Shah Alam Shahin

Shah Alam Shahin বৈচিত্রময় জগতে অদ্ভুত মানুষ গুলোর মাঝে আমি অতিসাধারণ মানুষ। I born in Bangladesh, Now i live in Italy for my higher education.

"Shah Alam Shahin Vlogs" is created to share my life experience with others through page & YouTube. I will share my experience,life style, daily life & Travel with all of you.

এজেন্সির লোভনীয় ফাঁদে পড়ে যান।পরে বলবেন ভিসা রেশিও ভালো না।প্রতিটি দেশের ভিসা রেশিও কমে যাওয়ার কারন এগুলোও কম না।
24/07/2025

এজেন্সির লোভনীয় ফাঁদে পড়ে যান।
পরে বলবেন ভিসা রেশিও ভালো না।

প্রতিটি দেশের ভিসা রেশিও কমে যাওয়ার কারন এগুলোও কম না।

24/07/2025

লক্ষ্মীপুর,
ভোলা বরিশাল প্রধান সড়ক যেন এক মৃ*ত্যু ফাঁদ।

প্রধান কারন হিসেবে চালকের বেপরোয়া গাড়ি চালনাকে দুষছেন এলাকাবাসী। সড়ক বিভাগের হস্তক্ষেপের দাবি।

#লক্ষ্মীপুর #দূর্ঘটনা

ইতালি ভিসা আবেদনকারীদের জন্য জরুরি নোটিশঃVFS Global রাতের নিউজ।কর্মীভিসায় যারা যাবেন তাদের এই আন্দোলন আর বিক্ষোভের কারনে...
23/07/2025

ইতালি ভিসা আবেদনকারীদের জন্য জরুরি নোটিশঃ
VFS Global রাতের নিউজ।

কর্মীভিসায় যারা যাবেন তাদের এই আন্দোলন আর বিক্ষোভের কারনে ইতালি ভিসা প্রত্যাশীদের জন্য ভবিষ্যতে খারাপ কিছু হতে যাচ্ছে।

আন্দোলন করে ভিসা আদায় করবেন সেটা ১০০% ভুল ❌

ভিসা কোন ব্যক্তিগত সম্পত্তি নয় যে আপনি জোর করে আদায় করতে পারবেন। ২০২৫ সালে ইতালির ফ্যামিলি ভিসা+ওয়ার্ক ভিসা+স্ট্যাডি ভিসা দ্রুত গতিতেই হয়ে চলছে অথচ এই সময়ে আপনাদের আরেকটু ধৈর্যশীল হওয়া উচিত ছিলো।

দালালদের অতিরিক্ত টাকা দিয়ে এখন আপনারা দিশেহারা অথচ এম্বাসি বা ইতালি এতো টাকা পায় নি। সুতরাং ভিসা কেবল তারাই পাবেন যাদের ১০০% অথেনটিক ডকুমেন্হস রয়েছে। মিথ্যা নথি এবং ডকুমেন্টস জমা দেওয়ার কারনেই তাদের ভিসা ইস্যুতে বিলম্ব।

সুতরাং আপনারা যারা ইতালিতে ভিসা প্রত্যাশী রয়েছেন অনুরোধ থাকবে আরেকটু সহনশীল হয়ে ধৈর্য ধরার।

সকলের জন্য শুভ কামনা রইলো।

ইতালির স্টুডেন্টস ভিসা প্রসেসিং আবেদন থেকে ভিসা পাওয়ার পরবর্তী করনীয় গুলো কি হবে?আসুন জেনে নিই বিস্তারিত 🤝এই বিষয় গুলো ন...
23/07/2025

ইতালির স্টুডেন্টস ভিসা প্রসেসিং আবেদন থেকে ভিসা পাওয়ার পরবর্তী করনীয় গুলো কি হবে?

আসুন জেনে নিই বিস্তারিত 🤝

এই বিষয় গুলো নিয়ে দেখতেছি কয়েকজন এমন ভাবে উপস্থাপন করছে মনে হচ্ছে যেন ভিসা হওয়ার পর ইতালিতে এসে ডকুমেন্টস সংক্রান্ত কাজ গুলো করা যেন আকাশের চাঁদ 😀😀 বিষয়টি আসলে মোটেও সে রকম না।

আপনি বাংলাদেশ থেকে ইউরোপে আসবেন,
আপনার ভাষাগত সমস্যা থাকবে এটাই নর্মাল ইস্যু।
এমনও বলতে শুনেছি ভার্সিটির ইন্ট্যারন্যাশল ডিপার্টমেন্ট নাকি ইংলিশে কথা বলতে পারে না,এবং তারা ইংলিশে বুঝে না!! এই কথা শুনে অবাক হলাম!! তারা হয়তো জানে না যে ইন্টারন্যাশনাল স্বীকৃতি তারা এমনি এমনি পেয়েছে।
এসব তথ্য দিয়ে স্টুডেন্টসদের বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই না।

অনার্স/মাস্টার্সে যারা ইতালিতে এসেছেন কিংবা যাচ্ছেন তারা সবাই অবশ্যই সেল্প ডিপেন্টেন্ট।

আপনাকে ডকুমেন্টসের কাজ গুলো নিজ দায়িত্বে করতে হবে এবং ভার্সিটি এই নির্দেশনা গুলো খুব সুন্দর করে বুকলেট দিয়ে বুঝিয়ে দেয়। এই ছাড়াও অনেক ভার্সিটি আছে যারা বেশীরভাগ কাজ গুলো আগে থেকেই করে দেয়।

🔰ইতালিতে নতুন যারা প্রথমে এসে করনীয় কি হবে?
আপনার মনে প্রশ্ন বা ভয়ভীতি থাকতেই পারে।
তবে আপনার প্রতিটি ধাপ সতর্ক এবং পরামর্শ নিয়েই করতে হবে। তবে মনে রাখবেন এটা মোটেও জটিল নয়।

🔰প্রথমে এসে যে কাজ গুলো করবেনঃ

১। সীম কার্ডঃ যোগাযোগের জন্য সীম কার্ড অবশ্যই নিতে হবে। আপনি অবশ্যই প্যাকেজ দেখে কিনবেন। বেশীরভাগ বাসায় ওয়াইফাই থাকে না তারা সবাই মোবাইল ইন্টারনেট ইউজ করে। সুতরাং ভালো প্যাকেজ নিবেন।

খরচ হতে পারে প্রথমে ৩০-৩৫ ইউরো একমাসের ডাটা সহ সীমের দাম। পরবর্তীমাস থেকে।১০-১৫ ইউরো নির্ভর করে কোন প্যাকেজ নিচ্ছেন।

২। ভার্সিটিতে আপনার সকল ডকুমেন্টস+অর্জিনাল কপি সব গুলো সাথে নিয়ে যাবেন এবং আপনার ভর্তি সংক্রান্ত তথা ফাইনাল ইনরোলমেন্ট কমপ্লিট করবেন।

৩। আপনার পার্মেসো দি সৌজন্য অর্থাৎ থাকার অনুমতি কিংবা রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে হবে। যে আবেদন করতে আপনাকে ইতালিতে অবস্থিত যে কোন পোস্ট অফিস/পোস্ট ইতালিয়ানো থেকে ম্যানুয়াল কীট নিতে হবে যেটা আপনি নিজে পূরন করতে হবে। যেহেতু কিট ইতালিয়ান ভাষায় সেক্ষেত্রে আপনি চাইলে ভার্সিটির হেল্প কিংবা সিনিয়র কারো হেল্প নিতে পারেন।

অথবা ইতালিতে অবস্থিত বিভিন্ন কাফ অফিস/পাত্রোনাতো ( CAF Patronato) যেখানে বিভিন্ন বাংলাদেশীদের অফিস রয়েছে সেখান থেকেও অনলাইনে কীট ফিলাপ করে নিতে পারেন।

অবশ্যই আপনি এই কিট ফিলাপ করার সময় যে কোন একটা এড্রেস ব্যবহার করতে হবে। আপনি যেখানে থাকবেন সেই ঠিকানা ব্যবহার করতে পারেন কিংবা পরিচিত যে কারো ঠিকানা ব্যবহার করতে পারবেন এতে কোন সমস্যা নেই।

উক্ত কিটে আপনার ভিসা কপি+ইনরোলমেন্ট সার্টিফিকেট+ইন্সুরেন্স কপি+বাসার কন্টাক্ট/অসপিতি+বুকিং যে কোন একটা দিতে পারেন।

যদি ভার্সিটি থেকে আপনার (Codice Fiscale) ট্যাক্স কোড দিয়ে থাকে তাহলে সেটা সাথে ফটোকপি দিতে পারেন।

যদি আপনার ট্যাক্স কোড (Codice Fiscale) না থাকে তাহলে নিকটস্থ (agenzia delle entrate) এজেনজিয়া ডেল্লা এনত্রাতে গিয়ে কোডিসি ফিসক্যাল সার্টিফিকেট নিতে পারবেন। এতে প্রয়োজন হবে আপনার পাসপোর্টের ফটোকপি+ভিসা কপি।

এই কোডিসি ফিসক্যাল আপনি চাইলে ওই Caf অফিস থেকেও আবেদন করতে পারবেন।

যদি আপনার কোডিসি ফিসক্যাল না থাকে আপনি সেটি ছাড়াও বাকি ডকুমেন্টস গুলো দিয়ে কিট পোস্ট ইতালিয়ানো অফিসে মাধ্যমে কোস্তরা (questura) অর্থাঘ এমিগ্রেশনে পাঠিয়ে দিবেন। পাঠানোর সময় অবশ্যই ১৬ ইউরো মার্কা দি বললো (16€ Marca di Bollo) সাথে কিনে নিয়ে যাবেন। যেটি পাওয়া যাবে তাবাক্কি দোকানে( Tabacci) এই কিট আপনি পোস্ট অফিসে পাঠানোর সময় খরচ হবে প্রায় ১০০€

আপনাকে তখন ফিঙ্গার প্রিন্টের ডেট দিয়ে দিবে কিংবা পরবর্তীতে মেইল/মেসেজ দিয়ে জানিয়ে দিবে এবং তখন আপনাকে ৩টি রিসিট দিবে যেটিকে বলে রিসিভুতা (ricevuta) আপনি সেই ডকুমেন্টস দিয়ে আপনার ইতালিতে ব্যাংক একাউন্ট+জব সবই করতে পারবেন।

সেটিই হবে আপনার বৈধ ডকুমেন্টস।
পরবর্তীতে ফিঙ্গার দেওয়ার পর আপনি ইলেক্ট্রিক কার্ড হাতে পাবেন।

৪। ব্যাংক একাউন্ট খোলাঃ ভার্সিটির রিকমান্ডেট কিছু ব্যাংক থাকে আপনি সেখানে গিয়েও একাউন্ট করতে পারেন। একাউন্ট করার জন্য অবশ্যই আপনি যেখানে থাকেন সেটার ডকুমেন্টস লাগবে। একাউন্ট খোলার জন্ আপনার এপয়েনমেন্টের প্রয়োজন হবে।

আবার বেশীরভাগ ভার্সিটি তাদের স্টুডেন্ট কার্ড/ফ্লাস কার্ড দিয়ে থাকে যেটিতে আপনার ব্যাংক একাউন্ট সংযুক্ত থাকে।

ভাষা না জানার কারনে আপনার সমস্যা হতে পারে তবে আপনি ট্রান্সলেট ইউজ করে কাজ করে নিতে পারবেন তবে অনেক ব্যাংকে ইংলিশে কথা বলার মত লোক থাকে।

এইছাড়াও আরো সহজে আপনি চাইলে Wise/Revolut/Monese এ আপনার ভিসা এবং পাসপোর্ট দিয়ে একাউন্ট আপনি অনলাইনে ঘরে বসেই করতে পারবেন।

৫। বাস/ট্রেন/ট্রাম যাতায়তের জন্য মাসিক টিকিট নিতে পারেন। একেক প্রভিন্সে একেক রকম খরচ। ৩৭€ থেকে শুরু করে ১০০€ হতে পারে। প্রথমে মেম্বারশিপ নিতে খরচ একটু বেশী হবে। আপনার ভার্সিটির ইনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে যাবেন।

৬। একোমডেশনঃ বিভিন্ন এজেন্সি থেকে বাসা নিতে পারেন। তবে প্রতিটি এলাকায় বাংলাদেশী বিভিন্ন ব্যাচেলর রুম রয়েছে সেখানে আপনি থাকতে পারেন কম খরচে।
অবশ্যই যেখানে থাকবেন,সেখান থেকে অসপিতি/বাসার কন্ট্রাক্ট নেওয়ার চেষ্টা করবেন।

৭। মাসিক খরচঃ আপনার প্রতিমাসে ৩০০-৪৫০ ইউরো খরচ হতে পারে।

এই ছাড়াও আরো খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে সিনিয়রদের হেল্প নিন কিংবা বাংলাদেশী ভালো Caf অফিস থেকে পরামর্শ নিন।

আমি সবসময় চেষ্টা করি বর্তমান পরিস্থিতির আলোকে আপনাদের মাঝে তথ্য গুলো শেয়ার করার। আপনার দেওয়া তথ্য গুলো কতটুকু উপকারে আসে জানাবেন।

আর সিনিয়র যারা আছেন আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।

আপনারা যারা ইতালিতে আছেন এবং নতুন যারা যাবেন তাদের যে কোন বিষয়ে কোন সহযোগিতা প্রয়োজন হলে সরাসরি জানাবেন। আমি প্রতিটি বিষয়ে সরাসরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।

সবার জন্য শুভ কামনা রইলো ❤

ইতালিতে যারা ভিসা আবেদন করবেন আপনাদের জন্য জরুরি নিউজঃWe have an important update for Italy visa applicants in Banglades...
22/07/2025

ইতালিতে যারা ভিসা আবেদন করবেন আপনাদের জন্য জরুরি নিউজঃ

We have an important update for Italy visa applicants in Bangladesh. For more information, please visit: https://brnw.ch/21wUkyv

21/07/2025
ঢাকা,উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীরভাবে শোকাহত 😭এই ...
21/07/2025

ঢাকা,উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীরভাবে শোকাহত 😭

এই ছবি/চিত্র দেখে ঠিক থাকার মত পরিস্থিতি নেই।
যারা আহত হয়েছেন সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।
যারা নিহত হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।

আলহামদুলিল্লাহ ❤অভিনন্দন  ভাই ❤হাঙ্গেরি থেকে ইতালি স্টুডেন্টস ভিসা ইস্যুড।বলেন তো হাঙ্গেরি থেকে ইতালিতে স্টুডেন্টস ভিসায়...
15/07/2025

আলহামদুলিল্লাহ ❤
অভিনন্দন ভাই ❤
হাঙ্গেরি থেকে ইতালি স্টুডেন্টস ভিসা ইস্যুড।

বলেন তো হাঙ্গেরি থেকে ইতালিতে স্টুডেন্টস ভিসায় যাওয়ার কারন গুলো কি কি হতে পারে?

বিস্তারিত আমি শিঘ্রই শেয়ার করবো।

যারা ইউরোপ বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইতালিতে স্টুডেন্টস হিসেবে আসতে চান তাদের জন্য আরো বেশ কিছু তথ্য নিয়ে শিঘ্রই আসবো।

VFS Global ঢাকা এর সামনে থাকা বিভিন্ন এজেন্সির লোকজন দাঁড়িয়ে তাদের ভিজিটিং কার্ড হাতে ধরিয়ে দিয়ে বললো যে কোন প্রয়োজনে তা...
15/07/2025

VFS Global ঢাকা এর সামনে থাকা বিভিন্ন এজেন্সির লোকজন দাঁড়িয়ে তাদের ভিজিটিং কার্ড হাতে ধরিয়ে দিয়ে বললো যে কোন প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে, তারা ১০০% বিশ্বস্ততার সাথে নাকি ইতালির সিজনাল/ননসিজনাল/ফ্যামিলি আর স্টুডেন্টস ভিসা নিয়ে কাজ করে।

আমি একটু আলাদাভাবে স্টুডেন্টস ভিসা সম্পর্কে জানতে চাইলে বলে আমি তো জানি না আমাদের বস জানে। জানতে চাইলাম ইমেল একসেস দিবেন বলে না!

আরেকজন স্টুডেন্টের সাথে কথা হলো,
ভিসার জন্য ফাইল জমা দিবে।
বললাম ডকুমেন্টস কই বলে এজেন্সি আনছে পরে সেগুলো জমা দিয়ে বের হয়েছে রিসিট আর পাসপোর্ট নাকি এজেন্সির লোক নিয়ে গেছে।

প্রশ্ন হলো,
👉এজেন্সির ফাঁদে আপনাদের মত স্টুডেন্টসরা কিভাবে পড়েন?

👉আপনার ফাইল সম্পর্কে আপনি অবগত আছেন?

এমন ভাবে আলাপ আলোচনা করতেছে মনে হচ্ছে একেকজন ইতালিতে কয়েকবছর ধরে থাকে। সেখানে রুলস রেগুলেশন নিয়েও কথা বলতে শোনা যায়!!!
আমার কাছে মনে হচ্ছে তারা স্পেশালী ইতালি নিয়ে পিএইচডি করছে।

আমি নিরব বালক,
চুপচাপ শ্রবন করে যাচ্ছি 😁😂

15/07/2025

২০২৬-২০২৭ সেশনে ইতালিতে যারা স্টুডেন্টস ভিসায় আবেদন করতে চাচ্ছেন এখন কি হবে আপনাদের করনীয়?

Vfs Global Dhaka, এদের আরেক ফাঁদ প্রিমিয়াম সার্ভিস নিতে বাধ্য করা।আজ সকালে ২জন স্টুডেন্টস ভিসা প্রত্যাশী Vfs Global এ আস...
14/07/2025

Vfs Global Dhaka, এদের আরেক ফাঁদ প্রিমিয়াম সার্ভিস নিতে বাধ্য করা।আজ সকালে ২জন স্টুডেন্টস ভিসা প্রত্যাশী Vfs Global এ আসলো ফাইল জমা দিতে সেখানে আমিও উপস্থিত ছিলাম।

তারা আমাকে জানালো তাদের ফাইল প্রিমিয়াম সার্ভিস নিতে বললো,কারন জানতে চাইলে বলে ছবি ঠিক নাই।
ব্যাপার টা হাস্যকর আর ফালতু মনে হলো, কেননা ওই স্টুডেন্ট গত বছর সেইম ল্যাব থেকে সেইম ছবি দিয়ে ফাইল সাবমিট করেছিলো। ছবির সমস্যা বা ছবি ঠিক নাই এই কারন জানতে চাইলে সুস্পষ্ট কোন উত্তর না দিয়ে নিয়ে গেলো প্রিমিয়াম লাউঞ্জে যেখানে ৪০০০৳ অতিরিক্ত গুনতে হলো যেটা তাদের ইনকাম। স্টুডেন্টসরা ভুক্তভোগী।

ছবির নাকি ক্যাইটেরিয়া পরিবর্তন হলো,
প্রশ্ন হলো কবে?
গতমাসে যারা ভিসা পেলো সবাই তো আগের সাইজের ছবি দিয়েই ভিসা হলো তাহলে এখন কি আলাদা?

ছবির সাইজ জানতে চাইলে প্রিমিয়াম লাউঞ্জে থাকা অফিসার বলে 4*3.5 কিন্তু আগের চেক লিস্ট আর বর্তমান চেকলিস্টে তো এটাই লেখা। কারো কাছে পার্থক্য মনে হলে জানাবেন। আমি দুইটা লিস্টের স্কীনশর্ট দিয়েছি।

পরামর্শ যারা নতুন ভিসা আবেদন করবেনঃ🤝
👉অবশ্যই যে ল্যাব থেকে ছবি তুলবেন সেগুলো যেন অবশ্যই ভালো কোয়ালিটি+ছবি কাটার সময় যেন সাইজ সঠিক থাকে।

👉প্রিমিয়াম সার্ভিস এড়াতে প্রয়োজনে ২-৩ টা ল্যাব থেকে ছবি তুলে সাথে রাখুন। Vfs Global কয়টা ছবি ঠিক নেই বলবে তখন দেখা যাবে। ছবি তুলতে আপনার ১০০০৳ বেশী খরচ হলেও Vfs global এর প্রিমিয়াম সার্ভিস ৪০০০৳ টাকা থেকে রেহায় পাবেন। এবং সেই টাকা থেকে কিছু টাকা দিয়ে একটা কফি খেয়ে নিরিবিলি বাসায় চলে যাবেন।

এই Vfs Global এর নামে আগেও অভিযোগ কম ছিলো না। কিন্তু ইতালি এম্বাসি ভিসা অফিসার তারা এসব দেখেও কোন উপযুক্ত পদক্ষেপ নেয় নি।

এই ধরনের সিন্ডিকেট,জিম্মি এদের থেকে পরিত্রান পাওয়ার উপায় কি?

#ভিসারেশিও

অপরাধী শুধুই অপরাধী সে কোন দল,ধর্মের কিংবা কোন গোত্রের সেটা না দেখে প্রকাশ্যে ধরে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার...
11/07/2025

অপরাধী শুধুই অপরাধী সে কোন দল,ধর্মের কিংবা কোন গোত্রের সেটা না দেখে প্রকাশ্যে ধরে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।

ধিক্কার এই কুলাঙ্গারদের প্রতি!!!

আওয়াজ তোলেন সবাই 🙏

Indirizzo

Mestre

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Shah Alam Shahin pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Shah Alam Shahin:

Condividi