Maimuna jahan

Maimuna jahan This is Maymuna vlogs official page Here I will share my lifestyle vlogs and Travel videos.

অন্তরা — তার পরিবারের জন্য যেন এক ট্রাম্প কার্ড!কারণ, অন্তরার জন্যই আজ তার পরিবার একেবারে নিচ থেকে উঠে এসেছে এতটা উঁচুতে...
09/10/2025

অন্তরা — তার পরিবারের জন্য যেন এক ট্রাম্প কার্ড!
কারণ, অন্তরার জন্যই আজ তার পরিবার একেবারে নিচ থেকে উঠে এসেছে এতটা উঁচুতে।
এবং এখন তারা পুরো বাংলাদেশের মানুষের কাছে এতটা পরিচিত, এতটা ভালোবাসার মানুষ! ❤️

একটা ইন্টারভিউতে শুনেছিলাম—
অন্তরারা যখন চার বোন হয়, তখন তাদের মা নাকি একটু মন খারাপ করেছিলেন, কারণ তিনি চেয়েছিলেন একটি ছেলে।
কিন্তু দেখুন, আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা, তাকে দিয়েই কিভাবে ভাগ্য উলটে দেন! ✨
সেই অন্তরার কারণেই আজ পুরো পরিবারের জীবন পাল্টে গেছে।

অন্তরা তার পরিবারকে যে কতটা ভালোবাসে, বিশেষ করে ছোট বোন ইতিকে—
তা ভিডিওগুলো দেখলেই বোঝা যায়।
ইতির কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না অন্তরা।
এমন ভালোবাসাময় বড় বোন পাওয়া সত্যিই এক বিরল সৌভাগ্য। 🩷

আর যেই বাবা-মা একসময় শুধু ছেলের আশায় মন খারাপ করেছিলেন,
তারাই এখন সবচেয়ে গর্বিত তাদের মেয়েদের জন্য!

তাই মনে রাখবেন—
আল্লাহ তায়ালা কখন, কিভাবে কার ভাগ্য পরিবর্তন করবেন, সেটা একমাত্র তিনিই জানেন।
কখনো হতাশ হবেন না, কারণ আল্লাহ কাউকেই নিরাশ করেন না… ❤️‍🩹

স্ত্রী গরমে ঘেমে অনেক সময় নিয়ে চা-নাস্তা বানিয়ে নিয়ে এসেছে।শ্বশুর, শাশুড়ি সবাই বসে খাচ্ছে।স্বামী চায়ে চুমুক দিয়ে বিরক্ত ...
03/10/2025

স্ত্রী গরমে ঘেমে অনেক সময় নিয়ে চা-নাস্তা বানিয়ে নিয়ে এসেছে।
শ্বশুর, শাশুড়ি সবাই বসে খাচ্ছে।
স্বামী চায়ে চুমুক দিয়ে বিরক্ত হয়ে বলছে,
“নাহ, এখনও তুমি মা’র মত চা বানাতে শিখলে না। কতবার বললাম মা’র কাছ থেকে দেখো কতখানি লিকার দিতে হয়।
মা! ওকে দেখিয়ে দিয়েন তো কীভাবে চা বানাতে হয়।”

— এ হচ্ছে #লুমাযাহ।
> এরা সুযোগ পেলেই মানুষের মুখের উপর তার বদনাম করে।
> কারও কোনো দোষ ধরার সুযোগ পেলে সহজে ছেড়ে দেয় না।
> সারাদিন একে ধমকানো, ওকে খোঁচা মারা, একে গালি দেওয়া, ওকে ব্যঙ্গ করা, এগুলো হচ্ছে এদের স্বভাব।
> এদের নিজেদের দোষের কোনো শেষ নেই।
নিজের দোষ ঢাকার জন্য এরা সবসময় অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকে।

এদের জিভ হচ্ছে একটা #ধারালো_অস্ত্র।
এই অস্ত্র দিয়ে সারাদিন এরা একের পর এক মানুষের হৃদয় ক্ষতবিক্ষত করতে থাকে।
..
আত্মীয় বেড়াতে এসেছে।
গল্প করার ফাঁকে জিজ্ঞেস করলো, “আপনার মেয়ে কেমন আছে? ওর বাচ্চাগুলো ভালো আছে?”
মা উত্তর দিলেন, “গত সপ্তাহে শুনলাম ওরা অসুস্থ। দেখি শুক্রবারে ফোন করলে বুঝতে পারবো কী অবস্থা?”

আত্মীয় অবাক হয়ে বললেন, “শুক্রবারে? আপনার মেয়ে প্রতিদিন আপনাকে ফোন করে না?
আমার মেয়ে প্রতিদিন সকালে ফোন করে সবার আগে আমার খোঁজ নেয়।
আপনি এত কষ্ট করে মেয়ে বড় করে বিয়ে দিলেন, আর মেয়েটা আপনাকে দিনে একটা ফোনও করতে পারে না?”

মা আমতা আমতা করে বললেন, “না, না, ব্যাপারটা সেরকম না।
ও ঘর-সংসার, চাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকে।
প্রতিদিন কি আর ফোনে কথা বলা যায়?”

আত্মীয় তার নিজের মেয়ের সাথে আরও কিছু তুলনা করে চলে গেলেন।
তারপর মা সারাদিন #বিষণ্ণতায়_ভুগলেন আর বাবা’র কাছে অভিযোগ করতে থাকলেন,
“দিনে একটা ফোনও করতে পারে না? এই মেয়ের জন্য আমি রক্ত পানি করেছি? একে আমি নয় মাস পেটে ধরেছি?
নিজের বাবা-মা’র থেকে ওর সংসার আজ বেশি বড় হয়ে গেলো?”

—সেই আত্মীয় হচ্ছে #হুমাযাহ।
> এরা মানুষে-মানুষে সম্পর্ক বিষিয়ে দিতে পেশাদারি দক্ষতা অর্জন করেছে।
> এদের বিষাক্ত জিভের ছোবলে সুখী পরিবারের মধ্যেও মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।
..
হুমাযাতিল লুমাযাহ হচ্ছে এমন এক ধরনের মানুষ,
• যে অন্যকে তুচ্ছ, তাচ্ছিল্য করে।
• মানুষের দিকে তাচ্ছিল্য ভরে আঙ্গুল দেখায়।
• চোখের ইশারা করে ব্যাঙ্গ করে।
• কারও চরিত্রের কোনো দিক নিয়ে ব্যঙ্গ করে।
• কারও মুখের উপর তার বিরুদ্ধে মন্তব্য করে।
• কারও পেছনে তার দোষ বলে বেড়ায়।
• এর নামে ওর কাছে কথা লাগায়।
এটা তারা একবার দুইবার করে না।
এমন করে তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে।

এরা হচ্ছে হুমাজাতিল লুমা যাহ।
এদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা।
#আল্লাহুম্মাগ- ফিরলী।

01/10/2025

লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন
(তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার)

30/09/2025

আত্মীয়দের থেকে নিজের উন্নতি ও সাফল্যের কথা গোপন রাখুন। কেননা আপনার সাফল্যে আত্মীয়রা হিংসা করবে। ঠিক এ কারণে ইয়াকুব আ. পুত্র ইউসুফ আ.কে স্বপ্নের কথা ভাইদের থেকে গোপন রাখতে বলেছিলেন!

দুঃখের কথা আত্নীয়দের কাছে বলা থেকে দূরে থাকুন, কেননা আপনার দুঃখ নিয়ে তারা উপহাস করবে। ঠিক এ কারণে ইয়াকুব আ. তার পুত্র হারানো শোকের কথা প্রকাশ করতে গিয়ে বলেছেন-
اِنَّمَاۤ اَشۡکُوۡا بَثِّیۡ وَ حُزۡنِیۡۤ اِلَی اللّٰہ
আমি আমার দুঃখ বেদনা আল্লাহর কাছেই নিবেদন করছি...

~ মাসুদ আলিমি হাফিজাহুল্লাহ

বর্তমানে তো অনেক বাবা মা নিজের সন্তানের সাফল্য পছন্দ করেনা,ভাই ভাইয়ের সাফল্য সহ্য করতে পারেনা,ইভেন নিজের পরিবারের মানুষ মিলে,ক্ষতি করার সুযোগ খোজে....

দুনিয়ার দিকে তাকালে,মনে হয় কিয়ামত বড়ই নিকটে,চারিদিকে এত হিংসা আল্লাহ মাফ করুন....

Rinu Moni

03/09/2025

দুপুরের খাবার প্লাও,রোস্ট😋

Good Noon evryone🥰
03/09/2025

Good Noon evryone🥰

02/09/2025

দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয়.....!!!!☺️

কিছু শ্বশুরবাড়ির মতে ৫ বছরের বড় স্বামী হয় অবুঝ😒 আর শাশুড়ির থেকে ৩০ বছরের ছোট বৌমা হয় বুদ্ধিমান ও চতুর😐হ্যাঁ এটাই শ্...
02/09/2025

কিছু শ্বশুরবাড়ির মতে ৫ বছরের বড় স্বামী হয় অবুঝ😒 আর শাশুড়ির থেকে ৩০ বছরের ছোট বৌমা হয় বুদ্ধিমান ও চতুর😐হ্যাঁ এটাই শ্বশুরবাড়ির অংক😅

02/09/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Good Evening🥰
29/08/2025

Good Evening🥰

29/08/2025

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ 🤲

28/08/2025

🥰🥰

Indirizzo

Milan

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Maimuna jahan pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Maimuna jahan:

Condividi