Craft.It

Craft.It Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Craft.It, Creator digitale, Genzano di Roma.

Isn’t it cute? ওকে আরো সাপ্তাহ তিনেক আগে বানাইছিলাম।আরো কয়েকটা কাজও করেছি।কিন্তু ইদানিং কিছু পোস্ট করতে ভালো লাগে না। আগ...
01/08/2025

Isn’t it cute?
ওকে আরো সাপ্তাহ তিনেক আগে বানাইছিলাম।আরো কয়েকটা কাজও করেছি।কিন্তু ইদানিং কিছু পোস্ট করতে ভালো লাগে না। আগে এক একটা আর্ট-ক্রাফট রাতে শেষ করলে রাতেই আমি পিকচার তুলে পোস্ট করে ফেলতাম। দিনের আলোতে সুন্দর করে তুলে শেয়ার করার আর ধৈর্য্যই হতো না

22/07/2025

জাবাবদিহীতা করার ক্ষমতা যাদের আছে তারা তো ওই চেয়ারে লুটপাটের আশায় গিয়ে বসে।

22/07/2025

মাইলস্টোন স্কুল & কলেজের ঘটনায়,
নিহতদের বেশির ভাগ কোমলমতি নিষ্পাপ শিশু। তাদের পিতামাতাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষায় জানা নেই। আমি নিজেও কয়েকবছর আগে এরকম একটা সময় পার করে এসেছি। পাগলপ্রায় হয়ে গিয়েছিলাম,কাছের মানুষজন জানে কিরূপ পাগলামি করেছি।সান্ত্বনা কানে বিষফোঁড়ার মতই লাগত।
তবু মহানবী (সা.)-এর মুখনিঃসৃত বাণী থেকে সান্ত্বনা খোঁজার চেষ্টা করেছি :
মৃত শিশুসন্তান মা-বাবার জন্য জান্নাতের দরজা খুলে দাঁড়িয়ে থাকবে : মৃত্যুবরণকারী শিশুসন্তান মা-বাবার জন্য জান্নাতের দরজা খুলে দাঁড়িয়ে থাকবে। কুররা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) যখন বসতেন, তখন সাহাবিদের অনেকে তাঁর কাছে এসে বসতেন।

তাঁদের মধ্যে একজন সাহাবির ছোট একটি শিশুপুত্র ছিল। তিনি তাঁর ছেলেকে পেছন দিক থেকে নিজের সামনে এনে বসাতেন।
একদিন সে ছেলেটি মৃত্যুবরণ করল। ফলে সে সাহাবি খুব বিষণ্ন হয়ে পড়লেন। ছেলের শোকে তিনি নবীজি (সা.)-এর মজলিসে উপস্থিত হতেন না। কয়েক দিন তাঁকে না দেখে রাসুলুল্লাহ (সা.) জিজ্ঞাসা করলেন, ‘অমুক ব্যক্তিকে দেখছি না কেন?’ সাহাবিরা বলেন, ‘হে আল্লাহর রাসুল! আপনি তার যে ছোট ছেলেকে দেখেছিলেন সে মৃত্যুবরণ করেছে।

’ পরে তার সঙ্গে সাক্ষাৎ করে রাসুলুল্লাহ (সা.) জিজ্ঞাসা করেন, ‘তোমার সে ছেলেটির কী হয়েছে?’ তিনি বলেন, ছেলেটির মৃত্যু হয়েছে। তখন নবীজি (সা.) তাকে সান্ত্বনা দিয়ে ধৈর্য ধারণ করতে বলেন। তারপর বলেন, ‘হে অমুক! তোমার কাছে কোনটা বেশি পছন্দনীয়, তার দ্বারা তোমার পার্থিব জীবন সুখময় করা, নাকি কাল কিয়ামতে জান্নাতের যে দরজা দিয়ে তুমি প্রবেশ করতে চাইবে তাকে সেখানেই পাওয়া, যেখানে সে পৌঁছে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে?’ তিনি বলেন, ‘হে আল্লাহর রাসুল! বরং সে আমার জান্নাতের দরজায় গিয়ে আমার জন্য দরজা খুলে দেবে; এটাই আমার কাছে অধিক পছন্দনীয়। ’ তখন রাসুল (সা.) বলেন, ‘তাহলে তোমার জন্য তাই হবে। ’ (নাসায়ি, হাদিস : ২০৯০)
ছোট বয়সে মৃত্যুবরণকারী শিশু জান্নাতের প্রজাপতির মতো : আবু হাসসান (রহ.) বলেন, আমি আবু হুরায়রা (রা.)-কে বললাম, আমার দুটি সন্তান মারা গেছে। আপনি কি রাসুলুল্লাহ (সা.)-এর থেকে এমন একটি হাদিস বর্ণনা করবেন, যাতে আমরা অন্তরে সান্ত্বনা পেতে পারি? তখন আবু হুরায়রা (রা.) বলেন, হ্যাঁ, আমি নবীজি (সা.)-কে বলতে শুনেছি, ছোট বয়সে মৃত্যুবরণকারী সন্তানরা জান্নাতের প্রজাপতির মতো। তাদের কেউ যখন পিতা কিংবা মাতা-পিতা উভয়ের সঙ্গে মিলিত হবে, তখন তার পরিধানের কাপড় কিংবা হাত ধরবে, যেভাবে এখন আমি তোমার কাপড়ের আঁচল ধরেছি। এরপর সেই কাপড় কিংবা হাত আর ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে তার মা-বাবাসহ জান্নাতে প্রবেশ না করাবেন। (মুসলিম, হাদিস : ৬৩৭০)
মা-বাবার জন্য জান্নাতে ঘর নির্মাণের ঘোষণা : শিশুসন্তান হারানো মা-বাবার জন্য তৎক্ষণাৎ জান্নাতে ঘর নির্মাণের ঘোষণা এসেছে হাদিস শরিফে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো বান্দার কোনো সন্তান মারা গেলে তখন আল্লাহ তাআলা তাঁর ফেরেশতাদের প্রশ্ন করেন, তোমরা আমার বান্দার সন্তানকে কি ছিনিয়ে আনলে? তারা বলে, হ্যাঁ। আবার আল্লাহ তাআলা প্রশ্ন করেন, তোমরা তার হৃদয়ের টুকরাকে ছিনিয়ে আনলে? তারা বলে, হ্যাঁ। আবার তিনি প্রশ্ন করেন, তখন আমার বান্দা কী বলেছে? তারা বলে, সে আপনার প্রতি প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহ...পাঠ করেছে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে আমার এই বান্দার জন্য একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখো বাইতুল হামদ বা প্রশংসালয়। (তিরমিজি, হাদিস : ১০২১)

ইবরাহিম (আ.)-এর তত্ত্বাবধানে প্রতিপালন : দুনিয়া থেকে চলে যাওয়া শিশুসন্তানরা জান্নাতের পাহাড়ে অবস্থান করে। তাদের লালন-পালন করেন ইবরাহিম (আ.) ও সারা (আ.)। কিয়ামতের দিন তাদেরকে তাদের মা-বাবার কাছে ফেরত দেওয়া হবে। (সহিহুল জামে, হাদিস : ১০২৩)

আল্লাহর দেওয়া প্রতিশ্রুতিতে আমাদের বিশ্বাস রাখতে হবে তাহলেই ধৈর্য্য ধারণ করা আমাদের জন্য সহজ হবে। জান্নাতে আপনার হারানো কলিজার টুকরার সাথে আপনার দেখা হবে, সে আপনার সুপারিশকারী হবে,এটা আমাদের মুসলিম বান্দার জন্য কতবড় সুসংবাদ।
দিনদিন পৃথিবী ভীষণ ভয়ংকর হয়ে উঠছে, এর চেয়ে আমাদের পরকালের জন্য চিন্তা করাটাই বাঞ্চনীয়, শ্রেয়।

18/07/2025

Corchet moon tutorial (কুরুশের চাঁদ)
এত্ত সহজ রেসিপি। পুরাই ডাল-ভাত।

প্রথম মাশরুম জারটাকে সামান্য মডিফাই করে মেয়ের ওয়াটার-বোটল রাখার ব্যাগ তৈরি করে দিয়েছি।এখন হয়ে গেছে মাশরুম ব্যাগ।জিনিসটা ...
14/07/2025

প্রথম মাশরুম জারটাকে সামান্য মডিফাই করে মেয়ের ওয়াটার-বোটল রাখার ব্যাগ তৈরি করে দিয়েছি।
এখন হয়ে গেছে মাশরুম ব্যাগ।
জিনিসটা কিন্তু খুবি কিউট হয়েছে।
যারা এইসকল কুরশের কাজের বিজনেস করে তাদের কিন্তু একই জিনিস বারবার তৈরি করতে হয় কাস্টমারদের ডিমান্ডে, নতুনত্ব আনতে গেলেও হিমশিম খেতে হয়, কাস্টমারদের ডিমান্ডের প্রডাক্টের পিছনে সময় দিতে গিয়ে আর সময় হয়ে উঠে না।
সেক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ নতুন নতুন ইউনিক জিনিস নিজের শখের জন্য হলেও তৈরি করার সু্যোগ পাচ্ছি।
এখন বিজনেসে নেমে গেলে হয়তো এটা খুব কমই সম্ভব হতো।
খেয়াল করে দেখবেন,আমি একি জিনিস সেকেন্ড টাইম তৈরি করি না, কারণ আমার স্টকে এখনো প্রচুর নতুন কাজ জমাই রাখছি। সেগুলো কখন তৈরি করবো, কখন ফাইনাল লুক দেখবো সেটার জন্য মন ব্যইচান হয়ে আছে।
আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখি, যে এত সহজে এইসকল গুণ আমার মধ্যে দিয়েছে, সেই একটা ব্যবস্থা করবে। এর মধ্যে আমার স্কিল ডেভলপ হওয়ার বিশাল সুযোগ আমি পাচ্ছি নতুন নতুন কিছু তৈরির মাধ্যমে। আলহামদুলিল্লাহ।

13/07/2025

Corchet Star tutorial ( easy tutorial)
Medium size (6-7cm)
Acrylic yearn
3mm hook

(Corchet moon-star) এক কালে কার্ডবোর্ড কেটে চাঁদ- তারা বানাইয়ে দেয়ালে ঝুলাইতাম। আলহামদুলিল্লাহ। এখন কুরশি দিয়ে সব বানাতে...
09/07/2025

(Corchet moon-star) এক কালে কার্ডবোর্ড কেটে চাঁদ- তারা বানাইয়ে দেয়ালে ঝুলাইতাম।
আলহামদুলিল্লাহ। এখন কুরশি দিয়ে সব বানাতে মন চাই। শুধু সময়,ধৈর্য্য আর মনমত সুতা পাইনা বলে ভীষণ আফসোস লাগে।

5 pieces - 2€ ( size 6-7 cm each )

ইউনিক কিছু করতে আমার বরাবরই ভালো লাগে। ❤️
05/07/2025

ইউনিক কিছু করতে আমার বরাবরই ভালো লাগে। ❤️

ভাল্লাগছে 😍।আমিও একদিন এমন বেচবো আর বানাবো বানাবো আর বেচবো। প্লিজ মন তগেকে দোয়া ফর মি।
02/07/2025

ভাল্লাগছে 😍।আমিও একদিন এমন বেচবো আর বানাবো বানাবো আর বেচবো।
প্লিজ মন তগেকে দোয়া ফর মি।

Indirizzo

Genzano Di Roma

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Craft.It pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi