Emtu On the Way

Emtu On the Way subscribe my chennal...! visit my chennal in youtube

heyy It's Emtiaj Hossen

🎓 Studied Culinary Arts in Europe | International Student Experience
📚 Helping Bangladeshi students achieve their dream of studying in Europe
🌍 Travel & lifestyle vlogs from my journey across Europe

FOLLOW Here 🫶🇮🇹✈️🇵🇹

28/11/2025

IELTS Online Exam সার্টিফিকেট দিয়ে কি ইতালিতে🇮🇹 এপ্লাই করা যাবে?

-জ্বি, অবশ্যই এপ্লাই করতে পারবেন।

ERSU রিজিওনাল  স্কলারশিপে ৫-৭ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। এটা অবাস্তব কথা না।University of messina এর কথা বলতেছি। মেসিন...
27/11/2025

ERSU রিজিওনাল স্কলারশিপে ৫-৭ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। এটা অবাস্তব কথা না।

University of messina এর কথা বলতেছি। মেসিনা শহরে কাজ কাম নাই। এটা ঠিক। মানে ইতালি ভাষা না জানলে জব পাওয়া যায় না বললেই চলে। এই ভার্সিটির একটা বিশেষ দিক হচ্ছে ব্যাচেলর প্রোগ্রামে কোন প্রকার Test / Tolc এক্সাম দেওয়া লাগে না ভর্তি হওয়ার সময়।

সে জন্য মূলত এটা সবার পছন্দের তালিকায়।
অনেক গুলো subject আছে, যেমন Civil engineering, Political Science, Marine, data analysis, Business এই রকম সাবজেক্ট গুলো আছে ব্যাচেলর এ।

জাষ্ট IELTS 5.5 থাকলেই হবে। acceptance ratio অনেক ভাল। ইউরোপের অন্য দেশ গুলো থেকে যারা ইতালিতে মুভ করতে চাচ্ছেন। তারা এখনি এপ্লাই করেন। এপ্লিকেশন ফি মাত্র ৩০ ইউরো। ২ টা সাবজেক্টে এপ্লাই করতে পারবেন।

সহজে করে পেলুন। এপ্লিকেশন প্রোসেসিং করতে ইনবক্সে মেসেজ করতে পারেন।

হাঙ্গেরি + মাল্টা + লন্ডন + নেদারল্যান্ডস + ডেনমার্ক 🇪🇺 যে কোন দেশ থেকে ইতালিতে এপ্লিকেশন করতে পারেন। ইতালিতে 🇮🇹 ব্যাচে...
25/11/2025

হাঙ্গেরি + মাল্টা + লন্ডন + নেদারল্যান্ডস + ডেনমার্ক 🇪🇺 যে কোন দেশ থেকে ইতালিতে এপ্লিকেশন করতে পারেন। ইতালিতে 🇮🇹 ব্যাচেলর এ Tolc exam ছাড়া আবেদন করতে পারবেন।University of messina তে।

আবেদন করার সময় এখন। B2 LEVEL IELTS Score থাকলেই হবে।

অন্য দেশে টিউশন ফি দিতে দিতে যারা ক্লান্ত। তারা ইতালিতে আসতে পারেন স্কলারশিপ নিয়ে।

বছরে ৫ -৬ হাজার ইউরো এর মত স্কলারশিপ পাবেন। সাথে তো পড়াশোনা ফ্রী।

ভিসা রেসিও অন্য দেশ থেকে ভালই।

সুতরাং এপ্লাই করতে চাইলে আজকেই করে পেলেন।

Emtu On the Way

জার্মান সুন্দরী রমনী + নাগরিকত্ব পেতে জার্মান ভাষা শিখো ব্রো☺️ আর জার্মান পাডা + নাগরিকত্ব পেতে জার্মান ভাষা শিখো বাঙ্গা...
24/11/2025

জার্মান সুন্দরী রমনী + নাগরিকত্ব পেতে জার্মান ভাষা শিখো ব্রো☺️

আর জার্মান পাডা + নাগরিকত্ব পেতে জার্মান ভাষা শিখো বাঙ্গালী রমণীরা 🐸

22/11/2025

কম খরচে ইতালি—মাত্র ১.৫ লক্ষ টাকায়? সত্যি নাকি গুজব!

অনেকেই বলে থাকে, “ইতালি যেতে ১.৫ লক্ষ টাকাই যথেষ্ট!” শোনার পরেই মনে হয়—এটা কি আদৌ সম্ভব? যেখানে ভারত বা অনেক দেশে ভিসার পেছনে এর চেয়েও বেশি খরচ হয়, সেখানে ইউরোপের একটি উন্নত দেশ ইতালি কীভাবে কম খরচে স্টুডেন্টদের সুযোগ দিচ্ছে?

চলুন একদম খোলা ও পরিষ্কার ভাষায় পুরো সত্যিটা জেনে নেওয়া যাক।

🌍 কেন ইতালি এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বপ্নের গন্তব্য?

ইতালি শুধু ইতিহাস, আর্কিটেকচার আর সুন্দর শহরের দেশ নয়—এটা বর্তমানে ইউরোপের সবচেয়ে স্টুডেন্ট-ফ্রেন্ডলি দেশগুলোর একটি। এর মূল কারণগুলো হলো:

🎓 ১) টিউশন ফি প্রায় “ফ্রি”

ইতালির প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে আয়-ভিত্তিক স্কলারশিপ (DSU Scholarship)।
এই স্কলারশিপ পেলে—

টিউশন ফি ০€

বছরে খাবার + আবাসনের জন্য ভাতা

পাবলিক ট্রান্সপোর্টে বিশেষ সুবিধা

স্টুডেন্ট ক্যান্টিনে মাত্র ১–২€ খাবার

মানে—ইতালি গিয়ে পড়াশোনার পাশাপাশি জীবনযাপনও অনেক সহজ।

💸 ২) মোট খরচ কম—অনেকের ক্ষেত্রেই ১.৩–১.৮ লক্ষ টাকাতেই শুরু করা যায়

ইতালির বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রসেসে প্রধান খরচগুলো হলো—

বিশ্ববিদ্যালয়ের প্রিপ্রো-এনরোলমেন্ট বা ফি: প্রায় নেই বললেই চলে

ডকুমেন্ট প্রস্তুতি

অ্যাপোস্টিল/লিগ্যালাইজেশন

ভিসা ফি

ব্লকড অ্যাকাউন্ট লাগে না

টিউশন ফি প্রথমে দিতে হয় না (স্কলারশিপ থাকলে)

এই কারণেই মোট খরচ অনেক কম হয়।

🧠 ৩) বিশ্বমানের পড়াশোনা + ইউরোপিয়ান ডিগ্রি

ইউরোপের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইতালির নাম সবসময়ই শীর্ষে:

University of Bologna

Sapienza University of Rome

Politecnico di Milano

University of Milan

University of Padua

যেকোনো একটি থেকে ডিগ্রি হলে পুরো ইউরোপে কাজের দরজা খুলে যায়।

🌟 কি কি লাগে? (সংক্ষেপে)

✔️ ভালো অ্যাকাডেমিক রেজাল্ট
✔️ ইংরেজি মিডিয়াম না হলেও চলে—আইইএলটিএস প্রয়োজন নাও হতে পারে
✔️ পরিবারের সাধারণ ইনকাম প্রুফ
✔️ ব্যাংক স্টেটমেন্ট—অনেক ক্ষেত্রেই কম লাগে
✔️ ডকুমেন্ট অটেনটিকেশন
✔️ কোর্স সিলেকশন + বিশ্ববিদ্যালয়ে আবেদন
✔️ DSU Scholarship আবেদন

এসব ঠিকঠাক থাকলে ইতালি যাত্রা অনেক সহজ হয়ে যায়।

🇧🇩 বাংলাদেশ থেকে ভিসা রেশিও কম? সত্যিটা কী?

