Emtu On the Way

Emtu On the Way subscribe my chennal...! visit my chennal in youtube

heyy It's Emtiaj Hossen

🎓 Studied Culinary Arts in Europe | International Student Experience
📚 Helping Bangladeshi students achieve their dream of studying in Europe
🌍 Travel & lifestyle vlogs from my journey across Europe

FOLLOW Here 🫶🇮🇹✈️🇵🇹

🎓 Maastricht University (UM) স্কলারশিপ আবেদন — ফেব্রুয়ারি ২০২৬ সেশনে ভর্তি হওয়ার সুযোগ🇳🇱📅 আবেদনের শেষ তারিখ:ফেব্রুয়ারি...
08/11/2025

🎓 Maastricht University (UM) স্কলারশিপ আবেদন — ফেব্রুয়ারি ২০২৬ সেশনে ভর্তি হওয়ার সুযোগ🇳🇱
📅 আবেদনের শেষ তারিখ:ফেব্রুয়ারি ২০২৬

ইউরোপে অন্য কোন দেশে থাকলেও এপ্লাই করতে পারবে। তবে রেসিডেন্স কার্ড এর মেয়াদ ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত থাকতে হবে।

নেদারল্যান্ডসের Maastricht University (UM) প্রতি বছর এমন শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দেয়, যারা একদিকে একাডেমিকভাবে অসাধারণ, আর অন্যদিকে আর্থিকভাবে সহায়তার প্রয়োজন রয়েছে।
তুমি যদি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিকল্পনা করে থাকো, তাহলে নিচের তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ 👇

আবেদনের ধাপসমূহ

ধাপ ১: হ্যান্ডলিং ফি (Handling Fee) যাচাই করো
তুমি যে প্রোগ্রামে ভর্তি হতে চাও, তার ওয়েবপেজে গিয়ে “Admission Requirements” অংশে দেখে নাও, সেখানে কোনো হ্যান্ডলিং ফি দিতে হবে কি না।

ধাপ ২: আবেদন ফর্ম পূরণ করো
তোমার UM Account ব্যবহার করে অনলাইনে আবেদন ফর্মে লগইন করতে হবে।
👉 সব প্রয়োজনীয় ডকুমেন্ট .doc, .docx অথবা PDF ফরম্যাটে আপলোড করো।
⚠️ মনে রেখো, তুমি মাত্র একবারই আবেদন জমা দিতে পারবে, তাই জমা দেওয়ার আগে সব তথ্য ও ডকুমেন্ট ভালোভাবে যাচাই করে নিও।

📑 প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ

1. জীবনবৃত্তান্ত (Curriculum Vitae - CV)

* সর্বোচ্চ দৈর্ঘ্য: দুই পৃষ্ঠা (A4)
* শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, অতিরিক্ত কার্যক্রম (extracurriculars), এবং সমাজসেবামূলক কাজগুলো উল্লেখ করো।
* তুমি কোনো **পুরস্কার বা স্বীকৃতি** পেয়ে থাকলে, সেটাও অবশ্যই লিখবে।

2. মোটিভেশন লেটার (Letter of Motivation)

বিশ্ববিদ্যালয়ের দেওয়া অফিসিয়াল টেমপ্লেট ব্যবহার করতে হবে।
* এখানে লিখতে হবে কেন তুমি এই
*স্কলারশিপের জন্য আবেদন করছো এবং এটি তোমার ভবিষ্যৎ লক্ষ্য পূরণে কীভাবে সাহায্য করবে।

3. একাডেমিক উৎকর্ষতার প্রমাণ (Proof of Academic Excellence)

* তোমার বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট (grade sheet) আপলোড করতে হবে।
* ন্যূনতম জিপিএ (GPA) মান:

* ৭.৫/১০, অথবা
* ৭৫%, অথবা
* ৩.০/৪.০ (তোমার গ্রেড সিস্টেম অনুযায়ী)।

4. আর্থিক প্রয়োজনের বিবৃতি (Personal Statement of Financial Need)

এখানে তোমার আর্থিক অবস্থার বিবরণ দিতে হবে এবং কেন তুমি স্কলারশিপ পাওয়ার যোগ্য তা ব্যাখ্যা করতে হবে।

যেমন:

* আর্থিক কষ্ট 💸
* একক অভিভাবক বা পরিবার দেখাশোনার দায়িত্ব 👩‍👧
* স্বাস্থ্য সমস্যা বা প্রতিবন্ধিতা 🩺
* শরণার্থী অবস্থা ইত্যাদি 🕊️

5. রেফারেন্স লেটার (Reference Letter)

* বিশ্ববিদ্যালয়ের দেওয়া "রেফারেন্স লেটার গাইডলাইন অনুযায়ী এটি লিখতে হবে।
* রেফারেন্স শুধুমাত্র পূর্বের শিক্ষক, অধ্যাপক বা নিয়োগকর্তা দিতে পারবেন — পরিবারের কেউ নয়।
* লেটারটি অবশ্যই তারিখসহ এবং ফেব্রুয়ারি ২০২৫ এর আগের নয় এমন হতে হবে।
* আবেদনকারী নিজেই রেফারেন্স লেটার আপলোড করবে
* গাইডলাইন না মেনে লেখা রেফারেন্স গ্রহণযোগ্য হবে না।

6. একজন প্রোফেসর যোগাযোগের তথ্য (Contact Details of One Referee)

* নাম, পদবি, ইমেইল ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।

✨ বিশেষ দ্রষ্টব্য:
এই স্কলারশিপের আবেদন শুধুমাত্র একবার জমা দেওয়া যাবে।
তাই জমা দেওয়ার আগে সব তথ্য, ডকুমেন্ট এবং রেফারির তথ্য ভালোভাবে যাচাই করে নিও।

🔗 বিস্তারিত জানতে ও আবেদন করতে কমেন্ট বক্সে ভার্সিটির লিংক দেওয়া আছে। সেখানে A to Z বলা আছে। পেইজটা ফলো কটেন আগে Emtu On the Way

কমেন্টে পুরো লিংক দেওয়া থাকবে। লিংকে ডুকলে সব পেয়ে যাবেন। পেইজ টা ফলো করছেন তো?🤥

08/11/2025

নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী ❤️

08/11/2025

গরীবের প্রাইভেট জেট😀🚴‍♂️ সাথে ড্রাইভার 🇳🇱

🇧🇪 বাংলাদেশ থেকেই এখন বেলজিয়াম ভিসার আবেদন! 🇧🇩বেলজিয়ামে পড়াশোনা বা কাজের স্বপ্ন যাদের আছে, তাদের জন্য দারুণ খবর! 🎉এখন থে...
08/11/2025

🇧🇪 বাংলাদেশ থেকেই এখন বেলজিয়াম ভিসার আবেদন! 🇧🇩

বেলজিয়ামে পড়াশোনা বা কাজের স্বপ্ন যাদের আছে, তাদের জন্য দারুণ খবর! 🎉
এখন থেকে বেলজিয়াম ভিসার জন্য আর ভারত যেতে হবে না।

Belgian Embassy in New Delhi জানিয়েছে যে, বাংলাদেশি নাগরিকরা এখন ঢাকায় অবস্থিত Belgian Visa Application Centre (VFS Global) এর মাধ্যমে Short Stay (Category C) এবং Long Stay (Category D) ভিসার আবেদন ও ডকুমেন্ট জমা দিতে পারবেন।
এই নিয়ম ১৬ নভেম্বর ২০২5 থেকে কার্যকর হবে।

এটি নিঃসন্দেহে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুবিধা — কারণ এতদিন শিক্ষার্থী ভিসার আবেদন জমা দিতে ভারত যেতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

📚 বেলজিয়ামে পড়াশোনার সুবিধা:

অনেক বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি তুলনামূলকভাবে কম

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুযোগ (যেমন: UHasselt, KU Leuven, Ghent University ইত্যাদি)

পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম জবের সুযোগও রয়েছে

ইউরোপের কেন্দ্রে অবস্থান, তাই অন্যান্য ইউরোপিয়ান দেশে ভ্রমণ ও একাডেমিক নেটওয়ার্ক তৈরির চমৎকার সুযোগ

📌 তবে মনে রাখবেন:
যদি ভিসা ইন্টারভিউর জন্য ডাকা হয়, তাহলে সেটি এখনো ভারতে (New Delhi) অনুষ্ঠিত হবে।

বেলজিয়াম বা অন্যান্য ইউরোপীয় দেশে পড়াশোনার আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় ডকুমেন্টস, স্কলারশিপ, এবং ভিসা টিপস জানতে আমার YouTube চ্যানেল ফলো করতে পারেন 👇

প্রথমে পেইজটা ফলো করেন।সব আমি বিস্তারিত জানাবো। সামনে বেলজিয়াম সফর করবো ইনশাল্লাহ। ভার্সিটি গুলো সম্পর্কে আইডিয়া দিবো।
পেইজটা ফলো করেন Emtu On the Way

07/11/2025

ইতালি🇮🇹

ইতালিতে হাজবেন্ড / ওয়াইফ সাথে আনা যায়?
IELTS ছাড়া আসা যায় কিনা? কেমন Cgpa লাগে? কখন এপ্লিকেশন করা যায়।

অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে। পেইজে আরো অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে। দেখে আসতে পারেন। পেইজ ফলো দিয়ে রাখেন। সব অথেন্টিক ইনফো এর জন্য

ইতালির সুযোগ সুবিধা জানার পর, অসুবিধা গুলোও জানার দরকার। সব কিছু নিয়ে পেইজে আলোচনা করা হয়, যাতে কমপ্লিট গাইউ পেতে পারেন।

ফলো করেন : Emtu On the Way



Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.

10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons..

Follow

06/11/2025

🎥 আমি এখন দাঁড়িয়ে আছি আমস্টারডামের সিটি সেন্টারে, ইউরোপের অন্যতম রঙিন ও প্রাণবন্ত শহরের হৃদয়ে! 🇳🇱
চারদিকে আলো, সঙ্গীত, মানুষের হাসি, খালের ধারে সাইকেল আর অগণিত সেতু — মনে হয় পুরো শহরটা যেন এক জীবন্ত গল্পের বই!

এই শহরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর খাল (Canals)। পুরনো ঘরবাড়িগুলোর পাশে বয়ে চলা জলরাশি, রঙিন নৌকা, আর পানির ওপর দিয়ে ঝুলে থাকা সেতুগুলো—সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি আর সৌন্দর্য তৈরি করে। 🌉
যেদিকে তাকাও, মনে হবে শহরটা যেন সময়ের ভেতর ভেসে বেড়াচ্ছে — একদিকে আধুনিকতা, অন্যদিকে ইতিহাসের গভীর ছাপ।

দুই দিন আগেই আমস্টারডাম উদযাপন করেছে তার ৭৫০ বছর পূর্তি উৎসব! 🎉
শহরজুড়ে তখন ছিল আলো ঝলমলে আয়োজন, লাইভ মিউজিক, নাচ, আতশবাজি, আর স্থানীয়দের মুখে একটাই কথা — “We are 750 years young!” 🎂
পুরো শহর যেন আনন্দে ভেসে যাচ্ছিলো। এত পুরনো শহর হয়েও আমস্টারডামের প্রাণচাঞ্চল্য একদম তরুণের মতো!

আর আজ আবার হ্যালোউইন নাইট! 👻
রাস্তায় দেখছি মানুষজন ভুত, ডাইনী, ভ্যাম্পায়ার সেজে ঘুরছে। কেউ নাচছে, কেউ ছবি তুলছে, কেউ আবার খালের পাশে বসে কফি হাতে গল্পে মেতে আছে।
পুরো শহরটা যেন উৎসব আর আনন্দের এক মেলবন্ধন — ইতিহাস, সংস্কৃতি আর আধুনিক জীবনের এক অসাধারণ সংমিশ্রণ।

এই শহরকে যারা শুধু ছবিতে দেখেছেন, একবার অন্তত নিজে এসে দেখতে হবে।
খালের পাশের হাওয়ার ছোঁয়া, রাস্তায় বাজতে থাকা স্যাক্সোফোনের সুর, আর মানুষের মিষ্টি হাসি — মনে হবে সময় থেমে গেছে একটু।

তোমরা যারা ইউরোপে আছো, সুযোগ পেলে অবশ্যই চলে এসো এই শহরে।
Amsterdam শুধু ভ্রমণের জায়গা নয় — এটা এক অনুভূতি, এক অভিজ্ঞতা, এক রঙিন গল্প Way

পেইজ ফলো করেন ☺️ Emtu On the Way



Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.

10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons..

06/11/2025

Amsterdam City 🇳🇱🛶

খালে ভরা পুরো শহর। দেখতেই জোস লাগে 🛥️। বোট দিয়ে ঘুরতে পারবে পুরো সিটি। টিকেট ১৫-২৫ ইউরো এর মধ্যে।

05/11/2025

দেখতে দেখতে ৪ বছর শেষ ইউরোপে🙂
পাওয়া না পাওয়ার অনেক কিছু আছে এই সময় টায়। তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।

দেশ ত্যাগ ছিল বেষ্ট সিদ্ধান্ত। এখন পর্যন্ত আমি মনে করি IELTS করাটা ছিল লাইফের বেষ্ট সিদ্ধান্ত গুলোর মধ্যে একটা।

ইউরোপে আসছি, পড়াশোনা শেষ করছি, বিভিন্ন দেশ- শহর- গ্রাম ঘুরতেছি।

হুম এর মধ্যে অনেক স্ট্রেস ছিল, বাঁধা ছিল। তবুও আলহামদুলিল্লাহ।

দেশে থাকলে নোংরা রাজনীতি করতে করতে হয়তো নোংরা মানুষের মত মেন্টালিটি হয়ে যেতো।

দেশ কে মিস করা হয়না তেমন!😒
তবে শৈশব টা মিস করা হয়। আপনজনকে মিস করা হয়

চেষ্টা করেন। হোটচ খেলে আবার উঠে দাঁড়ান, বাঁধা আসবে। তবে হিম্মত হারাবেন না।

আর নোংরা রাজনীতি ছাড়ুন। এটা কিছু দিবে না আপনাকে...

নেতার পা না চেটে, নিজে কিছু করেন নিজের ভবিষ্যতের জন্য। কোন কিছু কঠিন না। আবার কোন কিছু সহজ ও না।

সফলতার আসার আগে কাউকে পাবেন না। সফল হয়ে গেলে হাতে তালি দেওয়ার মানুষ এর অভাব হবে না।

সুতরাং বাকিটা আপনার বিষয়। আল্লাহ আপনার আমার সবার কাজে বরকত দান করুন।

ফলো করেন Emtu On the Way



Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.

10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons..

সাইকেলের দেশে 🚴‍♂️🇳🇱  নেদারল্যান্ডস আসলে স্টুডেন্ট হিসাবে আপনি জাষ্ট ১৬ ঘন্টা পারমিশন পাবেন কাজ করার জন্য। নেদারল্যান্ডস...
04/11/2025

সাইকেলের দেশে 🚴‍♂️🇳🇱

নেদারল্যান্ডস আসলে স্টুডেন্ট হিসাবে আপনি জাষ্ট ১৬ ঘন্টা পারমিশন পাবেন কাজ করার জন্য।

নেদারল্যান্ডস ইউভার্সিটি গুলোর ( প্রাইভেট) টিউশন ফি ১০ হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে। এটা ডিপেন্ড করে ভার্সিটি আর সাবজেক্ট এর উপর।

১৬ ঘন্টা কাজ করে আপনি এইখানে টিউশন ফি তুলতে কষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ ইনকাম করা যায়, কাজও পাওয়া যায়। তবে খরচ ও অনেক বেশী।
ঘন্টায় আপনি হয়ত ১৪-১৬ ইউরো পাবেন। এটা আসলে ডিপেন্ড করে।

এইখানে অনেক স্টুডেন্ট, ১৬ ঘন্টার বাহিরেও কাজ করে। এটা বৈধ না। তবে, সুযোগ পেলে করতে পারেন। এটার অন্য ওয়ে আছে। অনেকে ডেলিভারি করে ১৬ ঘন্টার বাহিরেও। অথবা অনেক রেস্টুরেন্ট........ থাক এইসব না বলি। তবে মেইন কথা হচ্ছে কষ্ট করতে হবে। অনেক স্ট্রাগল করতে হবে। ব্যাচেলর এ না আসায় ভাল। তবে আসতে চাইলে আসতে পারেন। মাস্টার্স এ আসতে পারেন। একটু কষ্ট করে পড়াশোনা শেষ করলে হয়। ২ বঋর জাষ্ট।

আর হ্যাঁ, স্পাউস সাথে করে নিয়ে আসতে পারেন।
স্পাউস আনা যায় ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে।

ইতালির এপ্লিকেশন চালু হবে এইমাসের লাষ্টের দিকে। সব রেডি করে রাখুন। যারা রিক্স নিয়ে লটারি নিতে চান। আর ইউরোপের অন্য দেশ থেকে ইতালি আসতে চাইলেও পারেন।

পেইজ টা ফলো করে দেন 🫡 Emtu On the Way

নেদারল্যান্ডস বেষ্ট ভাই 🇳🇱 এইদেশে টিউশন ফি অনেকটা বেশি। তাই আসতে খরচ পড়ে যায় ১৬-১৮ লক্ষ টাকা। যদিও এটা টিউশন ফি এর উপর ন...
29/10/2025

নেদারল্যান্ডস বেষ্ট ভাই 🇳🇱 এইদেশে টিউশন ফি অনেকটা বেশি। তাই আসতে খরচ পড়ে যায় ১৬-১৮ লক্ষ টাকা। যদিও এটা টিউশন ফি এর উপর নির্ভর। আর ইউরো রেট অনুযায়ী।

আমি বর্তমান নেদারল্যান্ডস অবস্থান করতেছি। যদিও উদ্দেশ্য টা শুধু ঘুরতে আসা। তবে, এইখানে আমার বন্ধুরা পড়াশোনা করতেছে। আবার নতুন স্টুডেন্ট টা আসতেছে, অনেকের সাথে কথা বলচি।

ব্যাচেলর এর জন্য বেষ্ট কেন বলি নাই? হয়ত এটা প্রশ্ন করতে পারেন। দেখুন, আসলে একটু পড়াশোনা করতে হয়। পড়াশোনার খেয়াল নিয়ে আসিয়েন। এখন ব্যাচেলর এর ৩/ ৪ বছর লেগে যায় কমপ্লিট করতে। প্রতি সেমিস্টার প্রায় ১০ হাজার ইউরো। যদিও পরে একটু একটু কমে। তবুও অনেক। তবে ইনকাম ও ভাল।
কিন্তু ৩/৪ বছর পড়াশোনা + জব করা কষ্টকর। চাইলে আসতে পারেন। অনেক স্ট্রাগল করতে হবে৷
পারবেন চাইলে। মনের জোর আসল বিষয়।

আর মাস্টার্স এ ২ বছর। এক সেমিস্টারের ফি তো দিয়েই আসবেন। বাকি গুলো জব করে তুলতে পারবেন।

তারপর work permit।

পেইজ ফলো করছেন? Emtu On the Way

এইটা এখন পর্তুগালের রাস্তায় দেখতে পারবেন। এইখানে বলা হয়েছে যে " এটা বাংলাদেশ না"এইখানে সুনাম নিয়ে কিছু বলে নাই। পাশে যে ...
26/10/2025

এইটা এখন পর্তুগালের রাস্তায় দেখতে পারবেন। এইখানে বলা হয়েছে যে " এটা বাংলাদেশ না"

এইখানে সুনাম নিয়ে কিছু বলে নাই। পাশে যে লোকটা দেখতাছেন, সে জন্য পর্তুগালে বসবাসরত সব অধিবাসীর মাথা ব্যাথার কারন। সে বিরোধীদলিয় পার্টি Andre ventura.তার পার্টির নাম "শেগা".

সে পর্তুগালের সব নতুন রুলস প্রস্তাব করেছে। সে পড়ে আছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশী এরিয়েতে গিয়ে ভিডিও করে, বাঙ্গালিদের চালচলন নিয়ে ভিডিও করে, সব ক্ষেত্রে বাঙ্গালি আর বাঙ্গালি।

অথচ, এই দেশে ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি আমাদের থেকেও বেশি। তবুও বদনাম শুধু বাংলাদেশের।

এটার কারন কি মনে করেন?

Indirizzo

Genzano Di Roma

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Emtu On the Way pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi