29/06/2024
লিবিয়ার ত্রিপোলি থেকে 90 কিমি দূরে মরুভূমির মাঝে অবস্থিত কুখ্যাত বীর ঘনাম ডিটেনশন ক্যাম্প।
পুরুষ, নারী ও শিশুদের উলঙ্গ করা হয়, মুক্তিপণের জন্য নির্যাতন করা হয় কখনো কখনো মৃত্যু পর্যন্ত। নারীদের যৌন নিপীড়ন করা হয়, নাবালিকাদের মারধর করা হয় এবং ধর্ষণ করা হয়, পুরুষদের পুড়িয়ে মারা হয় এবং যারা বেঁচে থাকে তাদের নিলাম করে দাস হিসাবে বিক্রি করা হয়।
তিউনিসিয়ার রাস্তায় ধরা পড়া এবং লিবিয়ায় পাচার হওয়া এবং লিবিয়ার বিভিন্ন স্থান থেকে সংগৃহীত লোক অন্তর্ভুক্ত রয়েছে।