Sabuj Bepari

Sabuj Bepari public figure
(1)

30/10/2025

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তাঁরই প্রশংসা করি, তাঁর সাহায্য চাই, তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করি।আমরা আমাদের অন...
18/10/2025

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তাঁরই প্রশংসা করি, তাঁর সাহায্য চাই, তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করি।
আমরা আমাদের অন্তরের মন্দ এবং কর্মের খারাপ পরিণতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি।
যাকে আল্লাহ হেদায়াত দেন, তাকে কেউ বিপথে নিতে পারে না; আর যাকে তিনি বিপথে দেন, তাকে কেউ হেদায়াত দিতে পারে না।

আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই।
আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ ﷺ আল্লাহর বান্দা ও রাসূল।

হে মুসলমানগণ,
আমি তোমাদের ও নিজেকে আল্লাহভীতি অবলম্বনের উপদেশ দিচ্ছি।
কারণ আল্লাহভীতি দুনিয়া ও আখিরাতে সফলতার কারণ।

আল্লাহ তাআলা বলেন:

“যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন, যা সে কল্পনাও করতে পারে না।” (সূরা আত-তালাক ২–৩)

হে মুসলমানগণ,
তোমরা তোমাদের কাজ, কথা এবং অন্তরে আল্লাহকে ভয় করো।
কারণ জীবন ক্ষণস্থায়ী, মৃত্যু খুব নিকটে,
আর আখিরাতই স্থায়ী ও উত্তম স্থান।

   ❤️❤️❤️❤️🇮🇹🇮🇹🇮🇹🇮🇹❤️❤️❤️
16/10/2025

❤️❤️❤️❤️🇮🇹🇮🇹🇮🇹🇮🇹❤️❤️❤️

16/10/2025

# 🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹❤️❤️❤️❤️

15/10/2025

14/10/2025

🌼 “তুমি যখন কাউকে হারিয়ে দুঃখ পাও, মনে রেখো — আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না, যদি না তাঁর কাছে তার চেয়ে উত্তম কিছু রাখেন।”

🌿 “দুনিয়া সামান্য সময়ের, আখিরাত চিরস্থায়ী— তাই চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নাও।”
14/10/2025

🌿 “দুনিয়া সামান্য সময়ের, আখিরাত চিরস্থায়ী— তাই চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নাও।”

   ❤️❤️❤️🇮🇹🇮🇹🇮🇹🇧🇩🇧🇩🇧🇩
02/10/2025

❤️❤️❤️🇮🇹🇮🇹🇮🇹🇧🇩🇧🇩🇧🇩

  #🇮🇹
02/10/2025

#🇮🇹

নদী আছে, স্রোত নেই— স্বপ্নও ঠিক তেমন, আশা আছে কিন্তু পূর্ণতা নেই।”🌙“স্বপ্নে নদীতে নামলাম গোসল করতে, অথচ পানি নেই— হয়তো এ...
12/09/2025

নদী আছে, স্রোত নেই— স্বপ্নও ঠিক তেমন, আশা আছে কিন্তু পূর্ণতা নেই।”
🌙
“স্বপ্নে নদীতে নামলাম গোসল করতে, অথচ পানি নেই— হয়তো এটাই ইঙ্গিত, জীবনে সবকিছু সহজে পাওয়া যায় না।

Indirizzo

Salerno
Mercato San Severino
84085

Telefono

+393342979353

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Sabuj Bepari pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Sabuj Bepari:

Condividi