Unique mind 007

Unique mind 007 লিবিয়া আসার আগে লিবিয়ার ভয়াবহতার সম্পর্কে আগে জানুন 😓🇱🇾❌

বি:দ্র: আমি কোনো লোক লিবিয়াতে আনি না
দয়া করে কেউ লিবিয়া আসার উদ্দেশ্য আমাকে ম্যাসেজ দিবেন না
(4)

লিবিয়া টু ইতালি গেমে মৃ.ত্যুর মিছিলে নতুন মুখ Breaking News স্বপ্নের ইতালি, লিবিয়া গেম"সোনার হরিণ ধরতে গিয়ে প্রাণ হারাল...
20/11/2025

লিবিয়া টু ইতালি গেমে মৃ.ত্যুর মিছিলে নতুন মুখ Breaking News

স্বপ্নের ইতালি, লিবিয়া গেম"
সোনার হরিণ ধরতে গিয়ে প্রাণ হারালো মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে (বায়েজিদ শেখ) জানা গেছে অক্টোবর মাসে স্বপ্নের দেশ ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় বায়েজিদ, লিবিয়া যাওয়ার পর গেম দেওয়ার সময়, লিবিয়ার মা'ফিয়াদের গু.লিতে প্রাণ হারায় বায়েজিদ শেখ,
এ খবরে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

#লিবিয়া #ইতালি #গেমঘর

20/11/2025

লিবিয়া টু ইতালির গেম কিভাবে হয় 🇱🇾🚣‍♂️🇮🇹

২২ ২২ লাখ টাকা কন্টাকের ১৮ লাখ প্রদানে লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি রওনা হন নিশাত মাতুব্বর। শিবচরের কুদ্দুস নামে এক দালালের...
19/11/2025

২২ ২২ লাখ টাকা কন্টাকের ১৮ লাখ প্রদানে
লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি রওনা হন নিশাত মাতুব্বর। শিবচরের কুদ্দুস নামে এক দালালের মাধ্যমে গত এক মাস আগে বাড়ি থেকে বের হন নিশাত মাতুব্বর।তার বাড়ি মাদারীপুর শিবচর বহেরাতলা ইউনিয়নে।বাবা লতিফ মাতুব্বর, মা সাবিনা বেগম।
চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে নিখোঁজ রয়েছে নিশাত।পরিবারের সাথে কোনোই যোগাযোগ নেই তার।এদিকে দালালও সুনির্দিষ্ট কোনো তথ্য দিচ্ছে না নিশাতের।এমতবস্থায় পাগলপ্রায় নিখোঁজ নিশাতের পরিবার!নিখোঁজ নিশাত মাতুব্বরের কোনও তথ্য দিতে পারলে কমেন্টে জানাতে বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে...
collected

লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের সময় লিবিয়ার কোস্টগার্ডের গুলিতে  মাদারীপুরের যুবক ইমরান খান নি হত হয়েছে। তার ...
18/11/2025

লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের সময় লিবিয়ার কোস্টগার্ডের গুলিতে মাদারীপুরের যুবক ইমরান খান নি হত হয়েছে। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে। বিষয়টি নিশ্চিত করেছে ইমরানের সাথে থাকা বন্ধুরা ও তার পরিবার। মাদারীপুর জেলার পরিচিত মুখ ছিল ইমরান। ইমরান বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিল দীর্ঘদিন ধরে। তার মৃত্যু তে এসব সংগঠনগুলো শো'ক প্রকাশ করেছে।

📤- বেকিং নিউজ:- ১৮ নভেম্বর ২০২৫💔👇🚨 আজ ভূমধ্যসাগরে~ ৭০ জনের একটি  #বোট বিপদে!😥🔸 গতকাল,  #লিবিয়া থেকে একটি  #বোটে করে পাল...
18/11/2025

📤- বেকিং নিউজ:- ১৮ নভেম্বর ২০২৫💔👇

🚨 আজ ভূমধ্যসাগরে~ ৭০ জনের একটি #বোট বিপদে!😥

🔸 গতকাল, #লিবিয়া থেকে একটি #বোটে করে পালিয়ে আসা প্রায়~ ৭০ জন লোক ☎️- এর সাথে যোগাযোগ করেছে। তারা ☎️- কে জানিয়েছে যে, তাদের ইঞ্জিনের সমস্যার কারণে তারা ভেসে যাচ্ছে!

🔸 ☎️ আমরা ইতালি কোস্টগার্ড এবং তথাকথিত লিবিয়ান কোস্টগার্ড কে ফোন করে জানিয়ে দিয়েছি কিন্তু নম্বরগুলি সাড়া দিচ্ছে না।

16/11/2025

১৪.১১.২০২৫
লিবিয়ায় নৌকা ডুবিতে ৪ জন বাংলাদেশীর মৃত্যু দেহ উদ্ধার করেছে লিবিয়ান কোস্টগাড
লিবিয়ার খোমশ থেকে ইতালির উদ্দেশ্য রওয়ানা দেওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে এসব জীবীত অবস্থায় আরো ২৬ জন বাংলাদেশীকে উদ্ধার করা হয়।। উদ্ধারকৃতদের লিবিয়ার খোমশ ডিটেনশন সেন্টারে প্রেরন করা হয়েছে ।।

12/11/25 🇧🇩লিবিয়ার উপকূলে আল বুরি তেলক্ষেত্রের কাছে 🇧🇩😢৪৯ জন অভিবাসী নৌকা ডুবে😭 মাত্র ৭ জন জীবিত ৪২ জন নিখোঁজ ৫ দিন সমুদ...
12/11/2025

12/11/25 🇧🇩লিবিয়ার উপকূলে আল বুরি তেলক্ষেত্রের কাছে 🇧🇩😢৪৯ জন অভিবাসী নৌকা ডুবে😭 মাত্র ৭ জন জীবিত ৪২ জন নিখোঁজ ৫ দিন সমুদ্রে ছিলো😢। এই বছর ভূমধ্যসাগরে ১,০০০ জনেরও বেশি প্রাণহানি ঘটেছে। IOM শোক প্রকাশ করেছে।

10/11/2025

সফলতা 🥹🇮🇹
#ইতালি_প্রবাসী

08/11/2025

হায়রে লিবিয়া 🇱🇾❌
আর কত মানুষ এমন সর্ব শান্ত হবে 😓

07/11/2025

🇮🇹 ইতালি প্রবাসী তরুণের জন্য দোয়া প্রার্থনা 🇧🇩

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সন্তান মোঃ লিপু শেখ (বয়স ১৯ বছর), একজন ইতালি প্রবাসী তরুণ। বর্তমানে তিনি ইতালির আনকোনা শহরে একটি রেস্টুরেন্টে সেপের কাজ করেন।

আজ বিকেলে তিনি এক অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

তিনি অত্যন্ত ভালো, পরিশ্রমী ও ভদ্র একজন ছেলে।
সবাই তার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তায়ালা যেন দ্রুত আরোগ্য দান করেন।

ফি আমানিল্লাহ্।
🇮🇹 🇧🇩
#ইতালি_প্রবাসী #দোয়া

01/11/2025

লাগা বিদেশ ✈️

Indirizzo

Road 18
Lamezia Terme

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Unique mind 007 pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi