22/07/2025
বছরের প্রথম ভিসা সাকসেস 🇮🇹 আলহামদুলিল্লাহ ✌️
তাও ইউরোপের দেশ থেকে। বুঝিয়ে বলতেছি খাড়ান
প্রথমে কংগ্রাচুলেশনস ব্রো সুজিত চন্দ্র
এখন আর আপনাকে মাথায় লক্ষ লক্ষ টাকা টিউশন ফি কিভাবে পরিশোধ করবেন এই টেনশন নিয়ে ঘুরতে হবে না। ইউরোপে অনেকে আমরা আসি অনেক টাকা টিউশন ফি দিয়ে, আসার পর দেখি বছরে এতো ১৪-১৮ লক্ষ টাকা দিতে হয় শুধু ভার্সিটিতে। তাহলে কিভাবে নিজের লাইফ, পরিবার পরিচালনা করবে। স্টুডেন্ট হলেও আমাদের পরিবারকে দেখতে হয়। পরিবার থেকে টাকা এনে পড়াশোনা করার ক্ষমতা সবার নাই। থাকা উচিতও না। নিজেই নিজের খরচ বহন করতে হয়।
নেদারল্যান্ডস, ডেনমার্ক, হাঙ্গেরি এইসব দেশে টিউশন ফি বছরে ১১-১৫ লক্ষ টাকা। এইসব দেশে এসে পরে স্টুডেন্ট রা অন্য দেশে পালিয়ে যায়, কারন কি করবে যদি টিউশন ফি না দিতে পারে। অন্য দেশে গিয়েও অবৈধ হয়ে যায়। এটা আরেক বিপদ। পড়াশোনা করা যায় না। সে জন্য মূলত আমি সব সময় বলি, টিউশন ফি কম বা নাই, এমন দেশে আসেন, আর শুধু চিল করেন। ঘুরবেন, খাবেন, আড্ডা দিবেন, জব করবেন, ক্লাস করবেন, গার্লফ্রেন্ড থাকলে লং ড্রাইভে যাবেন।
কিন্তু মাথায় টিউশন ফি এর বস্তা থাকলে এটা সম্ভব না। ইউরোপে আইসা অবৈধ হইয়েন না।
আমার লগে যোগাযোগ করিয়েন, ইতালি পর্তুগাল যেটাতে ভালা লাগে মুভ করে পেলিয়েন। বুইজ্জেন নি?আমি ফাইল প্রোসেসিং কম করি জানেন। কারন আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। তবে পরের বছর মানে এখন থেকে করবো অনেক গুলো নিয়ে
IELTS 5.5 দিয়ে ভিসা হয়। সো ডোন্ট ওরি ব্রো।
ভিসা টা ডিজার্ভ করেন ভাই সুজিত। কষ্ট করছেন।
যারা পেইজ ফলো করেন নাই, তারা আগে পেইজ ফলো করেন। আর আমার আইডিতে ঘুরে আসেন, ওইটাও ফলো করিয়েন সুন্দরী Pookie রা😂
Emtiaj Hossen