
29/09/2025
ইতালির কঠোর বার্তা: অবৈধভাবে প্রবেশকারীদের জন্য অবিলম্বে প্রত্যাবর্তন, তিন বছরের নিষেধাজ্ঞা
ইতালি সম্প্রতি ১৭ জন বাংলাদেশি নাগরিককে ভিসা বা বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশের অভিযোগে দেশে ফেরত পাঠিয়েছে। মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান রেখে এবং ইউরোপীয় প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রেখে পুরো অভিযান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইতালীয় কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা Frontex এ অভিযানে ইতালিকে সহায়তা করেছে।
ইতালির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, এরা সবাই ২০২৫ সালের সেপ্টেম্বরের শুরুর দিকে লিবিয়া হয়ে নৌপথে ইতালিতে প্রবেশ করেছিলেন। দ্রুত সময়ের মধ্যেই তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।
কঠোর বার্তা
ইতালি স্পষ্ট করেছে, বৈধ ভিসা ছাড়া ইতালিতে প্রবেশের চেষ্টা করলে বা জাল কাগজপত্র ব্যবহার করলে, প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্টদের দেশে ফেরত পাঠানো হবে।
দীর্ঘমেয়াদী প্রভাব
প্রবেশ নিষেধাজ্ঞা: প্রত্যাবাসিতরা অন্তত তিন বছরের জন্য ইতালি সহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে প্রবেশে নিষিদ্ধ থাকবেন।
অবৈধ অভিবাসন দমনে কড়াকড়ি: এই পদক্ষেপ ভবিষ্যতে অবৈধ পথে ইউরোপে প্রবেশের ঝুঁকি নেওয়ার প্রবণতা কমাতে পারে।
মানব পাচার প্রতিরোধ: বৈধ ও নিরাপদ অভিবাসনকে উৎসাহিত করতে এবং মানব পাচারের শিকার প্রকৃত অভিবাসীদের সুরক্ষা দিতে এটি ইতালির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ।
বিশ্লেষকদের মতে, এ ধরনের দ্রুত প্রত্যাবর্তন ইউরোপের অন্যান্য দেশগুলোকেও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে একই রকম কঠোর পদক্ষেপ নিতে উৎসাহিত করবে।