প্রবাসী উইথ অপু

প্রবাসী উইথ অপু আপনাদের সামনে তুলে ধরবে ইতালির সকল খবর।🇮🇹
(4)

🇮🇹ইতালি রোম শহরে কমিউনিটির পরিচিতি মুখ মোঃ-মহিন আর আমাদের মাঝে নেই।                  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজ...
26/09/2025

🇮🇹ইতালি রোম শহরে কমিউনিটির পরিচিতি মুখ মোঃ-মহিন আর আমাদের মাঝে নেই।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহিনের মৃত্যুর সংবাদটা খুবই বেদনাদায়ক আল্লাহ তার পরিবারকে শোক সহিবার তৌফিক দান করুন ।🥲🥲

আমার ছোটভাই তোফায়েল। লেখাপড়া করতে গিয়েছিলো সাইপ্রাস। টিআরসির মেয়াদ শেষ হওয়ায় ছেলেটাকে সাইপ্রাস থেকে টার্কিতে ডিপোর্ট করা...
26/09/2025

আমার ছোটভাই তোফায়েল। লেখাপড়া করতে গিয়েছিলো সাইপ্রাস। টিআরসির মেয়াদ শেষ হওয়ায় ছেলেটাকে সাইপ্রাস থেকে টার্কিতে ডিপোর্ট করা হয়। টার্কি থেকে ওকে ইউরোপিয়ান কোন একটা ফোর্স এমনভাবে ইরান ডিপোর্ট করে যেখান থেকে বরফের ভেতর দিয়ে এবং মাফিয়াদের হাত থেকে বেচে ফেরাটা প্রায় অসম্ভব ছিলো। ৩ মাস ধরে আমার এখানেই আছে। কিন্তু, গতকাল রাতে তোফায়েলের মা মারা যান। সত্যি বলতে তোফায়েলের এক্সিট পার্মিট এখনো আসেনি। শেষবারের মতো মায়ের মুখটাও ওর দেখা হলো না। এর থেকে কষ্টের আর কি হতে পারে! ওর সর্বদা হাস্যোজ্জ্বল মুখটাতে এতো কান্নার ছাপ আগে কখনো দেখিনি। ওর ব্যথাটা বোঝার চেষ্টা করছি। কিন্তু, যে হারায় কেবল সেই বোঝে, অন্য কেউ বোঝেনা আসলে।
ওয়ালিদ ইসলাম।

25/09/2025

কে কে এরকম বাসায় লুংগি পড়ে থাকেন? লুঙ্গী আমাদের জাতীয় প্রশাক।

মানিকগঞ্জে দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধারমানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকায় প্রবাসীর স...
24/09/2025

মানিকগঞ্জে দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকায় প্রবাসীর স্ত্রী ও তাঁর দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কবি মহিদুর রহমান সড়কের একটি ভাড়া বাসা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মালয়েশিয়াপ্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭), তাঁর ছেলে আলভী (৭) ও মেয়ে সায়মা আক্তার (২)।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

প্রতিবেশীরা জানান, সকালে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে গিয়েও বাসার দরজায় সাড়া পাননি। পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শিখা আক্তারের লাশ বিছানায় এবং দুই শিশুর লাশ খাটের নিচে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

নিহতের স্বামী শাহীন দেওয়ান এক মাস আগে মালয়েশিয়া যান। তিনি এর আগে দেশে হ্যালোবাইক চালাতেন। নিহত শিখা ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। সন্তানদের মধ্যে আলভী প্রথম সংসারের এবং সায়মা বর্তমান সংসারের সন্তান।

সদর থানার এসআই তরিকুল ইসলাম জানান, প্রবাসী শাহীনের সঙ্গে শিখা আক্তারের দীর্ঘদিন ধরে দাম্পত্যকলহ চলছিল। এ ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।🥲🥲

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন প্রিয় রেমিটেন্স যোদ্ধা ফিরলেন কফিনে করে লাশ হয়ে দেশ হারালেন আরেক রেমিটেন্স যোদ্ধাকে দেশের ...
24/09/2025

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন প্রিয় রেমিটেন্স যোদ্ধা
ফিরলেন কফিনে করে লাশ হয়ে দেশ হারালেন আরেক রেমিটেন্স যোদ্ধাকে দেশের সবাইকে বলব বিদেশে থাকা আপনার ফ্যামিলির রেমিটেন্স যোদ্ধাকে মানসিক চাপমুক্ত রাখুন
তাকে সুন্দরভাবে বাঁচতে দিন সবাই দোয়া করবেন 😭😭
ইউনুস শরিফ এর শেষ বিদায় সুন্দরভাবে শেষ হয়েছে ধন্যবাদ সবাইকে 🤲,🥲

পোলা ইউরোপ থাকে🇮🇹 আমাকে আজকে দেখতে এসেছে। পাত্র ইউরোপ প্রবাসী এবং পাত্র রা ভাইরা সবাই প্রবাসী। পাত্রপক্ষ আমাকে পছন্দ কর...
23/09/2025

পোলা ইউরোপ থাকে🇮🇹 আমাকে আজকে দেখতে এসেছে। পাত্র ইউরোপ প্রবাসী এবং পাত্র রা ভাইরা সবাই প্রবাসী। পাত্রপক্ষ আমাকে পছন্দ করেছে। কিন্তু পাত্রের বোন হঠাৎ করে বলে ফেলে, তার ভাইরা তার মায়ের নিকট টাকা পাঠাই। তার মা, বউ এবং তাদের বাচ্চাদের ভরণপোষণ দেন। তাদের বউ রাও নাকি এগুলো নিয়ে কিছু বলেন না। বরং বউ রা নাকি সাপোর্ট দিয়ে বলে, আমরাতো না খেয়ে থাকিনা। বাট আমি মনে করি সংসার চালানোর জন্য অবশ্যই গার্ডিয়ানের নিকট টাকা পাঠাবে। কিন্তু বউ কে অবশ্যই হাত খরচ দিতে হবে। আমার লাইফে আমি ssc পাশ করে ইনকাম করা শুরু করি। বর্তমানে অনার্স কমপ্লিট করেছি। আমি কখনো আমার মায়ের নিকট থেকে চেয়ে আমার শখ পূরণ করিনি। এবং আমার টুকটাক ইনকাম করার আগেও আমি কখনো মায়ের নিকট টাকা চাইতাম না। মা দিলে নিতাম, দরকার হলেও বলতাম না। মানে আমার স্বাভাব টা এরকম। এখন কথা হলো, বিয়ের প্রস্তাব টা এসেছে আমার বোনের মাধ্যমে। আমার বোন কে বলার পর আমার বোন বলে প্রথমে মেনে নিতে হবে। ইউরোপের ছেলে পাওয়া সৌভাগ্যের আরো কত কি। যায় হোক আমার কিছুটা কষ্ট লেগেছে। পাত্রপক্ষ আমাকে পছন্দ করেছে। আমি যদি ব্যক্তিগতভাবে ছেলের সাথে কথা বলার সুযোগ পাই তখন কি এ বিষয়ে কথা বলবো? বা কিভাবে বললে ভালো হয়?
Collected post

23/09/2025

কেমন লাগে এইগুলায় চলতে?

২১ বছর বয়সী এই যুবক, মূলত বাংলাদেশি এবং দুই বছর ধরে ইতালিতে বসবাস করতেন, যেখানে তিনি রেস্তোরাঁ ব্যবসায় কাজ করতেন, তিনি...
23/09/2025

২১ বছর বয়সী এই যুবক, মূলত বাংলাদেশি এবং দুই বছর ধরে ইতালিতে বসবাস করতেন, যেখানে তিনি রেস্তোরাঁ ব্যবসায় কাজ করতেন, তিনি বেশ কয়েকদিন ধরে যে আশ্রয়স্থলে থাকতেন সেখান থেকে নিখোঁজ ছিলেন। সোমবার সন্ধ্যায় স্পোলেটোর ক্যাসেট পাড়ার ভায়া প্রিমো ম্যাগিওতে তার খণ্ডি*ত দে*হ পাওয়া যায়। দে*হাবশেষগুলি রেলপথের কাছে পরিত্যক্ত একটি কালো ব্যাগে লুকানো ছিল, একটি বৈদ্যুতিক সাইকেলের পাশে।

https://www.perugiatoday.it/cronaca/ucciso-e-fatto-a-pezzi-spoleto.html
© PerugiaToday

23/09/2025

বিদেশে তো বাঙালিই বাঙালিকে দেখবে।🇮🇹

Indirizzo

Milan

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando প্রবাসী উইথ অপু pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi