Mostakim Vlogs Italy

Mostakim Vlogs Italy md mostakim Billah

পিছনের গ্লানি মুছে। নতুন বছরকে স্বাগত জানাই নতুনভাবে নতুন করে। পহেলা বৈশাখের শুভেচ্ছা রইল। আমার যত শুভাকাঙ্ক্ষী আছে। অনল...
13/04/2025

পিছনের গ্লানি মুছে। নতুন বছরকে স্বাগত জানাই নতুনভাবে নতুন করে। পহেলা বৈশাখের শুভেচ্ছা রইল। আমার যত শুভাকাঙ্ক্ষী আছে। অনলাইন অফলাইন । সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ।

29/03/2025

শুভ শুভ শুভ দিন 30/03/2025 আমার প্রিয় মানুষের জন্ম দিন। একই সাথে ঈদুল ফিতরের আনন্দ। আপনজন ভালোবাসার মানুষ অনেকেই হতে পারে। প্রিয়জন সবাই হতে পারে না। মনের ভিতরে সবাই জায়গা করে নিতে পারে না। টাকা পয়সা অর্থ সম্পদ সবার কাছে থাকতে পারে আবার টাকা নাও থাকতে পারে দুঃসময় অনেক কি অজুহাত দিয়ে কেটে পড়ে বিপদের কথা শুনলে মুখ ঘুরিয়ে নেই।মানুষের পাশে থাকতে হলে টাকা লাগেনা পয়সা লাগে না মানসিক সাপোর্ট ভালবাসা দিয়ে মনের ভিতরে জায়গা করে নেওয়া যায়। সে আমার সব সময় মানসিক সাপোর্ট দিয়ে পাশে আছে। তার পরিবার থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি যা কখনো ভোলার নয় । আসলে টাকার ঋণ কখনো টাকা দিয়ে ফিরিয়ে দেওয়া যায় না। বিপদে সময়ে যে সামান্য টাকা দিয়ে হলেও সাহায্য করে সুসময়ে এসে ওইদিনের টাকার হিসাব কখনোই করা যায় না। দেশে থাকলে পাশে থাকলে হয়তো অনেক সুন্দর করে জন্মদিন অনুষ্ঠান পালন করতাম। অনেক দূরে আছি তাই অনেক বেশি মিস করছি। ভাল থাক সমস্ত ভালোবাসার মানুষগুলো ।

Indirizzo

Cosenza

Telefono

+393533821884

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Mostakim Vlogs Italy pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Mostakim Vlogs Italy:

Condividi