হ্যাঁ, বাংলাদেশ থেকে সরাসরি ভিসা রেশিও কখনো কখনো কম দেখা যায়।
এর কারণ—

ভুল ডকুমেন্ট

ব্যাংক স্টেটমেন্টের অসঙ্গতি

স্কলারশিপ প্রসেস না বোঝা

অপ্রস্তুত ইন্টারভিউ

কিন্তু যারা সব ঠিকঠাকভাবে করে, তাদের ভিসা পাওয়া বেশ সহজ। তবে অনেক সময় সব অথেন্টিক দিয়েও ভিসা রিজেক্ট হয়।

🇪🇺 তবে ইউরোপের অন্য দেশে থাকলে ইতালি ভিসা হয় খুব সহজে!

যারা মাল্টা, পর্তুগাল , ফ্রান্স, নেদারল্যান্ডস, হাঙ্গেরি বা পোল্যান্ডে স্টুডেন্ট/ওয়ার্ক পারমিট নিয়ে আছে, তাদের জন্য ইতালি ভিসা পাওয়া প্রায় “স্ট্রেইট ফরওয়ার্ড”।
কারণ—ডকুমেন্ট ভেরিফিকেশন সহজ, ইনকাম প্রুফ পরিষ্কার, আর ইউরোপে ইতিমধ্যেই রেসিডেন্স থাকার কারণে কনস্যুলেট সন্দেহ কম করে।

🌈 ইতালিকে কেন চুজ করবে?

💚 কম খরচে ইউরোপে পড়াশোনার বেস্ট দেশ
💚 স্কলারশিপের সুযোগ সবচেয়ে বেশি
💚 জীবনযাপন সাশ্রয়ী
💚 পড়াশোনার মান—বিশ্বসেরা
💚 যেকোনো শহরেই কাজ খুঁজে পাওয়া সহজ
💚 পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট
💚 ইউরোপে ক্যারিয়ার গড়ার বিশাল সুযোগ

✨ শেষ কথা

ইতালি নিয়ে যত গুজবই থাকুক…
বাস্তবতা হলো—স্মার্টভাবে, সঠিক তথ্য নিয়ে আবেদন করলে খুব কম খরচে ইতালিতে পড়াশোনা করা সম্ভব।

এটা সত্যি, স্বপ্ন নয়।
ইয়াং জেনারেশনের জন্য ইতালি এখন বাস্তব সুযোগের দেশ।

follow : Emtu On the Way

ইউরোপ থেকে ফুল স্কলারশিপ নিয়ে ইতালিতে মুভ করুন ব্যাচেলর এবং মাস্টার্সে  🇮🇹আপনি কি ইউরোপের সেনজেন ভুক্ত দেশ গুলোতে অলরেডি...
21/11/2025

ইউরোপ থেকে ফুল স্কলারশিপ নিয়ে ইতালিতে মুভ করুন ব্যাচেলর এবং মাস্টার্সে 🇮🇹

আপনি কি ইউরোপের সেনজেন ভুক্ত দেশ গুলোতে অলরেডি পড়াশোনা করতে আসছেন? টিউশন ফি বেশি হওয়াতে টেনশনে ভুগতেছেন?

মাল্টা - পোলান্ড - হাঙ্গেরি - নেদারল্যান্ডস - ডেনমার্ক - ফিনল্যান্ড - লিথ্যুনিয়া - চেক রিপাবলিক - Estonia সহ অন্য দেশ গুলো থেকে ইতালি🇮🇹 মুভ করুন।

যদি ফ্রী এডুকেশন পেতে চান, কোন রকম প্যারা ছাড়া পড়াশোনা করতে চান। তাহলে অন্য কোন দেশে এখন পড়াশোনা অবস্থায় থাকাকালীন ইতালিতে এপ্লাই করে ভিসা নিয়ে ইতালি চলে আসতে পারেন।

ইতালি🇮🇹 স্কলারশিপ এর জন্য বেষ্ট।
থাকা খাওয়াও অনেক সময় ফ্রী থাকে।

সব সুবিধা পেতে এখুনি এপ্লাই করুন। IELTS 6 থাকলে হবে। 5.5 দিয়েও এডমিশন হয়।

৬ টা ভার্সিটি অলরেডি পোর্টাল অন করছে। সেপ্টেম্বর ইনটেকের জন্য চলে আসুন।

পেইজ ফলো করেন আপডেট পেতে।

ইউরোপ থেকে ফাইল প্রোসেসিং করতে চাইলে ইনবক্সে মেসেজ দিতে পারেন।

ভিসা রেশিও প্রায় ৯০% ইউরোপের দেশ থেকে।

জার্মানি বা ইতালি যে দেশেই মুভ করতে চান না কেন। মেসেজ দিতে পারেন।
Emtu On the Way

University of Bremen 🇩🇪 বন্ধুর সাথে তার ভার্সিটি ঘুরে দেখা☺️। ফ্রী এডুকেশন,  উন্নত লাইফস্টাইল, ফ্রী Transportation,  হ্য...
19/11/2025

University of Bremen 🇩🇪
বন্ধুর সাথে তার ভার্সিটি ঘুরে দেখা☺️। ফ্রী এডুকেশন, উন্নত লাইফস্টাইল, ফ্রী Transportation, হ্যান্ডসাম সেলারি, নাগরিকত্ব সব কিছু পাবেন জার্মানিতে

জার্মানি পড়াশোনা নিয়ে সব কিছু বিস্তারিত ভিডিও দিবো খুব শিগ্রই। যারা ইউরোপের অন্য দেশ থেকে আসতে চাচ্ছেন জার্মানি। তারা যোগাযোগ করতে পারেন।

ইউরোপ থেকে ভিসা রেসিও ৯৫%...

পেইজ টা ফলো দিয়ে রাখেন। আর ভিডিও পেতে YouTube channel : Emtu on The way লিখে Youtube e subscribe করে রাখতে পারেন

follow : Emtu On the Way

18/11/2025

লিথুনিয়াতে পড়াশোনা করা যায় সহজে। IELTS 5.5 থাকলে এপ্লাই করা যায়। তবে 6 থাকলে ভাল। প্রোফাইল স্ট্রং হয়। স্পাউস আনা যায় মাস্টার্সে। যেটা ইতালিতে পজিবল না। তবে হুম ইতালি তো বেষ্ট। কিন্তু ভিসা রেসিও এর জন্য লিথুনিয়া অনেকটা এগিয়ে। এখন এপ্লাই চলতেছে।

17/11/2025

University of pavia 🇮🇹

সেপ্টেম্বর ইনটেক ২০২৬

এপ্লিকেশন পোর্টাল অন আছে। ডেডলাইন ২০ নভেম্বর। এটা 1st Call এর ডেডলাইন। আবার পোর্টাল অন করবে কিছু সপ্তাহ পর।

এপ্লাই করুন। এপ্লিকেশন ফি মেবি ৩৫ ইউরো।

জার্মানি যাবেন? 🇩🇪 আপনি এখন কি, নেদারল্যান্ডস,  ডেনমার্ক,  ইতালি, পর্তুগাল,  হাঙ্গেরি,  লিথুনিয়া, পোলান্ড, সাইপ্রাস,  রো...
16/11/2025

জার্মানি যাবেন? 🇩🇪

আপনি এখন কি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ইতালি, পর্তুগাল, হাঙ্গেরি, লিথুনিয়া, পোলান্ড, সাইপ্রাস, রোমানিয়া এইসব দেশে আছেন?

যদি এইসব দেশ থেকে জার্মানিতে মাস্টার্স বা ব্যাচেলর এ শিফট হতে চান, সহজে হতে পারেন। উন্নত লাইফস্টাইল। ফ্রী পড়াশোনা। জাষ্ট Block money টা রাখবেন। আর ভিসা নিয়ে চলে আসবেন।

বাংলাদেশ থেকে এখন বলতেছিনা কারন, ওয়েটিং পিরিয়ড বেশি সে জন্য। তবে এটা একসময় শেষ হয়ে যাবে।

যারা আমাকে চিনেন, বা ফলো করেন অনেক দিন ধরে। তারা জানেন আমি কোন ফেক বা আলতু ফালতু পোষ্ট দি না। Quality নিয়ে কম্প্রোমাইজ আমি কখনও করি না। সামনে আপনাদের জন্য। জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, ডেনমার্ক নিয়ে কাজ করবো। এমন না যে আমাকে দিয়ে ফাইল প্রোসেসিং করাতে হবে। ভাল করে জানেন, আমি খুব কম ফাইল প্রোসেসিং করি। আজকাল অনেকে পোষ্টে অন্য কারো রেফারেন্স বা নাম্বার দিয়ে দেয় ডাইরেক্ট, ফাইল প্রোসেসিং করতে। আজ ৩ বছর। এখনও Openly কখন নাম্বার শেয়ার করি নাই।

আমার পড়াশোনার কারনে বিজি ছিলাম ১ বছর। এখন শেষ। এখন করবো আপনাদের জন্য, একদম অথেনটিক এবং তুলনামূলক কম সার্ভিস চার্জে।

আচ্ছা জার্মানি গিয়ে দেখা হচ্ছে।

☺️ ওকে ওয়েট........!! একদম জার্মান গিয়েই সব তথ্য শেয়ার করতেছি।

পেইজটা ফলো দেন। না হয় অনেক ইনফো মিস করবেন। আপনার স্বপ্নের দেশ কোনটা?
Follow the Page : Emtu On the Way

🎓 Maastricht University (UM) স্কলারশিপ আবেদন — ফেব্রুয়ারি ২০২৬ সেশনে ভর্তি হওয়ার সুযোগ🇳🇱📅 আবেদনের শেষ তারিখ:ফেব্রুয়ারি...
08/11/2025

🎓 Maastricht University (UM) স্কলারশিপ আবেদন — ফেব্রুয়ারি ২০২৬ সেশনে ভর্তি হওয়ার সুযোগ🇳🇱
📅 আবেদনের শেষ তারিখ:ফেব্রুয়ারি ২০২৬

ইউরোপে অন্য কোন দেশে থাকলেও এপ্লাই করতে পারবে। তবে রেসিডেন্স কার্ড এর মেয়াদ ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত থাকতে হবে।

নেদারল্যান্ডসের Maastricht University (UM) প্রতি বছর এমন শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দেয়, যারা একদিকে একাডেমিকভাবে অসাধারণ, আর অন্যদিকে আর্থিকভাবে সহায়তার প্রয়োজন রয়েছে।
তুমি যদি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিকল্পনা করে থাকো, তাহলে নিচের তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ 👇

আবেদনের ধাপসমূহ

ধাপ ১: হ্যান্ডলিং ফি (Handling Fee) যাচাই করো
তুমি যে প্রোগ্রামে ভর্তি হতে চাও, তার ওয়েবপেজে গিয়ে “Admission Requirements” অংশে দেখে নাও, সেখানে কোনো হ্যান্ডলিং ফি দিতে হবে কি না।

ধাপ ২: আবেদন ফর্ম পূরণ করো
তোমার UM Account ব্যবহার করে অনলাইনে আবেদন ফর্মে লগইন করতে হবে।
👉 সব প্রয়োজনীয় ডকুমেন্ট .doc, .docx অথবা PDF ফরম্যাটে আপলোড করো।
⚠️ মনে রেখো, তুমি মাত্র একবারই আবেদন জমা দিতে পারবে, তাই জমা দেওয়ার আগে সব তথ্য ও ডকুমেন্ট ভালোভাবে যাচাই করে নিও।

📑 প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ

1. জীবনবৃত্তান্ত (Curriculum Vitae - CV)

* সর্বোচ্চ দৈর্ঘ্য: দুই পৃষ্ঠা (A4)
* শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, অতিরিক্ত কার্যক্রম (extracurriculars), এবং সমাজসেবামূলক কাজগুলো উল্লেখ করো।
* তুমি কোনো **পুরস্কার বা স্বীকৃতি** পেয়ে থাকলে, সেটাও অবশ্যই লিখবে।

2. মোটিভেশন লেটার (Letter of Motivation)

বিশ্ববিদ্যালয়ের দেওয়া অফিসিয়াল টেমপ্লেট ব্যবহার করতে হবে।
* এখানে লিখতে হবে কেন তুমি এই
*স্কলারশিপের জন্য আবেদন করছো এবং এটি তোমার ভবিষ্যৎ লক্ষ্য পূরণে কীভাবে সাহায্য করবে।

3. একাডেমিক উৎকর্ষতার প্রমাণ (Proof of Academic Excellence)

* তোমার বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট (grade sheet) আপলোড করতে হবে।
* ন্যূনতম জিপিএ (GPA) মান:

* ৭.৫/১০, অথবা
* ৭৫%, অথবা
* ৩.০/৪.০ (তোমার গ্রেড সিস্টেম অনুযায়ী)।

4. আর্থিক প্রয়োজনের বিবৃতি (Personal Statement of Financial Need)

এখানে তোমার আর্থিক অবস্থার বিবরণ দিতে হবে এবং কেন তুমি স্কলারশিপ পাওয়ার যোগ্য তা ব্যাখ্যা করতে হবে।

যেমন:

* আর্থিক কষ্ট 💸
* একক অভিভাবক বা পরিবার দেখাশোনার দায়িত্ব 👩‍👧
* স্বাস্থ্য সমস্যা বা প্রতিবন্ধিতা 🩺
* শরণার্থী অবস্থা ইত্যাদি 🕊️

5. রেফারেন্স লেটার (Reference Letter)

* বিশ্ববিদ্যালয়ের দেওয়া "রেফারেন্স লেটার গাইডলাইন অনুযায়ী এটি লিখতে হবে।
* রেফারেন্স শুধুমাত্র পূর্বের শিক্ষক, অধ্যাপক বা নিয়োগকর্তা দিতে পারবেন — পরিবারের কেউ নয়।
* লেটারটি অবশ্যই তারিখসহ এবং ফেব্রুয়ারি ২০২৫ এর আগের নয় এমন হতে হবে।
* আবেদনকারী নিজেই রেফারেন্স লেটার আপলোড করবে
* গাইডলাইন না মেনে লেখা রেফারেন্স গ্রহণযোগ্য হবে না।

6. একজন প্রোফেসর যোগাযোগের তথ্য (Contact Details of One Referee)

* নাম, পদবি, ইমেইল ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।

✨ বিশেষ দ্রষ্টব্য:
এই স্কলারশিপের আবেদন শুধুমাত্র একবার জমা দেওয়া যাবে।
তাই জমা দেওয়ার আগে সব তথ্য, ডকুমেন্ট এবং রেফারির তথ্য ভালোভাবে যাচাই করে নিও।

🔗 বিস্তারিত জানতে ও আবেদন করতে কমেন্ট বক্সে ভার্সিটির লিংক দেওয়া আছে। সেখানে A to Z বলা আছে। পেইজটা ফলো কটেন আগে Emtu On the Way

কমেন্টে পুরো লিংক দেওয়া থাকবে। লিংকে ডুকলে সব পেয়ে যাবেন। পেইজ টা ফলো করছেন তো?🤥

Indirizzo

Genzano Di Roma

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Emtu On the Way pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi