
03/10/2025
ছবিটি এঁকেছেন বিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী মার্কো মেলগ্রাতি। আগে যখন ছবিটা দেখেছিলাম এর পেছনের গল্পটা বুঝিনি।
একটি বিড়াল একটি ছোট গর্তের মুখে একটি সাপের লেজ নিয়ে খেলা করছে। বিড়ালটি ভেবেছিল এটি একটি ইঁদুরের লেজ, তাই সে সেটাকে গর্ত থেকে টেনে বের করে আনার চেষ্টা করছে। অর্থাৎ ঝুঁকি না জেনে সাপের লেজ ধরে টানাটানি করছে বিড়ালটি, যা তার জন্য বিপজ্জনক হতে পারে।
পেইন্টিংয়ের অর্থ : কোবরার লেজকে ইঁদুরের লেজ ভেবে খেলা করবেন না। আপনি কখন কার সাথে খেলছেন সে বিষয়ে আপনার সঠিক ধারণা নাও থাকতে পারে।
আমরা কখনোই একসাথে মানুষের পুরোটা রূপ দেখতে পাই না। আমরা যদি মানুষের মুখোশের আড়ালের চেহারাটা দেখতে পেতাম, তাহলে বুঝতে পারতাম আমরা যাকে সাধারণ মনে করি, সে আসলে আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি ভয়ংকর।