
25/07/2025
ইতালির ব্রেসিয়া শহরের কাছাকাছি একটি মহাসড়কে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সময় একটি ছোট বিমান আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বিমানটি সম্ভবত কারিগরি সমস্যার সম্মুখীন হয়। দুর্ঘটনার পরপরই দমকল বাহিনী ও জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্রেসিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি এবং ঘটনার তদন্ত চলছে।