xf2/
সম্পূর্ণ বিষয় জানতে উপরের দেওয়া ভিডিও লিংক এ ক্লিক করুন।
🔺ইতালি ভিসা এবং Vfs গ্লোবাল সম্পর্কিত যেকোনো ধরনের আপডেট পেতে পেজটিকে ফলো দিয়ে রাখুন ।
#ইতালি_ভিসা_আপডেট

Indirizzo

Via G , Marconi
Cornedo Vicentino
36073

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Abu Faisal Italy pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi