Emtu On the Way

Emtu On the Way subscribe my chennal...! visit my chennal in youtube

heyy It's Emtiaj Hossen

🎓 Studied Culinary Arts in Europe | International Student Experience
📚 Helping Bangladeshi students achieve their dream of studying in Europe
🌍 Travel & lifestyle vlogs from my journey across Europe

FOLLOW Here 🫶🇮🇹✈️🇵🇹

Cristiano Emtiaj  ....  Kuiiiiiiiiii 😃 🇵🇹✈️🇧🇩 জীবনটা এখন পুরা সমুদ্র ময়  হয়ে গেছে। কাজ থেকে আসলে সমুদ্র,  সমুদ্র থেকে এস...
14/09/2025

Cristiano Emtiaj .... Kuiiiiiiiiii 😃 🇵🇹✈️🇧🇩

জীবনটা এখন পুরা সমুদ্র ময় হয়ে গেছে। কাজ থেকে আসলে সমুদ্র, সমুদ্র থেকে এসে রেষ্ট, রেষ্ট থেকে ঘুম, ঘুম থেকে উঠে কাজ। আবার কাজ থেকে এসে সমুদ্রে গোসল 🐠🌊....

আটলান্টিকের নীলজল রাশি 🌊🌊🌊🌊🇵🇹

ঘুরতে থাকেন

Cr7 Cristiano

পাশের দ্বীপে লিজেন্ড এর জন্মগ্রহন হয়ে ছিলো❤️

13/09/2025

🇨🇦 আমার বন্ধুর গল্প শেয়ার করলাম😒😭✈️🇮🇹🇨🇦 (

আপনার টিকটকার বউকে মেনশন দিতে পারেন 😴
টিকটক করলেও ইউরোপ আইসা করো🤑

নিজে না পারলে কি হয়ছে, পার্টনারকে দিয়ে করাও করিয়ে কোলে করে ইউরোপ চলে আসো ফিনল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস 🥱✈️




Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.

10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons.

লাইলার মত একটা  সুগার Mommy থাকলে ভাল হতো😴এতো প্যারা নিয়ে কাম কাজ না কইরা,  সারাদিন হিতির টাকায় ঘুরতাম ইউরোপ 🥱 আমার ঘুরা...
12/09/2025

লাইলার মত একটা সুগার Mommy থাকলে ভাল হতো😴

এতো প্যারা নিয়ে কাম কাজ না কইরা, সারাদিন হিতির টাকায় ঘুরতাম ইউরোপ 🥱 আমার ঘুরার শখ, খাওয়ার থেকেও ঘুরার শখ টা বেশি 😵‍💫

আমাকে কল দিয়ে পাবেন না ঠিক মতে, কারন ভাই আমি হারাদিন ঘুরি।

সুগার মমি পেতে হলে মামুন এর মত প্লে বয় হতে হবে। চুল কালার করতে সেলুন যাচ্ছি।

নিউ চাপড়ি কামিং সুন।

এইখানে এসে ছবি তুলতে হলেও IELTS করে ইউরোপ আসা লাগবে🙃..... একলা না এসে বউ পার্টনার নিয়েও আসতে পারেন। তাইলে এনজয় করতে পারব...
12/09/2025

এইখানে এসে ছবি তুলতে হলেও IELTS করে ইউরোপ আসা লাগবে🙃.....

একলা না এসে বউ পার্টনার নিয়েও আসতে পারেন। তাইলে এনজয় করতে পারবেন😒

২জন মিলে IELTS দেন, আর ইউরোপ আসেন

সাথে পেইজটাও ফলো করেন Emtu On the Way

আসলে চা খাওয়ামু 😴

10/09/2025

🇧🇩 বাংলাদেশ থেকে স্বপ্নের দেশগুলোতে পড়াশোনার সুবর্ণ সুযোগ!

আপনি কি ভেবেছেন, একদিন হয়তো আমেরিকার রাস্তায় হাঁটবেন, লন্ডনের বিখ্যাত ইউনিভার্সিটিতে ক্লাস করবেন, কানাডার বরফ ঢাকা শহরে নতুন লাইফ শুরু করবেন, কিংবা ইউরোপের দেশগুলোতে পড়াশোনার পাশাপাশি ঘুরে বেড়াবেন? 🚀
এই সবকিছুই সম্ভব যদি আপনি আজ সঠিক সিদ্ধান্ত নেন!

📌 স্বপ্নের দেশগুলো:
🇺🇸 আমেরিকা | 🇬🇧 ইউকে| 🇦🇺 অস্ট্রেলিয়া | 🇨🇦 কানাডা| 🇪🇺 ইউরোপ

✅ যোগ্যতা কী দরকার?

🔹 IELTS শেষ করেছেন?
🔹 ইন্টারমিডিয়েট/গ্রাজুয়েশন কমপ্লিট?
তাহলে আপনার সামনে খুলে যাচ্ছে অসংখ্য দরজা। যেই দেশেই যেতে চান না কেন, আমরা আছি পাশে।
🌟 কেন বিদেশে পড়াশোনা করবেন বাংলাদেশ থেকে?

🔹 আন্তর্জাতিক মানের শিক্ষা – বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রি সারা পৃথিবীতে স্বীকৃত।
🔹 স্কলারশিপ ও গ্রান্ট – অনেক দেশেই ফুল/পার্শিয়াল স্কলারশিপ পাওয়া যায়, যা খরচ কমাতে সাহায্য করে।
🔹 পার্ট-টাইম কাজের সুযোগ – পড়াশোনার পাশাপাশি বৈধভাবে কাজ করে নিজের খরচ চালানো সম্ভব।
🔹লাইফস্টাইল ও কালচার – নতুন মানুষ, নতুন সংস্কৃতি, নতুন অভিজ্ঞতা — একেবারে অন্যরকম লাইফস্টাইল।
🔹 সেটেলমেন্ট সুযোগ – পড়াশোনা শেষে সহজেই PR বা স্থায়ীভাবে থাকার সুযোগ।
🔹 ট্রাভেল ও এডভেঞ্চার – পড়াশোনার ফাঁকে ঘুরে দেখতে পারবেন বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাগুলো।
🔹 ক্যারিয়ার গ্রোথ – বিদেশি ডিগ্রি মানে আন্তর্জাতিক ক্যারিয়ার ও অগণিত সুযোগ।
🔹 লাইফ পার্টনার ফান– কে জানে? হয়তো বিদেশে পড়তে গিয়ে মনের মানুষও পেয়ে যাবেন 😅 (জাস্ট কিডিং, ব্রো)।

🎯 কোন দেশ বেছে নেবেন?

🌟 আমেরিকা (USA)

* বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় (Harvard, MIT, Stanford ইত্যাদি)
* টেকনোলজি, বিজনেস, রিসার্চে এগিয়ে
* অসংখ্য স্কলারশিপ ও রিসার্চ ফান্ড

🌟 ইউকে (UK)

* কম সময়ে ডিগ্রি সম্পন্ন (Bachelor’s – 3 years, Master’s – 1 year)
* গ্লোবালি রিকগনাইজড ডিগ্রি
* আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য স্কলারশিপ সুবিধা

🌟 অস্ট্রেলিয়া (Australia)

* টপ-লেভেল ইউনিভার্সিটি
* পড়াশোনা শেষে সহজে PR
* অসাধারণ ন্যাচার ও লাইফস্টাইল

🌟 **কানাডা (Canada)

* সেফ ও সিকিউর কান্ট্রি
* পড়াশোনা শেষে ইমিগ্রেশনের সবচেয়ে সহজ পথ
* কম খরচে কোয়ালিটি এডুকেশন

🌟 **ইউরোপ (Europe)

* টিউশন ফি তুলনামূলক কম
* ফ্রি এডুকেশন বা স্কলারশিপ সুযোগ (কিছু দেশে)
* এক ভিসা নিয়ে একাধিক দেশে ঘুরার সুযোগ

💡 কেন বেছে নেবেন Emtu on the way ?

আমরা আছি আপনার পুরো যাত্রায় গাইড হিসেবে:
✅ সঠিক দেশ ও বিশ্ববিদ্যালয় সিলেকশন
✅ IELTS & অ্যাডমিশন গাইডলাইন
✅ ফুল/পার্শিয়াল স্কলারশিপ সুযোগ খুঁজে দেওয়া
✅ ভিসা প্রসেসে সম্পূর্ণ সহায়তা
✅ বিদেশে পড়াশোনার পরবর্তী ধাপ নিয়ে পরামর্শ
✅ স্টুডেন্টদের জন্য নির্ভরযোগ্য সাপোর্ট

আমরা শুধু ভিসা করে দিই না, বরং আপনাকে ভবিষ্যতের সঠিক রোডম্যাপ তৈরি করে দিই।

🔥 কেন এখনই শুরু করবেন?
কারণ প্রতি বছর হাজারো শিক্ষার্থী বিদেশে যায়, আর সঠিক সময়ে অ্যাপ্লাই না করলে আপনি পিছিয়ে পড়তে পারেন। সুযোগ আছে এখনই — হয়তো আগামী বছর আপনার জীবনের মোড় ঘুরে যাবে।

👉 তাই এখনই আমাদের পেজ **Follow করুন**
👉 রেগুলার আপডেট, স্কলারশিপ ইনফো, বিদেশে পড়াশোনার টিপস পান
👉 আর আপনার স্বপ্নের যাত্রা শুরু করুন আজই!

🌟 Emtu On the Way – Abroad Study Made Easy.
আপনার স্বপ্ন, আমাদের দায়িত্ব।**

09/09/2025

অভিনন্দন সাদিক কায়েম ভাই 💙

বাংলাদেশের মানুষ এখন আর আবেগ দিয়ে কাজ করে না। তাঁরা জানে কে যোগ্য লোক

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ইনশাল্লাহ 💙🫶

মেইন যে কাজ করতে হবে, সেটা হলো ছাত্রদের ছাত্র রাজনীতিতে সময় না দেওয়া। ক্লাস, পড়াশোনা বাদ দিয়ে স্লোগান, আর মিছিল মিটিংয়ে ছাত্রদের ধরে ধরে বাধ্যতামূলক ভাবে যেন নিয়ে যাওয়া না হয়।

পড়াশোনার জন্য সুন্দর একটা পরিবেশ চাই ছাত্র রা।

ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন রং, ভিন্ন ভাষাতবুও দিন শেষে সবাই আমরা মানুষ😊  কাজ শেষে রিফ্রেশ মুডের জন্য হালক...
09/09/2025

ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন রং, ভিন্ন ভাষা

তবুও দিন শেষে সবাই আমরা মানুষ😊

কাজ শেষে রিফ্রেশ মুডের জন্য হালকা সময়ের আড্ডা। যদি সবাই আমরা কাজ করি একই হোটেলে, একই ডিপার্টমেন্টে।

Note : আরে না ভাই আমি লাল পানি খাইনা। আমি খাই জুস🤤। জুম করে দেখেন আমার সামনের বোতল জুস। আবার অন্য কিছু জুম কইরেন না🤐

09/09/2025

Reading module: score 8😍
Listening : 7.5
Speaking : Score 5

IELTS CERTIFICATE From IDP 😑

That's mean ব্রো তুমি IELTS পরিক্ষা চিট করে দিচো🤐...মানে টাকা দিয়ে প্রশ্ন কিনে পরিক্ষা দিয়েছো👀

বাংলাদেশ মানে প্রশ্ন ফাঁস 😂 IELTS এর মত পরিক্ষা ও Proxy হয়😶

08/09/2025

নিজের নিজেকে সময় দিতে হয়😊

🇮🇹🇧🇩🇵🇹✈️

অনেকে ভাবে, একা একা ঘুরতে যাওয়া মানে বোরিং। কিন্তু আসলে এটা একটা আত্মার ভ্রমণ। মাঝে মাঝে নিজের ভেতরের চাপ, টেনশন, এনজাইটি থেকে মুক্তি পেতে একা রাস্তায় হাঁটা, দূরে কোথাও যাওয়া বা প্রাকৃতিক দৃশ্য দেখা দরকার। কারণ নিজের সাথে সময় কাটানো মানে নিজের ভেতরের শান্তিকে খুঁজে পাওয়া।

🔟 একা ঘুরতে যাওয়ার ১০টা কারণ

1. এনজাইটি কমায়– মন খারাপ, স্ট্রেস বা চাপ কমাতে একা ঘোরা অসাধারণ কাজ করে।

2. নিজেকে চিনতে শেখায় – ভিড়ের বাইরে একা থাকলে নিজের ভেতরের কণ্ঠটা স্পষ্ট শোনা যায়।

3. সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়ায়– একা একা প্ল্যান করা, কোথায় যাবেন, কী করবেন—এসব আপনাকে আরও স্বাধীন করে।

4. মানসিক শান্তি দেয়– একা বসে বাতাস দেখা বা গাছের ছায়ায় সময় কাটানো মনকে শান্ত করে।

5. সৃজনশীলতা বাড়ায় – একা ঘুরতে গেলে নতুন আইডিয়া মাথায় আসে, মনের দরজা খুলে যায়।

6. সাহসী করে তোলে – একা ভ্রমণ মানেই নিজের উপর আস্থা বাড়ানো।

7. অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে মুক্তি দেয় – একা সময় কাটালে বুঝতে পারবেন কারা সত্যিই আপনার আপন।

8. নিজেকে পুরস্কৃত করা হয়– কাজের ক্লান্তি শেষে একা ঘোরা নিজের জন্য ছোট্ট একটা উপহার।

9. প্রকৃতির সাথে কানেকশন বাড়ায়– ভিড় ছাড়া প্রকৃতিকে অনুভব করা যায় আরও গভীরভাবে।

10. হ্যাপি হরমোন রিলিজ করে – হাঁটা, ভ্রমণ আর নতুন জায়গা দেখা—এসব আপনার মুড ভালো করে দেয়।

👉 তাই একা ঘোরা কখনো একাকীত্ব নয়, বরং নিজের সাথে সবচেয়ে সুন্দর সময় কাটানো।যদিও গ্রুপ সহ ঘুরা আরো আনন্দময়

06/09/2025

🇮🇹 ইতালিতে আসুন ২০২৬/২০২৭ সেশনে – স্টুডেন্টদের জন্য সেরা গন্তব্য

কেন ইতালি চয়েজ করবেন?

ইতালি পৃথিবীর অন্যতম শিক্ষাবান্ধব দেশ। বিশেষ করে আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য এখানে অনেক সুযোগ-সুবিধা রয়েছে।

✨ কিছু প্রধান কারণ:

টিউশন ফি নেই / অনেক কম:** ইতালির ইউনিভার্সিটিগুলোতে ফ্রি টিউশন ফি অথবা খুবই কম ফি-তে পড়াশোনা করার সুযোগ রয়েছে।

ভিসার আগে টাকা পাঠানোর দরকার নেই:** অনেক দেশে ভিসার আগে ফান্ড ব্লক করতে হয়, কিন্তু ইতালিতে এই সমস্যা নেই।

স্কলারশিপ পাওয়া যায়:প্রায় সব রিজিওনাল স্কলারশিপে টিউশন ফি কভার হয়, সাথে থাকে ফ্রি অ্যাকোমোডেশন বা বছরে €5000–€7000 পর্যন্ত আর্থিক সহায়তা।

বাংলাদেশে ইতালির এম্বাসি আছে: তাই আবেদন করা সহজ, কোন ঝামেলা ছাড়াই ভিসা প্রসেস করা যায়।

হাই কোয়ালিটি এডুকেশন: বিশ্বের অনেক টপ ইউনিভার্সিটি (যেমন Politecnico di Milano, Sapienza University of Rome, University of Bologna) এখানে আছে।

ইউরোপে অবস্থান: ইতালিতে পড়াশোনা করলে শেঙ্গেন ভিসায় ২৬টি দেশে ভ্রমণ করা যায়।

#ধাপে ধাপে ইতালিতে পড়াশোনার প্রসেস (A to Z গাইড)

👉 Step 1: কোর্স ও ইউনিভার্সিটি সিলেকশন**

* প্রথমেই আপনাকে আপনার ইন্টারেস্ট অনুযায়ী কোর্স বাছাই করতে হবে।
* অফিসিয়াল ওয়েবসাইট: [studyinitaly.esteri.it](https://studyinitaly.esteri.it)

👉 Step 2: অনলাইনে এডমিশন এপ্লিকেশন**

* নির্দিষ্ট ইউনিভার্সিটি ওয়েবসাইটে রেজিস্টার করে ডকুমেন্ট আপলোড করতে হবে।
* লাগবে: পাসপোর্ট, অ্যাকাডেমিক সার্টিফিকেট, IELTS (সবসময় বাধ্যতামূলক নয়)।

👉 Step 3: প্রি-এনরোলমেন্ট (Pre-enrollment) @ ইতালিয়ান এম্বাসি, ঢাকা**

* ইউনিভার্সিটি থেকে অফার পাওয়ার পর এম্বাসির মাধ্যমে প্রি-এনরোল করতে হয়।
* এখানে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়।

👉 Step 4: স্কলারশিপের জন্য আবেদন**

* প্রায় প্রতিটি অঞ্চলের আলাদা স্কলারশিপ আছে (যেমন Lazio, DSU, EDISU)।
* সময়মতো স্কলারশিপ ফর্ম পূরণ করলে ফ্রি টিউশন + স্টাইপেন্ড পাওয়া যায়।

👉 Step 5: ভিসা এপ্লিকেশন**

* সব ডকুমেন্ট ঠিকঠাক হলে ভিসা আবেদন করতে হবে।
* যেহেতু এম্বাসি বাংলাদেশে আছে, তাই সহজেই ভিসা প্রসেস করা যায়।

👉 Step 6: ইতালিতে ফ্লাইট ও রেজিস্ট্রেশন**

* ভিসা পাওয়ার পর ফ্লাইট বুক করুন।
* ইতালিতে গিয়ে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন ও স্কলারশিপের কনফার্মেশন করতে হবে।

🎥 Study in Italy A to Z Playlist (YouTube Plan)

আপনাদের জন্য আমি একটা পুরো "Study in Italy A to Z"প্লেলিস্ট তৈরি করবো আমার ইউটিউব চ্যানেলে। সেখানে থাকবে:

1. কেন ইতালি বেস্ট – ডিটেইলস ভিডিও
2. কোর্স ও ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করবেন
3. অ্যাপ্লিকেশন প্রসেস লাইভ ডেমো
4. স্কলারশিপ গাইড (DSU, Lazio, EDISU)
5. এম্বাসি প্রি-এনরোলমেন্ট প্রসেস
6. ভিসা ফাইল বানানো শেখানো
7. ইতালিতে গিয়ে কী কী করতে হবে

✈️ সংক্ষেপে:
যারা ২০২৬/২০২৭ সেশনে পড়াশোনা করতে চান, এখন থেকেই প্রস্তুতি শুরু করুন। সঠিক সময়ে অ্যাপ্লাই করলে ফ্রি টিউশন + স্কলারশিপ + সহজ ভিসার সুযোগ নিতে পারবে।

ইউটিউব চ্যানেল টা ঘুরে আসতে পারেন :
Follow Emtu On the Way

04/09/2025

১৭ জন মানুষ মা রা গিয়েছে এই ট্রাম স্টাইলের ক্যাবেল কার ব্রেক ডাউন করে🥹😭। পর্তুগালে ৩ দিনের শোক পালন চলতেছে💔

অনেক জন গুরুতর আহত হয়েছে। বড় একটা ট্রাজেডি।

১৮৮৫ সালে এই কার গুলো প্রথম চালু হয়। এখনও চলে। বিদ্যুৎ চালিত এইগুলো।

খাঁড়া পাহাড় বেড়ে উঠার জন্য মূলত এইগুলো তে অনেক পর্যটক চড়ে।

এটা অনেক রি-স্কি একটা যানবাহন।

Follow : Emtu On the Way

03/09/2025

🇮🇹 ইতালি ভিসা প্রসেসিং ও এপ্লাই সম্পূর্ণ গাইড | Italy Visa Apply 2026

আপনি কি ইউরোপের মধ্যে ইতালি যাওয়ার স্বপ্ন দেখছেন? ✈️
ইতালি শুধু পর্যটনের জন্য নয়, পড়াশোনা, কাজ এবং স্থায়ীভাবে সেটেল হওয়ার জন্যও অন্যতম জনপ্রিয় দেশ। কিন্তু ভিসার প্রসেসিং, কাগজপত্র, খরচ এবং ফ্রি কনসালটেশন নিয়ে অনেকেই বিভ্রান্ত হন। তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ইতালি ভিসা প্রসেসিংয়ের সম্পূর্ণ তথ্য।

👉 এই ভিডিওতে যা যা জানতে পারবেন:

* কীভাবে ইতালি ভিসার জন্য এপ্লাই করতে হয় ধাপে ধাপে
* ভিসার ধরন: স্টুডেন্ট ভিসা,
* কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হয় (পাসপোর্ট, ফটোগ্রাফ, ব্যাংক স্টেটমেন্ট, অ্যাডমিশন লেটার ইত্যাদি)
* ফ্রি প্রসেসিং কীভাবে পাওয়া যায়
* এপ্লাই করার সঠিক সময় এবং ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ানোর টিপস
* ভিসা ইন্টারভিউতে সাধারণ প্রশ্ন ও উত্তর প্রস্তুতি
* ইতালিতে গিয়ে পড়াশোনা ও কাজের সুযোগ

📌 যারা ইতালিতে স্টাডি ভিসা (Italy Student Visa 2026), এই ভিডিও তাদের জন্য সবচেয়ে উপকারী হবে।

✨ ইতালি শুধু সুন্দর একটি দেশই নয়, বরং এখানে আছে ইউরোপের মধ্যে মানসম্মত শিক্ষা ব্যবস্থা, প্রচুর চাকরির সুযোগ এবং ভালো ক্যারিয়ার গড়ার সম্ভাবনা। তাই সঠিকভাবে এপ্লাই করাই আপনার স্বপ্ন পূরণের প্রথম ধাপ।

📺 ভিডিওটি দেখুন এখানে 👉 YouTube Channel: Emtu on the way
(এই চ্যানেলে আপনি পাবেন ইতালি ভিসা, ইউরোপ ট্রাভেল, ওয়ার্ক পারমিট, স্টাডি, এবং ফ্রি প্রসেসিং সম্পর্কিত আরও অনেক ভিডিও।)

💬 যদি ভিডিওর তথ্য ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
👉 কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।

---

🔑

Italy visa apply 2026, Italy free processing, Italy visa step by step, Italy student visa 2025, Italy work visa 2025, Italy apply from Bangladesh/India/Nepal, Italy visa requirements, ইতালি ভিসা প্রসেসিং, ইতালি এপ্লাই, ইতালি স্টাডি ভিসা, ইতালি ওয়ার্ক পারমিট।

Indirizzo

Genzano Di Roma

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Emtu On the Way pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi