Italy News Update-বাংলায়

Italy News Update-বাংলায় ইউরোপিয়ান দেশগুলোর অভিবাসন নীতি, ভিসা, ওয়ার্ক পারমিট, শ্রম বাজার সম্পর্কিত তথ্য পাবেন এই পেজে।
(3)

31/08/2024

🔺️ফ্লুস্সির নুল্লাওস্তা জমা দিয়ে ভিসা কেন পাচ্ছেন না?
🔺️ইতালির সরকার ফ্লুস্সিতে নুল্লাওস্তা দিলেও মালিককে কেন ভিসা দিচ্ছে না?

ছবিতে  দেখা এই দুজনকে  যদি ইতালি/ বাংলাদেশের কেউ  চিনে  থাকেন  কমেন্টে জানান। উনারা  নিজেদের  ইতালি প্রবাসী  হিসেবে  দাব...
19/06/2024

ছবিতে দেখা এই দুজনকে যদি ইতালি/ বাংলাদেশের কেউ চিনে থাকেন কমেন্টে জানান। উনারা নিজেদের ইতালি প্রবাসী হিসেবে দাবি করে। ফ্লুস্সিতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া যাদের একমাত্র কাজ। উপযুক্ত প্রমাণসহ ভুক্তভোগীরা যোগাযোগ করছেন। উনাদের প্রতারণার ফাদঁ কত ভয়ানক তা শীঘ্রই ভুক্তভোগী ও প্রমাণসহ তুলে ধরা হবে লাইভে। ইতালির প্রশাসনিক কার্যক্রমের আওতায় আনার জন্য উনারা যে ইতালি প্রবাসী তা নিশ্চিত হওয়া দরকার। আপনারা কেউ যদি চিনে থাকেন তথ্য দিয়ে সহযোগিতা করেন। এইসব লোকের কারণেই হাজার হাজার লোকের ফ্লুস্সির নুল্লাওস্তা ও ভিসা হুমকির মুখে একই সাথে বাংলাদেশের ভাবমূর্তি। দুই/ একটা যদি শায়েস্তা না করা যায় তাহলে সচেতন মানুষের জন্য লজ্জাজনক। কারণ আমাদের দিকে তাকিয়ে আছে হাজারও ভুক্তভোগী। তার ফেসবুক আইডিও দেওয়া হলো যেগুলো ব্যাবহার করে হাজার হাজার মানুষকে ফ্লুস্সির নামে স্বপ্ন দেখিয়ে নিঃস্ব করে।

05/06/2024

🔺️দু: সংবাদ:ফ্লুস্সিতে ব্লাকলিস্টে একমাত্র দেশ হিসেবে আবারও উঠে আসতে পারে বাংলাদেশের নাম।

09/04/2024

সবাইকে ঈদ মোবারক।

24/03/2024

আগামীকাল 25 মার্চ 2024 সিজনাল ভিসাধারীদের ক্লিক ডে। অনেকেরই আশা- ভরসা রিজিকের ক্লিক ডে। আল্লাহ আপনাদের সহায় হোন।আমিন।

20/03/2024

আগামীকাল/21 মার্চ 2024 ইতালির সময় সকাল 9 টায় ক্লিক ডে ডমেস্টিক/ কনভার্ট ও (স্পন্সর)অন্যান্য ক্যাটাগরির।
সবার জন্য শুভ কামনা।

18/03/2024

কারা প্রথম 30 মিনিটে ক্লিক করতে সক্ষম হয়েছেন?

বাংলা ভাষাভাষীদের জন্য  ইতালীয়ান  ভাষা শেখার  সুযোগ অনলাইনে ও  ইতালির  প্রয়োজনীয় ডকুমেন্টস   ও নবায়নে  পরীক্ষার  জন্...
09/03/2024

বাংলা ভাষাভাষীদের জন্য ইতালীয়ান ভাষা শেখার সুযোগ অনলাইনে ও ইতালির প্রয়োজনীয় ডকুমেন্টস ও নবায়নে পরীক্ষার জন্য প্রস্তুতি+ রেজিস্ট্রেশন।
যারা অনেক দিন থেকে অপেক্ষা করছেন তাদের সুবিধার কথা ভেবে আপনাদের জন্য।

09/03/2024

এইবার ফ্লুস্সিতে স্পন্সর ও ডমেস্টিক ভিসার জন্য আবেদন করতে আগ্রহী কারা?

08/03/2024

সিজনাল ভিসার জন্য আগ্রহী কারা এইবারের ফ্লুস্সিতে?

04/03/2024

কী অবস্থা সবার?
কারা করছেন 2024 সালের ফ্লুস্সির আবেদনের জন্য ডাটা এন্ট্রি (precompilazione)?

08/02/2024

🔺️2023 সালের মার্চ মাসের স্পন্সর ভিসা আবেদনকারীদের নুল্লাওস্তা উঠছে 2024 সালে ⁉️

Indirizzo

Milan

Orario di apertura

Lunedì 09:00 - 17:00
Martedì 09:00 - 17:00
Mercoledì 09:00 - 17:00
Giovedì 09:00 - 17:00
Venerdì 09:00 - 17:00
Sabato 09:00 - 17:00
Domenica 09:00 - 17:00

Telefono

+3285458761

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Italy News Update-বাংলায় pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi